ইংরেজি শব্দ i.e. ও e.g. এর অর্থ এবং দুটি শব্দের মধ্যে পার্থক্য সম্পর্কে জেনে নিন

আজ আমরা i.e. e.g. এর পার্থক্য (What is the difference between i.e and e.g) সম্পর্কে বিস্তারিত জানবো। আপনারা যারা English Literature পড়েছেন বা বেশী বেশী English Article পড়েছেন তারা হয়তো এই দুটি সংক্ষিপ্ত শব্দ সম্পর্কে পরিচিত আছেন। i.e. এবং e.g. দুটি আলাদা শব্দ বা শব্দ সংক্ষেপ এবং অর্থের দিক থেকে পার্থক্য রয়েছে। তাই এর অর্থ এবং ব্যবহার মনে রাখার জন্য কয়েকটি বিষয় আলোচনা করা হলো।

📙 i.e. এবং e.g. অর্থ কি?
i.e. একটি ল্যাটিন শব্দ (idest) এর সংক্ষিপ্ত রূপ। এর ইংরেজি অর্থ ‘that is’ or ‘that is to say’ or ‘in other words’ যার বাংলা অর্থ হচ্ছে ‘অর্থাৎ’, ‘বলতে গেলে’, ‘অন্য কথায়’, ‘অন্য ভাষায়’ ইত্যাদি বুঝায়। এটির সংক্ষিপ্ত গঠন হলো A statement+ i.e. (further definition or explanation)।

📙 e.g. ল্যাটিন শব্দ “exempli gratia” এর সংক্ষিপ্ত রূপ। এর ইংরেজি অর্থ “for example”, “for instance”, “such as” এবং এর বাংলা অর্থ ‘উদাহরণ’, ‘উদাহরণ স্বরূপ’, ‘যেমন’ ইত্যাদি। এটির সংক্ষিপ্ত গঠন হলো A statement+ e.g (one or more examples)।

মনে রাখুন, i.e. ব্যাখ্যা করবে, e.g. উদাহরণ প্রকাশ করবে।

📙 i.e. এবং e.g. কখন ব্যবহার করতে হয়?
অতিরিক্ত ব্যাখ্যা, তথ্য, কিংবা অবস্থা বুঝাতে i.e. ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো বাক্যের একটি অংশের মাধ্যমে কোনো বিষয় সুস্পষ্ট না হয় তা হলে ঐ বাক্যে তা ভিন্নভাবে বোঝাতে i.e. ব্যবহৃত হয়। বাক্যের একটি অংশে যা বলা হলো তা যদি পূর্ণ অর্থ না বোঝায় তা হলে i.e. ব্যবহৃত হয়।

যেমন: A walking boot which is synthetic, i.e. not leather. এখানে synthetic শব্দটি অনেকের কাছে বোধগম্য নয় তাই সেটিকে বোঝাতে বা ব্যাখ্যা করতে not leather শব্দটি ব্যবহৃত হয়েছে।

আরেকটি উদাহরণ দেখা যাক, His favorite type of sandwich is an open-faced sandwich (i.e., one that uses only one piece of bread rather than two).

এখানে open-faced sandwich শব্দটি অনেকের কাছে অর্থবোধক বা বোধগম্য নাও হতে পারে তাই i.e., one that uses only one piece of bread rather than two ব্যবহার করে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

📙 কোনো বাক্যের একটি অংশে যা বলা হলো তা এক বা একাধিক উদারণ দিয়ে বোঝাতে e.g. ব্যবহৃত হয়।

যেমন: He liked many different cheeses, e.g., cheddar, camembert and brie. এখানে cheeses তার পছন্দনীয় খাবার এবং যতরকম cheeses আছে অর্থাৎ cheddar, camembert and brie সব তার পছন্দনীয় খাবার।

এখানে একটি খাবারের সব ধরনের খাবারের কয়েকটি উদারণ হিসেবে দেওয়া হয়েছে।

কথ্য ইংরেজিতে বা ইংরেজিতে কথা বলার সময় i.e. এবং e.g. এর কোনোটিই ব্যবহৃত হয় না। এগুলো শুধুমাত্র আনুষ্ঠানিক লেখার (formal writing) ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন, প্রতিবেদন, থিথিস, ডিজার্টেশন, টেকনিক্যাল প্রতিবেদন।

