Gerund,Present Participles এবং infinitive এর ব্যবহার ও পার্থক্য সম্পর্কে জানুন | Uses of Gerund & Infinitive

🎯Gerund : যখন কোনো Verb এর সঙ্গে ing যুক্ত করে তাকে noun এর বৈশিষ্ট্য বা features দেওয়া হয় তখন তাকে Gerund বলে।
Gerund হল সম্পূর্ণ রুপে noun । যে কোনো noun এর মতো Gerund কে ব্যবহার করা যায় । Gerund এ noun এবং verb উভয়ের force থাকে। Gerund কে বাক্যে Subject ,Object এবং Complement হিসেবে ব্যবহার করা হয় । Fishing -rod মাছ ধরার ছিপ।

👉🏿 Walking stick হাঁটার লাঠি ।
👉🏿 Swimming is a good exercise সাঁতার ভালো ব্যয়াম । (এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে)।
👉🏿 Eating late is not proper দেরিতে খাওয়া ঠিক নয়। (এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে) ।
👉🏿 Painting is a noble art চিত্রশিল্প একটা মহৎ কাজ ।(এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে)
👉🏿 I like swimming আমি সাঁতার কাটতে ভালোবাসি । (এখানে Gerund টিকে Object হিসেবে ব্যবহার করা হয়েছে)
👉🏿 Your dangerous habits is lying মিথ্যে কথা বলা তোমার মারাত্মক অভ্যাস । (এখানে Gerund টিকে Object হিসেবে ব্যবহার করা হয়েছে)।
👉🏿 Buying books is my only luxury বইকেনই আমার একমাত্র বাবুগিরি। (এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে)।
👉🏿 I like reading novels আমি উপন্যাস পড়া পছন্দ করি ।
👉🏿 I prefer riding to walking আমি হাঁটা (ভ্রমণ) অপেক্ষা অশ্বারোহী পছন্দ করি ।
👉🏿 He is fond of swimming সে সাঁতার পছন্দ করে ।

📙 Note : Noun এর মতো Gerund কে বাক্যের subject,object, preposition এর object ,complement ইত্যাদি হিসেবে ব্যবহার করা যায়।

🎯 Gerund & Present Participles এর পার্থক্য: Gerund & Present Participles এর মধ্যে পার্থক্য রয়েছে।
যেমন:
👉🏿He threw a stone at the sleeping dog → Present Participle Adjective.
👉🏿This is a sleeping room (room for sleeping) → Gerund.

✒️ 1ম বাক্যে sleeping দ্বারা কুকুরটি কি অবস্থায় আছে তা প্রকাশ করে তাই এটি Present Participle Adjective not Gerund.

✒️ 2য় বাক্যে sleeping room এর সাথে যুক্ত হয়ে Compound Noun এর কাজ করেছে তাই এটি Gerund.

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন” এ।

আরো পড়ুনঃ Gerund ও Present Participle সহজে চেনার ৫ টি অসাধারণ উপায়

🎯 Infinitive : verb এর আগে to বসালে যে শব্দটি পাওয়া যায় তাকে infinitive বলে। infinitive মানেই হল Noun ।
Verb এর আগে to যুক্ত হলে তা Noun এ পরিণত হয় । এবং verb এর নামমাত্র থাকে।

যেমন: Water to drink পানীয় জল
👉🏿To err is human ভূল করা মানুষের ধর্ম।
👉🏿To write this is not easy এটি লেখা সহজ নয়।
👉🏿The boy is unable to read বালকটির পড়তে অক্ষম।
👉🏿The honest man does not fear to die সৎ লোক মরতে ভয় পায় না।

