নবম -দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় – ১১ জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা | সাধারণ জ্ঞান প্রস্তুতি

এস. এস. সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় – ১১ জাতীয় সম্পদ ওঅর্থনৈতিকব্যবস্থা

এই নোট টির ডাউনলোড লিংক পোস্টের নিচে পাবেন

জাতীয় সম্পদের ধারণা

রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। তাছাড়া জাতির কোনো গুণবাচক বৈশিষ্ট্য যেমন, কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি সম্পদের অন্তর্ভুক্ত। কোনো কোনো সম্পদ আছে, যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয়। তাই সকল জাতিই সেগুলো ভোগ করতে পারে। এগুলো আন্তর্জাতিক সম্পদ।

 

রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। তাছাড়া জাতির কোনো গুণবাচক বৈশিষ্ট্য যেমন, কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি সম্পদের অন্তর্ভুক্ত। কোনো কোনো সম্পদ আছে, যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয়। তাই সকল জাতিই সেগুলো ভোগ করতে পারে। এগুলো আন্তর্জাতিক সম্পদ।

বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা

মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কীভাবে উৎপাদনের উপাদানগুলোর মধ্যে বণ্টন করা হয়, তার নির্ভর করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা  economic sysytem এর উপর। যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পপদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এ ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলি এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে উঠে। বর্তমানে বিশ্বে চার ধরণের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছেঃ ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা।

 

মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কীভাবে উৎপাদনের উপাদানগুলোর মধ্যে বণ্টন করা হয়, তার নির্ভর করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা  economic sysytem এর উপর। যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পপদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এ ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলি এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে উঠে। বর্তমানে বিশ্বে চার ধরণের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছেঃ ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা।

ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা

ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিমালিকানাধীন। উদ্যোগ গ্রহণে ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধ স্বাধীনতার অধিকারী। অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন, শ্রমিক শোষণ ইত্যাদি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য।

সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা

সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। অর্থনৈতিক কার্যাবলিতে সরকারি নির্দেশনা, ভোক্তার স্বাধীনতার অভাব, অর্থনৈতিক কার্যাবলির মূল উদ্দেশ্য সর্বাধিক মুনাফা অর্জন,আয় বণ্টন ইত্যাদি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য।

মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা

ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আর একটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান। সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে উঠা একটি ব্যবস্থা।

ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা

ইসলামী অর্থব্যবস্থা মানুষের জীবনের সামগ্রিক আলোচনা করে। সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য প্রয়োজনীয় সবরকম দ্রব্যসামগ্রী, জীবজন্তু, পরিবেশ ও বস্তুসমূহও সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত এসকল বস্তুসামগ্রী ও পরিবেশ-প্রকৃতি ব্যবহার করে ধর্মানুমোদিতভাবে অধিকতর সম্পদ সৃষ্টি ও ভোগ করবে। এটাই ইসলামের বিধান।

বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা

দেশে উৎপাদন ও বণ্টন প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান রয়েছে। দেশে বেসরকারি খাত ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে। ফলে উদ্যোক্তা বা উৎপাদনকারী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে উৎপাদন করতে পারে। এই উৎপাদন কার্য অবশ্য সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়।

উৎপাদনের উপাদান

ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন- উৎপাদনের এই চারটি উপাদানের আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। এক বছরে কোনো দেশের জাতীয় আয় ঐ বছরে উৎপাদনের উপাদানসমূহের অর্জিত মোট  খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টির সমান।

বাংলাদেশের জাতীয় আয়ের বণ্টন পরিস্থিতি

বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক  ব্যবস্থার প্রায় সকল বৈশিষ্ট্য বিদ্যমান। আয় বণ্টনের ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো বাংলাদেশেও শ্রমিকদের মজুরির নিম্নহার এবং উদ্যোক্তাদের মুনাফার উচ্ছার লক্ষণীয়। সুদ এবং খাজনা উচ্চহারে পরিশোধ করা হয়। সরকারি খাতে সরকারি নিয়ন্ত্রণ থাকায় শ্রমিকদের ন্যায্য মজুরি তুলনামূলকভাবে নিশ্চিত করা সম্ভব হয় না। তবে অর্থনীতির খাতসমূহের অধিকাংশই বেসরকারি নিয়ন্ত্রণাধীনে থাকায় বাংলাদেশে আয় বৈষম্য বেশ প্রকট। ফলে শ্রমিক শ্রেণির জীবনযাত্রার নিম্নমান দীর্ঘসময় ধরেই বিরাজ করছে।

