Gerund,Present Participles এবং infinitive এর ব্যবহার ও পার্থক্য সম্পর্কে জানুন | Uses of Gerund & Infinitive

?Gerund : যখন কোনো Verb এর সঙ্গে ing যুক্ত করে তাকে noun এর বৈশিষ্ট্য বা features দেওয়া হয় তখন তাকে Gerund বলে।
Gerund হল সম্পূর্ণ রুপে noun । যে কোনো noun এর মতো Gerund কে ব্যবহার করা যায় । Gerund এ noun এবং verb উভয়ের force থাকে। Gerund কে বাক্যে Subject ,Object এবং Complement হিসেবে ব্যবহার করা হয় । Fishing -rod মাছ ধরার ছিপ।

?? Walking stick হাঁটার লাঠি ।
?? Swimming is a good exercise সাঁতার ভালো ব্যয়াম । (এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে)।
?? Eating late is not proper দেরিতে খাওয়া ঠিক নয়। (এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে) ।
?? Painting is a noble art চিত্রশিল্প একটা মহৎ কাজ ।(এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে)
?? I like swimming আমি সাঁতার কাটতে ভালোবাসি । (এখানে Gerund টিকে Object হিসেবে ব্যবহার করা হয়েছে)
?? Your dangerous habits is lying মিথ্যে কথা বলা তোমার মারাত্মক অভ্যাস । (এখানে Gerund টিকে Object হিসেবে ব্যবহার করা হয়েছে)।
?? Buying books is my only luxury বইকেনই আমার একমাত্র বাবুগিরি। (এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে)।
?? I like reading novels আমি উপন্যাস পড়া পছন্দ করি ।
?? I prefer riding to walking আমি হাঁটা (ভ্রমণ) অপেক্ষা অশ্বারোহী পছন্দ করি ।
?? He is fond of swimming সে সাঁতার পছন্দ করে ।

? Note : Noun এর মতো Gerund কে বাক্যের subject,object, preposition এর object ,complement ইত্যাদি হিসেবে ব্যবহার করা যায়।

? Gerund & Present Participles এর পার্থক্য: Gerund & Present Participles এর মধ্যে পার্থক্য রয়েছে।
যেমন:
??He threw a stone at the sleeping dog → Present Participle Adjective.
??This is a sleeping room (room for sleeping) → Gerund.

✒️ 1ম বাক্যে sleeping দ্বারা কুকুরটি কি অবস্থায় আছে তা প্রকাশ করে তাই এটি Present Participle Adjective not Gerund.

✒️ 2য় বাক্যে sleeping room এর সাথে যুক্ত হয়ে Compound Noun এর কাজ করেছে তাই এটি Gerund.

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন” এ।

আরো পড়ুনঃ Gerund ও Present Participle সহজে চেনার ৫ টি অসাধারণ উপায়

? Infinitive : verb এর আগে to বসালে যে শব্দটি পাওয়া যায় তাকে infinitive বলে। infinitive মানেই হল Noun ।
Verb এর আগে to যুক্ত হলে তা Noun এ পরিণত হয় । এবং verb এর নামমাত্র থাকে।

যেমন: Water to drink পানীয় জল
??To err is human ভূল করা মানুষের ধর্ম।
??To write this is not easy এটি লেখা সহজ নয়।
??The boy is unable to read বালকটির পড়তে অক্ষম।
??The honest man does not fear to die সৎ লোক মরতে ভয় পায় না।

