নবম দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায় – ৩ এর MCQ প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড

এস.এস.সি  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

  অধ্যায় – ৩: বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. ‘ভুক্তির’ শাসনকর্তা নিযুক্ত হতেন-
i. সম্রাট নিজে
ii. রাজকুমার
iii. রাজপরিবারের সদস্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২. সেন রাজাদের অধিকার ও ক্ষমতার কোনো সীমা ছিল না। এটি কী প্রমাণ করে?
i. রাজা ছিলেন সর্বেসর্বা
ii. ধর্মীয় ব্যপারেও তার হস্তক্ষেপ ছিল
iii. তিনি শাসন, সমর ও বিচার বিভাগের প্রধান ছিলেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩. চন্দবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
ক) লড়হচন্দ্র
খ) শ্রীচন্দ্র
গ) সুবর্ণচন্দ্র
ঘ) পূর্ণচন্দ্র
সঠিক উত্তর: (খ)

৪. ভুক্তিপতির সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ?
ক) উপরিক
খ) উপমা
গ) উরপিক
ঘ) উকরিপ
সঠিক উত্তর: (ক)

৫. বল্লাল সেনের শাসনকাল কোনটি?
ক) ১১৭৭-১২০৪ খ্রিষ্টাব্দ
খ) ১১৭৮-১২০৫ খ্রিষ্টাব্দ
গ) ১১৭৯-১২০৬ খ্রিষ্টাব্দ
ঘ) ১১৮০-১২০৭ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)

৬. ত্রৈলোকচন্দ্রের উপাধি কী ছিল?
ক) মহারাজধিরাজ
খ) পরমেশ্বর
গ) পরমভট্টারক
ঘ) পরম সৌগত
সঠিক উত্তর: (ক)

৭. ধর্মপালের পুত্রের নাম কী?
ক) দেব পাল
খ) সৌমিক পাল
গ) কুম্ভ পাল
ঘ) ইন্দ্র পাল
সঠিক উত্তর: (ক)

৮. গুপ্ত যুগে সামন্তরাজগণ গুপ্ত সম্রাটের অধীনে ছিল না। এটি কী প্রমাণ করে?
ক) সামন্তরাজগণ প্রায় স্বাধীন ছিলেন
খ) গুপ্ত রাজাগণ অপেক্ষাকৃত দুর্বল ছিল
গ) অন্যের অধীনস্ত ছিল সামন্তগণ
ঘ) সামন্তগণকে গুপ্তগণ স্বাধীনতা দান করেছিলেন
সঠিক উত্তর: (ক)

৯. পাল বংশের সর্বশেষ সফল শাসক কে ছিলেন?
ক) মহীপাল
খ) দেবপাল
গ) বিগ্রহপাল
ঘ) রামপাল
সঠিক উত্তর: (ঘ)

১০. মহীপাল প্রতিহত করেন-
i. গাঙ্গেয়দেবের আক্রমণ
ii. রাজেন্দ্র চোলের আক্রমণ
iii. বিজয়সেনের আক্রমণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১. ত্রৈলোকচন্দ্রের উত্তরাধিকারী কে ছিলেন?
ক) পূর্ণচন্দ্র
গ) শ্রীচন্দ্র

খ) সুবর্ণচন্দ্র
ঘ) কল্যানচন্দ্র
সঠিক উত্তর: (গ)

১২. হর্ষবর্ধন শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, কারণ-
i. রাজশ্রীকে উদ্ধারের জন্য
ii. প্রতিশোধ গ্রহণের জন্য
iii. দেবগুপ্তের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

১৩. একাদশ শতকের শেষভাগ দক্ষিণ-পূর্ব বাংলায় কোন রাজবংশ গড়ে ওঠে?
ক) বর্ম
খ) চন্দ্র
গ) খড়গ
ঘ) দেব
সঠিক উত্তর: (ক)

১৪. সোমা একটি উপন্যাস থেকে জানতে পারে যে, ‘ড’ নামক শাসনামলে ‘ঘ’ অঞ্চল বেশ কয়েকটি অংশে বিভক্ত ছিল। ‘ড’ নিচের কোনটিকে নির্দেশ করছে?
ক) গুপ্ত যুগ
খ) পাল যুগ
গ) সেন যুগ
ঘ) মুঘল যুগ
সঠিক উত্তর: (ক)

১৫. কল্যাণচন্দ্রের শাসনকাল কোনটি?
ক) ৯৭২-৯৯৭ খ্রিষ্টাব্দ
খ) ৯৭৩-৯৯৮ খ্রিষ্টাব্দ
গ) ৯৭৪-৯৯৯ খ্রিষ্টাব্দ
ঘ) ৯৭৫-১০০০ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (ঘ)

১৬. জাত বর্মার পিতার নাম কী ছিল?
ক) রাজেন্দ্র বর্মা
খ) কান্তজী বর্মা
গ) ব্রজ বর্মা
ঘ) হরি বর্মা
সঠিক উত্তর: (গ)

