নবম -দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় – ৯ বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন | সাধারণ জ্ঞান প্রস্তুতি

এস. এস. সি. বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বহুনির্বাচনী সাজেশন অধ্যায় – ৯ বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন

এই নোট টির ডাউনলোড লিংক পোস্টের নিচে পাবেন

গণতন্ত্রের ধারণা

সাধারণ অর্থে, গণতন্ত্র হচ্ছে মূলত সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত সরকার। এর অর্থ এই নয় যে, গণতন্ত্র সংখ্যালঘুর মতামত ও স্বার্থকে উপেক্ষা করবে, বরং গণতন্ত্রে আইনের দৃষ্টিতে সকলেই সমান । সুতরাং গণতন্ত্র বিশ শতকের একটি জনপ্রিয় ধারণা, যা বর্তমানে সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সাধারণ অর্থে, গণতন্ত্র হচ্ছে মূলত সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত সরকার। এর অর্থ এই নয় যে, গণতন্ত্র সংখ্যালঘুর মতামত ও স্বার্থকে উপেক্ষা করবে, বরং গণতন্ত্রে আইনের দৃষ্টিতে সকলেই সমান । সুতরাং গণতন্ত্র বিশ শতকের একটি জনপ্রিয় ধারণা, যা বর্তমানে সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক দল

আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিনিধিত্বমূলক সরকার বলতে দলীয় সরকারকেই বোঝায়। রাজনৈতিক দল ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না। রাজনৈতিক দলকে কেন্দ্র করেই জনমত গঠন, দলীয় আদর্শের প্রচার, সমর্থকগোষ্ঠী এবং রাজনৈতিক সচেতন নাগরিক সমাজ গড়ে উঠে।

আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিনিধিত্বমূলক সরকার বলতে দলীয় সরকারকেই বোঝায়। রাজনৈতিক দল ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না। রাজনৈতিক দলকে কেন্দ্র করেই জনমত গঠন, দলীয় আদর্শের প্রচার, সমর্থকগোষ্ঠী এবং রাজনৈতিক সচেতন নাগরিক সমাজ গড়ে উঠে।

গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্ক

গণতন্ত্রের একটি মৌলিক বিষয় হলো নির্বাচন। নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা চিন্তা করা যায় না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধিদের মাধ্যমে শাসন পরিচালনার জন্য নির্বাচনের বিকল্প নেই। রাষ্ট্র ও সরকারের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদানের মাধ্যমেই জনগণ তার এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে।

গণতন্ত্রের একটি মৌলিক বিষয় হলো নির্বাচন। নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা চিন্তা করা যায় না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধিদের মাধ্যমে শাসন পরিচালনার জন্য নির্বাচনের বিকল্প নেই। রাষ্ট্র ও সরকারের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদানের মাধ্যমেই জনগণ তার এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া

পৃথিবীর বিভিন্ন দেশে দুই প্রকার নির্বাচন পদ্ধতি চালু আছে। যথাঃ প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। যে নির্বাচন প্রক্রিয়ায় ভোটারগণ সরাসরি ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে, তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। যেমন- বাংলাদেশে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু রয়েছে।

পৃথিবীর বিভিন্ন দেশে দুই প্রকার নির্বাচন পদ্ধতি চালু আছে। যথাঃ প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। যে নির্বাচন প্রক্রিয়ায় ভোটারগণ সরাসরি ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে, তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। যেমন- বাংলাদেশে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু রয়েছে।

নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা ও কাজ

বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান  হিসেবে নির্বাচন পরিচালনা করে। এখানে প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন নির্বাচন কমিশনার নিয়ে কমিশন গঠিত হয়। 

বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান  হিসেবে নির্বাচন পরিচালনা করে। এখানে প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন নির্বাচন কমিশনার নিয়ে কমিশন গঠিত হয়। 

অপরাধের দণ্ড

(নির্বাচনে) যে কোনো অপরাধের জন্য জরিমানাসহ ক্ষেত্র বিশেষ  সর্বোচ্চ ১০ বছর এবং কমপক্ষে ২ বছর সশ্রম কারাদণ্ড হতে পারে। এ সকল নির্বাচন সংক্রান্ত অপরাধের কন্য উপযুক্ত আদালতে মামলা দায়ের করা যায়। তবে নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন ব্যতীত নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা যাবে না।

