বিসিএস ও চাকরি পরীক্ষার বাছাই করা বাংলা প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড- পর্ব -১

বিসিএস ও চাকরি পরীক্ষার বাছাই করা বাংলা প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড- পর্ব -১

আরো পড়ুন:

সঠিক উত্তরগুলোর পাশে (*) স্টার চিহ্ন দেওয়া আছে।

১. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
উপনেতা
উপভোগ*
উপগ্রহ
উপসাগর

২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:
বৈকুণ্ঠের খাতা*
জামাই বারিক
বিবাহ-বিভ্রাট
হিতে বিপরীত

৩. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
গাজী মিয়াঁর বস্তানী *
আলালের ঘরের দুলাল
হুতোম প্যাঁচার নক্সা
কলিকাতা কমলালয়

৪. ‘বেদান্তগ্রন্থ’ ও দেদান্তসার’ কার রচনা?
রাজা রামমোহন রায় *
গোলকনাথ শর্মা
রামরাম বসু
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

৫. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা?
আমজাদ হোসেন
হুমায়ূন আহমেদ *
শওকত ওসমান
সৈয়দ শামসুল হক

৬. ‘জীবন থেকে নেয়া ‘ চলচ্চিত্রটির পরিচালক কে?
আমজাদ হোসেন
আলমগীর
জহির রায়হান *
সুভাষ দত্ত

৭. ‘খনার বচন’ -এর মূলভাব কি?
লৌকিক প্রণয়সঙ্গীত
শুদ্ধ জীবনযাপন রীতি *
সামাজিক মঙ্গলবোধ
রাষ্ট্র পরিচালনা নীতি

৮. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
দুঃ + অবস্থা *
দূর + বস্থা
দুর + বস্থা
দুর + অবস্থা

৯. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
করছিলাম
করেছি
করছি
করব *

১০. জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে?
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু *
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক

১১. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
তামসিক *
বারুই
পান-ব্যবসায়ী
পর্ণকার

১২. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
বক্র
গরল *
কুটিল
জটিল

১৩. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
পদ্মমণি
পদ্মাবতী
পদ্মগোখরা
পদ্মরাগ *

১৪. বিভক্তহীন নাম – শব্দকে কী বলে?
প্রাতিপাদিক *
নাম -পদ
মৌলিক শব্দ
কৃদন্ত শব্দ

১৫. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক। ‘ _ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?
অনন্বয়ী অব্যয় *
অনুকার অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
১৬. কোনটি অপাদান কারক?
গৃহহীনে গৃহ দাও
জিজ্ঞাসিব জনে জনে
ট্রেন স্টেশন ছেড়েছে *
বনে বাঘ আছে
১৭. ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
ভ্রমণ কাহিনী
উপন্যাস *
নাটক
কবিতা

১৮. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
অজানা
দোতলা
আশীবিষ
কানাকানি *

১৯. ‘আগুন’ -এর সমার্থক শব্দ কোনটি?
ভাতি
অনল *
অংশ
জ্যোতি

২০. প্রতাপ আদিত্য কে ছিলেন?
বাংলার বারো ভুঁইঞাদের একজন *
রাজপুত রাজা
বাংলার শাসক
মোগল সেনাপতি

২১. ‘Hand out’ – এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে:
হস্তপত্র
জ্ঞাপনপত্র *
তথ্যপত্র
প্রচারপত্র

২২. স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন__
সতীন সরকার
সৈয়দ আলী আহসান
সৈয়দ শামসুল হক
নিজে চেষ্টা করুন *
২৩. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম*
২৪. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা?
প্রবন্ধ*
উপন্যাস
নাটক
আত্মজীবনী

২৫. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
নেকড়ে অরণ্য
বন্দী শিবির থেকে*
নিষিদ্ধ লোবান
প্রিয়যোদ্ধা প্রিয়তম
২৬. ’আমার ঘরের চাবি পারের হাতে’- গানটির রচয়িতা কে?
লালন শাহ্‌*
হাসন রাজা
পাগলা কানাই
রাধারমণ দত্ত

