নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় – ৯: দৃঢ়তা প্রদান ও চলন এর সকল গুরত্বপূর্ণ প্রশ্ন সমাধান ও Suggestion PDF ডাউনলোড

এস.এস. সি. জীববিজ্ঞান বহুনির্বাচনী সাজেশন (Biology MCQ Suggestion PDF Download)

অধ্যায় – ৯ : দৃঢ়তা প্রদান ও চলন

১. মেরুদন্ডের অস্থিসন্ধিগুলো কেমন?
ক) নিশ্চল
খ) ইষৎ সচল
গ) পূর্ণ সচল
ঘ) কবজি সন্ধি
সঠিক উত্তর: (খ)

২. টেনডনের টিস্যু হচ্ছে-
i. সাদা বর্ণের ও উজ্জ্বল
ii. শাখাবিহীন ও তরঙ্গিত
iii. তন্তুময় ও গুচ্ছকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii  ও iii

ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩. মাংসপেশির টেনডনের যোজক টিস্যুর তন্তুগুলো কীভাবে বিন্যস্ত থাকে?
ক) গুচ্ছাকার ও পরস্পর সমান্তরালভাবে
খ) গুচ্ছাকার ও এলোমেলোভাবে
গ) আড়াআড়ি ও রৈখিকভাবে
ঘ) গুচ্ছাকার ও পরস্পর বিচ্ছিন্নভাবে
সঠিক উত্তর: (ক)

৪. অস্থির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. এটি রূপান্তরিত যোজক কলা
ii. এদের পেরিঅস্টিয়াম আবরণী বিদ্যমান
iii. এদের পেরিকন্ড্রিয়াম আবরণী বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫. নিচের কোনটি পেশিতন্ত্রের কাজ?
ক) কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে নির্দিষ্ট আকার গঠন করা
খ) লোহিত রক্ত কণিকা উৎপাদন করে
গ) দেহের রক্ষণাবেক্ষণ ও ভারবহন করে
ঘ) খনিজ লবণ সঞ্চয় করে
সঠিক উত্তর: (ক)

৬ অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন-
i. ভিটামিন ‘এ’ ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য
ii. ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য
iii. ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাদ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

৭. অস্থির গঠন ও দৃঢ়তার জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক) ফসফরাস
খ) ক্যালসিয়াম
গ) আয়োডিন
ঘ) পটাসিয়াম
সঠিক উত্তর: (খ)

৮. তরুণাস্থির কোষগুলো হতে কোনটি নিঃসৃত হয়?
ক) কন্ড্রিন
খ) সাইনোভিয়াল ফ্লুইড
গ) ল্যাকিউনি
ঘ) ল্যামেনি
সঠিক উত্তর: (ক)

৯. নাইনোভিয়াল অস্থি সন্ধির অংশগুলো হলো-
i. তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত
ii. সাইনোভিয়াল রস
iii. কন্ড্রিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০. ইষৎ সচল অস্থিসন্ধির উদাহরণ হলো-
ক) ইষৎ সচল
খ) পূর্ণ সচল
গ) নিশ্চল
ঘ) কবজি সন্ধি
সঠিক উত্তর: (গ)

১১. অস্থি মূলত গঠিত হয়-
i. ফসফরাস
ii. সোডিয়াম
iii. পটাসিয়াম ও ক্যালসিয়াম বিভিন্ন যৌগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২. অস্টিওব্লাস্ট কোথায় দেখা যায়?
ক) হৃৎপিন্ডে
খ) অস্থিতে
গ) মস্তিষ্কে
ঘ) ফুসফুসে
সঠিক উত্তর: (খ)

১৩. তরুণাস্থির মাতৃকা কী দ্বরা গঠিত? কন্ড্রিন
ক) কন্ড্রিন
খ) অস্ট্রিন
গ) লিগনিন
ঘ) টেনডন
সঠিক উত্তর: (ক)

১৪. অস্টিওপোরেসিস হওয়ার লক্ষণ হলো-
i. পেশি শক্তি কমতে থাকে
ii. গিট ফুলে যায়
iii. অস্থিতে ব্যথা অনুভব হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৫. অস্থি সম্পর্কে বলা যায়-
i. অস্থি আবরণী কলার রুপান্তরিত রূপ
ii. এটি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা
iii. অস্থির মাতৃকা শক্ত ও ভঙ্গুর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৬. পেরিটেন্ডিয়াম কোন টিস্যু দ্বারা বেষ্টিত?
ক) আবরণী টিস্যু
খ) অ্যারিওলার টিস্যু
গ) যোজক টিস্যু
ঘ) স্নায়ু টিস্যু
সঠিক উত্তর: (খ)

১৭. জীবিত অস্থিকোষ কত অংশ অজৈব পদার্থ থাকে?
ক) ৫০%
খ) ৬০%
গ) ৭০%
ঘ) ৮০%
সঠিক উত্তর: (খ)

