এস.এস.সি.বাংলা প্রথম পত্র অধ্যায় – ২৩ আমি কোনো আগন্তুক নই পদ্য – এর সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর PDF ডাউনলোড করুন

নবম-দশম শ্রেণির আমি কোনো আগন্তুক নই অধ্যায়ের  সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর পিডিএফ Download 

SSC Bangla 1st Paper MCQ Question With Answer

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

লেখক পরিচিতি

আহসান হাবীব ১৯১৭ খ্রিস্টাব্দের ২রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। গভীর জীবনবোধ ও আশাবাদ তাঁর কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। তাঁর কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্ত মানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন। তাঁর প্রম কাব্যগ্রন্থ রাত্রিশেষ। এছাড়া ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ছোটদের জন্য তাঁর কবিতার বই জোছনা রাতের গল্প ও ছুটির দিন দুপুরে। রানী খালের সাঁকো তাঁর কিশোরপাঠ্য উপন্যাস। আহসান হাবীব তাঁর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমী ও একুশে পদক পুরস্কার লাভ করেন। ‘দৈনিক বাংলা’ পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে ১৯৮৫ সালের ১০ই জুলাই তাঁর জীবনাবসান ঘটে।

আহসান হাবীব ১৯১৭ খ্রিস্টাব্দের ২রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। গভীর জীবনবোধ ও আশাবাদ তাঁর কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। তাঁর কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্ত মানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন। তাঁর প্রম কাব্যগ্রন্থ রাত্রিশেষ। এছাড়া ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ছোটদের জন্য তাঁর কবিতার বই জোছনা রাতের গল্প ও ছুটির দিন দুপুরে। রানী খালের সাঁকো তাঁর কিশোরপাঠ্য উপন্যাস। আহসান হাবীব তাঁর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমী ও একুশে পদক পুরস্কার লাভ করেন। ‘দৈনিক বাংলা’ পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে ১৯৮৫ সালের ১০ই জুলাই তাঁর জীবনাবসান ঘটে।

