নবম দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ৯ এর MCQ প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড

এস.এস.সি   বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা   অধ্যায় – ৯: বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১.১৮৫৭ সালের ২৯ মার্চ বিদ্রোহের সূচনা করেন কে?
ক) মঙ্গল পাণ্ডে
খ) হযরত মহল
গ) বাহাদুর শাহ
ঘ) মৌলভী আহমদ উল্লাহ
সঠিক উত্তর: (ক)

২. ইংল্যান্ডের শ্রমিক দল জয়ী হওয়ায়-
i. ভারতের স্বাধীনতা অর্জিত হয়
ii. ভারতের স্বাধিকার প্রতিষ্ঠিত হয়
iii. ভারতের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩. মুসলিম লীগ এবং জিন্নাহর রাজনীতির শেষ পরিণতি ছিল-
i. ১৯৪৭ সালের আগষ্ট মাসের দেশ বিভাগ
ii. দুটি রাষ্ট্রের জন্ম
iii. ১৪ আগষ্ট পাকিস্তান ও ১৫ আগষ্ট হিন্দুস্তান রাষ্ট্রের জন্ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. বিখ্যাত ‘ক’ নামক কোম্পানি ১৯১০ সালে টাটা কারখানা স্থাপন করে। উদ্দীপকের কোম্পানির সাথে সাদৃশ্য রয়েছে-
i. ইউনিলিভার কোম্পানি
ii. টাটা কোম্পানি
iii. নাভানা কোম্পানি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)

৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সাথে সাথে কিসের শোষণ বঞ্চনা শুরু হয়?
ক) সামাজিক
খ) রাজনৈতিক
গ) অর্থনৈতিক
ঘ) সাংস্কৃতিক
সঠিক উত্তর: (গ)

৬. কত খ্রিস্টাব্দে খিলাফত ‘ইশতেহার’ প্রকাশ করা হয়?
ক) ১৯১৮ খ্রি.
খ) ১৯১৯ খ্রি.
গ) ১৯২০ খ্রি.
ঘ) ১৯২১ খ্রি.
সঠিক উত্তর: (গ)

৭. বাংলা চুক্তি সম্পাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন-
i. আব্দুল করিম
ii. মুজিবুর রহমান
iii. আকরম খান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে কোন দল জয়লাভ করে?
ক) কৃষক দল
খ) শ্রমিক দল
গ) জনতা দল
ঘ) জাতীয়তাবাদী দল
সঠিক উত্তর: (খ)

৯. বড়লাট ওয়েভেল অন্তর্বর্তীকালীন সরকারে যোগদানের আহ্বান জানান-
i. ন্যাপকে
ii. মুসলিম লীগকে
iii. কংগ্রেসকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০. লাল বাংলা নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) অভিযোগপত্র
খ) আবেদনপত্র
গ) মনোনয়নপত্র
ঘ) প্রচারপত্র
সঠিক উত্তর: (ঘ)

১১. বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক) বিদেশি পণ্য গ্রহণ
খ) বিদেশি পণ্য বর্জন
গ) চায়না পণ্য বর্জন
ঘ) বিলেতি পণ্য বর্জন
সঠিক উত্তর: (ঘ)

১২. রায়পুর ও রাজাপুর গ্রামের হিন্দু মুসলমান সম্প্রদায় ব্রিটিশদের সংস্কার রীতিতে ক্ষুদ্ধ হয়ে ওঠে। তাদের ক্ষুদ্ধ হওয়ার যে কারণটি সঠিক-
i. ইংরেজি শিক্ষা চালু
ii. সতীদাহ প্রথা উচ্ছেদ
iii. খ্রিষ্টান ধর্ম প্রচার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
ক) কাঠমুণ্ডুতে
খ) থিম্পুতে
গ) মালদ্বীপে
ঘ) রেঙ্গুনে
সঠিক উত্তর: (ঘ)