১৮. আমরা কীভাবে কনুই বাঁকা বা সোজা করতে পারি?
ক) বাইসেপস ও ট্রাইসেপস পেশির প্রসারণের মাধ্যমে
খ) বাইসেপস পেশির সংকোচনের মাধ্যমে
গ) বাইসেপস ও টাইসেপস পেশির সংকোচন শ্লথের মাধ্যমে
ঘ) ট্রাইসেপস পেশির প্রসারণের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)

১৯. কঙ্কালের সাহায্যে যেসব কাজ সম্পন্ন হয় তা হলো-
i. রক্ষণাবেক্ষণ ও ভারবহন
ii. লোহিত কণিকা উৎপাদন
iii. খনিজ লবণ সঞ্চয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০. কন্ড্রিন সম্পর্কে সঠিক উক্তি হলো-
i. তরুণাস্থি কোষ হতে নিঃসৃত হয়
ii. এর বর্ণ হালকা নীল
iii. এটি নরম রাসায়নিক বস্তু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১. কোন রোগে আক্রান্ত হলে সামান্য আঘাতে কোমর বা দেহের হাড়ভেঙে যায়?
ক) ক্যান্সার
খ) হাঁপানি
গ) আর্থ্রইটিস
ঘ) অস্টিওপোরেসিস
সঠিক উত্তর: (ঘ)

২২. তরুণাস্থি কোষগুলি থেকে যে রাসায়নিক বস্তু নিঃসৃত হয় তাকে কী বলে?
ক) অস্ট্রিন
খ) কন্ড্রিন
গ) কিউটিন
ঘ) ফাইব্রিন
সঠিক উত্তর: (খ)

২৩. দেহের কাঠামো গঠনকারী অন্ত্রকে কী বলে?
ক) পরিবহতন্ত্র
খ) শ্বসনতন্ত্র
গ) স্নায়ুতন্ত্র
ঘ) কঙ্কালতন্ত্র
সঠিক উত্তর: (ঘ)

২৪. মহিলাদের মেনোপস হওয়ার পর সাধারণত যা ঘটে-
ক) অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়
খ) গিট ফুলে যায়
গ) অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়
ঘ) অস্থির ঘনত্ব ও পুরুত্ব কমতে থাকে
সঠিক উত্তর: (ঘ)

২৫. বহিঃকঙ্কালের অন্তর্ভূক্ত অঙ্গ হলো-
ক) অস্থি
খ) চুল
গ) হৃৎপিন্ড
ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (খ)

২৬. নিচের কোনটিতে আর্থ্রইটিস রোগীর উপকার হয়?
ক) দিনের বেলা ঘুমালে
খ) কমলার রস খেলে
গ) সবুজ শাকসবজি খেলে
ঘ) ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে
সঠিক উত্তর: (ক)

২৭. জানু একদিকে নাড়ানো যায় কেন?
ক) বল ও কোটর সন্ধি বলে
খ) ঈষৎ সচল অস্থিসন্ধি বলে
গ) নিশ্চল অস্থিসন্ধি বলে
ঘ) কবজি সন্ধি বলে
সঠিক উত্তর: (ঘ)

২৮. আর্থ্রইটিস রোগ প্রতিরোধে করণীয়-
ক) ক্যালসিয়াম সম্বন্ধ খাবার খাওয়া
খ) ননীতোলা দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা
গ) কমলার রস খাওয়া
ঘ) পর্যাপ্ত আলো-বাতাস আছে এমন বাসস্থানে বাস করা
সঠিক উত্তর: (ঘ)

২৯. কোনটি অস্টিওপোরেসিসের লক্ষণ?
ক) অস্থি সন্ধি নাড়াতে কষ্ট হয়
খ) গিট ফুলে যায়
গ) গিটে প্রদাহ হয়
ঘ) অস্থিতে ব্যথা হয়
সঠিক উত্তর: (ঘ)

৩০. শাখা-প্রশাখাযুক্ত অস্থি কোষ দেখতে কেমন?
ক) টিকটিকির মতো
খ) মাকড়সার মতো
গ) তেলাপোকার মতো
ঘ) পিপড়ার মতো
সঠিক উত্তর: (খ)

৩১. কোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়?
ক) অস্থিমজ্জায়
খ) হৃৎপিন্ডে
গ) ফুসফুসে
ঘ) অন্ত্রে
সঠিক উত্তর: (ক)

৩২. লিগামেন্টের জালিকাকার বিন্যস্ত তন্তুগুলো যে আমিষ দ্বারা তৈরি তার নাম কী?
ক) টেনডন
খ) ফাইব্রোব্লাস্ট
গ) সাইনোভিয়াল
ঘ) ইলাস্টিক
সঠিক উত্তর: (ঘ)

