SSC GeographySSC Preparationসাধারণ জ্ঞান

এস.এস.সি ভূগোল ও পরিবেশ অধ্যায় – ১১: বাংলাদেশের সম্পদ ও শিল্প এর MCQ প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

এস.এস.সি ভূগোল ও পরিবেশর বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ১১: বাংলাদেশের সম্পদ ও শিল্প

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

১. বনজ সম্পদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে-
i. কর্ণফুলি কাগজকল
ii. সুগার মিল
iii. খুলনা নিউজপ্রিন্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২. বনভূমির ফলে আবহাওয়া কীরূপ থাকে-
ক) উষ্ণ
খ) শীতল
গ) আর্দ্র
ঘ) নাতিশীতোষ্ণ
সঠিক উত্তর: (গ)

৩. বাংলাদেশের বনভূমিকে প্রধান তিনটি শ্রেণিতে সাধারণত বিভক্ত করা হয়। এক্ষেত্রে ভিত্তি কী?
ক) জলবায়ু
খ) ভূপ্রকৃতি
গ) নদীবিন্যাস
ঘ) জনহীনতা
সঠিক উত্তর: (ক)

৪. কোনটি স্রোতজ বনভূমির বৃক্ষ?
ক) গামার
খ) হিজল
গ) গরান
ঘ) জারুল
সঠিক উত্তর: (গ)

৫. চা গাছের গোড়ায় যাতে পানি না জমে সেজন্য গৃহীত ব্যবস্থা কী হবে?
ক) উঁচু জমি নির্বাচন করা
খ) বন্ধুর জমি নির্বাচন করা
গ) ঢালু জমি নিবার্চন করা
ঘ) নালার ব্যবস্থা করা
সঠিক উত্তর: (গ)

৬. সুন্দরবন অর্থনৈতিক গুরুত্ব-
i. এখানে জন্মানো বৃক্ষ জ্বালানি ও নির্মাণের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়
ii. মধুও মোম প্রভৃতি পণ্যাসামগ্রী সংগৃহীত হয়
iii. বিভিন্ন প্রাণীর চামড়া, দাঁত, শিং, পশম পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭. কঠিন শিলার ব্যবহার হতে পারে- i. রেলপথে ii. গৃহে iii. সেতু নির্মাণে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. বাংলাদেশের কৃষির সম্প্রসারণ সম্ভব। কিন্তু এজন্য সর্বাগ্রে প্রয়োজন-
i. সরকারি সহযোগিতা
ii. প্রাকৃতিক পরিবেশের সমন্বয়
iii. বেসরকারি উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৯. ইক্ষু চাষের উপযোগী মাটি-
i. বেলে দোআঁশ
ii. কর্দময় দোআঁশ
iii. দোআঁশ পলি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০. বর্তমনে বাংলাদেশে বিভিন্ন প্রকার গাড়িতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের কারণ-
i. এটি সহজ দাহ্য, কালো ধোঁয়া হয় না বলে পরিবেশবান্ধব
ii. এটি আমদানি করতে হয় না বলে সুলভ
iii. সরকার এটি কম দামে সরবরাহ করে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১. এদেশে কৃষির সম্প্রসারণ সম্ভব-
i. সরকারি সহযোগিতায়
ii. প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে
iii. বেসরকারি উদ্যোগে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২. খাদ্যশস্যের প্রয়োজনীতা হেতু বাংলাদেশে কোন ফসলের চাষ হয়?
ক) ধান
খ) গম
গ) ডাল
ঘ) আলু
সঠিক উত্তর: (খ)

১৩. বাংলাদেমেল খাদ্যশস্যের মধ্যে কোনটি প্রধান?
ক) ধান
খ) গম
গ) ডাল
ঘ) আলু
সঠিক উত্তর: (ক)

১৪. বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়-
i. ফার্নেস তেল
ii. প্রাকৃতিক গ্যাস
iii. কঠিন শিলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫. কোন খনিজ সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়?
ক) শ্বেতমৃত্তিকা
খ) সিলিকা বালি
গ) কঠিন শিলা
ঘ) চুনাপাথর
সঠিক উত্তর: (ঘ)

১৬. বাংলাদেশের শ্রমশক্তি মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত?
ক) ৪৭.৩০
খ) ৪৭.২০
গ) ৪৬.৩০
ঘ) ৪৬.১০
সঠিক উত্তর: (ক)