১৪. স্বরাজ পার্টি মুসলমানদের সমর্থন লাভ করে-
i. চিত্তরঞ্জন দাসের উদারনৈতিক মনোভাবের ফলে
ii. চিত্তরঞ্জন দাসের অসাম্প্রদায়িক চেতনার ফলে
iii. চিত্তরঞ্জন দাসের স্বার্থলোলুপতার ফলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫. কোন কারণে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
ক) ধর্ম পালনের বাধা দেওয়ায়
খ) ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করায়
গ) ভারতীয় সৈনিকদের নিম্নমানের অস্ত্র সরবরাহ করায়
ঘ) ভারতীয় সৈনিকদের হত্যা করায়
সঠিক উত্তর: (খ)

১৬. কেবিনেট মিশনের প্রতি আহ্বান জানানো হয় কেন?
ক) রাজনীতিতে ভিন্ন পরিস্তিতে উদ্ভবের জন্য
খ) রাজনৈতিক সংকট সমাধানের জন্য
গ) সায়ত্তশাসিত ভারত ইউনিয়ন গঠনের জন্য

ঘ) সংবিধান প্রণয়নের জন্য
সঠিক উত্তর: (খ)

১৭. মহাত্মা গান্ধী কত সালে শুরু করেন আইন অমান্য আন্দোলন?
ক) ১৯৩০
খ) ১৯৩৩
গ) ১৯৩৫
ঘ) ১৯৩৭
সঠিক উত্তর: (ক)

১৮. ভারতীয় স্বাধীনতা ও জাতীয়তার মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন কেন?
ক) বাহাদুর শাহ জাফর
খ) আর. সি. মজুমদার
গ) ডকটরেট এ.এন. সেন
ঘ) ডকটর ডাফ
সঠিক উত্তর: (ক)

১৯. তুরস্কের জাতীয়তাবাদী নেতা মোস্তফা কামাল আতার্তুক ক্ষমতায় এসে ‘ক’ নামক চুক্তি অস্বীকার করেন। এই চুক্তি কোন আন্দোলনকে নির্দেশ করে?
ক) বঙ্গভঙ্গ
খ) স্বাধীনতা সংগ্রাম
গ) স্বরাজ আন্দোলন
ঘ) খিলাফত ও অসহযোগ আন্দোলন
সঠিক উত্তর: (ঘ)

২০. কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি বর্জন করেন?
ক) ১৯১৭
খ) ১৯১৮
গ) ১৯১৯
ঘ) ১৯২০
সঠিক উত্তর: (গ)

২১. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোন স্থানের ডেপুটি মেয়র নির্বাচিত হন?
ক) কলকাতার
খ) আগরতলার
গ) আগ্রার
ঘ) নয়াদিল্লির
সঠিক উত্তর: (ক)

২২. বাহাদুর শাহ কে ছিলেন?
ক) মুঘল সম্রাট
খ) চিকিৎসক
গ) সিপাহী
ঘ) বিদ্রোহী নেতা
সঠিক উত্তর: (ক)

২৩. কেন সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলা হয়?
ক) অনেক সিপাহী মারা গিয়েছিল বলে
খ) অনেক সৈন্যকে ফাঁসিতে ঝুলানো হয়েছে বলে
গ) সারা ভারতে এ আন্দোলন ছড়িয়ে যাওয়ায়
ঘ) এ আন্দোলনের দ্বারা ভারতের কিছু অংশ স্বাধীন হয়েছে বলে
সঠিক উত্তর: (গ)

২৪. সিপাহীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠে কেন?
ক) ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব
খ) ভূমি রাজস্বনীতির জন্য
গ) বেতন কম দেওয়ার জন্য
ঘ) ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য
সঠিক উত্তর: (ক)

২৫. অখণ্ড বাংলা প্রস্তাবটি প্রকাশের সাথে সাথে বিষয়টি জটিল হয়ে যায়। এর যথার্থ কারণ হলো-
i. কংগ্রেসের প্রথম সারির নেতাদের তীব্র বিরোধিতা
ii. মুসলিম লীগের প্রথম নেতাদের তীব্র বিরোধিতা
iii. নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

