নবম ও দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ অধ্যায় – ৭: জনসংখ্যা এর MCQ প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

এস.এস.সি ভূগোল ও পরিবেশ এর বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ৭: জনসংখ্যা

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. ভূপৃষ্ঠের ৫০-৬০ শতাংশের মতো এলাকায় শতকরা কত জন লোকের বসতি?
ক) ৮ ভাগ
খ) ৭ ভাগ
গ) ৫ ভাগ
ঘ) ৬ ভাগ
সঠিক উত্তর: (গ)

২. জনসংখ্যা একটি সক্রিয় পরিবর্তনশীল-
ক) উপাদান
খ) বস্তু
গ) সম্পদ
ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ক)

৩. অভিগমণে বৃদ্ধি পায়-
ক) বাস্তুত্যাগিদের পরিমাণ
খ) গ্রাম ও শহরের জনসংখ্যা
গ) শহর বা গ্রামীণ উন্নয়ন
ঘ) বাজার ব্যবস্থা
সঠিক উত্তর: (ক)

৪. জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক মৃত্যুহার নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয় না?
ক) প্রাকৃতিক দুর্যোগ
খ) প্রাম-শহর আবাসিকতা
গ) যুদ্ধ ও সাম্প্রদায়িক দাঙ্গা
ঘ) রোগ ও দুর্ঘটনা
সঠিক উত্তর: (খ)

৫. মিয়ানমার সরকারের চাপে কত রোহিঙ্গা বাংলাদেশে অভিবাসী হয়েছে?
ক) প্রায় ৩ লাখ
খ) প্রায় ৫ লাখ
গ) প্রায় ২ লাখ
ঘ) প্রায় ৭ লাখ
সঠিক উত্তর: (ক)

৬. জনসংখ্যার ঘনত্ব বা বন্টনের প্রভাষক হল-
i. প্রাকৃতিক প্রভাবক
ii. অর্থনৈতিক প্রভাবক
iii. অপ্রাকৃতিক প্রভাবক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭. বাংলাদেশের কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুবই কম?
ক) ঢাকা
খ) রাজশাহী
গ) সুন্দরবন
ঘ) খুলনা
সঠিক উত্তর: (গ)

৮. সাধারণত নারীদের প্রজনন ক্ষমতার বয়সসীমা থাকে নিচের কোনটি?
ক) ১৫-৩০ বছর
খ) ১৫-৪০ বছর
গ) ১৫-৪৫/৪৯ বছর
ঘ) ১২-৩৫/৪০ বছর
সঠিক উত্তর: (গ)

৯. জনসংখ্যা বন্টনের কোনটি অপ্রাকৃতিক প্রভাবক?
ক) অর্থনৈতিক
খ) খনিজ
গ) মৃত্তিকা
ঘ) পানি
সঠিক উত্তর: (ক)

১০. জন্মহার বৃদ্ধি কমেছে কোথায়?
ক) শহর অঞ্চলে
খ) উন্নত দেশে
গ) অনুন্নত দেশে
ঘ) উন্নয়নশীল দেশে
সঠিক উত্তর: (খ)

১১. কোন পেশাজীবী মানুষের মধ্যে জন্মহার বেশি?
ক) ডাক্তার
খ) আইনজীবী
গ) ব্যবসায়ী
ঘ) শ্রমজীবী
সঠিক উত্তর: (ঘ)

১২. স্থল মৃত্যুহার কিসে প্রকাশ করা হয়?
ক) লক্ষে
খ) শতকে
গ) কোটিতে
ঘ) সহস্রে
সঠিক উত্তর: (ঘ)

১৩. কৃষিক্ষেত্রে বিপ্লবের পর জনসংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগে?
ক) ৫০
খ) ৭৫
গ) ১০০
ঘ) ১২৫
সঠিক উত্তর: (গ)

১৪. বাংলাদেশের আয়তন কত?
ক) ১,৪৭,৫৭০ বর্গ কিমি.
খ) ৫০,০০০ বর্গ মাইল
গ) ১,২১,১৫০ বর্গ কিমি.
ঘ) ৩২,৮৭,২৫০ বর্গ কিমি.
সঠিক উত্তর: (ক)

১৫. মৃত্যুহার নির্ণয়ে বয়স-নির্দিষ্ট মৃত্যুহার গুরুত্বপূর্ণ কেন?