বাংলাদেশে গণতন্ত্র

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গৃহীত হয়। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তান গণপরিষদ দেশের সংবিধান প্রণয়ন করতে ৯ বছর সময় লাগে। এ সময় পার্লামেন্টারি শাসনের নামে বস্তুত গভর্নর জেনারেল এবং আমলারাই দেশ শাসন করত। প্রধানমন্ত্রী অথবা আইনসভার মতামতের তোয়াক্কা না করে গভর্নর জেনারেল নিজের পছন্দ অনুযায়ী মন্ত্রিসভা গঠন করতেন। সংবিধান প্রণয়নের আড়াই বছরের মাথায় জেনারেল আইয়ুব খান ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করেন।এর মধ্য দিয়ে পাকিস্তানের ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে।

বস্তুত পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি সোচ্চার হয়েছে। অবিভক্ত পাকিস্তান রাষ্ট্রে প্রথম  জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে এবং সেটিই ছিল শেষ নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু পাকিস্তানের সামরিক সরকার বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করে নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণে ঝাপিয়ে পড়ে। এর চূড়ান্ত পরিণতি পাকিস্তানের ভাঙণ। ১৯৭১ সালে ৯ মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়।

বাংলাদেশের গণতন্ত্র

স্বাধীনতা-পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে তিনটি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। এগুলো হলোঃ আওয়ামী লীগ, বি.এন.পি ও জাতীয় পার্টি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সময় কেটেছে সেনা শাসনের অধীনে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে।পাকিস্তানি অপশাসন ও শোষনের বিরুদ্ধে বাঙালিরা তাদের দীর্ঘ সংগ্রামের মূর্ত প্রতীক বঙ্গবন্ধুর নেতৃত্বেই গণতন্ত্র লাভ করেছিল। যুদ্ধবিদ্ধস্ত দেশের পুনর্গঠন, অবকাঠামো নির্মাণ দেশের বিভিন্ন শিল্পের পুনরুজ্জীবিতকরণ এবং জাতীয়করণ,প্রসাশনিক ব্যবস্থার উন্নয়নসহ গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ সরকার।গণতন্ত্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে, যেমনঃ পার্লামেন্টারি পদ্ধতিতে সরকার ব্যবস্থার প্রবর্তন, স্বাধীনতার ১০ মাসের মধ্যে বাংলাদেশের জন্য একটি গনতান্ত্রিক ও প্রগতিশীল সংবিধান প্রনয়ন (নভেম্বর, ১৯৭২), নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য ১৪০ টি দেশের স্বীকৃতি লাভ, জাতিসংঘ এবং ওআইসি আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সদস্যপদ প্রাপ্তি এবং নতুন সংবিধান অনুসারে ১৯৭৩ সালের ৭ই মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠান ইত্যাদি।

গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা

শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের প্রধান শর্ত। অধ্যাপক ফাইনার বলেছেন, “আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন।” একটি রাষ্ট্রে গণতান্ত্রিক,  একনায়কতান্ত্রিক বা সমাজতান্ত্রিক যে ধরণের সরকার ব্যবস্থাই বিদ্যমান থাকুক না কেন, সব ক্ষেত্রেই রাজনৈতিক দলের গুরুত্ব স্বীকৃত। তবে নিঃসন্দেহে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সর্বাধিক।

নবম -দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ৯ এর সকল বহুনির্বাচনী প্রশ্ন PDF ডাউনলোড

১. নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে –
i. স্বাধীনভাবে
ii. স্বতন্ত্রভাবে
iii. নিরপেক্ষভাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i

খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২. নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধের জন্য জরিমানাসহ ক্ষেত্র বিশেষে শাস্তি হতে পারে –
i. সর্বোচ্চ ১০ বছর
ii. সর্বোচ্চ ৭ বছর
iii. সর্বোচ্চ ২ বছর
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii
 গ) iii
 ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩. নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কী গঠিত হয়?
ক) সচিবালয়
খ) আইনসভা
গ) শাসন বিভাগ
ঘ) বিচার বিভাগ
সঠিক উত্তর: (খ)

৪. কখন আইয়ুব খান সামরিক শাসন জারি করেন?
ক) ১০৫২ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৫৮ সালে
ঘ) ১৯৫৯ সালে
সঠিক উত্তর: (গ)