১৭. শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন-
i. পুষ্যভূতিদের দমন করতে
ii. মৌখরীদের দমন করতে
iii. রাজশ্রীকে বন্দী করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮. পাল যুগে কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন কে?
ক) রাজা স্বয়ং
খ) মন্ত্রী
গ) নির্বাচিত প্রতিনিধি
ঘ) রাজার স্ত্রী
সঠিক উত্তর: (ক)

১৯. গোচন্দ্র, ধর্মদিত্য ও সমাচারদেবের শাসনকাল ছিল কোনটি?
ক) ৫২৪-৫৯৯ খ্রিষ্টাব্দ
খ) ৫২৫-৬০০ খ্রিষ্টাব্দ

গ) ৫২৬-৬০১ খ্রিষ্টাব্দ
ঘ) ৫২৭-৬০২ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)

২০. দ্বিতীয় মহীপালের কনিষ্ঠ ভ্রাতা রামপালের শাসনকাল কোনটি?
ক) ১০৮০-১১২২ খিষ্টাব্দ
খ) ১০৮২-১১২৪ খিষ্টাব্দ
গ) ১০৮৪-১১২৬ খিষ্টাব্দ
ঘ) ১০৮৬-১১২৮ খিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)

২১. ধর্মপালের শাসন প্রতিষ্ঠিত ছিল- i. বাংলায় ii. বিহারব্যাপী iii. উড়িষ্যাব্যাপী নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. ‘ভুক্তির’ প্রধানের উপাধি কী ছিল?
ক) উপরিক
খ) মহামাত্র
গ) মহারাজা
ঘ) মহাসামন্ত
সঠিক উত্তর: (ক)

২৩. ধর্মপালের শাসনকাল কোনটি?
ক) ৭৮০-৮২০ খ্রিষ্টাব্দ
খ) ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দ
গ) ৭৮২-৮২২ খ্রিষ্টাব্দ
ঘ) ৭৮৩-৮২৩ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)

২৪. ‘প্রাসিঅয়’ জাতির রাজধানী কোথায় ছিল?
ক) পালিবোথরা
খ) পাঞ্জাব
গ) কাশ্মির
ঘ) কুচবিহার
সঠিক উত্তর: (খ)

২৫. আধুনিক গবেষকগণের মতে গোপালের শাসনকাল কোনটি?
ক) ৭৫৫-৭৮০ খ্রিষ্টাব্দ
খ) ৭৫৬-৭৮১ খ্রিষ্টাব্দ
গ) ৭৫৭-৭৮২ খ্রিষ্টাব্দ
ঘ) ৭৫৮-৭৮৩ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)

২৬. কার মৃত্যূতে বাংলার ইতিহাসে এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়?
ক) দেবগুপ্তের
খ) সমুদ্রগুপ্তের
গ) শশাঙ্কের
ঘ) গোপালের
সঠিক উত্তর: (গ)

২৭. কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন রাজা-
i. ধর্মীয় ব্যাপারে তার হস্তক্ষেপ ছিল
ii. সামাজ্য পরিচালনার ক্ষেত্রে তিনি ছিলেন প্রধান
iii. অর্থনৈতির ক্ষেত্রেও হস্তক্ষেপ করতেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮. ধর্মপালের প্রচেষ্টায় উন্নতি সাধিত হয়েছিল-
i. ধর্মের ক্ষেত্রে
ii. শিক্ষায়
iii. শিল্পে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৯. শশাঙ্কের মৃত্যুর সময়কাল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক) ৬৩৭ খ্রিষ্টাব্দের কিছু আগে
খ) ৬৩৭ খ্রিষ্টাব্দের কিছু পরে
গ) ৬৩৮ খ্রিষ্টাব্দের কিছু আগে
ঘ) ৬৩৮ খ্রিষ্টাব্দের কিছু পরে
সঠিক উত্তর: (ক)

৩০. গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস জানা যায় না কেন? ক) ইতিহাসের উৎসের অভাবে
খ) ইতিহাসবিদদের উদাসীনতার কারণে
গ) কোনো ঐতিহাসিক ঘটনার অভাবে
ঘ) ইতিহাস স্থবির বলে
সঠিক উত্তর: (ক)

৩১. সেন রাজত্বের অবসান ঘটে কত শতকে?
ক) দশ শতকের প্রথম দশকে
খ) এগার শতকের প্রথম দশকে
গ) বার শতকের প্রথম দশকে
ঘ) তের শতকের প্রথম দশকে
সঠিক উত্তর: (ঘ)

৩২. ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
ক) ৩১০ খ্রিষ্টাব্দে
খ) ৩২০ খ্রিষ্টাব্দে
গ) ৩৩০ খ্রিষ্টাব্দে
ঘ) ৩৪০ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর: (খ)

৩৩. চন্দ্ররাজাদের শাসনের পতন ঘটে কীভাবে?
ক) বর্ম রাজবংশের আক্রমণে
খ) দেব বংশের আক্রমণে
গ) দুই বৈদেশিক আক্রমণে
ঘ) কান্তিদেবের আক্রমণে
সঠিক উত্তর: (গ)

