নবম-দশম শ্রেণীর রসায়ন অধ্যায় – ৭: রাসায়নিক বিক্রিয়া এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও MCQ সাজেশন পিডিএফ ডাউনলোড

এস.এস. সি.রসায়ন বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ৭ : রাসায়নিক বিক্রিয়া

 
১. লিটমাস পেপারের রং নীল হয় কেন?
ক) অম্লীয় মাধ্যমের কারণে
খ) লবণ মাধ্যমের কারণে
গ) পানির কারণে
ঘ) ক্ষারীয় মাধ্যমের কারণে
সঠিক উত্তর: (ঘ)

 

২.পদার্থের গলনাঙ্ক,স্ফুটনাঙ্ক কোন ধর্ম?
ক) ভৌত
খ) রাসায়নিক
গ) তাপীয়
ঘ) গ্যাসীয়
সঠিক উত্তর: (ক)

৩.প্রাকৃতিক গ্যাস জ্বালালে কোনটি পাওয়া যায়?
ক) CH4
খ) C2H6
গ) CO2
ঘ) O2
সঠিক উত্তর: (গ)

৪. O2 এর O এর জারণ সংখ্যা কত?
ক) শূণ্য
খ) ধনাত্মক
গ) ঋণাত্মক
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

৫. পটাসিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন উৎপন্ন করতে কোনটির প্রয়োজন?
ক) দ্রবণ
খ) তাপ
গ) চাপ
ঘ) আলোক
সঠিক উত্তর: (খ)

৬. অধঃক্ষেপণ বিক্রিয়ার আরেকটি নাম কী?
ক) প্রশমন বিক্রিয়া
খ) দ্রবণ বিক্রিয়া
গ) সাধারণ বিক্রিয়া
ঘ) দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)

৭. গুঁড়ার সাথে অনার্দ্র কপার সালফেট সরাসরি বিক্রিয়ায় কপার অধঃক্ষিপ্ত হয় না কেন?
ক) Zn কে Cu প্রতিস্থাপন করতে পারে না
খ) Zn সক্রিয়তা ক্রমে C এর নিচে
গ) শুকনো অবস্থায় তারা পরস্পরের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকে
ঘ) কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়নি বলে
সঠিক উত্তর: (ঘ)

৮. রাসায়নিক পরিবর্তন-
i. নতুন পদার্থের সৃষ্টি হয় না
ii. নতুন পদার্থের সৃষ্টি হয়
iii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯.কোনটি বরফের সংকেত?
ক) H2O
খ) (H2O)n
গ) O2H
ঘ) H2O2
সঠিক উত্তর: (খ)

১০. একটি তাপহারী উভমুখী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াবে উৎপাদের পরিমাণ-
ক) বাড়ে
খ) কমে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) শূণ্য হয়
সঠিক উত্তর: (ক)

১১. তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে-
i. AH ঋণাত্মক
ii. বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি < বন্ধন সৃষ্টির নির্গত শক্তি
iii. বিক্রিয়া পাত্র ও বিক্রিয়া দ্রবণ ঠান্ডা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১২.একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় বিজারক পদার্থের কী ঘটে?
ক) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
খ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
গ) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
ঘ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
সঠিক উত্তর: (খ)

১৩. অ্যালুমিনিয়ামের তৈরি জিনিস বেশি স্থায়ী হয়, কারণ-
ক) বাতাসের জলীয় বাষ্প
খ) অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্তর
গ) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের স্তর
ঘ) অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তর
সঠিক উত্তর: (ঘ)

১৪. কোন বিক্রিয়াকে একমুখী করার উপায় কী?
ক) বিক্রিয়ক অপসারণ
খ) তাপ প্রয়োগ
গ) যেকোন একটি উৎপাদ অপসারণ
ঘ) চাপ প্রয়োগ
সঠিক উত্তর: (গ)