৫. রাষ্ট্র পরিচালনায় সৃজনশীল নেতৃত্ব এবং তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজন –
i. রাজনৈতিক দল ও যোগ্য নেতৃবৃন্দ
ii. রাজনীতিবিদদের ঘন ঘন দল পরিবর্তন
iii. রাজনৈতিক দলের সুনির্দিষ্ট গঠনতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬. রাষ্ট্র পরিচালনায় কীভাবে ক্ষমতার হাত বদল হয়?
ক) পেশিশক্তির মাধ্যমে
খ) নির্বাচনের মাধ্যমে
গ) অস্ত্রের মাধ্যমে
ঘ) ক্ষমতার ভাগাভাগির মাধ্যমে
সঠিক উত্তর: (খ)

৭. উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কত সালে?
ক) ১৯৪৫
খ) ১৯৪৬
গ) ১৯৪৭
ঘ) ১৯৪৮
সঠিক উত্তর: (গ)

৮. ১৯৫৮ সালের সামরিক শাসন জারির পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে কোন ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি সোচ্চার হয়?
ক) প্রত্যক্ষ গণতন্ত্র
খ) পার্লামেন্টারি গণতন্ত্র
গ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
ঘ) বিশুদ্ধ গণতন্ত্র
সঠিক উত্তর: (খ)

৯. পরোক্ষ নির্বাচনে মধ্যবর্তী নির্বাচনি সংস্থা চূড়ান্তভাবে কী নির্বাচন করে?
ক) আঞ্চলিক প্রতিনিধি
খ) রাষ্ট্রপ্রধান
গ) মন্ত্রী
ঘ) বিচারপতি
সঠিক উত্তর: (খ)

১০. কতোতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছে?
ক) চুতুর্থ সংশোধনী
খ) অষ্টম সংশোধনী
গ) দশম সংশোধনী
ঘ) দ্বাদশ সংশোধনী
সঠিক উত্তর: (ঘ)

১১. “রাজনৈতিক দল বলতে কমবেশি সংগঠিত একদল লোককে বোঝায়, যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে কর্মসূচি বাস্তবায়ন করতে চায়।” – উক্তিটি কে করেছেন?
ক) গেটেল
খ) ম্যাকাইভার
গ) গেজ
ঘ) জিসবার্ট
সঠিক উত্তর: (ক)

১২. সকল ভোটারকে একত্রিতভাবে কী বলা হয়?
ক) দলীয় কর্মী

খ) সমর্থকবৃন্দ
গ) নির্বাচনি প্রতিনিধি
ঘ) নির্বাচকমন্ডলী
সঠিক উত্তর: (ঘ)

১৩. কে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদেরকে নিয়োগ দেন?
ক) প্রধানমন্ত্রী
খ) প্রধান বিচারপতি
গ) সেনাপ্রধান
ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: (ঘ)

১৪. কে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সর্বপ্রথম পরোক্ষভাবে সেনা হস্তক্ষেপ ঘটান?
ক) জেনারেল মঈন উ আহমেদ
খ) মেজর জিয়াউর রহমান
গ) হুসেইন মুহম্মদ এরশাদ
ঘ) খালেদ মোশাররফ
সঠিক উত্তর: (ক)

১৫. কোনটি জনমত গঠনের মাধ্যম?
ক) রাজনৈতিক দল
খ) সংঘ
গ) সরকার
ঘ) রাষ্ট্র
সঠিক উত্তর: (ক)

১৬. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
ক) স্পার্টায়
খ) কলম্বিয়ায়
গ) গ্রিসের এথেন্সে
ঘ) ফ্রান্সের প্যারিসে
সঠিক উত্তর: (গ)

১৭. কত সালে পাকিস্তানি পার্লামেন্টারি শাসনব্যবস্থা গৃহীত হয়?
ক) ১৯৪৫
খ) ১৯৪৬
গ) ১৯৪৭
ঘ) ১৯৪৮
সঠিক উত্তর: (গ)

১৮. দীর্ঘকাল পর ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে –
i. ১৭শ শতাব্দীতে
ii. ১৮শ শতাব্দীতে
iii. ২০ শতাব্দীতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৯. প্রার্থীর প্রচারণার জন্য নির্বাচনি ব্যয় কিরূপ হবে?
ক) অত্যন্ত কম
খ) প্রচুর পরিমাণ
গ) নির্ধারিত পরিমাণ
ঘ) ইচ্ছামাফিক
সঠিক উত্তর: (গ)

২০. দেশের সংবিধান প্রণয়ন করতে পাকিস্তান গণপরিষদ কত বছর সময় নেয়?
ক) ৫
খ) ৭
গ) ৯
ঘ) ১১
সঠিক উত্তর: (গ)