বাংলাদেশে প্রচলিত অর্থনীতি

বেসরকারি খাত ও ব্যক্তি উদ্যোগ সম্প্রসারণের ধারা নব্বই এর দশক পেরিয়ে বর্তমান সময় পর্যন্ত চালু আছে। এই ধারায় স্বাধীনতার অব্যাহতি পরে রাষ্ট্রীয়করণকৃত কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান বিরাষ্ট্রীয়করন করা শুরু হয়। বর্তমান বিশ্বে বিরাজমান অর্থনৈতিক অবস্থার সাথে সমতালে চলার লক্ষ্যে মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠার উদ্দ্যেশ্যে অর্থনীতিকে পরিচালনা করা হচ্ছে। বর্তমানে অর্থনীতির কিছু খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনা ব্যবস্থা নেয়া হয়েছে।

জাতীয় সম্পদের ধারণা

আমরা সাধারণত অর্থ, জমিজমা, বাড়িঘর, নানারকম প্রয়োজনীয় ও স্থায়িত্বসম্পন্ন দ্রব্যসামগ্রী, স্বর্ণ-রৌপ্য এগুলোকে সম্পদ বলে থাকি। প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে সে বস্তুর উপযোগ,অপ্রাচুর্য,বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। উপযোগ হলো কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। অপ্রাচুর্য বলতে বোঝায় চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতা। বাহ্যিকতা বলতে বোঝায় বস্তুটির দৃশ্যমানত্য হস্তান্তরযোগ্যতা হচ্ছে একজনের নিকট হতে বস্তুটি আরেকজনের পাওয়ার সম্ভাব্যতা। তবে এই পাওয়ার জন্য মূল্য বা দাম দিতে হবে।

জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয়রোধ

সংরক্ষণের অর্থ বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান। আমরা জানি, একটি দেশের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ একত্রে জাতীয় সম্পদ। সমষ্টিগত সম্পদের মধ্যে সকল জনগণ সম্মিলিতভাবে যেসব সম্পদের মালিক সেগুলো এবং রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক ও উৎপাদিত সম্পদ অন্তর্ভুক্ত। তাই জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ উভয়েরই সংরক্ষণ বোঝায়।

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় – ১১ এর বহুনির্বাচনী প্রশ্ন পিডিএফ ডাউনলোড

১. ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল উৎস কী?
ক) কুরআন ও কিয়াস
খ) আল কুরআন ও সমাজতন্ত্র
গ) কুরআন ও হাদিস
ঘ) কুরআন ও ধনতন্ত্র
সঠিক উত্তর: (গ)

২. সম্পদের বৈশিষ্ট্য কয়টি?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)

৩. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ কার মালিকানাধীন থাকে?
ক) রাষ্ট্রীয় মালিকানাধীন
খ) ব্যক্তিমালিকানাধীন
গ) সংগঠন মালিকানাধীন
ঘ) গোষ্ঠী মালিকানাধীন
সঠিক উত্তর: (খ)

৪. জাতীয় সম্পদের প্রধান উৎস কয়টি?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৫. কোন অর্থ ব্যবস্থায় প্রত্যেক উৎপাদনকারীর লক্ষ্য সর্বাধিক মুনাফা অর্জন করা?
ক) সমাজতান্ত্রিক
খ) মিশ্র
গ) ধনতান্ত্রিক
ঘ) ইসলামী
সঠিক উত্তর: (গ)

৬. সাহারা এমন এক দেশের নাগরিক যে দেশে ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে। সাহারার দেশে কোন অর্থব্যবস্থা চালু আছে?
ক) ধনতান্ত্রিক
খ) সমাজতান্ত্রিক
গ) পুঁজিবাদী
ঘ) ইসলামী
সঠিক উত্তর: (ক)

৭. কোনটি সম্মিলিতভাবে ভোগ করা যায়?
ক) প্রতিভা
খ) দক্ষতা
গ) রাস্তাঘাট
ঘ) গাড়ি
সঠিক উত্তর: (গ)