ক) বয়স অনুযায়ী মৃত্যুহার নির্দেশ করে
খ) বার্ধক্যজনিত মৃত্যুহার বোঝা যায়
গ) অকাল মৃত্যুর হার বোঝা যায়
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

১৬. বিশ্বের কোন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার এখনও যথেষ্ট বেশি?
ক) উন্নত অঞ্চলে
খ) উন্নত ও উন্নয়নশীল অঞ্চলে
গ) উন্নয়নশীল অঞ্চলে
ঘ) উন্নত ও অনুন্নত অঞ্চলে
সঠিক উত্তর: (গ)

১৭. অন্যত্র হতে কোনো স্থানে আগমন করাকে কি বলে?
ক) প্রবসন
খ) অভিবাসন
গ) অভিবাসী
ঘ) অধিবাসী
সঠিক উত্তর: (খ)

১৮. বলপূর্বক অভিগমন হয়ে থাকে কোনটির প্রভাবে?
ক) উন্নত জীবনযাপন
খ) অনুন্নত বাসস্থান
গ) গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য
ঘ) রাজনৈতিক অস্থিরতা
সঠিক উত্তর: (গ)

১৯. ১৬৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল?
ক) ৫.১০ বিলিয়ন
খ) ৫১ কোটি
গ) ৫২০ লক্ষ
ঘ) ৫১৮ মিলিয়ন
সঠিক উত্তর: (ঘ)

২০. বর্তমানে বাংলাদেশের প্রধান জাতীয় সমস্যা কোনটি?
ক) দুর্নীতি
খ) জনসংখ্যা
গ) দারিদ্র
ঘ) বিশ্ব উষ্ণায়ন
সঠিক উত্তর: (খ)

২১. জনবসতির ঘনত্ব নিচের কোন সূত্রটি দিয়ে নির্ণয় করা যায়?
ক) জনসংখ্যা/কোনোএলাকার আয়তন
খ) মোট জনসংখ্যা/মোট কার্যকর জমির ক্ষেত্র
গ) মোট জনংখ্যা/মোট জমির ক্ষেত্র
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)

২২. নিচের কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক?
ক) জন্মহার
খ) মৃত্যুহার
গ) অভিবাসন
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

২৩. ১৬৫০-১৯০০ খ্রি. পর্যন্ত সময়কাল জনসংখ্যা বৃদ্ধি ধারার কোন পর্যায়কে নির্দেশ করে?

ক) প্রাথমিক পর্যায়
খ) মাধ্যমিক পর্যায়

গ) সাম্প্রতিক পর্যায়
ঘ) মধ্যবর্তী পর্যায়
সঠিক উত্তর: (খ)

২৪. বাংলাদেশ পরিসংখ্যান বুর‌্যো রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যার ঘনত্ব কত?
ক) ১০০১ জন
খ) ১০১০ জন
গ) ১,০১৫ জন
ঘ) ৯১৮ জন
সঠিক উত্তর: (গ)

২৫. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কবে সংঘটিত হয়?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৫২ সালে
গ) ১৯৬৯ সালে
ঘ) ১৯৭১ সালে
সঠিক উত্তর: (ঘ)

২৬. মৃত্যুহার সব থেকে বেশি কোন দেশগুলোতে?
ক) উন্নয়নশীল
খ) অনুন্নত
গ) উন্নত
ঘ) সব জায়গায় সমান
সঠিক উত্তর: (খ)

২৭. যখন একজন লোক কোনো দেশে প্রবেশ করে, তাকে বলে-
i. অভিগমন
ii. প্রবসন
iii. অভিবাসন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) iii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৮. বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে-
ক) প্রায় ৮ বিলিয়ন
খ) প্রায় ৭.৫ বিলিয়ন
গ) প্রায় ৯ বিলিয়ন
ঘ) প্রায় ৮.৫ বিলিয়ন
সঠিক উত্তর: (গ)

২৯. জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক কোনটি?
ক) ভূপ্রকৃতি
খ) খনিজ সম্পদ
গ) পরিবহন
ঘ) সংস্কৃতি
সঠিক উত্তর: (ক)

৩০. ১৬৫০-১৮৫০ এই ২০০ বছরে জনসংখ্যার পরিমাণ কত বৃদ্ধি পায়?
ক) ৬৪৫ মিলিয়ন
খ) ৬৫০ মিলিয়ন
গ) ৬৫৫ মিলিয়ন
ঘ) ৬৬০ মিলিয়ন
সঠিক উত্তর: (ক)

৩১. সুদুর অতীতকাল থেকে ১৬৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে কী বলে?
ক) প্রাথমিক পর্যায়
খ) মাধ্যমিক পর্যায়
গ) সাম্প্রতিক পর্যায়
ঘ) প্রাচীন পর্যায়
সঠিক উত্তর: (ক)