২১. ১৯৪৭ সালে পাকিস্তানি পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় পার্লামেন্টারি শাসনের নামে দেশ শাসন করতেন –
i. রাষ্ট্রপতি
ii. গভর্নর জেনারেল
iii. আমলারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২২. নির্বাচনি অপরাধ ও তার দন্ড নির্ধারণ করা হয়েছে কোন আদেশ অনুযায়ী?
ক) প্রতিনিধিত্ব
খ) গণ প্রতিনিধিত্ব
গ) প্রজাতন্ত্রিক
ঘ) গণপ্রজাতন্ত্রিক
সঠিক উত্তর: (খ)

২৩. কোন দেশে কয়েকটি রাজ্যে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে?
ক) রাশিয়ায়
খ) সুইজারল্যান্ডে
গ) গ্রিসে
ঘ) জার্মানিতে
সঠিক উত্তর: (খ)

২৪. আব্রাহাম লিংকন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
ক) রাশিয়া
খ) আমেরিকা
গ) কানাডা
ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (খ)

২৫. নির্বাচনি কর্মকর্তা, কর্মচারিগণ কর্তৃক কতিপয় নির্দিষ্ট অপরাধের জন্য কারও বিরুদ্ধে আদালতের মামলা করা যাবে না কোনটির অনুমোদন ছাড়া?
ক) আদালতের
খ) জাতীয় সংসদের
গ) নির্বাচন কমিশনের
ঘ) সচিবালয়ের
সঠিক উত্তর: (গ)

২৬. রাজনৈতিক দল আন্দোলন গড়ে তোলার কারণ কী?
ক) নাগরিকদের ন্যায্য অধিকার আদাযের লক্ষ্যে
খ) দলের স্বার্থে
গ) সরকারের বিরোধিতা করতে
ঘ) দেশপ্রেমমূলক মনোভাব ব্যক্ত করতে
সঠিক উত্তর: (ক)

২৭. কোন দল ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে?
ক) মুসলিম লীগ
খ) আওয়ামী লীগ
গ) পিপলস পার্টি
ঘ) যুক্তফ্রন্ট
সঠিক উত্তর: (খ)

২৮. নির্বাচনি আচরণবিধির ক্ষেত্রে কোনটির গুরুত্ব বেশি?
ক) নির্বাচনি প্রচারণা
খ) নির্বাচনকে অপশক্তি থেকে প্রভাবমুক্ত রাখা
গ) ভোটকেন্দ্রে প্রবেশাধিকার
ঘ) নির্বাচনি অনিয়ম
সঠিক উত্তর: (ক)

২৯. সরকার ব্যবস্থা হিসেবে একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল হলো –
i. গণতন্ত্র প্রতিষ্ঠা
ii. গণতন্ত্রের মানোন্নয়ন
iii. গণতান্ত্রিক চিন্তাধারা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. রাজনৈতিক দল গঠিত হয় –
i. একক নেতৃত্বের সমন্বয়ে
ii. একদল বিশিষ্ট বা সৃজনশীল নেতৃত্বের সমন্বয়ে
iii. জনপ্রচেষ্টায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. “আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন” – উক্তিটি করেছেন কে>
ক) উইলোবী
খ) ফাইনার
গ) গেটেল
ঘ) ম্যাকাইভার
সঠিক উত্তর: (খ)

৩২. রাজনৈতিক দল জনসমর্থন সৃষ্টি করে –
i. সভা সমিতির মাধ্যমে
ii. টকশোর মাধ্যমে
iii. ভয় দেখিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৩. নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত কার্যক্রম শুরু হয় কখন?
ক) নির্বাচনি তফসিল ঘোষণার পূর্বে
খ) নির্বাচনি তারিখ ঘোষণার পূর্বে
গ) নির্বাচনি তফসিল ঘোষণার পরে
ঘ) নির্বাচনি তফসলি ঘোষণার মুহূর্তে
সঠিক উত্তর: (গ)

৩৪. কোন ধারণাটি বর্তমান সময়ে সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে?
ক) গণতান্ত্রিক
খ) রাজতান্ত্রিক
গ) সামন্ততান্ত্রিক
ঘ) একনায়কতান্ত্রিক
সঠিক উত্তর: (ক)

