২০১৯ সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন সমাধান PDF ডাউনলোড

স্বাস্থ্য মন্ত্রণালয় | অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ ১১.০১.২০১৯

এখানের সবগুলো প্রশ্ন সমাধান, নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাংলা প্রশ্ন সমাধান

১. ‘গণক’ শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি ?
গণকা
গমকিনী
গণকী *
গণিকা

২. ‘বিদ্বান’ এর সঠিক স্ত্রীবাচক কোনটি ?
বিদুষী
নিদুষী*
বিদুয়িণী
বিদ্বানী

৩. অবীরা বলতে কওন নারীকে বুঝায় ?
যার বিয়ে হয়নি
যার স্বামীর, পুত্র নেই*
যার পুত্র হয়নি
যে স্বামীর বশীভূত

৪. কোনটি শুদ্ধ বানান ?
প্রত্যুদ্গমণ
প্রত্যুদ্গমন *
প্রত্যুতগন
প্রত্যুতগমন

৫. ‘চাকু’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
তুর্কি*
পর্তুগীজ
আরবি
ফারসি

৬. নিচের কোন শব্দটি তদ্ভব ?
হাত*
বর্ণ
মৎস্য
কার্য

৭. ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি ?
বনো
বণ্য
বন্যে
বুনো*

৮. ‘এতিমখানা’ কোন সমাস ?
বহুব্রীহি
তৎপুরুষ *
দ্বিগু
কর্মধারয়

৯. ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায় —
চালবাজি
ফেরববাজি
ফটকাবাজি
ভেলকিবাজি*

১০. ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল’ এখানে ‘যেন’-
অব্যয়*
সর্বনাম
বিশেষণ
বিশেষ্য

১১. কোন বানানটি শুদ্ধ ?
স্বায়ত্তশাসন *
সায়ত্বশাসন
সায়ত্তশাসন
স্বায়ত্ত্বশাসন

১২. কোন বানানটি শুদ্ধ ?
নিরিহ
নীরীহ
নীরিহ
নিরীহ*

১৩. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ?
১৯২১
১৯১৩*
১৯১২
১৯১০

১৪. ‘দেয়াল’ গ্রস্থটির রচয়িতা কে ?
সেলিনা হোসেন
যাযাবর
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
হুমায়ূন আহমেদ *

১৫. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কওন শব্দটি ?
চোখের পর্দা
চোখের মণি
চোখের বালি
চোখের জল *

আরো পড়ুন: সকল প্রাইমারী পরীক্ষার প্রশ্ন সমাধান PDF Download

১৬. ‘মানুষ মরণশীল’ এ বাক্যে ‘মানুষ’ শব্দটি কওন লিঙ্গ ?
পুংলিঙ্গ
ক্লীবলিঙ্গ
উভয়লিঙ্গ *
স্ত্রীলিঙ্গ

১৭. ‘কন্যা’ শব্দের সমার্থক কোনটি ?
অবলা
অনুজা
তনয়া*
সূত

১৮. ‘জিলাপির প্যাঁচ’ বাগধারটির অর্থ কী ?
প্যাঁচানো
কুটিল বুদ্ধি*
জটিল
কলহপ্রিয়

১৯. ‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ কী ?
অর্থহীন
সামান্য অর্থ*
অর্থের অহংকার
নিস্বার্থ

২০. ‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। চরণটি কওন কবিতার ?
ধুমকেতু
বীরাঙ্গনা
শিখা
বিদ্রোহী*

২১. ‘সংশপ্তক’ কওন জাতীয় গ্রস্থ ?
নাটক
উপন্যাস *
রম্যরচনা
প্রবন্ধ

২২. ‘মনীষা’ শব্দের সদ্ধি বিচ্ছেদ কী ?
মন+ঈষা
মনঃ+ইষা
মনস+ঈষা*
মনো+ঈষা

২৩. ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয় ?
যতি
ধাতু*
উক্তি
প্রকৃতি