২৭.’নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
কাজী আবদুল ওদুদ
আবুল ফজদ
রশীদ করিম
হুমায়ুন কবির*
২৮. কোনটি বরীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
শেষলেখা*
শেষপ্রশ্ন
শেষকথা
শেষদিন
২৯. দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
কলকাতা
ঢাকা*
লন্ডন
মুর্শিদাবাদ

৩০. কাজী নজরুল ইসমালের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
আগমনী
কোরবানী
প্রলয়োল্লাস*
বিদ্রোহী

৩১. কোনটি জসীমউদ্‌দীনের রচনা?
গাজী মিয়াঁর বস্তানী
হাঁসুলী বাঁকের উপকথা
ভাওয়াল গড়ের উপাখ্যান
ঠাকুরবাড়ির আঙিনা*

৩২. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়?
১৮৬০
১৮৬৫
১৮৫৯
১৮৬১*

৩৩. ’পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কাজী নজরুল ইসলাম
শাহাদাৎ হোসেন
সঞ্জয় ভট্টাচার্য*
সুধীন্দ্রনাথ দত্ত

৩৪. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
হরপ্রসাদ শাস্ত্রী
রামরাম বসু*
দেবেন্দ্রনাথ ঠাকুর
অক্ষয়কুমার দত্ত

৩৫. ’চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে?
বুদ্ধদেব বসু
রবীন্দ্রনাথ ঠাকুর*
মীর মশাররফ হোসেন
সৈযদ শামসুল হক

৩৬. মুনীর চৌধুরী ‘মুখরা রমনী বশীকরণ’ একটি-
উপন্যাস
ছোটগল্প
প্রবন্ধ
অনুবাদ নাটক*

৩৭. ’বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
আবু ইসহাক
সুী গঙ্গোপাধ্যায়
প্রমথনাথ বিশী
প্রমথ চৌধুরী*

৩৮. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ?
শূণ্য
ত্রিভুজ*
পূন্য
ভূবন

৩৯. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
জবাবদিহি
মিথস্ক্রিয়া
একত্রিত*
গৌরবিত

৪০. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
৭টি**
৮টি
৬টি
১১টি

৪১. ”বাবা” কোন ভাষা থেকে আগত শব্দ?
সংস্কৃত
হিন্দি
অহমিয়া
তুর্কি*

৪২. ”Null and Void” এর বাংলা পরিভাষা কোনটি?
বাতিল*
পালাবদল
মামুলি
নিরপেক্ষ

৪৩. কোনটি শুদ্ধ বানান?
স্বায়ত্ত্বশাসন
সায়ত্তশাসন
সায়ত্ত্বশাসন
স্বায়ত্তশাসন*

৪৪. ”গিন্নি” কোন শ্রেণির শব্দ?
দেশি
বিদেশী
তদ্ভব
অর্ধ-তৎসম*

৪৫. ”শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকতি-প্রত্যয় কোনটি?
শ্রৎ+ধা+অ+আ*
শ্রৎ+ধা+আ
শ্র+ধা+আ
শ্রু+ধা+আ

৪৬. পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ*
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি

৪৭. ”সূর্য” শব্দের সমার্থক শব্দ কোনটি ?
অর্ণব
অর্ক*
প্রসূন
পল্লব

৪৮. ”হ্ম” যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
হ্‌+ম*
ক্‌+ম
ষ্‌+ম
ম্‌+হ

৪৯. সদ্যোজাত” শব্দের কিভাবে গঠিত হয়েছে?
সৎ + জাত
সদ্যো + জাত
সদ্যঃ + জাত*
সদ্য + জাত

৫০. ”ব্যক্ত” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ত্যক্ত
গ্রাহ্য
দৃঢ়
গূঢ়*

