নবম-দশম শ্রেণীর রসায়ন অধ্যায় – ৫: রাসায়নিক বন্ধন এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও MCQ সাজেশন পিডিএফ ডাউনলোড

এস.এস. সি.রসায়ন বহুনির্বাচনী সাজেশন

অধ্যায় – ৫ : রাসায়নিক বন্ধন 

 
১. আয়নিক বন্ধন গটিত হয় কার কার মধ্যে?
ক) অ্যানায়ন ও গ্যাস
খ) অ্যানায়ন ও ধাতু
গ) অ্যানায়ন ও ক্যাটায়ন
ঘ) ক্যাটায়ন ও অধাতু
সঠিক উত্তর: (গ)

 

২. বন্ধনে আবদ্ধ পরমাণু কীরূপ থাকে?
ক) অস্থায়ী
খ) নিস্ক্রিয়
গ) সক্রিয়
ঘ) স্থিতিশীল
সঠিক উত্তর: (ঘ)

৩. লবণের কেলাস গলাতে চিনির চেয়ে বেশি তাপ শক্তি প্রয়োজন, এর কারণ কী?
ক) লবণ আয়নিক যৌগ
খ) লবণ সমযোজী যৌগ
গ) চিনি ধাতব যৌগ
ঘ) লবণ নিস্ক্রিয় যৌগ
সঠিক উত্তর: (ক)

৪. ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত?
ক) 36
খ) 54
গ) 18
ঘ) 86
সঠিক উত্তর: (ক)

৫. কোনটি নিস্ক্রিয় গ্যাস?
ক) হাইড্রোজেন
খ) ক্লোরিন
গ) আয়োডিন
ঘ) জেনন
সঠিক উত্তর: (ঘ)

৬. কার্বন-ডাই-অক্সাইড যৌগে কয় জোড়া ইলেকট্রনের শেয়ারিং ঘটে?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
সঠিক উত্তর: (ঘ)

৭. ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কী?
ক) KCI
খ) KCI2
গ) CaCI
ঘ) CaCI2
সঠিক উত্তর: (ঘ)

৮. O এর যোজনী ইলেকট্রন কত?
ক) দুই
খ) চার
গ) ছয়
ঘ) আট
সঠিক উত্তর: (গ)

৯. কোন মৌল বিক্রিয়ায় অংশ নেয় না?
ক) Na
খ) Pb
গ) He
ঘ) Cu
সঠিক উত্তর: (গ)

১০. নিস্ক্রিয় গ্যাসের মধ্যে আকারে সবচেয়ে বড় কে?
ক) Kr
খ) Xe
গ) Rn
ঘ) Ar
সঠিক উত্তর: (গ)

১১. ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করলে মৌলটি কোনটি?
ক) ধাতু
খ) অধাতু
গ) অপধাতু
ঘ) নিস্ক্রিয়
সঠিক উত্তর: (ক)

১২. হাইড্রোজেনের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (ক)

১৩. কোন যৌগের স্ফটিক কেলাস রয়েছে?
ক) NaI
খ) AI2O3
গ) CH4
ঘ) NH3
সঠিক উত্তর: (ক)

১৪. F পরমাণুর যোজনী ইলেকট্রন কত?
ক) এক
খ) তিন
গ) পাঁচ
ঘ) সাত
সঠিক উত্তর: (ঘ)

১৫. আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে-
ক) 2,8,2
খ) 2,8,8
গ) 2,9,2
ঘ) 2,10,8
সঠিক উত্তর: (খ)

১৬. একযোজী যৌগমূলক হল-
i. অ্যামোনিয়াম
ii. নাইট্রেট
iii. ফসফেট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭. আয়নিক যৌগ নিচের কোন পদার্থে দ্রবীভূত হয়?
ক) ইথার
খ) পোলার দ্রাবক
গ) অপোলার দ্রাবক
ঘ) অ্যালকোহল
সঠিক উত্তর: (খ)

