ইনপুট ও আউটপুট ডিভাইস কাকে বলে? কম্পিউটারের Input ও Output Device গুলো মনে রাখার কৌশল

যে ডিভাইসগুলো ইনপুট এবং আউটপুট উভয় হিসেবেই কাজ করে সেগুলো মনে রাখার কৌশল

ইংরেজি ভাষায় ইনপুট/আউটপুট এবং বাংলা ভাষায় প্রবিষ্ট/নিষ্কৃত হল কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের অপর নাম। কম্পিউটারের পরিভাষায় ইনপুট/আউটপুট বা আই/ও হল একটি তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা (যেমন কম্পিউটার) সাথে বাইরের জগতের কারো সাথে যোগাযোগ হয় যেমন মানুষ। প্রবিষ্ট বা ইনপুট হল কম্পিউটার ব্যবস্থাকে প্রদত্ত বা এটিকে প্রবেশ করানো সংকেত বা তথ্য যা সেটি গ্রহণ করে এবং নিষ্কৃত বা আউটপুট হল ঠিক তার উল্টো মানে কমপিউটার ব্যবস্থা থেকে বেরিয়ে আসা বা নিষ্কাশিত সংকেত বা তথ্য যা আমরা গ্রহণ করি। এক কথায় বলতে গেলে যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য বা ডাটা প্রবেশ করানো যায় অথবা কমান্ড বা নির্দেশ দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। আর কম্পিউটার থেকে কোনো তথ্য, অডিও, গ্রাফিকস বা যেকোনো ডাটা আউটপুট করতে আউটপুট ডিভাইসের দরকার হয়।

আবার এমনও কিছু ডিভাইস আছে, যেগুলো দিয়ে কম্পিউটারে ইনপুট, আউটপুট—দুটোই করা যায়।

Easy Technique to remember Input & output Devices.

কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ 

১। কী- বোর্ড,
২।মাউস,
৩। স্ক্যানার
৪। ও. এম. আর
৫। গ্রাফিক্স ট্যাবলেট,
৬। ওয়েবক্যাম,
৭। জয়-স্টিক,
৮। সেন্সর
৯। লাইটপেন,
১০। ও. সি. আর,
১১। বারকোড রিডার,
১২। পান্চ কার্ড
১৩। ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার,
১৪। ম্যাগনেটিক টেপ ড্রাইভ।
১৫। মাইক্রোফোন
১৬। ডিজিটাল ক্যামেরা

ঘুরে আসুনঃ- ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১‘ সম্পর্কিত সকল তথ্য একসাথে জেনে নিন। All Information about Bangabandhu Satellite-1 (BS-1)

💻 ইনপুট ডিভাইস মনে রাখার কৌশল-
MS Dhoni (Indian cricketer) BMW গাড়িতে চড়ে J.K পড়তে পড়তে SOOP খেতে GML কে সাথে নিয়ে গেল…
এবার আসুন সবগুলো  মিলিয়ে নেইঃ-

🎯 Ms Dhoni=M> Mouse, S> Scanner, D> Digitizer

📌 BMW= B> Barcode Reader,  M> Magnetic, Tape Drive, W> webcam
JK= J> joy-Stick, K> Keyboard

SOOP এর পূর্ণরুপগুলো নিম্নে দেওয়া হল।

  • ☑ S> Sensor
  • ☑ O> Optical Mark Reader (OMR)
  • ☑ O> Optical Character Recognition/Reader(OCR)
  • ☑ P> Punch card

GML এর পূর্ণরুপগুলো নিম্নে দেওয়া হল।

  • G> Graphics Tablets
  • M> MICR Reader
  • L> Light Pen….

 

কম্পিউটারের আউটপুট ডিভাইসের উদাহরণ

১। মনিটর,
২। প্রিন্টার,
৩। স্পিকার,
৪। প্রজেক্টর,
৫। হেডফোন,
৬। প্লটার,
৭। ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট,
৮। ফিল্ম রেকর্ডার,
৯। মাইক্রোফিস

💻 আউটপুট ডিভাইস মনে রাখার কৌশল-

MP ,SP সবাই কানে HeadPhone লাগিয়ে VIP সেজে FM শুনে

এবার আসুন সবগুলো  মিলিয়ে নেইঃ-

MP,
☑ M>Monitor
☑ P>Printer

SP
☑ S>Speaker
☑ P>Projector

Headphone,

Vip,

☑ Vi>Visual Display Unit
☑ P>Plotter

FM

☑ F>Film Recorder

☑ M>Microfiche

যে ডিভাইসগুলো ইনপুট এবং আউটপুট উভয় হিসেবেই কাজ করে সেগুলো মনে রাখার কৌশল

Mam TV/VCR, CD/DVD সর্বত্রে দুর্নীতির প্রমাণ দেখে VC কে TC দিল।সেই খবর Handset এবং Fax এর মাধ্যমে Network এর মত ছড়িয়ে দিল SR & TR.

☑ Mam= Modem
☑ TV= Television
☑ VCR= Videocassette recorder

☑ CD=Compact Disk
☑ DVD= digital optical disc
☑ VC=VCP
☑ T=Touch Screen
☑ C=Digital Camera
☑ handset= Handset
☑ Fax=Fax
☑ Network =Network card
☑ SR= Sound Recorder
☑ TR=Tape Recorder

1 COMMENT

  1. ইনপুট আউটপুট সম্পর্কে ভালো একটা লেখা। যেগুলো না জানলে নয়।
    অনেক শিক্ষণীয় কম্পিউটারের অংশ গুলো সম্পর্কে।
    আপনার লেখা থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। শিখতে পারলাম।
    এত সুন্দর করে সাজানো লেখাটি শেয়ার করার জন্যে ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here