জে.এস.সি বিজ্ঞান ৭ম অধ্যায় – পৃথিবী ও মহাকর্ষ এর বহুনির্বাচনী সাজেশন পিডিএফ ডাউনলোড

জে. এস. সি. বিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ৭ম :

বিজ্ঞা পৃথিবী ও মহাকর্ষ

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. বস্তুর মধ্যকার পদার্থের পরিমাণকে কী বলে?
ক) শক্তি
খ) ক্ষমতা
গ) ভর
ঘ) নিউটন
সঠিক উত্তর: (গ)
২. ভরের একক কী?
ক) গ্রাম
খ) কিলোগ্রাম
গ) কুইন্টাল
ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)

৩. কোনটি ভরের সমানুপাতিক?
ক) ত্বরণ
খ) বেগ
গ) ওজন
ঘ) দ্রুতি
সঠিক উত্তর: (গ)

৪.কোন বিজ্ঞানী মহাকর্ষ সম্পর্কে ধারণা দেন?
ক) প্লাঙ্ক
খ) অ্যারিস্টটল
গ) আইনস্টাইন
ঘ) নিউটন
সঠিক উত্তর: (ঘ)

৫. কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম?
ক) মেরু অঞ্চলে
খ) বিষুবীয় অঞ্চলে
গ) পৃথিবীর কেন্দ্রে
ঘ) ক্রান্তীয় অঞলে
সঠিক উত্তর: (ক)

৬. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলতে কী বলে?
ক) অভিকর্ষ
খ) ওজন
গ) মহাকর্ষ
ঘ) অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (গ)

৭. দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
ক) G
খ) D
গ) F
ঘ) M
সঠিক উত্তর: (গ)

৮. চাঁদে ২ কেজি ভরের বস্তুর ওজন কত হবে?
ক) ১.৬ নিউটন
খ) ৩.২ নিউটন
গ) ২ নিউটন
ঘ) ২ কেজি
সঠিক উত্তর: (খ)

৯. অভিকর্ষজ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়-
i. বার্ষিক গতির জন্য
ii. আহ্নিক গতির জন্য
iii. পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১০. পৃথিবীর কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে?
ক) মেরুতে
খ) কেন্দ্রে
গ) বিষুব অঞ্চলে
ঘ) নিচে
সঠিক উত্তর: (ক)

১১. পৃথিবীর এবং একটি বইয়ের মধ্যকার আকর্ষণকে কী বলে?
ক) ঊর্দ্ধমুখীবল
খ) মহাকর্ষ
গ) অভিকর্ষ
ঘ) অভিকর্ষাজ ত্বরণ
সঠিক উত্তর: (গ)

১২. ক্রিকেট বলকে উপর দিকে ছুড়ে দিলে মাটিত পড়ে কারণ-
ক) উপরে বাতাস কম
খ) মহাকর্ষ বল
গ) অভিকর্ষ বল
ঘ) উপরে বাতাস বেশি
সঠিক উত্তর: (গ)

১৩. দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তাকে বলে-
i. মধ্যাকর্ষণ
ii. অভিকর্ষ
iii. অভিকর্ষজ ত্বরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৪. কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাহল-
ক) ভর
খ) ওজন
গ) অভিকর্ষ বল
ঘ) মহাকর্ষ
সঠিক উত্তর: (খ)

১৫. কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে?
ক) মহাকর্ষ
খ) অভিকর্ষ
গ) কৌণিক বল
ঘ) স্থানিক বল
সঠিক উত্তর: (ক)

১৬. বস্তুর ওজন-
i. অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়
ii. বস্তুর একটি মৌলিক ধর্ম
iii. স্থানভেদে পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

১৭. যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা সম্ভব হতো তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কেমন হত? [পৃথিবীর ভর একই থাকলে]
ক) দ্বিগুণ
খ) অর্ধেক হবে
গ) চারগুণ হবে
ঘ) এক চতুর্থাংশ হবে
সঠিক উত্তর: (গ)