৮. ইসলামী অর্থব্যবস্থায় যেকোনো ব্যক্তি শরিয়তসম্মতে দ্রব্যসামগ্রী উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে –
i. এককভাবে
ii. গোষ্ঠীবদ্ধভাবে
iii. বেসরকারিভাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৯. যে বস্তু কারো নিকট থেকে পাওয়া বা কাউকে দেওয়া যায় তাকে কী বলে?
ক) প্রদান
খ) দান
গ) হস্তান্তরযোগ্যতা
ঘ) অস্তিত্ব
সঠিক উত্তর: (গ)

১০. দেশে উৎপাদন ও বন্টন প্রক্রিযায় সহাবস্থান করছে –
i. যৌথ খাত
ii. সরকারি খাত
iii. বেসরকারি খাত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১১. সুন্দরভাবে বাঁচতে হলে কীসের প্রয়োজন?
ক) খাদ্য
খ) মজুরি
গ) শিক্ষা
ঘ) বিনোদন
সঠিক উত্তর: (ঘ)

১২. একজন বৈজ্ঞানিকের উদ্ভাবনী ক্ষমতাকে কোন ধরনের সম্পদ বলে?
ক) ব্যক্তিগত
খ) সমষ্টিগত
গ) প্রযুক্তিগত
ঘ) আন্তর্জাতিক
সঠিক উত্তর: (ক)

১৩. সংরক্ষণ কাজের অন্তর্ভুক্ত –
i. কোন সম্পদ কোথায় কী অবস্থায় আছে তার খোঁজখবর রাখা
ii. সম্পদের কোনোরকম ক্ষতি হলে তা দূর করা
iii. সম্পদ নষ্ট হলে যথাযথভাবে পূরণ করার ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪. বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানকে কী বলা হয়?
ক) সুষম বন্টন
খ) সংরক্ষণ
গ) বাহ্যিকতা
ঘ) নিবিড় পর্যবেক্ষণ
সঠিক উত্তর: (খ)

১৫. অর্থনীতিতে সব কাজকে কাজ বলা যায় না। অর্থনৈতিক কাজ হিসেবে তুমি চিহ্নিত করবে –
i. কৃষিকাজকে
ii. শ্রমিকের কারখানায় কাজ করাকে
iii. মায়ের সন্তান পরিচর্যা করাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে মুনাফা অর্জিত হয় তা গ্রহণ করে কে?
ক) সরকারি ও পুঁজিপতি
খ) শ্রমিক ও রাষ্ট্র
গ) রাষ্ট্র পতি উদ্যোক্তা
ঘ) পুঁজিপতি ও উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)

১৭. আন্তর্জাতিক সম্পদ ব্যবহারের ফলে মানুষের মাঝে কীসের উন্নতি সাধিত হয়?
ক) দৈনন্দিন জীবনের চাহিদার উন্নতি
খ) বিজ্ঞান, আবিষ্কার, প্রযুক্তি ও সভ্যতার উন্নতি
গ) চাহিদা ও অভাবের উন্নতি
ঘ) সরবরাহ এবং ব্যবহারের উন্নতি
সঠিক উত্তর: (খ)

১৮. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলির উদ্দেশ্য হলো –
i. সকলের মর্যাদা আলাদা করা
ii. প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ
iii. জনগণের সর্বাধিক কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৯. রাস্তাঘাত, রেলপথ, বাঁধ ইত্যাদি কেমন সম্পদ?
ক) ব্যক্তিগত
খ) পারিবারিক
গ) সমষ্টিগত
ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (গ)

২০. দেশের প্রয়োজনীয় মূলধন সংগৃহীত হলো –
i. অভ্যন্তরীণ উৎস হতে
ii. ব্যক্তিগত পুঁজি হতে
iii. বৈদেশিক সাহায্য হতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. ইসলামী অর্থব্যবস্থায় অর্থনৈতিক এবং অন্যান্য সকল কার্যাবলি কীভাবে পরিচালিত হয়?
ক) শরীয়তের বিধান অনুযায়ী
খ) একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায়
গ) পুঁজিবাদীদের ইচ্ছা অনুযায়ী
ঘ) শ্রমিকদের প্রয়োজন অনুসারে
সঠিক উত্তর: (ক)