৩২. বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমিক অবস্থার জনসংখ্যা বৃদ্ধির চিত্র কেমন ছিল?
ক) প্রথমে ধীরে, পড়ে দ্রুতগতিতে
খ) সমান গতিতে
গ) ধীর গতিতে
ঘ) অত্যন্ত দ্রুতগতিতে
সঠিক উত্তর: (ক)

৩৩. নিয়ামকগুলোর পারস্পরিক ক্রিয়ার ফলে কোন ক্ষেত্রে প্রভাব পড়ে?
i. সামাজিক
ii. অর্থনৈতিক
iii. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে কোনটি বৃদ্ধি পেয়েছে?
ক) শিশু মৃত্যুহার
খ) জনসংখ্যা
গ) আয়ুষ্কাল
ঘ) জন্মহার
সঠিক উত্তর: (গ)

৩৫. জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে-
i. ভূপ্রকৃতির ওপর
ii. জলবায়ুর ওপর
iii. শিল্পোন্নতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৬. বর্তমান বিশ্বে কত বছর অন্তর লোক গণনা করা হয়?
ক) ১ বা ২
খ) ২ বা ৫
গ) ৫ বা ৮
ঘ) ৫ বা ১০
সঠিক উত্তর: (ঘ)

৩৭. শিশু মৃত্যুহারে এগিয়ে রয়েছে কোন দেশগুলো?
ক) উন্নত
খ) উন্নয়নশীল
গ) অনুন্নত
ঘ) উন্নত ও অনুন্নত
সঠিক উত্তর: (গ)

৩৮. বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য হল-
i. আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা কম
ii. অধিকাংশ লোক শহরে বাস করে
iii. নারী অপেক্ষা পুরুষের সংখ্যা অধিক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৯. কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়?
ক) মানুষ ও বনজ সম্পদের ভারসাম্য
খ) মানুষ ও ভূমির ভারসাম্য
গ) মানুষ ও শিল্পের ভারসাম্য
ঘ) মানুষ ও বায়ূমন্ডলের ভারসাম্য
সঠিক উত্তর: (খ)

৪০. প্রাথমিক পর্যায়ে পৃথিবীর সকল অংশেই জন্ম এবং মৃত্যুর হার উভয়ই ছিল-
ক) বেশি
খ) কম
গ) খুব কম
ঘ) খুব বেশি
সঠিক উত্তর: (ঘ)

৪১. জন্মহারে ভিন্নতার অন্যতম প্রধান কারণ হল-
ক) বৈবাহিক অবস্থাগত বৈশিষ্ট্য
খ) শিক্ষা
গ) পেশা
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৪২. বাংলাদেশের কোন অঞ্চলের জনবসতির ঘনত্ব সব থেকে কম?
ক) বরিশাল
খ) রাঙামাটি
গ) সুনামগঞ্জ
ঘ) পাবনা
সঠিক উত্তর: (খ)

৪৩. সাম্প্রতিক পর্যায়ে বিশ্বে কয়েকটি অঞ্চল লক্ষ করা যায়?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৪৪. জনসংখ্যার সঠিক তথ্য আহরণে কয়টি বিষয় পর্যালোচনা করতে হয়?
ক) তিনটি
খ) চারটি
গ) দুইটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৪৫. জাপানের ওসাকা, ভারতের মুম্বাই প্রভৃতি স্থানে জনসংখ্যার ঘনত্ব বেশি কেন?
ক) সামাজিক অবস্থা ভালো
খ) অর্থনৈতিকভাবে উন্নত
গ) রাজনৈতিকভাবে স্থিতিশীলতা
ঘ) সংস্কৃতি উন্নত
সঠিক উত্তর: (খ)

৪৬. বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণভাবে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

৪৭. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাব রয়েছে-
i. কৃষিজ সম্পদের
ii. খনিজ সম্পদের
iii. বনজ সম্পদের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৮. উন্নত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার কিরূপ?
ক) বৃদ্ধি পেয়েছে
খ) হ্রাস পেয়েছে
গ) দ্রুত বৃদ্ধি পেয়েছে
ঘ) দ্রুত হ্রাস পেয়েছে
সঠিক উত্তর: (খ)

৪৯. জনসংখ্যার পিরামিড দেখানো হয়-
i. নারী-পুরুষ বয়সভিত্তিক বিন্যাস
ii. জনসংখ্যার পরিমাণ
iii. জন্ম ও মৃত্যুহার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫০. পৃথিবীর জনসংখ্যা খুব ধীর গতিতে বাড়ছিল কখন?
ক) ১৬৫৫ সালের দিকে
খ) ১১০৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত
গ) খ্রিস্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় দেড় হাজার বছর পর্যন্ত
ঘ) ১৬৫০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 278 KB 

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here