৩৫. জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থায় প্রমাণিত হয় –
i. জনগণই সকল ক্ষমতার উৎস
ii. রাজতন্ত্র জনগণের ইচ্ছায় টিকে থাকে না
iii. জনমতের সাথে শাসকদলের কোনো সম্পর্ক নেই
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৬. কী ধরনের শাসন জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়?
ক) সমাজতন্ত্র
খ) অভিজাততন্ত্র
গ) গণতন্ত্র
ঘ) রাজতন্ত্র
সঠিক উত্তর: (গ)

৩৭. প্রতিনিধিত্বমূলক সরকার বলতে কী বোঝায়?
ক) মৌলিক সরকার
খ) সাধারণ সরকার
গ) বহুদলের সরকার
ঘ) দলীয় সরকার
সঠিক উত্তর: (ঘ)

৩৮. ‘ইলেক্ট্ররাল কলেজ’ অর্থ কী?
ক) শাসক
খ) প্রতিনিদি
গ) সরকার
ঘ) নির্বাচকমন্ডলি
সঠিক উত্তর: (ঘ)

৩৯. মধ্যযুগে ইউরোপে অনেক সময় চলে গেছে –
i. ধর্ম ও রাজার দ্বৈত শাসনে
ii. স্বৈরতান্ত্রিক শাসনে
iii. সামন্ততান্ত্রিক শাসনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. কোন ধরনের নির্বাচন পদ্ধতি বাংলাদেশে চালু আছে?
ক) প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি
খ) পরোক্ষ নির্বাচন পদ্ধতি
গ) প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি
ঘ) সরাসরি নির্বাচন পদ্ধতি
সঠিক উত্তর: (ক)

৪১. নির্বাচনি জনসভা করতে হলে কার অনুমতি লাগে?
ক) পুলিশ সুপারের
খ) জেলা প্রশাসকের
গ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
ঘ) নির্বাচন কমিশনের
সঠিক উত্তর: (গ)

৪২. ১৯৭৫ সালের পর বাংলাদেশ কত বছর সেনা শাসনের অধীনে ছিল?
ক) ১০
খ) ১২
গ) ১৫
ঘ) ১৮
সঠিক উত্তর: (গ)

৪৩. রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচনের সময় প্রার্থীরা কীভাবে মনোনীত হন?
ক) স্থায়ীভাবে
খ) প্রাথমিকভাবে
গ) ক্ষণস্থায়ীভাবে
ঘ) নির্দিষ্ট সময়ের ভিত্তিতে
সঠিক উত্তর: (খ)

৪৪. নির্বাচনি আচরণ লঙ্ঘিত হয় –
i. জাল ভোট বা ছদ্মনামে ভোট দিলে
ii. প্রার্থীর প্রতীক সম্পর্কে মিথ্যা বললে
iii. ভোটদানে বাঁধা সৃষ্টি করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৫. নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নির্বাচনি প্রচারণা করা হবে –
i. দল বা প্রার্থী নির্বিশেষে প্রচারণার ক্ষেত্রে সবাই সমান সুযোগ ভোগ করে
ii. কেউ কারও সভা ও মিছিলে বাধা প্রদান না করে
iii. রাস্তার ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপন না করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান হলে পাকিস্তানে কেমন শাসনব্যবস্থা গৃহীত হয়?
ক) পার্লামেন্টারি
খ) প্রেসিডেন্সিয়াল
গ) এরিস্টক্রেসী
ঘ) কমিউনিজম
সঠিক উত্তর: (ক)

৪৭. “যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তা-ই গণতন্ত্র।” – উক্তিটি কে করেছেন?
ক) আব্রাহাম লিংক
খ) জর্জ ওয়াশিংটন
গ) গেটেল
ঘ) জন এফ কেনেডি
সঠিক উত্তর: (গ)

৪৮. জনগণ চাইলে পূর্ববর্তী সরকার ও দলকে প্রত্যাখ্যান করতে পারে কোন প্রক্রিয়ার মাধ্যমে?
ক) নির্বাচন
খ) ধর্মঘট
গ) বিদ্রোহ
ঘ) বিরোধিতা
সঠিক উত্তর: (ক)

৪৯. নির্বাচন কমিশনের কাজ হচ্ছে –
i. নির্বাচনের তারিখ ঘোষণা করা
ii. নির্বাচনি তফসিল ঘোষণা
iii. নির্বাচনে পক্ষপাতিত্ব করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫০. নির্বাচন কমিশন পরিচালনা করে –
i. জাতীয় সংসদ নির্বাচন
ii. ইউনিয়ন পরিষদ নির্বাচন
iii. পৌর কর্পোরেশন নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

PDF File Download From Here

? সাইজঃ-832 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here