বিসিএস ও চাকরি পরীক্ষার বাছাই করা বাংলা প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড- পর্ব ৩

বিসিএস ও চাকরি পরীক্ষার বাছাই করা বাংলা প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড- পর্ব -৩

আরো পড়ুন:

সঠিক উত্তরগুলোর পাশে (*) স্টার চিহ্ন দেওয়া আছে।

১. চর্যাপদ কোন ছন্দে লেখা ?
অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত*
স্বরবৃত্ত
অমিত্রাক্ষর ছন্দ

২. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে*
ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
সপ্তদশ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে

৩. কবি গানের প্রথম কবি কে?
গোঁজলা পুট [গুই]*
হরু ঠাকুর
ভবানী ঘোষ
নিতাই বৈরাগী
৪. ‘ কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?’ —- কার লেখা?
কৃষ্ণচন্দ্র মজুমদার*
ঈশ্বরচন্দ্র গুপ্ত
কামিনী রায়
যতীন্দ্রমোহন বাগচী

৫. কোন চরণটি সঠিক?
ধন ধান্যে পুষ্পে ভরা*
ধন্য ধান্যে পুষ্পে ভরা
ধণ্যে ধান্যে পুষ্প ভরা
ধন্যে ধান্য পুষ্পে ভরা

৬. কোন বানানটি শুদ্ধ নয়?
দরিদ্রতা
উপযোগিতা
শ্রদ্ধাঞ্জলি
উর্দ্ধ*

৭. ‘ গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ —-
সংসারী
সঞ্চয়ী
সংস্থিতি
সন্ন্যাসী*

৮. Excise duty -র পরিভাষা কোনটি?
অতিরিক্ত কর
আবগারি শুল্ক*
অর্পিত দায়িত্ব
অতিরিক্ত কর্তব্য

৯. কোন বাক্যটি শুদ্ধ?
তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।*
সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
১০. ‘ তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।’— এটি কোন বাক্য?
সরল
মিশ্র বা জটিল*
যৌগিক
সংযুক্ত

১১. কোনটি ‘ অগ্নি’-র সমার্থক শব্দ নয়?
পাবক
বৈশ্বানর
সর্বশুচি
প্রজ্বলিত*
১২. কোনটি সঠিক বানান?
নিশিথিনী
নীশিথিনী
নিশীথিনী*
নিশিথিনি

১৩. কোনটি ‘কোলন’?
;

*

” ”

১৪. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘ কল্লোল ‘ কত সালে প্রথম প্রকাশিত হয় ?
১৯২৩ সালে*
১৯২৪ সালে
১৯২৫ সালে
১৯২৭ সালে

১৫. কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
হরতাল*
পালাবদল
উত্তীর্ণ পঞ্চাশে
অন্বিষ্ট স্বদেশ

১৬. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি?
কপট ব্যক্তি
ঘনিষ্ঠ সম্পর্ক
হতভাগ্য
মোসাহেব*

১৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?
কুন্দনন্দিনী*
শ্যামাসুন্দরী
বিমলা
রোহিনী

১৮. কোন বানানটি শুদ্ধ?
পিপিলিকা
পিপীলিকা*
পীপিলিকা
পিপিলীকা

১৯. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ——
এজরা পাউন্ড
টি.এস.এলিয়ট
ডবলিউ. বি. ইয়েটস*
কীটস

২০. ‘ The Origin and Development of Bengali Language’ গ্রন্থটি রচনা করেছেন ——
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়*
হরপ্রসাদ শাস্ত্রী
স্যার জর্জ গ্রিয়ারসন

২১. ‘বৃক্ষ’ শব্দের সর্মাথক শব্দ কোনটি?
কলাপী
নীরধি
বিটপী*
অবনি

২২. ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
অর্ধচেতন
অবচেতন*
চেতনাপ্রবাহ