২৪. ‘উজ্জ্বল’ শব্দের সঠিক সন্ধি বিশ্লেষণ কোনটি ?
উজ+জল
উৎ+জ্বল *
উজ্জ+জ্বল
উজ্জ্ব+জল

২৫. ‘স্রোতঃস্বিনী শব্দের অর্থ কী ?
নদী*
সাগর
পাহাড়
সৌন্দর্য

২৬. কোনটি ‘বাতাস’ এর প্রতিশব্দ নয় ?
অনিল
পবন
অর্ণব *
হাওয়া

২৭. ‘আসামি পক্ষে উকিল কে?’ এখানে ‘পক্ষে’ কী অর্থে ব্যবহত হয়েছে ?
প্রশ্ন অর্থে
আদেশ অর্থে
প্রার্থনা
সহায় অর্থে *

২৮. এক কোথায় প্রকাশ করুন: পাঁচ সেরের সমাহার
পরিময়
পশুরী*
চতুরঙ্গ
পৌরুষ

২৯. ‘যা লাফিয়ে চলে’ এক কোথায় বলে :
উল্লফ
লাফাবাজ
লড়াবাজ
প্লবগ*

৩০. ‘আলো’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
আধার
ভালো
মন্দ
আঁধার*

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইংরেজি প্রশ্ন সমাধান

1. Which one of the following spelling is correct?
Bureaucracy
Buraucracy
Bureaucracy *
Bucraecracy

2. which one of the following spelling is correct?
Gaurantee
Guaruntee
Guarantee*
Garuntee

3. Synonym of the word ‘Depressed ‘ is :
Happy
Cry
Angry
Sad *

4. Antonym of the word ‘Restrict ‘ is
Allow *
Follow
Protect
Reject

5. Four anf four _____ eight.
makes *
make
is
are

6. He made his children ____ their homework every afternoon.
do *
to do
to study
studied

7. Bread is usually made ___ wheat .
in
at
from *
of

8. Fifty miles ___ a long distance .
are
is *
had
were

9. His birthday is ___ December .
in *
on
at
by

10. The phrase ‘A slip of the tongue’ means :
Wrongly by choice
Unintentionally *
To hurt Another person
Deliberately

11. which one is singular ?
Foes
Media
Hypothesis *
Syllabus

12. Faminine gender of ‘Wizard’ is :
Wizardeas
Witch *
Female _ wizard
Acrobat

13. what is the synonym for the word ‘ FIDELITY’?
Injurious
Repent
Praise
Loyalty *

14. The Antonym for ‘INGENIOUS ‘ is :
Crafty
Inane
Incompetent *
Skilled

15. Find the misspelt word:
Communitee *
Enthusiasm
Extroversion
Recession

16. The phrase ‘Down to earth ‘ means :
Close to nature
Soft hearted
Thrown to the ground
Realistic *

17. ‘Gulliver’s travels’ is written by :
Alexander pope
Jonathan Swift *
William Wordsworth
G.B. Shaw

18. Choose the right Answer
Ambiguity /Clarity
Humane /Kind *
Colossal /Tiny
Worsen /Improve

19. Choose the right Answer
Obnoxious /Likeable
Active /Passive
Resolute / Determined *
Genuine / Artificial

20. Choose the right Answer
Dina is taller than each of her four sisters. *
Dina is taller than all of her four sisters.
Dina is taller than either of her four sisters.
Dina is taller than anyone of her four sisters.

21. Choose the right Answer
He looked angry but did not speak angrily . *
He looked angrily but did not speak angrily .
He looked angry but did not speak angry .
He looked angrily but did he did not speak angrily .
22. choose the write answer
She seldom ever wants to try the true facts .
she seldom wants to try to face the true facts
She seldom ever wants to try to face the facts .
She seldom wants to try face the facts *

23. choose the write answer
The mobile set is almost same like mine .
The mobile set is almost same like me .
The mobile set is almost same as time *
The mobile set is almost same like myself.
24. The noun form of ‘do’ is :
did
does
deed *
daged