১৭. দেশের অর্থনৈতিক উন্নতি ও বিশুদ্ধ পরিবেশ রক্ষার জন্য মোট আয়তনের প্রায় শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা দরকার। সেই তুলনায় বাংলাদেশে কী পরিমাণ বনভূমির ঘাটতি রয়েছে?
ক) ১১ ভাগ
খ) ১২ ভাগ
গ) ১৩ ভাগ
ঘ) ১৪ ভাগ
সঠিক উত্তর: (খ)

১৮. বাংলাদেশের কোন অংশে প্রধানত কয়লা খনি অবস্থিত?
ক) দক্ষিণ ও পূর্ব অংশে
খ) উত্তর ও পশ্চিম অংশে
গ) উত্তর ও পূর্ব অংশে
ঘ) দক্ষিণ ও পশ্চিম অংশে
সঠিক উত্তর: (খ)

১৯. বনভূমি গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. ভূমিকা রোধে
ii. জীববৈচিত্র্য ধ্বংসে
iii. বন্যা নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২০. বাংলাদেশের বনভূমির অন্তর্ভূক্ত-
i. পাতাঝরা গাছ
ii. স্রোতজ বৃক্ষ
iii. সূচগ্র বৃক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১. কোনটি ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ?
ক) হিজল
খ) সেগুন
গ) সুন্দরী
ঘ) গামারি
সঠিক উত্তর: (গ)

২২. ঘোড়াশাল সার কারখানার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কীরূপে হয়ে থাকে?
ক) শক্তি সম্পদরূপে
খ) কাঁচামালরূপে
গ) জ্বালানিরূপে
ঘ) পরিশোধকররূপে
সঠিক উত্তর: (খ)

২৩. দেশের আবহাওয়াকে আর্দ্র রাখতে মুখ্য ভূমিকা কোনটির?
ক) নদ-নদীর
খ) সমুদ্রের
গ) পাহাড়ের
ঘ) বনভূমির
সঠিক উত্তর: (ঘ)

২৪. উদ্ভিদগোষ্ঠীর ওপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমি-
i. ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি
ii. ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি
iii. স্রোতজ বনভূমি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. বাংলাদেশের প্লাইস্টোসিন কোন ধরনের বনভূমি?
ক) ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
খ) ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি
গ) ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা বনভূমি
ঘ) স্রোতজ বনভূমি
সঠিক উত্তর: (খ)

২৬. কোনটি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল?
ক) পাট
খ) চা
গ) তামাক
ঘ) চিংড়ি
সঠিক উত্তর: (ক)

২৭. বাংলাদেশের কোথায় কঠিন শিলা পাওয়া গেছে?
ক) দিনাজপুরের নীল সাগর ও পার্বতীপুরে
খ) রাজশাহীর বাঘা ও চলনবিলে
গ) রংপুরের রানীপুকুর এবং শ্যামপুরে
ঘ) খুলনায় হরিণঘাটা এবং কোলাবিলে
সঠিক উত্তর: (গ)

২৮. বাংলাদেশের বর্তমানে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে?
ক) ১৬%
খ) ১২.৩%
গ) ৯.৩%
ঘ) ১৩%
সঠিক উত্তর: (ঘ)

২৯. চা চাষের উপযোগী মাটি-
i. উর্বর লৌহ মৃত্তিকায়
ii. পলিমাটিতে
iii. জৈব পদার্থ দোআঁশ মাটিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩০. রংপুরে রানীপুকুর থেকে বছরে প্রায় কত লক্ষ টন কঠিন শিলা উত্তোলন করা যাবে?
ক) ১৩
খ) ১৫
গ) ১৭
ঘ) ১৯
সঠিক উত্তর: (গ)

৩১. প্রচুর পরিমাণে পীট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে-
i. খুলনার কোলাবিলে
ii. ফরিদপুরের চান্দাবিলে
iii. সিলেটের কিছু অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. চা চাষের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক) ১২০ -১৫০
খ) ১৫০ -১৬০
গ) ১৬০ -১৭০
ঘ) ১৭০ -১৯০
সঠিক উত্তর: (গ)

৩৩. আমাদের এদেশে বনাঞ্চলের গুরুত্ব-
i. পর্যটন শিল্পে
ii. কৃষিতে
iii. পরিবহনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. বাংলাদেশের সর্বত্র ধান জন্মে কেন?
ক) বেলে মাটির কারণে
খ) দোআঁশ মাটির কারণে
গ) পলিমাটির কারণে
ঘ) কাদা মাটির কারণে
সঠিক উত্তর: (গ)