২৩. কোনটি ইংরেজি শব্দ?
ম্যাজেন্টা
পিস্তল
আলমারি
কমা*

২৪. ‘ শূন্যপুরাণ’ রচনা করেছেন —
রামাই পণ্ডিত*
শ্রীকর নন্দী
বিজয় গুপ্ত
লোচন দাস

২৫. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
পরাকাষ্ঠা
অভিব্যক্তি
পরিশ্রান্ত
অনাবৃষ্টি*

২৬. ‘ পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়*
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

২৭. ‘ আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
দ্বন্দ্ব সমাস*
অব্যয়ীভাব সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস

২৮. কোনটি সাধিত শব্দ নয়?
পানসা
ফুলেল
গোলাপ*
হাতল

২৯. ‘ দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়*

৩০. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
পদ্মরাগ
পদ্মগোখরা*
পদ্মাপুরাণ
পদ্মাবতী

৩১. ‘ আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা?
কাজী এমদাদুল হক
মীর মশাররফ হোসেন
মোহাম্মদ নজিবর রহমান*
ইসমাইল হোসেন সিরাজী

৩২. ‘ বীরবল’ ছদ্মনামে কে লিখতেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
মুনীর চৌধুরী
সমরেশ বসু
প্রমথ চৌধুরী*

৩৩. কোনটি শুদ্ধ বানান?
আকাংখা
আকাঙ্ক্ষা*
আকাঙ্খা
আকাংক্ষা

৩৪. কোনটি ‘ বাতাস’ শব্দের সমার্থক নয়?
পাবক*
মারুত
পবন
অনিল

৩৫. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
বর্ণ
শব্দ
অক্ষর
ধ্বনি*

৩৬. ‘ মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি —-
জটিল বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য*
মিশ্র বাক্য

৩৭. ‘ গাছপাথর’ বাগধারাটির অর্থ —
ভূমিকা করা
হিসাব-নিকাশ*
অসম্ভব বস্তু
বাড়াবাড়ি করা

৩৮. ‘ তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে?
মীর মশাররফ হোসেন
কাজী নজরুল ইসলাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়*
রবীন্দ্রনাথ ঠাকুর

৩৯. ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
আরেক ফাল্গুন*
জীবন ঘষে আগুন
নন্দিত নরকে
পিঙ্গল আকাশ

৪০. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
এইসব দিনরাত্রি
নূরলদীনের সারাজীবন
একাত্তরের দিনগুলি*
সৎ মানুষের খোঁজে

৪১. বাংলা গদ্যের জনক কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর*
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উইলিয়াম কেরী
রবীন্দ্রনাথ ঠাকুর

৪২. ‘ আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়*
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আনন্দমোহন বাগচী

৪৩. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
দোলনচাঁপা
বিষের বাঁশী
সাম্যবাদী
অগ্নিবীণা*

৪৪. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
জসীমউদ্‌দীন*
ফররুখ আহমদ
আবুল হাসান
শহীদ কাদরী

৪৫. ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ইন্দিরা দেবী*
কাদম্বরী দেবী
মৃণালিনী দেবী
মৈত্রেয়ী দেবী

৪৬. মাইকেল মধুসূদন দত্তের ‘ বীরাঙ্গনা কাব্য ‘ কোন ধরনের কাব্য?
মহাকাব্য
সনেট
পত্রকাব্য*
গীতিকাব্য

৪৭. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
আত্মজীবনী
প্রণয়কাব্য
নীতিকাব্য*
জঙ্গনামা

৪৮. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ফার্সি
তুর্কি*
পর্তুগিজ
আরবি

৪৯. সমাসবদ্ধ শব্দ ‘ আনত’ কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
কর্মধারয়
সুপসুপা
অব্যয়ীভাব*

৫০. অশোক সৈয়দ কার ছদ্মনাম?
আবদুল মান্নান সৈয়দ*
সৈয়দ আজিজুল হক
আবু সয়ীদ আইয়ুব
সৈয়দ শামসুল হক