25. Adjective of the word ‘circle ‘ is :
encircle
circle like
circular *
circuler

আরো পড়ুন: নিবন্ধন পরীক্ষার সকল প্রশ্ন সমাধান PDF Download

26. ‘At the eleventh hour’ means :
Late
At last
At a time
At the last moment *
27. Passive form of ‘who spoke it? ‘
It was spoken by whom ?
By whom was it spoken ? *
By whom it has spoken ?
By whom it was spoken ?
28. The past form of the word ‘ tear’ is :
teared
torn
tore *
tears

29. Select the correct translations of সোহেল সাতাঁর কাটতে পারে ।
Shohel is swimming .
Sohel has been swimming.
Sohel knows how to swim. *
Sohel is a swimmer .

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণিত প্রশ্ন সমাধান

১. আমজাদ সাহেবের বাৎসরিক আয় ৫৭৬০ । তিনি ৩ মাসে যা খরচ করেন , ২ মাসে তা আয় করেন। বৎসর শেষে তিনি কত টাকা সঞ্চয় করেন?
১৯২০ *
২৯১০
১২৯০
১০২২

২. একটি গাড়ি ঘণ্টায় ২৫ মাইল বেগে ২ ঘণ্টা চলার পর পরবর্তী ৪ ঘন্টায় ৫২ মাইল পথ অতিক্রম করে । সম্পূর্ণ পথে গাড়ির গড় গতিবেগ কত?
১৩
১৭ *
২৫
২৭

৩. x =5 এবং y = 2 হলে ১৬x2 + 56xy +49 y2 – এর মান কত?
২০৪
১১৫৬ *
৩৬

৪. বার্ষিক ৬% সরল সুদে ৫ বছরে পর কোনো টাকার সুদ ৯০০ টাকা হলে, আসল কত টাকা হবে?
২৯০০
৩০০০ *
৩১০০
৩২০০

৫. একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ একত্রে ২২২ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?
৪%
৬%*
৫%
৫.৫%

৬. একজন ব্যক্তি মাসিক বেতনের ১৫ এক অংশ যাতায়াত ভাতা পান । তার মাসিক বেতন ৯০০০ টাকা হলে যাতায়াত ভাতা কত?
৫০০ টাকা
৬০০ টাকা *
৭০০ টাকা
৮০০ টাকা

৭. একটি রাস্তায় ১০০ মি. অন্তর গাছ লাগনো হলো। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ২ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগনো হলো ?
১৯
২০
২১ *
২২

৮. ৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে?
২৪ দিন *
২০ দিন
১৫ দিন
১২ দিন

৯. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট । সংখ্যাটি কত?
৭৮২
৭৯০
৭৮০
৭৮৬ *

১০. কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮৯% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
৪০০ জন
৫০০ জন *
৫৬০ জন
৭৬০

১১. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২ । এদের প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮ পঞ্চম সংখ্যাটি কত?
৬০
৬৪ *
৬২
৫০

১২. x2+3x3x+3×2 এর লঘিষ্ঠ রুপ নিচের কোনটি?
x2
x*
1
0

১৩. f(x) =x2-5x+6 এবং f(x)=0 হলে x=কত?
২,৩ *
-৫,১
-২,৩
১,-৫

১৪. x4-x2+0=0 হয়, তবে x2+1×2=?
4
2
1*

১৫. কোনো সংখ্যাকে ১৬, ২৪ ও ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে?
১৪৪
১৩৪ *
১৫৪
১৬৪
১৬. একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ২৪ বেশি হলে, কোণটির মাপ কত হবে?
৫৭ *
৪৭
৫৩
৬৬

১৭. ক, খ -এর থেকে ৪ বছরের বড় এবং গ এর থেকে ৪ বছরের ছোট । খ ও ঘ যমজ । গ, ঘ থেকে কত বছরের বড়?
৪ বছর
৬ বছর
৮ বছর *
২ বছর