২৬. বসু-সোহরাওয়ার্দী চুক্তিতে সংবিধান প্রণয়নের জন্য কতজন বিশিষ্ট গণপরিষদের কথা বলা হয়েছে?
ক) ২০ জন
খ) ৩০ জন
গ) ৪০ জন
ঘ) ৫০ জন
সঠিক উত্তর: (খ)

২৭. সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম গুরুত্ব কোনটি?
ক) ভারতের স্বাধীনতার পথ সুগম
খ) ব্রিটিশদের বিতাড়ন
গ) ব্রিটিশ ব্যবসা বাণিজ্য-ধ্বংস করা
ঘ) ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো
সঠিক উত্তর: (ক)

২৮. দুই দেশের সীমানা নির্ধারণের জন্য কার নেতৃত্বে সীমানা নির্ধারণ কমিটি গঠন করা হয়?
ক) মাউন্টব্যাটন
খ) খাজা নাজিউদ্দিন
গ) স্যার রেডক্লিফ
ঘ) লর্ড ওয়াভেল
সঠিক উত্তর: (গ)

২৯. বঙ্গভঙ্গ কখন রদ করা হয়?
ক) ১৯১০ সালে
খ) ১৯১১ সালে
গ) ১৯১২ সালে
ঘ) ১৯১৩ সালে
সঠিক উত্তর: (খ)

৩০. বঙ্গভঙ্গের যথার্থ কারণ হলো-
i. প্রশাসনিক কারণ
ii. আর্থ সামাজিক কারণ
iii. রাজনৈতিক কারণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. বিখ্যাত টাটা কোম্পানি কতসালে টাটা কারখানা স্থাপন করেন?
ক) ১৯১০ সালে
খ) ১৯১১ সালে
গ) ১৯১২ সালে
ঘ) ১৯১৩ সালে
সঠিক উত্তর: (ক)

৩২. ১৯৪৭ খ্রি. ১৮ জুলাই কোন আইন প্রণয়ন করা হয়?
ক) রাওলাট আইন
খ) ভারত স্বাধীনতা আইন
গ) সংস্কার আইন
ঘ) বেঙ্গল অর্ডিন্যান্স আইন
সঠিক উত্তর: (খ)

৩৩. পূর্ব বাংলার উন্নতি ব্যাহত হয় কেন?
ক) কলকাতা আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হওয়ায়
খ) ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হওয়ার জন্য
গ) ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার জন্য
ঘ) কর্মসংস্থান বৃদ্ধি হওয়ার জন্য
সঠিক উত্তর: (ক)

৩৪. ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করা হলেও ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ফলে বাংলার মুসলমানদের ওপর কী ধরনের প্রভাব পড়ে?
ক) আশার আলো দেখতে পায়
খ) হতাশা সৃষ্টি হয়
গ) গৃহযুদ্ধ শুরু হয়
ঘ) রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়
সঠিক উত্তর: (খ)

৩৫. সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
ক) ১৯২৯
Οখ) ১৯৩০
গ) ১৯৩১
ঘ) ১৯৩২
সঠিক উত্তর: (খ)

৩৬. তারেক ১৯২৩ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী একটি দলের কথা বলেন। দল টি হলো-
i. স্বরাজ পার্টি
ii. কংগ্রেস
iii. চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর দল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৭. পূর্ব বাংলার মুসলমানরা কার নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়?
ক) নবাব সলিমুল্লাহ
খ) নবাব আহসান
গ) নবাব আলী মর্তুজা
ঘ) নবাব মীর্জা
সঠিক উত্তর: (ক)

৩৮. ‘দ্বিজাতি তত্ত্বের’ প্রবক্তা কে?
ক) মোহাম্মদ আলী জিন্নাহ
খ) জওহরলাল নেহেরু
গ) মহাত্মা গান্ধী
ঘ) এ কে ফজলুল হক
সঠিক উত্তর: (ক)