৫১. সন্ধি-সাধিত শব্দ ‘ পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
ব্যঞ্জন ধ্বনি
স্বরধ্বনি
নিপাতনে সিদ্ধ*
বিসর্গ সন্ধি

৫২. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
পৃথ্বী
নীর*
ক্ষিতি
অবনী

৫৩. ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
সঞ্চয়
কবীন্দ্র পরমেশ্বর*
শ্রীকর নন্দী
কাশীরাম দাস
৫৪. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী?
দিলারা হাশেম
রাজিয়া খান*
রিজিয়া রহমান
সেলিনা হোসেন

৫৫. Quarterly শব্দের অর্থ কী?
সাপ্তাহিক
পাক্ষিক
ষান্মাসিক
ত্রৈমাসিক*

৫৬. নিচের কোন বানানটি শুদ্ধ?
নিশিথিনী
নিশীথীনি
নিশিথীনী
নিশীথিনী*

৫৭. শিখণ্ডী শব্দের অর্থ কী?
কবুতর
কোকিল
খরগোশ
ময়ূর*

৫৮. সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?

২*

৫৯. গাড়ি চলে না, চলে না, নারে……… গানের গীতিকার কে?
সঞ্জীব চৌধুরী
বাপ্পা মজুমদার
শাহ্‌ আবদুল করিম*
দাশরথি রায়

৬০. অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি?
১৯৯৭
১৯৯৮
১৯৯৯*
২০০০

৬১. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
২০০৭
১৯০৭*
১৯০৯
১৯১৬

৬২. নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?
বীরবল
ভিমরুল
অনিলা দেবী*
যাযাবর

৬৩. ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?
প্যারীচাঁদ মিত্র*
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
দামোদর বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৬৪. ‘ অনীক’ শব্দের অর্থ —
সূর্য
সমুদ্র
যুদ্ধক্ষেত্র
সৈনিক*

৬৫. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
মধ্যপদলোপী কর্মধারয়*
ষষ্ঠী তৎপুরুষ
পঞ্চমী তৎপুরুষ
উপমান কর্মধারয়

৬৬. Anatomy শব্দের অর্থ —–
সাদৃশ্য
স্নায়ুতন্ত্র
শারীরবিদ্যা*
অঙ্গ-সঞ্চালন

৬৭. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
গোবিন্দ দাস
কায়কোবাদ
কাহ্ন পা
ভুসুকু পা*

৬৮. ‘ আফতাব’ শব্দের সমার্থ কোনটি?
অর্ণব
রাতুল
অর্ক*
জলধি

৬৯. বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ —–
বাগ + অম্বর
বাগ + আড়ম্বর
বাক্‌ + অম্বর
বাক্‌ + আড়ম্বর*

৭০. ‘ সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’—-এই চরণদ্বয়ের লেখক ——
রবীন্দ্রনাথ ঠাকুর
কুসুমকুমারী দাস
মদনমোহন তর্কালঙ্কার*
কৃষ্ণচন্দ্র মজুমদার

৭১. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?
রূপকথা*
ছোটগল্প
গ্রাম্যগীতিকা
রূপকথা-উপকথা

৭২. বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?


৩*

৭৩. ‘কাঁঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সুভাষ মুখোপাধ্যায়
কাজী ইমদাদুল হক
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়*

৭৪. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?



চ*

৭৫. ‘ অপ’ কী ধরনের উপসর্গ?
সংস্কৃত*
বাংলা
বিদেশি
মিশ্র

৭৬. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?
১৮৪৭-১৯১১*
১৮৫২-১৯১২
১৮৫৭-১৯১১
১৮৪৭-১৯১২

৭৭. রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত
অক্ষরবৃত্ত
মন্দাক্রান্তা
মাত্রাবৃত্ত*

৭৮. ‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি?
সহ + চর + র্য
সহচর + ৎ ফলা
সহচর + য*
কোনটিই নয়