📙 i.e. এবং e.g. কিভাবে লিখতে হয়?
অনেকে i.e. এবং e.g. লেখার সময় ফুলস্টপ/পিরিয়োড ঠিকমাতো বাসান না। অর্থাৎ i.e অথবা ie কিংবা e.g অথবা eg লিখে থাকেন।

অধিকাংশ অভিধান এবং স্টাইল ম্যানুয়ালের মতে এটি সঠিক নয়। কারণ এটি ল্যাটিন শব্দ ‘id est’ এবং “exempli gratia” এর সংক্ষিপ্ত রূপ ইংরেজি ভাষায় যুক্ত হয়েছে এবং এটি ইংরেজিতে সংক্ষিপ্ত শব্দ হিসেবে ব্যবহৃত হয়।

আর সংক্ষিপ্ত শব্দ সব সময় পিরিয়োড/ফুলস্টপ বসে। তাই এটি সব সময় i.e. এবং e.g. এইভাবে লিখতে হয়।

অনেকে আবার এটিকে বাঁকা ছাদে (italic) লিখেন। এটিও সঠিক নয়। এটিকে বাঁকা ছাদ (italic) করার প্রয়োজন নেই। কারণ এটি নতুন কোনো শব্দ নয়।

কিংবা এটিতে গুরুত্ব দেবারও কোনো বিষয় নেই। বহু বছর ধরে ইংরেজি শব্দ ভান্ডারে এটি রয়েছে এবং তা বহুল ব্যবহৃত হয়।

আবার এটি সব সময় ছোট হরফে লিখতে হয় (i.e. e.g.)। কোনো অক্ষর বড় করা যাবে না।

বাক্যে i.e. এবং e.g. এর পরে কমা (,) ব্যবহার করতে হবে বা কমা বসবে অর্থাৎ i.e., এবং e.g., ।

অধিকাংশ অভিধান এবং ম্যানুয়ালের মতে বড় বাক্য ও স্বল্প বিরতির জন্য কমা ব্যবহার করা ভালো। আমেরিকান ইংরেজিতে i.e. এরপর কমা (,) বসে কিন্তু ব্রিটিশ ইংরেজিতে সাধারণত বসে না।

তাই কমা ব্যবহার না করলে কোনো ভুল হবে না। i.e. এবং e.g. লেখার পর কমা (,) ব্যবহার না করলে বন্ধনীর মধ্যে তা লিখতে হয়। নিচের উদারণগুলো লক্ষ্য করুন।

বাক্যে i.e. এবং e.g. এর পূর্বে কমা (,) ব্যবহার করতে হয়। যেমন: He liked many different cheeses, e.g., cheddar, camembert and brie. কমা ব্যবহার না করলে He liked many different cheeses (e.g., cheddar, camembert and brie). লিখতে হয়।

🔘 i.e. এবং e.g. ব্যবহারের পার্থক্য লক্ষ্য করুন

    • He objects to the changes, i.e., he won’t be accepting them.
    • It happened in August, i.e., two months ago.
    • Service charge is included in all prices, i.e., you don’t have to leave a tip.
    • I went to my least favorite place (i.e., the dentist).
    • I like fast cars, i.e. any car that can go over 150mph.
    • I like fast cars, e.g. Ferrari and Porche.
    • I like card games, e.g., bridge and crazy eights.
    • I like to play cards, i.e., bridge and crazy eights.
    • Squiggly loves watching old cartoons (e.g., DuckTales and Tugboat Mickey).

🔰 পরামর্শ

কোনো বাক্য লেখার সময় যদি i.e. এবং e.g. নিয়ে অসুবিধায় পড়েন তবে তা এড়িয়ে যান। i.e. এর পরিবর্তে “in other words” কিংবা “that is” লিখুন এবং e.g. এর পরিবের্তে for example কিংবা for instanc কিংবা such as লিখুন। যেমন- I like calm activities (e.g., reading). এর পরিবর্তে I like calm activities (for example, reading). লিখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here