১৮. কোন মৌলটির ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করা সহজ?
ক) Na
খ) C
গ) O
ঘ) F
সঠিক উত্তর: (ক)

১৯. নিস্ক্রিয় গ্যাসসমূহের সর্বশেষ স্তর বা যোজ্যতা স্তর ইলেকট্রন দ্বারা-
ক) আংশিক পূর্ণ থাকে
খ) অর্ধপূর্ণ থাকে
গ) পূর্ণ থাকে
ঘ) কোনটি অর্ধপূর্ণ আবার কোনটি পূর্ণ থাকে
সঠিক উত্তর: (গ)

২০.কোন গ্রুপের অধাতু আয়নিক বন্ধন গঠন করে?
ক) ১৩ ও ১৬
খ) ১৫ ও ১৭
গ) ১৬ ও ১৭
ঘ) ১৭ ও ১৮
সঠিক উত্তর: (গ)

২১. ধাতু অধাতুর সমন্বয়ে সৃষ্ট বন্ধনের নাম কোনটি?
ক) আয়নিক
খ) সমযোজী
গ) ধাতব
ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ক)

২২. ক্লোরিন (CI) নিস্ক্রিয় গ্যাসের ইলকট্রন বিন্যাস অর্জন করে-
i. ইলকট্রন শেয়ার করে
ii. ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে
iii. ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৩. ধাতুসমূহ সহজেই-
i. ইলেকট্রন গ্রহণ করে
ii. ইলেকট্রন ত্যাগ করে
iii. প্রভাবক হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)

২৪. নিস্ক্রিয় মৌলগুলো সাধারণত-
i. রাসায়নিকভাবে সক্রিয় নয়
ii. নিজেরা নিজেদের সাথে যুক্ত হয় না
iii. অপর মৌলের সাথে সংযুক্ত হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. সোডিয়াম ক্লোরাইডের দ্বিমাত্রিক জালিকার আয়নগুলোর ক্ষেত্রে-
i. সমধর্মী আয়ন পরস্পর থেকে দূরে অবস্থান করে
ii. বিপরীতধর্মী আয়ন পরস্পরের নিকটে থাকে
iii. আয়নগুলো নিউক্লিয়াস একত্রীভূত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৬. H অণুতে বিদ্যমান রাসায়নিক বন্ধন কোনটি?
ক) আয়নিক
খ) হাইড্রোজেন
গ) সমযোজী
ঘ) ধাতব
সঠিক উত্তর: (গ)

২৭. নাইট্রোজেন ডাই-অক্সাইড নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত?
ক) 1
খ) 2
গ) 4
ঘ) 3
সঠিক উত্তর: (ক)

২৮. 2,8,8 কোন মৌলের ইলেকট্রন বিন্যাস?
ক) He
খ) Ne
গ) Rn
ঘ) Ar
সঠিক উত্তর: (খ)

২৯. ডাইক্রোমেট মূলকের যোজনী কত?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
সঠিক উত্তর: (খ)

৩০. ক্যাথোড কী?
ক) ধনাত্মক তড়িদ্বার
খ) ঋণাত্মক তড়িদ্বার
গ) নিরপেক্ষ তড়িদ্বার
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)

৩১. পর্যায় সারণির মাঝামাঝি অবস্থিত ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন না করার কারণ কী?
ক) এদের শেষ শক্তিস্তর পূর্ণ থাকে
খ) শেষ শক্তিস্তরে অপূর্ণ থাকে
গ) ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের জন্য অধিক শক্তি প্রয়োজন
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)

৩২. কোনটির পারমাণবিক সংখ্যা 36?
ক) He
খ) Ne
গ) Ar
ঘ) Kr
সঠিক উত্তর: (ঘ)

৩৩. পারদ (Hg) এর যোজনীর ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) 1,2
খ) 2,3
গ) 2,4
ঘ) 1,3
সঠিক উত্তর: (ক)

