১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের (NTRCA) সিলেবাস ও মানবন্টন | স্কুল পর্যায় ও কলেজ পর্যায় | 15th NTRCA Teachers Registration Exam Syllabus

১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের (NTRCA) সিলেবাস ও মানবন্টন | স্কুল পর্যায় ও কলেজ পর্যায় | 15th NTRCA Teachers Registration Exam Syllabus

 

১৫তম শিক্ষক নিবন্ধনের আবেদন পদ্ধতি 

সার্কুলার PDF ডাউনলোড ২০১৮

প্রিলিমিনারি টেষ্টের ধরণ-
 ক. প্রার্থীদের ১০০ নম্বরের একটি এমসিকিউ প্রিলিমিনারি টেষ্টে অংশগ্রহন করতে হবে।
 খ. এই পরীক্ষায় মোট ১০০ টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
 গ. প্রিলিমিনারি টেষ্টে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের উপযুক্ততা এবং প্রিলিমিনারি টেষ্টে কৃতকার্যতা নির্ধারণের ক্ষেত্রে এনটিআরসি এর প্রদত্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
 ঘ. প্রিলিমিনারি টেষ্টে পাশ নম্বর ৪০%
ঙ. প্রিলিমিনারি টেষ্টের বিষয় ও নম্বর বন্টন নিম্নে প্রদান করা হলো:
১. বাংলা – ২৫
২. ইংরেজী -২৫
৩. সাধারণ গণিত- ২৫
৪. সাধারণ জ্ঞান – ২৫
সর্বমোট—১০০

১৫ তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রস্তুতি নিবেন যেভাবে | Special Tips For 15th NTRCA Teachers Registration Exam

 লিখিত পরীক্ষা
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঐচ্ছিক বিষয়ের ওপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার জন্য এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত সিলেবাস দেখে নিতে পারেন। স্কুল পর্যায়ের জন্য নবম-দশম শ্রেণির বইগুলো পড়তে হবে এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় ভালো করতে হলে প্রার্থীর অনার্স পর্যায়ের বইগুলো পড়লেই চলবে। এ ছাড়া বিগত বছরের প্রশ্নগুলো দেখলেও ধারণা পাওয়া যাবে। প্রতিটি প্রশ্নেরই বিকল্প প্রশ্ন থাকবে। তাই একটি না পারলে অন্যটি উত্তর দেওয়া যাবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here