? Note: মরতে, করতে, খেতে,খেলতে,যেতে,দেখতে ইত্যাদি আকারের অসমাপিকা ক্রিয়াপদ থাকলে ইংরেজিতে verb এর infinitive form ব্যবহার করা ।
নিয়ম: Main verb দক্ষতার সঙ্গে সম্পর্কিত হলে infinitive এর আগে how বসে।
??I am learning how to ride bicycle আমি বাইসাইকেল চালাতে শিখছি ।
??I do’t know how to swimm আমি সাঁতার কাটতে জানি না।
??I am learning how to write আমি লিখতে শিখছি ।
? নিয়ম: একি বাক্যে দুটি infinitive থাকলে প্রথম টির আগে to বসবে কিন্তু দ্বিতীয় টির আগে to বসবে না সাধারণত and বসে।
যেমন: I intend (ইচ্ছা) to prepare and upload this video today আমার এই ভিডিও টি তৈরি এবং আপলোড করার ইচ্ছা ।
? নিয়ম : I have a pen to write
এখানে pen শব্দ টার সাথে লিখা শব্দ টার সম্পর্ক রয়েছে। pen দ্বারা লিখা হয় । তাই “I have a pen to write” এই বাক্যটি দ্বারা সঠিক অর্থ বুঝাচ্ছে না।বাক্যে টি হবে ?? I have pen to write with
? আরও লক্ষ্য করো
I don’t have a house to live in আমার থাকার ঘর নেই। বাক্যটিতে in বসেছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য ।
Passive infinitive: –
??Radha is to be tought রাধাকে পড়ানোর কথা আছে।
??Roads are to be repaired রোডগুলো ঠিক করার কথা আছে।
??This care is to be bought এই গাড়িটা কেনার কথা আছে।
??A Nobel is to be written একটা উপন্যাস লেখার কথা আছে।
??A boy has to be tought একটা বালককে পড়াতে হয় ।
??English has to be tought by me ইংরেজি পড়ানো হয় আমার দ্বারা ।
??A doctor has to be called একটি ডাক্তারকে ডাকতে হয় ।
??The book had to be printed বইটি ছাপতে হয়েছিল।
??A letter had to be typed একটা চিঠি ছাপাতে হয়েছিল।
??Roads had to be repaired by machine রোডগুলো পুনরায় ঠিক করতে হয়েছিল মেসিন দ্বারা।
??This work will have to be finished এই কাজটি সমাপ্ত করতে হবে।
??A boy will have to be tought বালকটিকে পড়াতে হবে।

Gerund এবং infinitive: – যেহেতু gerund এবং infinitive উভয়েরই noun এবং verb -এর force আছে,সেজন্য তাদের একইরকম ব্যবহার হয় ।
Infinitive: -Water to drink পানীয় জল
Gerund: – Drinking water or water for drinking পানীয় জল
Infinitive:- A house to let
Gerund: -A house for letting ভাড়া দেওয়ার জন্য বাড়ি ।
Infinitive :- To walk is good for health .
Gerund:- walking is good for health হাঁটা সাস্থের পক্ষে ভালো।
Infinitive:- They came to see the game
Gerund: – They came for watching the game তারা খেলা দেখবার জন্য এসেছিল।
Infinitive:- Give him a chair to sit on.
Gerund:- Give him a chair for sitting on তাকে বসার জন্য একটা চেয়ার দাও।
Infinitive:- To walk in the dark is dangerous
Gerund: – Walking in the dark is dangerous অন্ধকারে হাঁটা বিপজ্জনক ।
Infinitive: – He likes to eat bananas
Gerund: – He likes eating bananas সে কলা খেতে ভালোবাসে।
Infinitive:- Paper is easy to burn
Gerund: – Burning paper is easy কাগজ পোড়ানো সহজ।

? Note:- বসবার,দিবার,দেখবার ,খাবার ইত্যাদি আকারের অসমাপিকা ক্রিয়াপদ থাকলে ইংরেজিতে verb এর infinitive form ব্যবহার করা হয় । Important Note:- main verb যদি জ্ঞানেন্দ্রিয় সম্পর্কিত হয় তাহলে infinitive এ “to” ব্যবহার করা হয় না ।

যেমন:
I saw (main verb “saw” জ্ঞানেন্দ্রিয় সম্পর্কিত) him play football. এখানে play এর আগে “to” বসানো হয় নি কারন main verb “saw” জ্ঞানেন্দ্রিয় সম্পর্কিত।
I heard him say something.
Gerund ও Infinitive এর মধ্যে পার্থক্য: –
Intinitive:- I saw the nurse dress his wound.
এখানে আমি নার্সকে তার ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখলাম ।

Gerund:- I saw the nurse dressng his wound.
এখানে আমি নার্সকে তার ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখিনি । নার্সকে তার ঘা বাঁধতে দেখেছিলাম । কিন্তু ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখিনি । অর্থাৎ আমি একবারের জন্য নার্সকে ঘা বাঁধতে দেখেছিলাম কিন্তু ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখিনি।
Perfect Infinitive এর ব্যবহার
গঠন:- to+hae+verb এর past Participle ।
এটা সাধারণত Perfect tense এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ।

যেমন:
সে আমার নাম ভুলে যাওয়ার নাটক করল। বা
সে এমন নাটক করল যে আমার নাম ভুলে গেছে।
এখানে দুটি বাক্য আছে । যথা:-
1. সে এমন নাটক করল
2. সে আমার নাম ভুলে গেছে।(present perfect tense) ।
He pretended to have forgotten my name
[tabs type=”horizontal”][tabs_head][tab_title]ফেসবুকে আমাদের সাথে যুক্ত হোন[/tab_title][/tabs_head][tab]এরকম আরো গুরত্বপূর্ন সব পোস্ট সাথে সাথে পেতে আমাদের ফেসবুক পেইজে LIke দিয়ে রাখুন। [/tab][/tabs]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here