১৮. এ বিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণকে কী বলে?
ক) ভর
খ) ওজন
গ) ত্বরণ
ঘ) মহাকর্ষ
সঠিক উত্তর: (ঘ)

১৯. অভিকর্ষজ ত্বরণ-
i. স্থান নিরপেক্ষ হলেও বস্তু নিরপেক্ষ নয়
ii. বস্তুর ভরের ওপর নির্ভর করে না
iii. পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২০. বস্তুর ভর অপরিবর্তিত থাকে বস্তুর-
i. অবস্থানের পরিবর্তন হলে
ii. আকৃতি অপরিবর্তিত থাকলে
iii. গতির পরিবর্তন ঘটলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. ভরের আন্তর্জাতিক এককের নাম কী?
ক) গ্রাম
খ) নিউটন
গ) পাউন্ড
ঘ) কিলোগ্রাম
সঠিক উত্তর: (ঘ)

২২. ভরের একক কী?
ক) গ্রাম
খ) কিলোগ্রাম
গ) কুইন্টাল
ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)

২৩. বস্তুর ভর কোনটির ওপর নির্ভর করে?
ক) বস্তুর অবস্থান
খ) বস্তুর গতি পরিবর্তন
গ) বস্তুর আকৃতি

ঘ) যে পদার্থ দিয়ে গঠিত তার পরিমাণ
সঠিক উত্তর: (ঘ)

২৪. প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে কী বলে?
ক) মন্দন
খ) বিভব
গ) ত্বরণ
ঘ) বল
সঠিক উত্তর: (গ)

২৫. ওজন কী?
ক) এক প্রকার ত্বরণ
খ) এক প্রকার বল
গ) এক প্রকার বেগ
ঘ) এক প্রকার সরণ
সঠিক উত্তর: (খ)

২৬. বস্তুর ভর-
i. অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল
ii. স্থান নিরপেক্ষ
iii. একক কিলোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২৭. নিচের কোনটির মান বস্তু নিরপেক্ষ?
ক) সময়

খ) দূরত্ব
গ) অভিকর্ষজ ত্বরণ
ঘ) বেগ
সঠিক উত্তর: (গ)

২৮. যে বলে পৃথিবীর তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে কী বলে?
ক) ভর
খ) মহাকর্ষ বল
গ) ওজন
ঘ) অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (গ)

২৯. পদার্থবিজ্ঞানের ভাষায়-
i. বস্তুর ভরই ওজন নয়
ii. ভর ও ওজন অভিন্ন রাশি
iii. বস্তুতে মোট পদার্থের পরিমাণই ভর
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩০. মহাকর্ষ বলের মান নিচের কোনটির উপর নির্ভর করে?
ক) ভর
খ) আকৃতি
গ) প্রকৃতি
ঘ) ‘মাধ্যম
সঠিক উত্তর: (ক)

৩১. নিচের কোনটির ওপর অভিকর্ষজ ত্বরণের মান বেশি?
ক) লোহা
খ) কাগজ
গ) কাঠ
ঘ) সবগুলোর ওপর মান সমান
সঠিক উত্তর: (ঘ)

৩২. কোন বিজ্ঞানী মহাকর্ষ সম্পকর্ষ সম্পর্কে ধারণা দেন?
ক) প্লাঙ্ক
খ) অ্যারিষ্টটল
গ) আইনস্টাইন
ঘ) নিউটন
সঠিক উত্তর: (ঘ)

৩৩. কোনো বস্তুতে পদার্থের পরিমাণই হল-
ক) ওজন
খ) ত্বরণ
গ) বেগ
ঘ) ভর
সঠিক উত্তর: (ঘ)

৩৪. দূরত্ব বৃদ্ধির সাথে মহাকর্ষ বলের কীরূপ পরিবর্তন ঘটে?
ক) বৃদ্ধি পায়
খ) সমান থাকে
গ) সমানুপাতে বৃদ্ধি ঘটে
ঘ) বর্গের ব্যাস্তানুপাতে হ্রাস ঘটে
সঠিক উত্তর: (ঘ)