৫১. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
চামার
ধারালো
মোড়ক*
পোষ্টাই

৫২. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
আকাঙ্ক্ষা
যোগ্যতা
আসক্তি*
আসত্তি

৫৩. গঠনরীতিতে “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য মূলত—
পদাবলি
ধামালি
গ্রেমগীতি
নাটগীতি (নাট্যগীতি*

৫৪. ”সন্ধ্যাভাষা” কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
চর্যাপদ*
পদাবলি
মঙ্গলকাব্য
রোমান্সকাব্য

৫৫. দৌলত উজির বাহরাম খান কোন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ?
ফরিদপুর
সিলেট
কৃষ্ণনগর
চট্টগ্রাম*

৫৬. ”চন্দ্রাবতী” কী?
নাটক
কাব্য*
পদাবলী
পালাগান

৫৭. বিদ্যাপতি” কোন রাজসভার কবি ছিলেন?
রোসাঙ্গ
কৃষ্ণনগর
বিক্রমপুর
মিথিলা*

৫৮. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
আত্মচরিত**
আত্মকথা
আত্মজিজ্ঞাসা
আমার কথা
৫৯. কোনটি বাগধারা বোঝায়?
চৈত্র সংক্রান্তি
পৌষ সংক্রান্তি
শিরে সংক্রান্তি*
শিব-সংক্রান্তি

৬০. কোনটি মৌলিক শব্দ?
মানব
গোলাপ*
একাঙ্ক
ধাতব

৬১. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র লেখা ?
বঙ্গভাষা ও সাহিত্য
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
বাংলা সাহিত্যের কথা*

৬২. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
মুনীর চৌধুরী
হাসান হাফিজুর রহমান*
শামসুর রাহমান
গাজীউল হক

৬৩. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
নিক্কণ, সূচগ্র, অনুর্ধব*
অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষবসা
রানি, বিকিরণ, দুরতিক্রম্য

৬৪. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ –এর প্রবর্তক কে?
মমতাজউদদীন আহমদ
আব্দুল্লাহ আল মামুন
সেলিম আল দীন*
রামেন্দু মজুমদার

৬৫. ‘ সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
একাগ্রতায়
সমান ব্যবহারে
সম ভাবনায়
একযোগে*

৬৬. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
ভাবরস
মধুর রস*
প্রেমরস
লীলারস

৬৭. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
Buddhist Mystic Songs*
চর্যাগীতিকা
চর্যাগীতিকোষ
হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা

৬৮. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
হরপ্রসাদ শাস্ত্রী
চন্দ্রকুমার দে*
দীনেশচন্দ্র সেন

৬৯. ‘ জলে-স্থলে’ কী সমাস?
সমার্থক দ্বন্দ্ব
বিপরীতার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব*
একশেষ দ্বন্দ্ব

৭০. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
যৌগিক স্বরধ্বনি*
তালব্য স্বরধ্বনি
মিলিত স্বরধ্বনি
কোনোটি নয়

৭১. ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
বিস্ময় দ্বারা আপন্ন
বিস্ময়ে আপন্ন
বিস্ময়কে আপন্ন*
বিস্ময়ে যে আপন্ন

৭২. কবি কায়কোবাদ রচতি ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল —-
পলাশীর যুদ্ধ
তৃতীয় পানিপথের যুদ্ধ*
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ছিয়াত্তরের মন্বন্তর

৭২. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
রহু চণ্ডালের হাড়
কৈবর্ত খণ্ড
ফুল বউ
অলীক মানুষ*

৭৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
১৯১০*
১৯১১
১৯১২
১৯১৩

৭৫. ‘ আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
আল মাহমুদ
আব্দুল মান্নান সৈয়দ
অমিয় চক্রবর্তী
শামসুর রাহমান*

৭৬. ‘ চর্যাচর্যবিনিশ্চয়’ –এর অর্থ কী?
কোনটি চর্যাগান, আর কোনটি নয়*
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
কোনটি চরাচরের, আর কোনটি নয়
কোনটি আচার্যের, আর কোনটি নয়

