এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় – ৮: গদ্য – বনফুল এর সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর PDF ডাউনলোড করুন

নবম-দশম শ্রেণির বনফুল অধ্যায়ের  সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর পিডিএফ Download 

SSC Bangla 1st Paper MCQ Question With Answer

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. কীসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গণে প্রবেশ
ক) রবিবারের চিঠি
খ) কল্লোল
গ) শনিবারের চিঠি
ঘ) সংবাদ
সঠিক উত্তর: (গ)

২. মানুষ নিমের পাতা ছিড়ে –
i. রান্না করে খায়
ii. গরম তেলে ভাজে
iii. চুলকানিতে লাগায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩. নিমাগাছকে কেউ যত্ন করে না যে কারণে –
i. আলসেমির কারণে
ii. অজ্ঞতার কারণে
iii. অপ্রয়োজনীয়তার কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক-বাক্য কোন লাইনে?
ক) প্রথম লাইনে
খ) দ্বিতীয় লাইনে
গ) মাঝের লাইনে
ঘ) শেষ লাইনে
সঠিক উত্তর: (ঘ)

৫. বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক) মণিহার
খ) সীতাহার
গ) গীতহার
ঘ) দোহার
সঠিক উত্তর: (ক)

৬. ‘নিমগাছ’ গল্পে কোন সবজির নাম উল্লেখ করা হয়েছে?
ক) পটল
খ) বেগুন
গ) টমেটো
ঘ) লাউ
সঠিক উত্তর: (খ)

৭. লোকজন সিদ্ধ করে নিমগাছের কোন উপাদানটি খায়?
ক) কান্ড
খ) ছাল
গ) ফুল
ঘ) শিকড়
সঠিক উত্তর: (খ)

৮. ‘নিমগাছ’ গল্পে বিজ্ঞদের মাঝে প্রকাশ পেয়েছে –
i. উদাসীনতা
ii. অবহেলা
iii. দায়িত্বহীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৯. বনফুলের পরিচয়, তিনি একজন – i. কবি ii. গল্পকার iii. নাট্যকার নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০. বনফুলের কর্মজীবন শুরু হয় –
ক) মেডিক্যাল অফিসার হিসেবে
খ) ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে
গ) কলেজের শিক্ষক হিসেবে
ঘ) পত্রিকার সম্পাদক হিসেবে
সঠিক উত্তর: (ক)

১১. বনফুলের গল্প ও উপন্যাসের বিষয়বস্তু কী ছিল?
ক) বাস্তবজীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান
খ) কাল্পনিক উপাদান
গ) পরাবাস্তববাদ
ঘ) প্রাণীবিষয়ক
সঠিক উত্তর: (ক)

১২. ‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্গত?
ক) অদৃশ্যলোক
খ) বনফুলের গল্প
গ) বাহুল্য
ঘ) তন্বী
সঠিক উত্তর: (ক)

১৩. কত সালে বনফুলের সাহিত্য অঙ্গণে প্রবেশ ঘটে?
ক) ১৯১৬
খ) ১৯১৮
গ) ১৯২০
ঘ) ১৯২৭
সঠিক উত্তর: (খ)

১৪. নিমগাছের সাথে কোনটি তুলনীয়?
ক) কবিরাজের জীবন
খ) কবির জীবন
গ) লক্ষ্মীবউটার জীবন
ঘ) বিজ্ঞজনের জীবন
সঠিক উত্তর: (গ)

১৫. ‘অব্যর্থ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
ক) সন্ধি
খ) সমাস
গ) উপসর্গ
ঘ) প্রত্যয়
সঠিক উত্তর: (গ)

১৬. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন?
ক) নিমগাছের গুণাগুণ জানেন বলে
খ) নিমগাছ বাড়িটাকে পাহাড়া দিবে
গ) পাতা, ডাল বা ছালের জন্য অন্যের বাড়িতে খোঁজ করতে হয় না
ঘ) পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
সঠিক উত্তর: (ক)