৩৫. বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে কীসের পরিবর্তন হয়?
ক) ওজন
খ) ভর
গ) আকৃতি
ঘ) সংযুক্তি
সঠিক উত্তর: (ক)

৩৬. সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
ক) অভিকর্ষ
খ) মহাকর্ষ
গ) নিউটন
ঘ) অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (খ)

৩৭. বায়ুশূন্য মাধ্যমে নিচের কোনটি আগে ভূমিতে পড়বে?
ক) সোনা
খ) লোহার পাত
গ) তুলা
ঘ) সবগুলো একসাথে পড়বে
সঠিক উত্তর: (ঘ)

৩৮. অভিকার্ষজ ত্বরণের মান বিভিন্ন হয়-
i. পৃথিবীর আকৃতির কারণে
ii. আহ্নিক গতির কারণে
iii. ভূ-পৃষ্ঠ থেকে দূরত্বের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক) মেরু অঞ্চলে
খ) বিষুব অঞ্চলে
গ) পৃথিবীর কেন্দ্রে
ঘ) মহাশূন্যে
সঠিক উত্তর: (ক)

৪০. নিচের কোনটি সকল বস্তুকে নিজের দিকে টানে?
ক) পৃথিবী
খ) ছায়াপথ
গ) চাঁদ
ঘ) সৌরজগত
সঠিক উত্তর: (ক)

৪১. নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ আকর্ষণ বল পূর্বের তুলনায় ৯ গুণ হলে দূরত্ব কত হবে?
ক) এক-পঞ্চমাংশ
খ) এক-তৃতীয়াংশ
গ) তিন গুন
ঘ) নয় গুণ
সঠিক উত্তর: (খ)

৪২. অভিকর্ষজ ত্বরণ কোন বিষয়ের ওপর নির্ভর করে না?
ক) পৃথিবীর ভর
খ) পৃথিবীর ব্যাসার্ধ
গ) বস্তুর ভর
ঘ) বস্তুর উচ্চতা
সঠিক উত্তর: (গ)

৪৩. ভূ-পৃষ্ঠের কোথায় g-এর মান সবচেয়ে কম?
ক) মেরু অঞ্চলে
খ) বিষুবীয় অঞ্চলে
গ) ক্রান্তিয় অঞ্চলে
ঘ) 450 অক্ষাংশে
সঠিক উত্তর: (খ)

৪৪. বেগের পরিবর্তনের সাথে নিচের কোনটি সম্পর্কিত?
ক) বল
খ) দূরত্ব
গ) তাপমাত্রা
ঘ) চাপ
সঠিক উত্তর: (ক)

৪৫. কোনো বস্তুতে পদার্থের পরিমাণকে কী বলে?
ক) ভর
খ) বল
গ) ওজন
ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (ক)

৪৬. কোনটি দ্বারা অভিকর্ষজ ত্বরণকে প্রকাশ করা হয়?
ক) G
খ) F
গ) R
ঘ) g
সঠিক উত্তর: (ঘ)

৪৭. কোন ক্ষেত্রে দুটি বস্তুকরণার মধ্যে আকর্ষণ বল বেশি হয়?
ক) ভর কম হলে
খ) দূরত্ব বেশি হলে
গ) ওজন বেশি হলে
ঘ) ভর বেশি হলে
সঠিক উত্তর: (ঘ)

৪৮. অল্প ভরকে কী দ্বারা পরিমাপ করা হয়?
ক) গ্রামে
খ) মিটারে
গ) লিটারে
ঘ) কেজিতে
সঠিক উত্তর: (ক)

৪৯. নির্দিষ্ট কোনো বস্তুর ওজনের মান কোনটির উপর নির্ভর করে?
ক) ভর
খ) সময়
গ) মহাকর্ষীয় ধ্রুবক
ঘ) অভিকর্ষজ ত্বরণ
সঠিক উত্তর: (ঘ)

৫০. কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কী বলে?
ক) ওজন
খ) ভর
গ) নিউটন
ঘ) কিলোগ্রাম
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 297 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here