১৫. এন্টাসিড ও হাইড্রোজেন ক্লোরাইড কোন বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন করে?
ক) প্রতিস্থাপন
খ) দহন
গ) সংযোজন
ঘ) প্রশমন
সঠিক উত্তর: (ঘ)

১৬. হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন একটি-
ক) তাপোৎপাদী
খ) তাপহারী
গ) প্রতিস্থাপন বিক্রিয়া
ঘ) নিউক্লিয়াসের পরিবর্তন
সঠিক উত্তর: (ক)

১৭. নিচের কোনটি জারক ও বিজারক উভয়রূপে ক্রিয়া করতে পারে?
ক) H2O2
খ) KMnO4
গ) K2Cr2O7
ঘ) C
সঠিক উত্তর: (ক)

১৮. K2O যৌগে O এর জারণ মান কত?
ক) -2
খ) -1
গ) 0
ঘ) +1
সঠিক উত্তর: (খ)

১৯. একটি পদার্থের গলনাঙ্ক -1830C হলে পদার্থটি-
ক) C2H6
খ) CH4
গ) H2O
ঘ) C6H6
সঠিক উত্তর: (খ)

২০. বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বৃদ্ধি পায় বিক্রিয়ার হার-
ক) তত হ্রাস পায়
খ) তত বৃদ্ধি পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) বন্ধ হয়ে যায়
সঠিক উত্তর: (খ)

২১. কোনটির উপর ভিত্তি করে বিক্রিয়ার শ্রেণিবিভাগ করা হয় না?
ক) বিক্রিয়ার সময়
খ) বিক্রিয়ার দিক
গ) বিক্রিয়ার তাপের পরিবর্তন
ঘ) ইলেকট্রন স্থানান্তর
সঠিক উত্তর: (ক)

২২. কোন বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদকের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হলে বিক্রিয়াটি-
ক) তাপহারী
খ) তাপোৎপাদী
গ)উভমুখী
ঘ) পশ্চাদমুখী
সঠিক উত্তর: (খ)

২৩. ঘরের ছাউনির টেউটিনকে মরিচার হাত থেকে রক্ষার জন্য-
ক) জিংকের প্রলেপ দেওয়া হয়
খ) রঙের প্রলেপ দেওয়া হয়
গ) সালফারের প্রলেপ দেওয়া হয়
ঘ) সংকর ধাতু ব্যবহার করা হয়
সঠিক উত্তর: (ক)

২৪. বিক্রিয়া হারের একক কোনটি?
ক) মোল-লিটার-সময়-1
খ) মোল-লিটার-1সময়-1
গ) মোল-লিটার-1সময়
ঘ) মোল-1-লিটার-1সময়
সঠিক উত্তর: (খ)

২৫. NO3- এ N এর জারণ সংখ্যা কত?
ক) + 2
খ) – 3
গ) – 4
ঘ) + 5
সঠিক উত্তর: (ঘ)

২৬. অধিকাংশ রাসায়নিক বিক্রিয়াই কোন দ্রাবকের সম্পন্ন হয়?
ক) ইথার
খ) তেল
গ) পানি
ঘ) অ্যালকোহল
সঠিক উত্তর: (গ)

২৭. ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে?
ক) সাইট্রিক এসিড
খ) এসিটিক এসিড
গ) টারটারিক এসিড
ঘ) এসকরবিক এসিড
সঠিক উত্তর: (খ)

২৮. অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে তা ইউরিয়া উৎপন্ন হয়, বিক্রিয়াটি-
ক) পলিমারকরণ
খ) সমাণুকরণ
গ) প্রতিস্থাপন
ঘ) প্রশমন
সঠিক উত্তর: (খ)

২৯. বিজারণ কী?
ক) অক্সিজেনের সংযোজন
খ) ঋণাত্মক মৌলের সংযোজন
গ) ধনাত্মক মৌলের সংযোজন
ঘ) পরমাণুসমূহের সংযোজন
সঠিক উত্তর: (গ)