১৭. নিমগাছ না যেতে পেরে কী করল?
ক) কান্নাকাটি
খ) বিধাতাকে দোষারোপ
গ) স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল
ঘ) মারা গেল
সঠিক উত্তর: (গ)

১৮. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি –
i. সীমাহীন কথার আখ্যানসম্পন্ন
ii. নিমগাছ সম্পর্কে প্রযোজ্য
iii. লক্ষ্মীবউটা সম্পর্কে প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. ‘পদ্মভূষণ’ উপাধি লাভ করেন –
ক) বুদ্ধদেব বসু
খ) বনফুল
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) সুভাষ মুখোপাধ্যায়
সঠিক উত্তর: (খ)

২০. নিমগাছের বাহারি ফুলগুলো ছিল –
ক) থোকা থোকা
খ) ছাড়া ছাড়া
গ) অঙ্কুরিত
ঘ) গাছের নিচে পাটির মতো
সঠিক উত্তর: (ক)

২১. নিমগাছের পাতা ছিঁড়ে কেউ কেউ কী করছে?
ক) সিদ্ধ করছে
খ) বাতাস দিচ্ছে
গ) শিলে পিষছে
ঘ) ঔষধ বানাচ্ছে
সঠিক উত্তর: (গ)

২২. হাজারীবাগের সেন্ট কলম্বাস করেজ থেকে বনফুল কত সালে আইএসসি পাস করেন?
ক) ১৯১৮
খ) ১৯১৯
গ) ১৯২০
ঘ) ১৯২১
সঠিক উত্তর: (গ)

২৩. লোকটিকে দেখে নিমগাছটার কী ইচ্ছে হলো?
ক) পা ভেঙ্গে দিতে
খ) কথা বলতে
গ) চিমটি কাটতে
ঘ) সঙ্গে যেতে
সঠিক উত্তর: (ঘ)

২৪. ‘নিমগাছ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
ক) অদৃশ্যলোক
খ) দৃশ্যমান
গ) অদৃশ্য
ঘ) দৃশ্যমান স্বপ্ন
সঠিক উত্তর: (ক)

২৫. ‘প্রতীকী অর্থ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ভিন্নার্থে
খ) একই অর্থে
গ) বিপরীত অর্থে
ঘ) বাস্তব অর্থে
সঠিক উত্তর: (খ)

২৬. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুমি হন যে কারণে –
i. নিমের হাওয়া ভালো
ii. নিম একটি উপকারী বৃক্ষ
iii. এটি যত্ন ছাড়াই বেড়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭. বনফুল কোন মিডিক্যাল কলেজ থেকে এমবি পাস করেন?
ক) কলকাতা মেডিক্যাল কলেজ
খ) দিল্লি মেডিক্যাল কলেজ
গ) মাদ্রাজ অফিসার হিসেবে
ঘ) পাটনা মেডিক্যাল কলেজ
সঠিক উত্তর: (ঘ)

২৮. নতুন লোক মুগ্ধদৃষ্টিতে চেয়ে থেকে চলে গেল যে কারণে –
i. কিছু করার ছিল না
ii. নিমগাছের মালিকের তাড়া খেয়েছে
iii. কাজ আছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৯. ‘অনুগামিনী’ হলো বনফুলের –
ক) উপন্যাস
খ) কাব্যগ্রন্থ
গ) গল্পগ্রন্থ
ঘ) কাব্যনাট্য
সঠিক উত্তর: (গ)

৩০. গরম তেলে ভাজলে নিমপাতা –
i. মচমচে হয়
ii. উপাদেয় হয়
iii. ঔষধি গুণসম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

এছাড়া ও এই অধ্যায়ের আরো অনেকগুলো MCQ সাজেশন পেতে নিচের পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

📝 সাইজঃ- 311 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Downloa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here