২২. অভাব কী?
ক) কোনো বস্তু বা সেবা পাবার ইচ্ছা
খ) যে জিনিস নেই তা পাবার তীব্র আশা
গ) যা চাইলেও পাওয়া যায় না
ঘ) যা পেতে আশা প্রকাশ করা হয়
সঠিক উত্তর: (ক)

২৩. সম্পত্তি হস্তান্তরে কীসের প্রয়োজন পড়ে?
ক) মালিকের ক্ষমতা
খ) মূল বা দাম প্রদান
গ) সম্পত্তি গ্রহীতার উপযুক্ত অর্থ
ঘ) কিছু জরুরি কাগজপত্র ও দলিল
সঠিক উত্তর: (খ)

২৪. দেশের অধিকাংশ মূলধন ও সম্পদ একটি ক্ষুদ্র অংশের হাতে কেন্দ্রিভূত হয় কোন অর্থনৈতিক ব্যবস্থায়?
ক) সামন্ততান্ত্রিক
খ) সমাজতান্ত্রিক
গ) ইসলামিক
ঘ) ধনতান্ত্রিক
সঠিক উত্তর: (ঘ)

২৫. মোট উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ কতটি উপাদানের মধ্যে ভাগ হয়ে যায়?
ক) ছয়
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)

২৬. বিশ্বে বর্তমানে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর রয়েছে?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)

২৭. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ বন্টনে কখন অসমতা ও বৈষশ্য সৃষ্টি হয়?
ক) শ্রমিককে বেশি মজুরি দিলে
খ) শ্রমিককে কম মজুরি দিলে
গ) শ্রমিককে প্রাপ্য মজুরি দিলে
ঘ) শ্রমিকের মজুরি সঠিক সময়ে দিলে
সঠিক উত্তর: (খ)

২৮. উৎপাদন কাজে নিয়োজিত অর্থকে কী বলা হয়?
ক) খরচ
খ) মূলধন
গ) সঞ্চয়
ঘ) বিনিয়োগ
সঠিক উত্তর: (ঘ)

২৯. কোনটিকে সামনে রেখে বর্তমান অর্থনীতিকে পরিচালনা করা হচ্ছে?
ক) শিল্প কারখানা বিরাষ্ট্রীয়করণ
খ) রাষ্ট্রীয় উদ্যোগ সম্প্রসারণ
গ) শিল্প কারখানা সরকারিকরণ
ঘ) মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা
সঠিক উত্তর: (ঘ)

৩০. প্রাচীন বাংলা এবং ব্রিটিশ আমলেও এদেশের অর্থনৈতিক ব্যবস্থা ছিল –
i. সামন্ততান্ত্রিক
ii. ভূ-স্বামীকেন্দ্রিক
iii. ধনতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩১. ভূমির মালিক কোনটির সাহায্যে অভাব পূরণ করে?
ক) খাজনা
খ) মজুরি
গ) সংগঠন
ঘ) মুনাফা
সঠিক উত্তর: (ক)

৩২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কীসের অভাব রয়েছে?
ক) দ্রব্যের উৎপাদন ব্যবস্থার
খ) উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুঁজির
গ) সদিচ্ছা এবং জনগণের উন্নয়নের
ঘ) নিজ ইচ্ছামতো দ্রব্যসামগ্রী ভোগের
সঠিক উত্তর: (ঘ)

৩৩. সম্পদকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)

৩৪. কোন অর্থনৈতিক অর্থব্যবস্থায় কেউ বেকার থাকে না?
ক) ধনতান্ত্রিক
খ) সমাজতান্ত্রিক
গ) কল্যাণমূলক পুঁজিবাদ
ঘ) ইসলামী
সঠিক উত্তর: (খ)

৩৫. প্রকৃতি প্রদত্ত সম্পদের কীভাবে ব্যবহার হয়?
ক) গোপনে এবং এককভাবে
খ) কয়েকটি দেশের জন্য এবং সীমাবদ্ধ আয়তনে
গ) সকলের জন্য এবং উন্মুক্তভাবে
ঘ) সকলের জন্য সমানভাবে
সঠিক উত্তর: (গ)

৩৬. কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
ক) খরচ
খ) বিলাসিতা
গ) উপযোগ
ঘ) ভোগ
সঠিক উত্তর: (গ)