৩৯. INA-এর নেতৃত্বে কে ছিলেন?
ক) শ্যামা প্রসাদ
খ) কৃপালিনী
গ) সুভাষ চন্দ্র বসু
ঘ) গান্ধীজী
সঠিক উত্তর: (গ)

৪০. চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য গঠনকৃত বাহিনীর মধ্যে নিচের কোনটি যুক্তিযুক্ত?
ক) চট্টগ্রাম গেরিলা বাহিনী
খ) চট্টগ্রাম বিপ্লবী বাহিনী
গ) চট্টগ্রাম গোয়েন্দা বাহিনী
ঘ) চট্টগ্রাম ঝটিকা বাহিনী
সঠিক উত্তর: (খ)

৪১. বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া হলো-
i. হিন্দু-মুসলিম দাঙ্গা
ii. মুসলমানদের সন্তুষ্টি
iii. কংগ্রেসের অসন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪২. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ব্যর্থতার যথার্থ কারণ কোনটি?
ক)তুরস্কের প্রশাসন রক্ষার জন্য

খ) গণবিচ্ছিন্নতা
গ) নির্মম অত্যাচার
ঘ) নৃশংস হত্যাকাণ্ড
সঠিক উত্তর: (খ)

৪৩. ভারতীয় মুসলিম সমাজ খিলাফত ও অসহযোগ আন্দোলন গড়ে তোলে যে কারণে-
i. তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার জন্য
ii. তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য
iii. তুরস্কের প্রশাসন রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৪৪. কীভাবে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে?
ক) কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে
খ) জাতীয় শিক্ষা আন্দোলনের মাধ্যমে
গ) হিন্দু-মুসলমান সম্প্রদায়ের দ্বন্ধের মাধ্যমে
ঘ) বিলেতি পণ্য বর্জনের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৪৫. লর্ড কার্জনের শাসনামলের প্রশাসনিক সংস্কার হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক) বঙ্গভঙ্গ
খ) বঙ্গভঙ্গ রদ
গ) স্বত্ববিলোপ
ঘ) শিক্ষা সংস্কার
সঠিক উত্তর: (ক)

৪৬. স্বদেশী আন্দোলন ব্যর্থ হওয়ার যথার্থ কারণ হলো-
i. এ আন্দোলন থেকে মুসলিম সমাজ দূরে থাকা
ii. সাধারণ মানুষ এই আন্দোলনের মর্ম বোজার চেষ্টা করেনি
iii. বাংলার গ্রামগঞ্জের ব্যবসায়ীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. তাওফিক বলেন যে, একটি আন্দোলনের ফলে ভারতবর্ষে অনেক কল-কারখানা স্থাপিত হয়। এখানে কোন আন্দোলনের কথা বলা হয়েছে?
ক) আলীগড় আন্দোলন
খ) স্বদেশী আন্দোলন
গ) তিতুমীরের আন্দোলন
ঘ) দুদু মিয়ার আন্দোলন
সঠিক উত্তর: (খ)

৪৮. যা কিছু উন্নতি, অগ্রগতি সবকিছুই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ। এ কথাটির যথার্থতা বিশ্লেষণে বলা যায়-
ক) অকুণ্ড সমর্থন করা
খ) পূর্ব বাংলার উন্নতি ব্যহত
গ) জাতীয় দুযোর্গ সৃষ্টি
ঘ) ব্রিটিশ আন্দোলন দমন
সঠিক উত্তর: (খ)

৪৯. তৎকালীন সময়ে আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল কোনটি?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) কলকাতা
ঘ) ব্যারাকপুর
সঠিক উত্তর: (গ)

৫০.কলকাতা যেভাবে আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল-
i. সব কিছুই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাকে ঘিরে
ii. সকল উন্নতি অগ্রগতি ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ
iii. সকল কাঁচামাল সরবরাহের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 324 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here