৩৪. বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?
ক) ত্রিবেনীর বিজয়পুর
খ) কর্মান্ত বসাক
গ) দেবপর্বত
ঘ) বর্ধমানপুর
সঠিক উত্তর: (ক)

৩৫. কৌমতন্ত্র ভেঙে গিয়ে কোন অবস্থা গড়ে ওঠে?
ক) ধনিকতন্ত্র
খ) সমাজতন্ত্র
গ) রাজতন্ত্র
ঘ) পুজিঁবাদী
সঠিক উত্তর: (গ)

৩৬. শশাংক মৃত্যুবরণ করেন-
ক) ৬০৬ খ্রি. কিছু আগে
খ) ৬৩৭ খ্রি. কিছু আগে
গ) ৬৪১ খ্রি. কিছু আগে
ঘ) ৬৫৩ খ্রি. কিছু আগে
সঠিক উত্তর: (খ)

৩৭. দেবপাল আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়-
i. উড়িষ্যার ওপর
ii. কামরুপের ওপর
iii. বাংলার ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮. দেব রাজাদের শাসনকাল কোনটি?
ক) প্রায় ৭৩৮-৭৯৮ খ্রিষ্টাব্দ
খ) প্রায় ৭৪০-৮০০ খ্রিষ্টাব্দ
গ) প্রায় ৭৪২-৮০২ খ্রিষ্টাব্দ
ঘ) প্রায় ৭৪৪-৮০৪ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (খ)

৩৯. কারা দক্ষিণ-পূর্ব বাংলার হরিকেল একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটান?
ক) কান্তিদেবরা
খ) দেবরা
গ) খড়গরা
ঘ) চন্দ্ররা
সঠিক উত্তর: (ক)

৪০. সোহেলের গ্রামটি তিনটি গ্রামের মাঝখানে অবস্থিত। হঠাৎ তাদের গ্রামটি দখল নিয়ে পাশ্ববর্তী তিনটি গ্রামের যুদ্ধ হয়। সোহেলদের গ্রামের সাথে মিল রয়েছে নিম্নের কোন অঞ্চলের?
ক) উত্তর ভারতের
খ) দক্ষিন ভারতের
গ) পশ্চিম ভারতের
ঘ) পূর্ব ভারতের
সঠিক উত্তর: (ক)

৪১. পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। ঠিক তেমনিভাবে সেন বংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কার নামটি প্রযোজ্য?
ক) লক্ষণ সেন
খ) বিশ্বরুপ সেন
গ) বিজয় সেন
ঘ) সামন্ত সেন
সঠিক উত্তর: (ঘ)

৪২. পাল বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন কে?
ক) রাজ্যপাল
খ) দ্বিতীয় গোপাল
গ) দ্বিতীয় বিগ্রহপাল
ঘ) মহীপাল
সঠিক উত্তর: (ঘ)

৪৩. বাংলাদেশের সেন রাজবংশের সূচনা হয় কোন শতকে?
ক) একাদশ
খ) দ্বাদশ
গ) এয়োদশ
ঘ) চতুর্দশ
সঠিক উত্তর: (খ)

৪৪. কোন বংশের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়?
ক) গুপ্ত
খ) পাল
গ) সেন
ঘ) পুণ্ড্র
সঠিক উত্তর: (খ)

৪৫. গুপ্ত সম্রাটদের শাসনাধীন বড় বিভাগের নাম কি ছিল?
ক) বিষয়
খ) মণ্ডল
ঘ) ভুক্তি
সঠিক উত্তর: (ঘ)

৪৬. মহীপালের পৌত্র ন্যায়পালের রাজত্বকাল কোনটি?
ক) ১০৪০-১০৫২ খ্রিষ্টাব্দ
খ) ১০৪১-১০৫৪ খ্রিষ্টাব্দ

গ) ১০৪২-১০৫৬ খ্রিষ্টাব্দ
ঘ) ১০৪৩-১০৫৮ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (ক)

৪৭. নারায়ণের একটি হ্ন্দিু মন্দিরের জন্য করমুক্ত ভূমি দান করেন কে?
ক) রামপাল
খ) দেবপাল
গ) মহীপাল
ঘ) ধর্মপাল
সঠিক উত্তর: (ঘ)

৪৮. দেব রাজারা তাদের নামের সাথে বড় বড় উপাধি যুক্ত করতেন কেন?
ক) প্রজাদের অধীনতা পাওয়ার জন্য
খ) নিজেদের শক্তিশালী ভাবতেন তাই
গ) সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার জন্য
ঘ) স্বাধীন রাজ্য সৃষ্টির জন্য
সঠিক উত্তর: (খ)

৪৯. উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের সামন্তবর্গ কার সময়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন?
ক) ধর্মপালের
খ) দেবপালের
গ) মহীপালের
ঘ) দ্বিতীয় মহীপালের
সঠিক উত্তর: (ঘ)

৫০. মহীপালের মৃত্যুর পর তার সাম্রাজ্য আক্রমণ করে-
i. কলচুরি রাজা
ii. কর্ণাটের চালুক্য রাজা
iii. উড়িষ্যা ও কামরুপের রাজা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 282 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here