৩৭. পাকিস্তান আমলের শেষের দিকে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য লাভ করে?
ক) জমিদারি
খ) সামন্ততান্ত্রিক
গ) ধনতান্ত্রিক
ঘ) ইসলামী
সঠিক উত্তর: (গ)

৩৮. জাতীয় সম্পদের উদাহরণ হচ্ছে –
i. কলকারখানা ও নদ-নদী
ii. রেলপথ ও সরকারি হাসপাতাল
iii. নাগরিকের কর্মদক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. কোন যুগে ভূস্বামীদেরকে জমিদার বলা হতো?
ক) সামন্ত যুগে
খ) প্রাচীন যুগে
গ) সম্রাট অশোকের শাসনামলে
ঘ) ব্রিটিশ শাসনামলে
সঠিক উত্তর: (ঘ)

৪০. যে পদ্ধতি, প্রক্রিয়া এবং নিয়ম-নীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে কী বলা হয়?
ক) অর্থনৈতিক প্রতিষ্ঠান
খ) অর্থনৈতিক আওতা
গ) অর্থনৈতিক ব্যবহার
ঘ) অর্থনৈতিক ব্যবস্থা
সঠিক উত্তর: (ঘ)

৪১. পাকিস্তান আমলে কোন ব্যবস্থা বিলুপ্ত হয়?
ক) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
খ) ধনতান্ত্রিক ব্যবস্থা
গ) জমিদারি প্রথা
ঘ) নবাবি প্রথা
সঠিক উত্তর: (গ)

৪২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি কী?
ক) প্রত্যেক শ্রমিক একটি কাজ পাবে এবং সমান মজুরি পাবে
খ) প্রত্যেক শ্রমিক কাজের চেয়ে মজুরি কম পাবে
গ) প্রত্যেকে সমান মজুরি পাবে
ঘ) প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে
সঠিক উত্তর: (ঘ)

৪৩. সম্পদ অপচয় করলে আমাদের জীবনে কী ঘটবে?
ক) জীবন ধ্বংসের মুখে পড়বে
খ) চাহিদা দিন দিন হ্রাস পাবে
গ) অভাব ও চাহিদা বৃদ্ধি পাবে
ঘ) সম্পদের কোনো অভাব দেখা দিবে না
সঠিক উত্তর: (গ)

৪৪. হাসপাতাল কোন ধরনের সম্পদ?
ক) একক
খ) নিজস্ব
গ) জাতীয়
ঘ) ব্যক্তিগত
সঠিক উত্তর: (গ)

৪৫. দেশীয় মূলধন বা পুঁজি কোথা থেকে সংগৃহীত হয়?
ক) অভ্যন্তরীণ উৎস থেকে
খ) বৈদেশিক সাহায্য থেকে
গ) ভূস্বামীদের থেকে
ঘ) বিভিন্ন এনজিওর কাছ থেকে
সঠিক উত্তর: (ক)

৪৬. সম্পদ হিসেবে নিজস্ব দক্ষতা, প্রতিভা এগুলো –
i. সহজে হস্তান্তর করা যায়
ii. হস্তান্তরযোগ্য নয়
iii. সকলের মাঝেই পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৭. উৎপাদনের জন্য কয়টি উপাদান আবশ্যক?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ)

৪৮. অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে –
i. অর্থনৈতিক কার্যাবলির সমন্বয়ে
ii. অর্থনৈতিক বিষয়ক প্রাতিষ্ঠানিক কাঠামোর সমন্বয়ে
iii. উৎপাদনের সমন্বয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৯. কোন অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে?
ক) ধনতান্ত্রিক
খ) সমাজতান্ত্রিক
গ) কল্যাণমূলক
ঘ) ইসলামী
সঠিক উত্তর: (ক)

৫০. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ কীভাবে ভোগ করতে পারে?
ক) নিয়মের মধ্যে ভোগ এবং বিক্রি করতে পারে
খ) স্বাধীনভাবে ভোগ এবং হস্তান্তর করতে পারে
গ) ভোগ করতে পারবে তবে হস্তান্তর করতে পারবে না
ঘ) কেবল হস্তান্তর করতে পারে
সঠিক উত্তর: (খ)

PDF File Download From Here

? সাইজঃ-281 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here