📙 Note: মরতে, করতে, খেতে,খেলতে,যেতে,দেখতে ইত্যাদি আকারের অসমাপিকা ক্রিয়াপদ থাকলে ইংরেজিতে verb এর infinitive form ব্যবহার করা ।
নিয়ম: Main verb দক্ষতার সঙ্গে সম্পর্কিত হলে infinitive এর আগে how বসে।
👉🏿I am learning how to ride bicycle আমি বাইসাইকেল চালাতে শিখছি ।
👉🏿I do’t know how to swimm আমি সাঁতার কাটতে জানি না।
👉🏿I am learning how to write আমি লিখতে শিখছি ।
🎯 নিয়ম: একি বাক্যে দুটি infinitive থাকলে প্রথম টির আগে to বসবে কিন্তু দ্বিতীয় টির আগে to বসবে না সাধারণত and বসে।
যেমন: I intend (ইচ্ছা) to prepare and upload this video today আমার এই ভিডিও টি তৈরি এবং আপলোড করার ইচ্ছা ।
🎯 নিয়ম : I have a pen to write
এখানে pen শব্দ টার সাথে লিখা শব্দ টার সম্পর্ক রয়েছে। pen দ্বারা লিখা হয় । তাই “I have a pen to write” এই বাক্যটি দ্বারা সঠিক অর্থ বুঝাচ্ছে না।বাক্যে টি হবে 👉🏿 I have pen to write with
🎯 আরও লক্ষ্য করো
I don’t have a house to live in আমার থাকার ঘর নেই। বাক্যটিতে in বসেছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য ।
Passive infinitive: –
👉🏿Radha is to be tought রাধাকে পড়ানোর কথা আছে।
👉🏿Roads are to be repaired রোডগুলো ঠিক করার কথা আছে।
👉🏿This care is to be bought এই গাড়িটা কেনার কথা আছে।
👉🏿A Nobel is to be written একটা উপন্যাস লেখার কথা আছে।
👉🏿A boy has to be tought একটা বালককে পড়াতে হয় ।
👉🏿English has to be tought by me ইংরেজি পড়ানো হয় আমার দ্বারা ।
👉🏿A doctor has to be called একটি ডাক্তারকে ডাকতে হয় ।
👉🏿The book had to be printed বইটি ছাপতে হয়েছিল।
👉🏿A letter had to be typed একটা চিঠি ছাপাতে হয়েছিল।
👉🏿Roads had to be repaired by machine রোডগুলো পুনরায় ঠিক করতে হয়েছিল মেসিন দ্বারা।
👉🏿This work will have to be finished এই কাজটি সমাপ্ত করতে হবে।
👉🏿A boy will have to be tought বালকটিকে পড়াতে হবে।

Gerund এবং infinitive: – যেহেতু gerund এবং infinitive উভয়েরই noun এবং verb -এর force আছে,সেজন্য তাদের একইরকম ব্যবহার হয় ।
Infinitive: -Water to drink পানীয় জল
Gerund: – Drinking water or water for drinking পানীয় জল
Infinitive:- A house to let
Gerund: -A house for letting ভাড়া দেওয়ার জন্য বাড়ি ।
Infinitive :- To walk is good for health .
Gerund:- walking is good for health হাঁটা সাস্থের পক্ষে ভালো।
Infinitive:- They came to see the game
Gerund: – They came for watching the game তারা খেলা দেখবার জন্য এসেছিল।
Infinitive:- Give him a chair to sit on.
Gerund:- Give him a chair for sitting on তাকে বসার জন্য একটা চেয়ার দাও।
Infinitive:- To walk in the dark is dangerous
Gerund: – Walking in the dark is dangerous অন্ধকারে হাঁটা বিপজ্জনক ।
Infinitive: – He likes to eat bananas
Gerund: – He likes eating bananas সে কলা খেতে ভালোবাসে।
Infinitive:- Paper is easy to burn
Gerund: – Burning paper is easy কাগজ পোড়ানো সহজ।

📙 Note:- বসবার,দিবার,দেখবার ,খাবার ইত্যাদি আকারের অসমাপিকা ক্রিয়াপদ থাকলে ইংরেজিতে verb এর infinitive form ব্যবহার করা হয় । Important Note:- main verb যদি জ্ঞানেন্দ্রিয় সম্পর্কিত হয় তাহলে infinitive এ “to” ব্যবহার করা হয় না ।

যেমন:
I saw (main verb “saw” জ্ঞানেন্দ্রিয় সম্পর্কিত) him play football. এখানে play এর আগে “to” বসানো হয় নি কারন main verb “saw” জ্ঞানেন্দ্রিয় সম্পর্কিত।
I heard him say something.
Gerund ও Infinitive এর মধ্যে পার্থক্য: –
Intinitive:- I saw the nurse dress his wound.
এখানে আমি নার্সকে তার ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখলাম ।

Gerund:- I saw the nurse dressng his wound.
এখানে আমি নার্সকে তার ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখিনি । নার্সকে তার ঘা বাঁধতে দেখেছিলাম । কিন্তু ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখিনি । অর্থাৎ আমি একবারের জন্য নার্সকে ঘা বাঁধতে দেখেছিলাম কিন্তু ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখিনি।
Perfect Infinitive এর ব্যবহার
গঠন:- to+hae+verb এর past Participle ।
এটা সাধারণত Perfect tense এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ।

যেমন:
সে আমার নাম ভুলে যাওয়ার নাটক করল। বা
সে এমন নাটক করল যে আমার নাম ভুলে গেছে।
এখানে দুটি বাক্য আছে । যথা:-
1. সে এমন নাটক করল
2. সে আমার নাম ভুলে গেছে।(present perfect tense) ।
He pretended to have forgotten my name
[tabs type=”horizontal”][tabs_head][tab_title]ফেসবুকে আমাদের সাথে যুক্ত হোন[/tab_title][/tabs_head][tab]এরকম আরো গুরত্বপূর্ন সব পোস্ট সাথে সাথে পেতে আমাদের ফেসবুক পেইজে LIke দিয়ে রাখুন। [/tab][/tabs]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here