৩৫. সুন্দরবন ও পাবর্ত্য চট্টগ্রাম পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময়। স্থান দুটি কীসের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করে?
ক) ভূমিবৈচিত্র্য
খ) জীববৈচিত্র্য
গ) উদ্ভিদবৈচিত্র্য
ঘ) প্রাণিবৈচিত্র্য
সঠিক উত্তর: (খ)

৩৬. বাংলাদেশের শীত মৌসুমে কীভাবে গম চাষ করা হয়?
ক) সেচের মাধ্যমে
খ) চাষের মাধ্যমে
গ) ট্রাক্টরের মাধ্যমে
ঘ) হাইব্রিডের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৩৭. হরিপুর তেলক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলিত হয়?
ক) ১,২০০
খ) ১,০০০
গ) ৬০০
ঘ) ৮০০
সঠিক উত্তর: (গ)

৩৮. বাংলাদেশের কোন অঞ্চলটি খনিজ তেলে সমৃদ্ধ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন?
ক) পশ্চিম
খ) পাহাড়ি
গ) বনাঞ্চল
ঘ) উপকূলীয়
সঠিক উত্তর: (ঘ)

৩৯. উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) পাঁচ
খ) চার
গ) তিন
ঘ) দুই
সঠিক উত্তর: (গ)

৪০. প্রাকৃতিক গ্যাস বিভিন্ন পেট্টোরাসায়নিক শিল্পের মূল্যবান কাঁচামাল হওয়া সত্ত্বেও তা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদনে করছি। কারণ-
i. প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় অফুরন্ত
ii. অন্য বিকল্প জ্বালানি না থাকায় তাৎক্ষনিক প্রয়োজন হওয়ায়
iii. দেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪১. বাংলাদেশে সাধারণত কয় প্রকার পাট চাষ হয়?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (খ)

৪২. বাংলাদেশের গ্যাসক্ষেত্রে থেকে কত সালে সর্বপ্রথম খনিজ তেল পাওয়া যায়?
ক) ১৯৮৮
খ) ১৯৮৬
গ) ১৯৯০
ঘ) ১৯৮১
সঠিক উত্তর: (খ)

৪৩. স্রোতজ বনভূমির প্রধান গাছ কোনটি?
ক) শাল
খ) সেগুন
গ) সুন্দরী
ঘ) গামারি
সঠিক উত্তর: (গ)

৪৪. ধান চাষে উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সেলিসিয়াস?
ক) ১০০ সেলসিয়াস থেকে ৩০০
খ) ১৫০ সেলসিয়াস থেকে ৩৫০
গ) ১৬০ সেলসিয়াস থেকে ৩০০
ঘ) ১০০ সেলসিয়াস থেকে ৩৫০
সঠিক উত্তর: (গ)

৪৫. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রে থেকে খনিজ তেল পাওয়া যায়?
ক) ছাতক
খ) রশিদপুর
গ) হরিপুর
ঘ) বাখরাবাদ
সঠিক উত্তর: (গ)

৪৬. অপরিশোধিত তেল কোথায় পরিশোধিত করা হয়?
ক) ঢাকায়
খ) চট্টগ্রামে
গ) সিলেটে
ঘ) খুলনায়
সঠিক উত্তর: (খ)

৪৭. কোনো দেশের পরিবেশেল ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট জমির কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
ক) ২৫
খ) ২২
গ) ২৮
ঘ) ২৬
সঠিক উত্তর: (ক)

৪৮. কেবল উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলো চা চাষ হওয়ার কারণ কী?
ক) পাদদেশীয় ভূমি
খ) পর্যাপ্ত উষ্ণতা
গ) ঢালু জমি
ঘ) প্রচুর বৃষ্টি
সঠিক উত্তর: (গ)

৪৯. বাংলাদেশি পাটের প্রকারভেদে হচ্ছে- i. দেশি ii. বিদেশি iii. তোষা নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৫০. বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি কোথায় অবস্থিত?
ক) সিলেটের হরিপুরে
খ) সুনামগঞ্জের শাহজীবাজারে
গ) মৌলভীবাজারের বরমচালে
ঘ) ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে
সঠিক উত্তর: (গ)

PDF File Download From Here

📝 সাইজঃ- 216 KB 

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

Tags

Mohon

সকল ধরণের পিডিএফ পাবেন আমার পোস্টে।

Related Articles

Leave a Reply ( আপনার মতামত প্রকাশ করুন )

Back to top button
error: Content is protected !!
Close