৩৪. সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয়-
i. চিনি
ii. গ্লুকোজ
iii. অ্যালকোহল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. যোজ্যতা ইলেকট্রনের দৃষ্টিকোণ থেকে কোনটি একমাত্র ব্যতিক্রম অধাতু?
ক) কার্বন
খ) হাইড্রোজেন
গ) ক্লোরিন
ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (খ)

৩৬. দ্বিযোজী যৌগমূলক হল-
i. সালফেট
ii. নাইট্রেট
iii. কার্বনেট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৭. নিস্ক্রিয় গ্যাসসমূহ কয় পরমাণুক?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (ক)

৩৮. মৌলসমূহের ইলেকট্রন কী কারণে নিউক্লিয়াসের সাথে দুর্বল আকর্ষণ কম থাকে?
ক) প্রোটন কম থাকে বলে
খ) নিউক্লিয়াস থেকে দূরে থাকে বলে
গ) নিউট্রন বেশি থাকে বলে
ঘ) নিউক্লিয়াস চার্জ নিরপেক্ষ বলে
সঠিক উত্তর: (খ)

৩৯. নিচের কোন যৌগে ভ্যান্ডারওয়ালস শক্তি নেই বললেই চলে?
ক) CO2
খ) NaCI
গ) MgO
ঘ) AICI3
সঠিক উত্তর: (ক)

৪০. নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে?
ক) KF
খ) CaS
গ) MgO
ঘ) CaCI
সঠিক উত্তর: (গ)

৪১. হাইড্রোজেন নিস্ক্রিয় গ্যাসের কোন বিন্যাস লাভ করে?
ক) দ্বৈত
খ) ষষ্টক
গ) অষ্টক
ঘ) অষ্টাদশক
সঠিক উত্তর: (ক)

৪২. নাইট্রোজেনের যোজ্যতাস্তরে ইলেকট্রন সংখ্যা কত?
ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7
সঠিক উত্তর: (খ)

৪৩. কোন মৌলের যোজনী ইলেকট্রন 2?
ক) He
খ) Ar
গ) Kr
ঘ) Xe
সঠিক উত্তর: (ক)

৪৪. পরমাণুর মধ্যস্থ কণার চার্জ মূলত স্থৈতিক হওয়ার পরমাণুর বন্ধন শক্তির প্রকৃতি কেমন হবে?
ক) চল বৈদ্যুতিক
খ) স্থির বৈদ্যুতিক
গ) কখনও চল বৈদ্যুতিক কখনও স্থির বৈদ্যুতিক
ঘ) চুম্বকীয়
সঠিক উত্তর: (খ)

৪৫. সমযোজী যৌগ গঠিত হয়-
i. একই মৌলের পরমাণুর মধ্যে
ii. ধাতু ও ধাতুর মধ্যে
iii. নিকটবর্তী তড়িৎ ঋণাত্মক মানসম্পন্ন মৌলের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৬. ক্যাটায়ন ও অ্যানায়নসমূহ কোন বলে আবদ্ধ থাকে?
ক) সমযোজী
খ) আয়নিক
গ) ধাতব
ঘ) সন্নিবেশ
সঠিক উত্তর: (খ)

৪৭. সমযোজী যৌগ কত প্রকার?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
সঠিক উত্তর: (খ)

৪৮. ৬টি পানির অণুতে কয়টি অক্সিজেন অণু বিদ্যমান?
ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6
সঠিক উত্তর: (ক)

৪৯. সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কী বলা হয়?
ক) সমযোজী ইলেকট্রন
খ) বন্ধন ইলেকট্রন
গ) বন্ধন ইলেকট্রন যুগল
ঘ) মুক্ত জোড় ইলেকট্রন
সঠিক উত্তর: (গ)

৫০. PH3 যৌগে ফসফরাস-এ কয়টি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

PDF File Download From Here

📝 সাইজঃ- 280 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here