ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর সমাধান PDF Download

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ-২০১৬ এর প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড করুন

DSS Somaj Union Kormi Question Solution PDF Download
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ-২০১৬
পরিক্ষার তারিখঃ২০.০৫.২০১৬
সময়ঃ ১ ঘন্টা
পূর্নমানঃ৭০

১।বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা?
উত্তরঃওড়িশা।
২।’ তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
উত্তরঃ অারবি।
৩।রিকশা কোন ভাষার শব্দ?
উত্তরঃ জাপানি।
৪।প্রচলিত বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ কে কী বলে?
উত্তরঃ পারিভাষিক শব্দ।
৫।বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
উত্তরঃ২৫ টি।
৬।ব্রহ্মপুত্র শব্দের ‘হ্ম’ যুক্তবর্ণটি কোন বর্ণের সংযুক্ত রুপ?
উত্তরঃ হ্+ম।
৭।উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
উত্তরঃউপর্যুক্ত।
৮।নিচের কোনটি রুপক কর্মধারয় সমাসের উদাহারন?
উত্তরঃ মনমাঝি।
৯।’ অাছো তুমি জগৎ মাঝারে’।এখানে ‘ মাঝারে’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত?
উত্তরঃ ব্যাপ্তি।
১০।’ বিশ্বজনের হিতকর’ এককথায় কি বলে?
উত্তরঃ বিশ্বজনীন।
১১।’ তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃঅর্থের কুপ্রভাব।
১২।একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কী চিহৃ বসে?
উত্তরঃকোলন।
১৩।’ অন্ধবধু’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে?
উত্তরঃ চোখ গেল।
১৪।’ বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ এটি কী?
উত্তরঃ প্রবাদ।
১৫।কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তরঃ অগ্নিবীণা।
১৬।’ প্রবাসের দিনগুলি’ কার রচিত?
উত্তরঃ সৈয়দ মুজতবা।
১৭।’ ভানু সিংহ’ কার ছদ্মনাম?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর.
১৮। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের রচনা?
উত্তরঃ মধ্যযুগ।
১৯।অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক –
উত্তরঃ মাইকেল মধুসধূন দত্ত।
২০।’ যদ্যপি ‘ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ যদি+ অপি।
২১।কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Commission.
২২।People শব্দটির Adjective —
Answer : populous.
২৩।He is innocent…? the charge.
Answer : of.
২৪।Deny শব্দটির Noun__
Answer : Denial.
২৫।He has no control…. himself.
answer : over.
২৭।কোনটি Material Noun নয়?
উত্তরঃ paper.

ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সিলেবাস ও প্রস্তুতি | মানবণ্টন | এডমিট কার্ড ডাউনলোড
২৮।অাধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
উত্তরঃ Chaucer.
২৯। কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ possession.
৩০।কোনটি-Verb?
Answer :Feed.
৩১।’ My Allah help’ what kind of sentence?
Answer :Optative.
৩২।’ Gentle ‘ এর বিপরীত কোনটি?
Answer :Rude.
৩৩।Homely কোন Parts of speech?
Answer: Adjective.
৩৪।Theifএর Plural কোনটি?
উত্তর :Thieves.
৩৫। Students are concerned…their result.
Answer : with.
৩৬।Climate হলো?
উত্তরঃ জলবায়ু।
৩৭।কোনটি স্ত্রীবাচক শব্দ?
উত্তরঃ Queen.
৩৮। Beautiful শব্দটি কোন Parts of sppeech?
Answere : Adjective.
৩৯।Parts of sppeech কত প্রকার?
উত্তরঃ৮ প্রকার
৪০।Truth শব্দটির Adjective হবে?
উত্তরঃNone of them.
৪১।বঙ্গবঙ্গ রদ হয় কোন সালে?
উত্তরঃ১৯১১।
৪২।বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ?
উত্তরঃ১৭ মার্চ
৪৩।স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতিক কত জন?
উত্তরঃ২ জন।
৪৪। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?
উত্তরঃসেন্টমার্টিন।
৪৫।বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃতাজিনডং।
৪৬।বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে?
উত্তরঃ রাজশাহী।
৪৭।বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কী?
উত্তরঃ শাপলা।
৪৮।হাইতির রাজধানী –
উত্তরঃপোর্ট অব প্রিন্স।
৪৯।সুইডেনের মুদ্রার নাম কী?
উত্তরঃক্রোনা।
৫০।পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃনীলনদ।
৫১।প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়য় কত সালে?
উত্তরঃ১৯১৪.
৫২।টি-২০ বিশ্বকাপ ২০১৬ এর চ্যাম্পিয়ন দেশ কোনটি?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ
৫৩।অান্তর্জার্তিক প্রতিবন্ধী দিবস কোনটি?
উত্তরঃ৩ ডিসেম্বর।
৫৪।জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তরঃ অ্যান্টোনিও গুতেরেসে।
৫৫।শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
উত্তরঃ১৪ ডিসেম্বর।
৫৬।বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
উত্তরঃ ১৫০ টাকা।
৫৭।করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ঃ৫ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি রহিমের বেতন কত?
উত্তরঃ১০০০ টাকা।
৫৮। ৪০-১০০ পর্যন্ত বৃহত্তম ওক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
উত্তরঃ৫৬
৫৯।শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ অাসলের ১/৫ অংশ হবে।
উত্তরঃ২০%.
৬০।কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে।সংখ্যাটি কত?
উত্তরঃ৩৬.?
৬১।x-2y= 8,3x-2y = 4 সমীকরন জোটে xএর মান কত?
উত্তরঃ-2.
৬২।১+২+৩+৪+……..৯৯= কত?
উত্তরঃ৪৯৫০.
৬৩।x-4=x-4/x সমীকরনের সমাধান—
উত্তরঃ কোনোটাই নয়।
৬৪।বড় সংখ্যাটি কত?
উত্তরঃ2(x+2).
৬৫।ABC ত্রিভুজের পরিসীমা কত একক?
উত্তরঃ ৩.
৬৬।যে কোনের ডিগ্রি পরিমাপ ৯০ ডিগ্রী তাকে কী বলে?
উত্তরঃসমকোন।
৬৭।যে ত্রিভুজের তিন কোন সমান। তাকে কোন ধরনের ত্রিভুজ বলে?
উত্তরঃ সমকোন।
৬৮।x:y=5ঃ6 হলে 3xঃ5y= কত?
উত্তরঃ1ঃ2
৬৯।একটি সংখ্যা ৭৪২ হতে যত বড়৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
উত্তরঃ ৭৮৬

২০০৫ থেকে ২০১৮ সালের সমাজসেবা অধিদপ্তরের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পিডিএফ ডাউনলোড |Department Of Social Service (DSS) Question Solution PDF Download

Download From Google Drive

Download

Download From Yandex 

Download

DSS Union Somaj Kormi Exam Center Name and District Wise Vacancy List 2020 PDF

DSS Somaj Kormi(Union) Exam Related Notice 2020:

DSS Somaj Kormi(Union) Exam Related Notice 2020 has been published by the authority. Department Of Social Service (DSS) is one of the largest Government organization in Bangladesh. Department Of Social Service (DSS) has published a huge job circular by the Authority. All information regarding the appointment of Department Of Social Service (DSS) is given on our website . We  Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Private Company in Bangladesh, Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part time Jobs in Bangladesh and other educational support are available here in our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs of this website is not for the unemployed people but also employed people too.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here