৭৯. ‘ পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন —-
মুকুন্দরাম চক্রবর্তী
সৈয়দ শামসুল হক
শামসুর রাহমান
কোনটিই নয়*

৮০. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন ——
মুন্সী মেহেরুল্লা
সঞ্জয় ভট্টাচার্য*
কামিনী রায়
মোজাম্মেল হক
৮১. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?
১৩ টি
১০ টি
১২ টি
১১ টি*

৮২. বাংলা সাহিত্যের আদি কবি কে?
কাহ্নপা
চেণ্ডনপা
লুইপা*
ভূসুকুপা

৮৩. ‘ তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
চলিত রীতি
সাধু রীতি*
মিশ্র রীতি
আঞ্চলিক রীতি

৮৪. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
অক্ষয় দত্ত
মার্শম্যান
ব্রাশি হ্যালহেড
রাজা রামমোহন*

৮৫. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
সাত সাগরের মাঝি*
পাখির বাসা
হাতেমতাই
নৌফেল ও হাতেম

৮৬. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
আলাওল
সৈয়দ সুলতান
মুহম্মদ খান
শাহ মুহম্মদ সগীর*

৮৭. ‘ চাচা কাহিনী’র লেখক কে?
সৈয়দ শামসুল হক
শওকত ওসমান
সৈয়দ মুজতবা আলী*
ফররুখ আহমদ

৮৮. মুসলমান নারী জাগরণের কবি —–
ফজিলাতুন্নেছা
ফয়জুন্নেছা
বেগম রোকেয়া*
সামসুন্নাহার

৮৯. ‘ শ্রীকৃষ্ণকীর্তন’—- এর রচয়িতা কে?
জ্ঞানদাস
দীন চণ্ডীদাস
বড়ু চণ্ডীদাস*
দীনহীন চণ্ডীদাস

৯০. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
প্রভু যিশুর বাণী
কৃপার শাস্ত্রের অর্থভেদ*
ফুলমণি ও করুণার বিবরণ
মিশনারি জীবন

৯১. কবি আলাওলের জন্মস্থান কোনটি?
ফরিদপুরের সুরেশ্বর
চট্টগ্রামের জোব্‌রা*
বার্মার আরাকান
চট্টগ্রামের পটিয়া

৯২. ‘ অনল-প্রবাহ’ রচনা করেন —-
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি*
মোজাম্মেল হক
এয়াকুব আলী চৌধুরী
মুনিরুজ্জামান ইসলামাবাদী

৯৩. ‘ অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
ধূমকেতু
বিদ্রোহী
প্রলয়োল্লাস*
অগ্রপথিক

৯৪. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
কল্লোল
সবুজপত্র*
বঙ্গদর্শন
কালিকলম

৯৫. ‘ জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ ——
জন + ইক
জন + এক*
জনৈ + এক
জন + ঈক

৯৬. বাক্যের তিনটি গুণ কি কি?
আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা*
যোগ্যতা , উদ্দেশ্য ও বিধেয়
কোনোটিই নয়

৯৭. ‘ একাত্তরের চিঠি’—-কোন জাতীয় রচনা?
মুক্তিযুদ্ধের বিবরণ
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন*
ভিন্নধর্মী ডায়েরি

৯৮. বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৫৫ খ্রিঃ*
১৩৫৫ বঙ্গাব্দ
১৯৫২ খ্রিঃ
১৩৫২ বঙ্গাব্দ

৯৯. সনেট কবিতার প্রবর্তক কে?
দ্বিজেন্দ্র লাল রায়
রজনীকান্ত সেন
মাইকেল মধুসূদন দত্ত*
অতুলপ্রসাদ সেন

১০০. সমাস ভাষাকে কি করে?
সংক্ষেপ করে*
বিস্তৃত করে
অর্থপূর্ণ করে
অর্থের রূপান্তর ঘটায়

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

📝 সাইজঃ- 17 MB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 15

Download From Google Drive

Download

 Download From Yandex

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here