৩৩. অস্থির আবরণ সুরক্ষিত রাখে- i. ফুসফুস ii. হৃৎপিন্ড iii. পাকস্থলী নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. লোহিত রক্তকণিকা উৎপত্তিস্থল কোনটি?
ক) মস্তিস্ক
খ) হৃৎপিন্ড
গ) ফুসফুস
ঘ) অস্থিমজ্জা
সঠিক উত্তর: (ঘ)

৩৫. নিয়মিত ব্যায়াম করে কোনটি প্রতিরোধ সম্ভব?
i. বসন্ত
ii. অস্টিওপোরেসিস
iii. আর্থ্রইটিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৬. একদিকে নাড়ানোক্ষম সন্ধির উদাহরণ হলো-
ক) করোটিকা অস্থিসন্ধি
খ) মেরুদন্ডের অস্থিসন্ধি
গ) কবজি সন্ধি
ঘ) বল ও কোটর সন্ধি
সঠিক উত্তর: (গ)

৩৭. তরুণাস্থি কোষগুলো থেকে নিঃসৃত হয়?
ক) অস্ট্রিন
খ) কন্ড্রিন
গ) লিগামেন্ট
ঘ) টেনডন
সঠিক উত্তর: (খ)

৩৮. আর্থ্রইটিস রোগের লক্ষণ হলো-
i. অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়
ii. গিট ফুলে যায়
iii. পিঠের পিছন দিকে ব্যাথা অনুভূত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯. লিগামেডের শাখা প্রশাখার আকৃতি কিরূপ?
ক) জালিকাকার
খ) সরলাকার
গ) মৌচাকের মত
ঘ) থালিকাকার
সঠিক উত্তর: (ক)

৪০. কঙ্কালতন্ত্রের ভূমিকা হলো-
i. দেহ কাঠামো গঠন
ii. নড়াচড়া ও চলাচল
iii. লোহিত রক্ত কণিকা উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১. পেশি বা অস্থির তুলনায় টেনডনের ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কেমন?
ক) বেশি
খ) কম
গ) খুববেশি
ঘ) একেবারেই নাই
সঠিক উত্তর: (খ)

৪২. অস্থিমজ্জা থেকে কোন রক্ত কণিকা উৎপন্ন হয়?
ক) আলোহিত
খ) লোহিত
গ) শ্বেত ও অলোহিত
ঘ) লোহিত ও শ্বেত
সঠিক উত্তর: (ক)

৪৩. অস্থির খনিজ পদার্থের ঘনত্বমাপক যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায় কোনটি?
ক) এইডস
খ) বসন্ত
গ) অস্টিওপোরেসিস
ঘ) ডায়াবেটিস
সঠিক উত্তর: (গ)

৪৪. বহুদিন স্টেরয়েডযুক্ত ঔষধ সেবনে সৃষ্ট রোগ কোনটি?
ক) এইডস
খ) আর্থ্রইটিস
গ) অস্টিওপোরেসিস
ঘ) বসন্ত
সঠিক উত্তর: (গ)

৪৫. তরুণাস্থি কী বর্ণের হয়ে থাকে?
ক) লাল
খ) সাদা
গ) কালো
ঘ) ফ্যাকাশে
সঠিক উত্তর: (খ)

৪৬. মানব কঙ্কালতন্ত্র কাজ করে-
i. দেহ কাঠামো গঠন ও লোহিত কণিকা উৎপাদনে
ii. রক্ষণাবেক্ষণ ও ভার বহনে
iii. খাদ্য পরিপাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৭. লিগামেন্টের গঠনকারী উপাদানের অন্তর্ভুক্ত কোনগুলো?
ক) শ্বেততন্তু ও ফাইব্রোব্লাস্ট
খ) শ্বেততন্তু ও পীততন্তু
গ) ম্যাক্রোফেজ ও রঞ্জককোষ
ঘ) অস্টিওব্লাস্ট ও অস্টিওসাইট
সঠিক উত্তর: (খ)

৪৮. অস্থির সঞ্চায়িত খনিজ লবণগুলো হলো-
i. ক্যালসিয়াম
ii. পটাসিয়াম
iii. ফসফরাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. কানের পিনা তরুণাস্থি নির্মিত, এটি কীভাবে শনাক্ত করা যায়?
ক) এর কঠিনতা ও ভঙ্গুরতা দেখে
খ) এর নমনীয়তা ও স্থিতিস্থাপকতা দেখে
গ) এর সাইনোভিয়াল রস ও সন্ধি দেখে
ঘ) এর তন্তুময় ঝিল্লি ও লিগামেন্ট দেখে
সঠিক উত্তর: (খ)

৫০. আর্থ্রইটিস রোগ প্রতিরোধের উপায়-
i. পর্যাপ্ত আলো-বাতাস আছে এমন স্থানে বাস করা
ii. নিয়মিত ব্যয়াম করা
iii. সুষম ও আশযুক্ত খাদ্য গ্রহণ পরিহার করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

PDF File Download From Here

📝 সাইজঃ- 276 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 6

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here