Complement কাকে বলে? | Object ও Complement এর মধ্যে পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানুন

দেবাশীষ ঘোষ:- আমি আজ ইংরেজি গ্রামারের খুব মৌলিক (বেসিক) নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যদি কাউকে Sentence-এর Structure বলতে বলেন তখন উনি নিমেষেই বলে ফেলবেন যে,
[ Subject + Verb + Object ]। আসলেই কি উনি সঠিক উত্তরটি দিতে পেরেছেন? না, উনি সঠিক উত্তরটি দিতে পারেন নি। এতে আমাদের কোনো দোষ নেই। সত্যি বলতে কি, ছোটবেলা থেকে আমরা এটাই শিখে আসছি। তাহলে আসুন জেনে নিই একটি Sentence-এর সঠিক উত্তর কি, সেটা হলোঃ

[ Subject + Verb + Object/Complement ]

 

এখন আসি বিস্তারিত আলোচনায়।
প্রথমে Subject ও Verb কি সেটা জেনে নিইঃ

Subject : Subject-এর বাংলা অর্থ হলো – কর্তা। যার দ্বারা Sentence-এর কাজটি সম্পন্ন হয় বা Sentence-এ যার সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বলে।
সাধারণত Verb-কে “কে” দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায়। তবে Verb-টি যদি “have verb” হয়, তাহলে “কার” দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যাবে।
যেমনঃ
1. John plays Cricket everyday.
2. His mother is very cordial.
3. Man is mortal.
4. I have a nice pen.
5. She has a beautiful toy.

[এখানে John, His mother, Man, I ও She হচ্ছে Subject. কারন এই তিনটি Sentence-য়ে “কে” বা “কার”  দ্বারা প্রশ্ন করে আমরা Subject পেয়ে যাই।]

Verb : Verb নিয়ে বেশী কিছু বলার প্রয়োজন নেই। এই বিষয়ে আমাদের একটি লিখা আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে পড়তে পারেন।

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখানে ক্লিক করে আমাদের Official ফেসবুক Group এ “JOIN করে নাও” ।

 

আজকের পোষ্টের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো Object ও Complement-এর মধ্যে পার্থক্য তুলে ধরা। তাহলে এখন আমাদের জানা দরকার Object ও Complement কিঃ—-

Object : Verb কে “কি” বা ”কাকে” দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই Object বা কর্ম। Object চিনতে হলে আমাদেরকে জানতে হবে Transitive ও Intransitive Verb সম্পর্কে। আমরা আগের Verb-এর পোষ্টের মাধ্যমে জেনেছিলাম যে, যে Verb-এর পর Object বসানো যায় সেটা Transitive Verb আর যে Verb-এর পর Object বসে না সেটা Intransitive Verb. তাহলে আমরা বিষয়টা মোটামোটি ক্লিয়ার হলাম যে, Object শুধু Transitive Verb এর পরে বসে। এই ধরনের বাক্যকে Passive Voice-এ রূপান্তরিত করা যায়।
যেমনঃ
1. I drink water every morning.
2. Ruma loves flowers.
3. Foysol gives me a precious gift.

[১ম বাক্যে water, ২য় বাক্যে flowers, ৩য় বাক্যে me ও a precious gift হল Object।]

Complement : Complement বুঝতে হলে আমাদের উদাহরন দেখতে হবে। চলুন দেখে নিইঃ
John is a student.

এখানে student কি Object? না, অবশ্যই নয়। কেননা, Object-এর সাথে Verb-এর সম্পর্ক আছে। যেমনঃ He plays Cricket. বাক্যটিতে Cricket হলো Object কারন এটি নিয়ে Subject বা কর্তা কাজ করছে আর কাজটি অর্থাৎ Verb-টি হলো “plays”. তাহলে “student” নিশ্চয়ই Object নয়। এবং এটিকেই বলে Complement. মূলত, Complement হলো Subject-এরই একটি ভিন্ন পরিচয়।
He plays Cricket বাক্যে He এবং Cricket এক জিনিস নয়। দুটোই আলাদা আলাদা বিষয়। কিন্তু আমরা যদি John is a student বাক্যটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে, যিনি John তিনিই student. আমরা এভাবে বলতে পারি যে, John = student.

তার মানে আমরা বুঝতে পারলাম যে, Verb-এর সাথে যেমন Object-এর সম্পর্ক আছে তেমনি Complement-এর সাথে Subject-এর সম্পর্ক আছে। এই ধরনের বাক্যকে Passive Voice-এ রূপান্তরিত করা যায় না।
এভাবে Verb-এর পরে Subject-এরই অন্য একটি পরিচয় বসলে তাকে Complement বলে। আর, Subject ও Complement-এর মধ্যে যে Verb-টি থাকে তাকে link বা Linking Verb বলে।
তাহলে এখন প্রশ্ন হলো Linking Verb কি? যে Verb দ্বারা Subject ও Complement-এর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, তাকে Linking Verb বলে। অর্থাৎ Linking Verb Subject ও Complement-এর মধ্যে যোগসূত্র স্থাপন করে।
যেমনঃ
1. This is a toy.
2. Jibon is a scientist.

সবশেষে Object ও Complement-এর মধ্যে পার্থক্যগুলো এক নজরে দেখে নিইঃ

>) Object-এর সাথে Verb-এর সম্পর্ক বিদ্যমান যেখানে Complement-এর সাথে Subject-এর সম্পর্ক বিদ্যমান।
>) Subject এবং Object দুটো ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু, অপরপক্ষে Subject ও Complement একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে।
>) Transitive Verb-এর পরে Object বসে, এবং Linking Verb-এর পরে Complement বসে।
>) Object যুক্ত বাক্যকে Passive Voice করা যায় কিন্তু Complement যুক্ত বাক্যকে Passive Voice করা যায় না।

 

Complement Vs Compliment: Complement সম্পর্কে তো বিস্তারিত জানলাম। কিন্তু অনেকেই Complement ও Compliment দুটো শব্দকে একসাথে গুলিয়ে ফেলতে পারেন। তাই Compliment সম্পর্কে দুটো কথা বলে নিই। Compliment শব্দের অর্থ হলো “Praise” বা “প্রশংসা করা”। মনে করুন কেউ আপনাকে বলল, You are so beautiful. You are very kindhearted person. এগুলোর মানে হলো উনি আপনার প্রশংসা করলেন আর এটাকেই বলে Compliment. কি বুুুঝতে পারলেন তো??? অতএব মনে রাখতে হবে যে, Complement ও Compliment শব্দ দুটোর উচ্চারণ একই হলেও  অর্থ কিন্তু একই নয়। আবার বানানটি খেয়াল করবেন যে, ১ম শব্দটিতে Complement লিখতে “e” দিয়ে লিখতে হয় আর ২য় শব্দটি প্রশংসা অর্থে যে Compliment সেটা লিখতে “i” দিয়ে লিখতে হয়। আশা করি বুঝতে পেরেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here