কবি-সাহিত্যিক ও রাজনৈতিক ব্যাক্তিদের খ্যাতনামা উপাধিগুলো কে কাকে দিয়েছিল জেনে নিন

আমাদের বাংলা সাহিত্যে বা রাজনৈতিক অঙ্গনে রয়েছে অসংখ্য কালজয়ী ব্যাক্তিত্ব। তারা তাদের কর্ম ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন নানা উপাধি বা স্বীকৃতি। আমরা সাহিত্য বা ইতিহাসের পাতা উল্টালেই তাদের কে বিভিন্ন ছদ্মনামে বা উপাধিতে খুজে পাই।

আমরা বিখ্যাত ব্যাক্তিদের উপাধি বা ছদ্মনামগুলো হয়তো জানি কিন্তু এই উপাধি গুলো কে , কি কারণে দিয়েছেন সেগুলো অনেকেই জানিনা।

আজ সেরকমই কিছু তথ্য আপনাদের সামনে তোলে ধরবো। চলুন কথা না বাড়িয়ে গুরত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই।

১) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে “বিশ্বকবি” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ পন্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

২) প্রশ্নঃ শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু ” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ তোফায়েল আহমেদ।

৩) প্রশ্নঃ বিহারীলাল চক্রবর্তীকে “ভোরের পাখি” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৪) প্রশ্নঃ রাম মোহন রায় কে “রাজা” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ দ্বিতীয় আকবর (মোঘল বাদশা)

৫) প্রশ্নঃ চিত্তরঞ্জন দাশ কে “দেশবন্ধু” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ বাংলার জনসাধারণ।

৬) মুকুন্দরাম চক্রবর্তী কে “কবিকঙ্কন” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ জমিদার রঘুনাথ রায়।

৭) প্রশ্নঃ ভারত চন্দ্র কে “রায়গুনাকর” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।

৮) প্রশ্নঃ আব্দুল করিম কে “সাহিত্য বিশারদ” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ চট্টল ধর্মমন্ডলী (১৯০৯)

৯) প্রশ্নঃ আব্দুল করিম কে “সাহিত্য সাগর” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ নদীয়ার সাহিত্য সভা (১৯২০)

১০) প্রশ্নঃ দেবেন্দ্রনাথ ঠাকুর কে “মহর্ষি” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ ব্রাহ্ম সমাজ।

১১) প্রশ্নঃ দীনেশ চন্দ্র সেন কে “রায় বাহাদুর” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ ভারত সরকার।

১২) প্রশ্নঃ গোলাম মোস্তফা কে “কাব্য সুধাকর” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ যশোর সাহিত্য পরিষদ।

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন এ।

১৩) প্রশ্নঃ মালাধর বসুকে “গুনরাজ খান” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ শামসুদ্দীন ইউসুফ শাহ্।

১৪) প্রশ্নঃ সুফিয়া কামাল কে “জননী সাহসিকা” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ বাংলার মানুষ

১৫) প্রশ্নঃ ঈশ্বর চন্দ্র গুপ্ত কে “খাঁটি বাঙ্গালী” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৬) প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কে “বিদ্রোহী” উপাধি  দিয়েছিলেন কে?
উত্তরঃ পরিচিতজনরা। (উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা)

১৭) প্রশ্নঃ গোবিন্দ দাস কে “দ্বিতীয় বিদ্যাপতি” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ বৈষ্ণব পদকর্তা বল্লভ দাস

১৮) প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র কে “বিদ্যাসাগর” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ সংস্কৃত কলেজ।

১৮) প্রশ্নঃ জীবনানন্দ দাশ কে “নির্জনতার কবি” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ বুদ্ধদেব বসু।

১৯) প্রশ্নঃ ফয়জুন্নেসা কে ” নওয়াব” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ ব্রিটিশ সরকার।

২০) প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্র কে “ডিফেন্স অব বেঙ্গল” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ পাদ্রি লঙ।

২১) প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে “সাহিত্য সম্রাট” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ সাহিত্যের রসবোদ্ধারা।

২২)প্রশ্নঃ বসন্ত রঞ্জন রায় কে ” বিদ্যাবল্লভ” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ নবদ্বীপেরর ভুবনমোহন চতুস্পাঠীর অধ্যক্ষ।

২৩) প্রশ্নঃ বিবেকানন্দ কে “স্বামী” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ ক্ষেত্রীর রাজা অজিত সিং।

একনজরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপাধিসমূহ জেনে নিন।

২৪) প্রশ্নঃ শেখ হাসিনাকে “মাদার অব হিউমিনিটি” উপাধি দিয়েছেন কে?
উত্তরঃ ব্রিটিশ মিডিয়া

২৫) প্রশ্নঃ শেখ হাসিনাকে “লেডি অব ঢাকা” উপাধি দিয়েছেন কে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফোর্বস ম্যাগাজিন।

২৬) প্রশ্নঃ শেখ হাসিনাকে “দক্ষিণ এশিয়ার স্তম্ভ” হিসেবে আখ্যায়িত করেছেন কে?
উত্তরঃ কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী মেরী ক্লদ বিবেউ।

২৭) প্রশ্নঃ  শেখ হাসিনাকে “বিশ্ব মানবতার আলোকবর্তিকা” উপাধিতে ভূষিত করেছেন কে?
উত্তরঃ নোবেল জয়ী কৈলাস সত্যার্থী।

২৮) শেখ হাসিনাকে “জোয়ান অব আর্ক” উপাধিতে আখ্যায়িত করেছেন কে?
উত্তরঃ শ্রীলংকার গার্ডিয়ান।

২৯) প্রশ্নঃ শেখ হাসিনাকে “বিশ্ব শান্তির দূত” বলেছেন কে?
উত্তরঃ কলম্বিয়া বিশ্ব বিদ্যালয়ের পিস স্টাডিজ বিভাগের ৩ অধ্যাপক।

৩০) প্রশ্নঃ শেখ হাসিনাকে কে “বিশ্বের নেতা”  হিসেবে আখ্যায়িত করেছেন কে?
উত্তরঃ ভারতের ক্ষমতাসীন বিজেপির ভাইস প্রেসিডেন্ট, সংসদ সদস্য বিনয় প্রভাকর।

৩১) প্রশ্নঃ শেখ হাসিনাকে “মানবিক বিশ্বের প্রধান  নেতা” বলেছেন কে?
উত্তরঃ অক্সফোর্ড নেটওয়ার্ক অব পিস নামক সংস্থা।

৩২) প্রশ্নঃ শেখ হাসিনাকে “বিশ্ব মানবতার বিবেক” হিসেবে আখ্যায়িত করেছে কে?
উত্তরঃ কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।

৩৩) প্রশ্নঃ শেখ হাসিনাকে “প্রাচ্যের নতুন তারকা ” বলেছেন কে?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাতের  সংবাদপত্র খালিজ টাইমস।

৩৪) প্রশ্নঃ শেখ হাসিনাকে “বিরল মানবতাবাদী নেতা” উপাধি দিয়েছেন কে?
উত্তরঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

৩৫) প্রশ্নঃ শেখ হাসিনাকে “দেশরত্ন“বলেছেন কে?
উত্তরঃ সৈয়দ শামসুল হক।

সুমাইয়া শিমু

শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here