১৮. যদি y=5×2-2x এবং x=3 হয়, তবে y =?
24
27
39*
51

১৯. ২৫.৩৬ এর বর্গমূল কত?
৫.০৩৬ *
৫.০৬
৫.৬
৬.৫

২০. নিচের ভগ্নাংগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
২/৩
৪/৫
১৩/১৫ *
৩/২৯

২১. আন্তর্জাতিক নারী দিবস কবে?
৮ মার্চ *
৮ এপ্রিল
৯ মে
৮ জুন

২২. কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত আছে?
ভারত ও মায়ানমার *
ভারত ও ভুটান
ভারত ও পাকিস্তান
ভারত ও নেপাল

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাধারন জ্ঞান প্রশ্ন সমাধান

১. শহিদ বুদ্ধিজীবী দিবস কবে ?
২১ জানুয়ারি
১৪ ডিসেম্বর *
১৪ জানুয়ারি
৭ মার্চ

২. হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী
মৃণাল হক
এহসান খান *
মইনুল হক
বাপা

৩. ‘নয় কুড়ি কান্দায় ছয় কুড়ি বিল ‘ নামে পরিচিত কোনটি?
হাকালুকি হাওর
টাঙ্গুয়ার হাওর *
চলন বিল
শনির হাওর

৪. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় _
মেহেরপুর, কুষ্টিয়া
কালুরঘাট, চট্রগ্রাম *
নাটোর, রাজশাহী
মুজিবনগর , কুষ্টিয়া

৫. ‘ওয়ানগালা ‘ উৎসব কাদের ?
গারো *
চাকমা
মারমা
সাঁওতাল

৬. এইচ টি এম এল কখন ব্যবহার করা হয়?
গ্রাফিক্স ডিজাইনে
ওয়েব সাইট ডিজাইনে
ওয়েব পেইজ ডিজাইনে *
টেবিল ডিজাইনে

৭. কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে?
প্রসেসিং
বাইনারি *
প্রতিনিধিত্বমূলক
কিলোবাইট

৮. বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে?
মনিরুজ্জামান
মুনীর চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর *
মীর মশাররফ হোসেন

৯. জোয়ার ভাটা হয় না কোন নদীতে ?
গোমতী *
পদ্মা
মেঘনা
যমুনা
১০. MS Word এর কোন মেন্যুতে mail merge কমান্ড থাকে?
View
Review
Mailing *
Page Layout
১১. পেস্ট করার কী বোর্ড কমান্ড কোনটি?
ctrl + P
Ctrl +V *
ctrl + r
ctrl + p

১২. নিচের কোনটি ইনপুট ডিভাইস ?
মনিটর
মাউস *
স্পিকার
প্রিন্টার

১৩. প্রিন্ট করার শর্টকার্ট কমান্ড কোনটি?
ctrl + shift
ctrl +p *
shift + p
alt + p

১৪. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন নগরীকে হেলথ সিটি ঘোষণা করেছে?
ঢাকা
রাজশাহী
চট্রগ্রাম *
খুলনা
১৫. বাংলাদেশে পরিবার কর্মসূচি গ্রহণ করে কবে ?
১৯৯২
১৯৭৪
১৯৭৬*
১৯৮৬

১৬. সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন কাকে?
জাতীয় সংসদকে
রাষ্ট্রপতিকে
প্রধানমন্ত্রীকে
হাইকোর্টের *

১৭. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
অষ্টম
নবম
সপ্তম *
দশম

১৮. বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর নিচের কোনটি?
বুড়িমারী
জাফলং
সোনা মসজিদ
বেনাপোল *

১৯. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন নগরীকে হেলথ সিটি ঘোষণা করেছে?
ঢাকা
রাজশাহী
চট্রগ্রাম *
খুলনা

📝 সাইজঃ-  5 MB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 10

Download From Google Drive

Download

  Direct Download 

Download

 Download From Dropbox

Download

আরো পড়ুন: সকল বিসিএস পরীক্ষার বিস্তারিত প্রশ্ন ও সমাধান পড়ুন

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here