ইংরেজি ভাষা বিষয়ক অবাক করা ৬০ টি গুরুত্বপূর্ণ আজব মজার তথ্য জেনে নিন | Important Information about English Language

জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য 

কিছু জানা-অজানা অদ্ভুদ ও অবাক করা মজার তথ্য, যেগুলো আপনাকে জানতেই হবে।

1. Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে দীর্ঘতম শব্দ। এটি একটি চিকিৎসা বিষয়ক টার্ম। এটি হচ্ছে নিশ্বাসের মাধ্যমে দেহে বালিকণা অথবা ছাই প্রবেশ করে ফুসফুসে যে রোগ হয় তার নাম।
2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্থানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80
3. ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি
অক্ষর আছে।
5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
9.  এমন কিছু শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।

EDUCATION ,AUTOMOBILE ,EVACUATION ,REMUNERATION ,REGULATION
MISBEHAVIOR ,AUTHORITIES ,AUTHORIZE ,AUTHENTICATION
PRECAUTION , UNOBJECTIONABLE ,MULTIMILLIONAIRE ,CONSEQUENTIAL

অনেক গুলি শব্দ আছে যার ভিতরে Vowel এর ৫ টি আক্ষরই বিদ্যমান

10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
16. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
21. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
25. It is raining.
26. Bristi is reading.
27. বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে
28. Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
29. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।
30. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো
হলঃ proceed , exceed , succeed
31. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
32. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে।এগুলো হলঃ tremendous , horrendous ,stupendous , hazardous
33. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
34. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
35. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
36. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।
37. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here,ere,therein, herein
38. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
39. indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।
40. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।
41. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
42. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।

43. দুটি মজার ইংরেজী শব্দ হলো facetious এবং abstemious এখানে ৫টি vowel আছে এবং vowel গুলো পর্যায়ক্রমে(a-e-i-o-u) হিসাবে রয়েছে।

44. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By, my

45.vowel বিহীন আরো কিছু শব্দ জেনে রাখুন, cry, dry, why ,fry. try ইত্যাদি। এগুলোতে vowel  না থাকলেও Semi-Vowel W, এবং Y আছে।

46. পূর্বের ইংরেজি ভাষার ২৯টি বর্ণের পরিবর্তে বর্তমানে ইংরেজিতে ২৬টি বর্ণ আছে।

কালক্রমে ইংরেজি বর্ণমালার সংখ্যা কমে গিয়েছে ।

কোন বর্ণগুলো নতুন সংযোজিত হয়েছে বা কোনগুলো বাদ দেয়া হয়েছে, তা জানার জন্য New York Post এর এই আর্টিকেলটি দেখুন।

47.যেকোন বিমান-যাত্রার ক্ষেত্রে ইংরেজি হচ্ছে অফিসিয়াল ভাষা। এর মানে হচ্ছে বিমানের অফিসিয়াল ভাষা ইংরেজি। কখনো কি লক্ষ্য করেছেন যে আপনি বিমানে করে পৃথিবীর যেখানেই যাত্রা করেন না কেন, পাইলট এবং বিমানের অন্যান্য কর্মকর্তারা সব সময় ইংরেজিতে কথা বলে? বিমানের অফিসিয়াল ভাষা ইংরেজি হওয়ার ফলেই এমনটি হয়!

48.“E” হচ্ছে ইংরেজি ভাষা সবচেয়ে বহুল ব্যবহৃত অক্ষর। Oxford Dictionaries কর্তৃপক্ষের মতে, “E” হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ইংরেজি অক্ষর, এবং “Q” হচ্ছে সবচেয়ে কম ব্যবহৃত অক্ষর। স্পষ্ট করে বললে, “E” অক্ষরটি “Q” এর তুলনায় ৫৬ গুণ বেশিবার ব্যবহৃত হয়।

49.গড়ে একজন ইংলিশ স্পিকার কেবল ২০,০০০ থেকে ৩০,০০০ শব্দ জানেন।

যদিও Twinword এর এই পরিসংখ্যান এখনো কিছুটা ভীতিকর মনে হচ্ছে তবুও এটি শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তির বিষয় যে তাদেরকে আর ইংরেজি ভাষার লক্ষ লক্ষ শব্দ মুখস্থ করতে হবে না। সবগুলো শব্দ মুখস্থ না করেও আপনি

50. ইংরেজি ভাষার সবচেয়ে প্রাচীন কিছু শব্দ এখনকার যুগেও বেশি বেশি ব্যবহৃত হচ্ছে।

এর মধ্যে আছে I, love, black, mother, fire, hand এবং hear এর মতো আরও অনেক শব্দ। এগুলোর মধ্যে বেশ কিছু শব্দ ৯০০ খ্রিষ্টাব্দের আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে।

Dictionary.com ওয়েবসাইটে আপনি আরও অনেক প্রাচীন ইংরেজি শব্দ খুঁজে পাবেন। এই তালিকায় এমন কিছু শব্দও আছে যেগুলো হয়তো আপনাকে অবাক করে দিতে পারে!