৭৭. ‘ গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
শৈবধর্ম
বৌদ্ধ সহজযান
নাথধর্ম*
কোনোটি নয়

৭৮. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত —
রামনিধি গুপ্ত
দাশরথি রায়
এন্টনি ফিরিঙ্গি
রামপ্রসাদ সেন*

৭৯. ‘ অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
হুমায়ুন আজাদ*
হেলাল হাফিজ
আসাদ চৌধুরী
রফিক আজাদ

৮১. ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
আইন
প্রথা*
শুল্ক
রাজস্বনীতি

৮২. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’–কে স্মরণ করেছেন কেন?
ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে*

৮৩. ‘ প্রদীপ নিবিয়া গেল!’ –এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’*
রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’

৮৪. ‘ মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’ –কার উক্তি?
মীর মশাররফ হোসেনের*
ইসমাইল হোসেন সিরাজীর
রবীন্দ্রনাথ ঠাকুরের
কাজী নজরুল ইসলাম

৮৫. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
তৃতীয় বর্ণ
দ্বিতীয় ও চতুর্থ বর্ণ*
প্রথম ও দ্বিতীয় বর্ণ
দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

৮৬. ‘ কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে সঠিত?
দেশি উপসর্গযোগে*
বিদেশি উপসর্গযোগে
সংস্কৃত উপসর্গযোগে
কোনোটি নয়

৮৭. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
মাত্রাবৃত্ত
অক্ষরবৃত্ত
মুক্তাক
স্বরবৃত্ত*

৮৮. নিচের কোনটি অশুদ্ধ?
অহিংস –সহিংস
প্রসন্ন –বিষণ্ন
দোষী –নির্দোষী*
নিষ্পাপ –পাপিনী

৮৯. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
বুদ্ধদেব বসু
দীনেশরঞ্জন দাশ*
সজনীকান্ত দাস
প্রেমেন্দ্র মিত্র

৯০. ‘ আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।’ —রবীন্দ্রনাথের এ গানে ‘ নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
অপনোদন অর্থে
পূজা অর্থে*
বিলানো অর্থে
উপহার অর্থে

৯১. ‘ ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।’ –কে বলেছেন?
মোতাহের হোসেন চৌধুরী*
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
প্রমথ চৌধুরী
কাজী আব্দুল ওদুদ

৯২. কোন বাক্যটি শুদ্ধ?
অপনি স্বপরিবারে আমন্ত্রিত।
তার কথা শুনে আমি আশ্চার্যান্বিত হলাম।*
তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
সেদিন থেকে তিনি সেখান আর যায় না।

৯৩. Ode কী?
শোককবিতা
পত্রকাব্য
খণ্ড কবিতা
কোরাসগান*

৯৪. মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
বাংলা ধ্বনিবিজ্ঞান
আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
ধ্বনিবিজ্ঞানের কথা
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব*

৯৫. কোনটি ‘ অগ্নি’র সমার্থক শব্দ নয়?
পাবক
বহ্নি
হুতাশন
প্রজ্বলিত*

৯৬. কোন বানানটি শুদ্ধ?
Achivement
Acheivment
Achievement*
Acheivement

৯৭. বিভা : কিরণ : : সুবলিত : ?
সুবিদিত
সুগঠিত*
সুবিনীত
বিধিত
৯৮. ‘ বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
ব+ন্‌+ধ+ন্‌
বন্‌+ধন্‌*
ব+ন্ধ+ন
বান্‌+ধন্‌

৯৯. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
৭টি
৯টি
১০টি
৮টি*

১০০. ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
জ+ঞ*
ঞ+গ
ঞ+জ
গ+ঞ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

📝 সাইজঃ- 17 MB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 15

Download From Google Drive

Download

 Download From Yandex

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here