৩০. ধাতুসমূহ-
ক) জারক
খ) বিজারক
গ) উভয়ধর্মী
ঘ) নিস্ক্রিয়
সঠিক উত্তর: (খ)

৩১. পানির সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?
ক) পানি বিয়োজিত হয়
খ) পানি উৎপন্ন হয়
গ) কেলাস গঠিত হয়
ঘ) পানি বাষ্প হয়ে উড়ে যায়
সঠিক উত্তর: (গ)

৩২. লোহার ক্ষয় রোধ করা যায়-
ক) প্লাসটিকের আররণ দিয়ে
খ) সংকর ধাতু তৈরির মাধ্যমে
গ) গ্যালভানাইজিং এর মাধ্যমে
ঘ) সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)

৩৩. ক্ষয় সব সময় কার হয়?
ক) অ্যানোডের
খ) ক্যাথোডের
গ) পাত্রের
ঘ) প্রভাবকের
সঠিক উত্তর: (ক)

৩৪. রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তনের কারণ কী?
ক) বন্ধন অপরিবর্তিত থাকা
খ) শতকরা সংযুক্তি অপরিবর্তিত থাকা
গ) তাপ প্রয়োগ
ঘ) বন্ধন ভাঙ্গা ও নতুন বন্ধন গঠনে শক্তির পরিবর্তন
সঠিক উত্তর: (ঘ)

৩৫. প্রশমন বিক্রিয়ায় pH এর মান কত?
ক) pH =8.0
খ) pH=7.0
গ) pH>7.0
ঘ) সম্মুখ বিক্রিয়ার হার
সঠিক উত্তর: (খ)

৩৬. প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
ক) এসিড ও পানি
খ) ক্ষার ও পানি
গ) লবণ, ক্ষার ও পানি
ঘ) লবণ ও পানি
সঠিক উত্তর: (ঘ)

৩৭. তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?
ক) তাপ উৎপাদী অপসারণ

খ) তাপ প্রয়োগ
গ) যেকোন একটি উৎপাদ অপসারণ
ঘ) চাপ প্রয়োগ
সঠিক উত্তর: (গ)

৩৮. প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
ক) লবণ ও পানি
খ) লবণ
গ) এসিড ও লবণ
ঘ) লবণ ও ক্ষার
সঠিক উত্তর: (ক)

৪৪. বর্ষাকাল কলাগাছ মরে যাওয়ার কারণ-
ক) প্রশমন বিক্রিয়া
খ) দহন বিক্রিয়া
গ) বিয়োজন বিক্রিয়া
ঘ) সমাণুকরণ বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)

৪৫. বর্ণিত বিক্রিয়াটি কোন ধরনের?
ক) প্রশমন বিক্রিয়া
খ) জারণ বিক্রিয়া
গ) অধঃক্ষেপণ বিক্রিয়া
ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)

৪৬. বিজারক-
i. ইলেকট্রন প্রদান করে
ii. নিজে জারিত হয়
iii. যৌগে হাইড্রোজেন বা ধনাত্মক অংশ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. রাসায়নিক পরিবর্তন ঘটবে-
i. CaO এর সাথে পানি যোগ করলে
ii. H2O তে NH3 গ্যাস চালনা করলে
iii. CaCO3 উত্তপ্ত করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৮. কোনটি বিক্রিয়ার সাম্যাবস্থার নিয়ামক নয়?
ক) তাপমাত্রা
খ) বিক্রিয়ার হার
গ) চাপ
ঘ) বিক্রিয়কের যন্ত্রমাত্রা
সঠিক উত্তর: (খ)

৪৯. বিক্রিয়ার হার-
i. তাপামাত্রার বৃদ্ধির সাথে বাড়ে
ii. বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়
iii. সকল ক্ষেত্রে চাপ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫০. সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-
ক) +১/২
খ) -১/৩
গ) -১/২
ঘ) +১/৩
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 268 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here