51. সবচেয়ে বেশি প্রচলিত adjective হচ্ছে good শব্দটি।

জেনে রাখা ভালো যে এই প্রসঙ্গে বিভিন্ন উৎসে বিভিন্ন উত্তর পাওয়া যায়। কিন্তু “good” শব্দটিকেই সাধারণত সবচেয়ে বেশি ব্যবহৃত adjective এর তালিকায় রাখা হয়।

52. Time হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত বিশেষ্য পদ (noun)।

Oxford English Dictionary কর্তৃপক্ষ time কে সবচেয়ে বেশি ব্যবহৃত nounহিসেবে উল্লেখ করেছে। Person শব্দটি তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে আছে year শব্দটি।

53. বর্তমান যুগে ফ্রিজীয় (Frisian) ভাষার সাথে ইংরেজি ভাষার সবচেয়ে বেশি মিল রয়েছে বলে ধারণা করা হয়। বর্তমান সময়ে শুধুমাত্র নেদারল্যান্ড এবং জার্মানির ছোট ছোট তিনটি অঞ্চলের মানুষ ফ্রিজীয় ভাষায় কথা বলে।

54. দুটি ইংরেজি শব্দ মিলে নতুন একটি শব্দে পরিণত হতে পারে।

Portmanteau বলা হয় এমন একটি শব্দকে যা দুটি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে এবং এতে দুটি শব্দের অর্থই একত্রে বিদ্যমান রয়েছে।

উদাহরণস্বরূপ, hangry শব্দের অর্থ হচ্ছে একই সাথে ক্ষুধার্ত (hungry) এবং রাগান্বিত (angry) অবস্থা।

55. আপনি ইংরেজি বর্ণমালার সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে একটি বাক্য গঠন করতে পারবেন।

Pangram হচ্ছে এমন একটি বাক্য যেখানে বর্ণমালার প্রতিটি অক্ষর বিদ্যমান রয়েছে।

একটি বিখ্যাত ইংরেজি pangram এর উদাহরণ হচ্ছে: “The quick brown fox jumps over a lazy dog.”

56. কিছু কিছু ইংরেজি শব্দ উল্টোভাবে পড়লেও তার বানান একই থাকে।

Palindrome বলা হয় এমন একটি শব্দ বা ফ্রেজকে যার বানান ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে একই রকম।

খেয়াল করে দেখুন যে madam শব্দটির বানান দুদিক থেকে একই রকম। তাই এটিকে Palindrome বলা যাবে।

57. কিছু ইংরেজি শব্দকে উপর থেকে নিচে উল্টে দিলেও তা দেখতে একই রকম হয়।

Ambigram হচ্ছে এমন শব্দ যেগুলোকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিলেও তাদেরকে দেখতে একই রকম দেখা যায়।

এই বৈশিষ্ট্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে “SWIMS” শব্দটি যেখানে এটিকে বড় হাতের অক্ষরে লেখা হয়।

58. যেসব শব্দ বা ফ্রেজগুলোতে প্রতিটি বর্ণ সমান সংখ্যক বার ব্যবহৃত হয় তাদের প্রকাশ করার জন্যও একটি নাম আছে।

Isogram বলা হয় এমন শব্দ বা ফ্রেজকে যেখানে প্রতিটি বর্ণ সমান সংখ্যক বার ব্যবহৃত হয়েছে।

উদাহরণস্বরূপ, dialogue শব্দটিতে প্রতিটি বর্ণ একবার করে ব্যবহৃত হয়েছে।

59. কিছু ইংরেজি শব্দের পুনরাবৃত্তি হয়ে নতুন একটি শব্দ গঠিত হয়।

ভাষাতত্ত্বে tautonym হচ্ছে সেসব শব্দ যাদের গঠন একই শব্দের পুনরাবৃত্তির মাধ্যমে হয়েছে। আপনি হয়তো জেনে থাকবেন যে এদের reduplication বলেও অবহিত করা হয়।

প্রচলিত ইংরেজি শব্দ so-so হচ্ছে tautonym এর একটি যথাযথ উদাহরণ। এর অর্থ হচ্ছে “just okay; fine.”

60.পৃথিবীর অধিকাংশ ভাষার চেয়ে ইংরেজি ভাষায় শব্দসংখ্যা বেশি।

ধারণা করা হয় যে ইংরেজি ভাষায় বর্তমানে প্রায় ১০ লক্ষ শব্দ আছে।

কিন্তু সংখ্যাটির কথা চিন্তা করে ভয় পাবেন না, কারণ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here