আসমানের তারা সাক্ষী

আসমানের তারা সাক্ষী

সাক্ষী এই জমিনের ফুল

এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী

সাক্ষী এই জারুল জামরুল

সাক্ষী পুবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি

মাছরাঙা আমাকে চেনে

আমি কোনো অভ্যাগত নই

খোদার কসম আমি ভিনদেশি পথিক নই

আমি কোনো আগন্তুক নই।

আমি কোনো আগন্তুক নই

আমি কোনো আগন্তুক নই

আমি ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে

এখানেই থাকি আর

এখানে থাকার নাম সর্বত্রই থাকা-সারা দেশে।

আমি কোনো আগন্তুক নই।

এই খররৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের

পাখিরা আমাকে চেনে

তারা জানে আমি কোনো আত্মীয় নই।

কার্তিকের ধানের মঞ্জরী সাক্ষী

কার্তিকের ধানের মঞ্জরী সাক্ষী

সাক্ষী তার চিরোল পাতার

টলমল শিশির-সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা

নিশিন্দার ছায়া

অকাল বার্ধক্যে নত কদম আলী

তার ক্লান্ত চোখের আঁধার-

আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন।

আমি জমিলার মার

আমি জমিলার মার

শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি

সে আমাকে চেনে।

হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো

আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর।

দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে

লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস।

আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।

আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।

দুপাশে ধানের খেত সরু পথ

সামনে ধুধু নদীর কিনার

আমার অস্তিত্বে গাঁথা।

আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক।

আসমান – আকাশ; সাক্ষী – কোনো কিছু নিজচোখে দেখেছেন এমন কেউ; জমিন –

আসমান – আকাশ; সাক্ষী – কোনো কিছু নিজচোখে দেখেছেন এমন কেউ; জমিন – ভূমি; নিশিরাইত – ‘নিশীথ রাত্রি’র গ্রামীণ কথ্যরূপ (গভীর রাত বোঝাতে); অভ্যাগত – গৃহে এসেছে এমন ব্যক্তি, আগন্তুক, নিমন্ত্রিত অতিথি; ধানের মঞ্জুরী – মঞ্জুরী হলো মুকুল বা শিষ, ধানের মঞ্জুরী হলো ধানের শিষ বা মুকুল; নিশিন্দা – গ্রামীণ এক ধরনের গাছ; জমিলার মা’র … সব চিনি – গরীব, অভাবী শ্রেণির প্রতিনিধি জমিলার মা। তাদের রান্নাঘর শূন্যই থাকে সাধারণত। কারণ রান্না করার খাদ্য উপাদান তাদের নেই। যেহেতু রান্না করা হয় না, খাবারও খাওয়া হয়ে ওঠে না। তাই থালা-বাসনও শুকনো থাকে। কবিও সেই অবস্থার কথা জানেন; স্নিগ্ধ মাটির সুবাস – মাটির বিশেষণ স্নিগ্ধ সুবাসের নয়। অর্থাৎ মায়াবী ও আকর্ষণীয় গ্রামবাংলা; দু’ পাশে ধানের ক্ষেত … আমার অস্তিত্বে গাঁথা – কবি গ্রামীণ জীবনেই বেড়ে উঠেছেন। গ্রামের মাঠ-ঘাট পথ-প্রান্তরের মতো ক্ষেত্রের সরু পথ, তার পাশে ধানের সমারোহ এবং একটু এগিয়ে গেলে বিশাল নদীর কিনার কবির মনের ভেতর, অস্থি-মজ্জায় গ্রথিত হয়ে আছে। এরা সবাই কবির খুবই চেনা-জানা।

জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক। এর সবকিছুই তার মনে হয় কত চেনা,

জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক। এর সবকিছুই তার মনে হয় কত চেনা, কত জানা। জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই মানুষ তাই সমগ্র দেশকে আপন করে পায়। এই অনুভূতি তুলনাহীন।

দেশ মানে তো শুধু চারপাশের প্রকৃতি নয়, একে আপন সত্তায় অনুভব করা। আর দেশকে অনুভব করলেই দেশের মানুষকেও আপন মনে হবে আমাদের। এই কবিতায় সেই অনুভবই আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন কবি। তিনি উচ্চারণ করেছেন, তিনি কোনো আগন্তুক নন। তিনি যেমন ওই আসমানের তারা, জমিনের ফুল, জোনাকি, পুকুর, মাছরাঙাকে চেনেন তেমনি তারাও তাকে চেনে। পাখি, কার্তিকের ধান কিংবা শুধু শিশির নয় কবি এই জনপদের মানুষকেও ভালোভাবে চেনেন। কবি কদম আলী, জমিলার মার মতো মানুষের চিরচেনা স্বজন। কবি অনুভব করেন যে লাঙল জমিতে ফসল ফলায় সেই লাঙল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে ও শরীরে। ধানক্ষেত আর ধুধু নদীর কিনার অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গেই তার জীবন বাঁধা। রয়েছে জন্মভূমির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক।

লেখক পরিচিতি

আহসান হাবীব ১৯১৭ খ্রিস্টাব্দের ২রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। গভীর জীবনবোধ ও আশাবাদ তাঁর কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। তাঁর কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্ত মানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন। তাঁর প্রম কাব্যগ্রন্থ রাত্রিশেষ। এ ছাড়া ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ছোটদের জন্য তাঁর কবিতার বই জোছনা রাতের গল্প ও ছুটির দিন দুপুরে। রানী খালের সাঁকো তাঁর কিশোরপাঠ্য উপন্যাস। আহসান হাবীব তাঁর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমী ও একুশে পদক পুরস্কার লাভ করেন। ‘দৈনিক বাংলা’ পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে ১৯৮৫ সালের ১০ই জুলাই তাঁর জীবনাবসান ঘটে।

‘আমি কোনো আগন্তুক নই’  অধ্যায়ের সকল বহুনির্বাচনী সাজেশন

১. কবি আহসান হাবীব ‘বিকেল’কে ক্লান্ত বলেছেন কেন?
 ক) মেঘে ঢাকা বলে
 খ) খর রৌদ্রের কারণে
 গ) কবির সাথে গল্প করে বলে
 ঘ) সারাদিনের পথ পরিক্রমায়
 সঠিক উত্তর: (ঘ)

 ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির কোন দিকটি ফুটে উঠেছে?
 ক) দায়িত্ববোধ
 খ) কর্তব্যবোধ

 গ) দেশের প্রতি ভালোবাসা
 ঘ) বিদেশের প্রতি টান
 সঠিক উত্তর: (গ)
 ৩. নিশিরাইত বাঁশবাগানসহ জোনাকি সাক্ষী কতগুলো?
 ক) বিস্তর
 খ) শতাধিক
 গ) গুটিকয়েক
 ঘ) একটি
 সঠিক উত্তর: (ক)
 ৪. বৈঠায় আর লাঙলে হাত রাখলে বোঝা যায়
i. এতে কবির হাতের পরশ আছে
ii. এতে স্বদেশি গন্ধ আছে
iii. এগুলো এদেশের সম্পদ
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ক)
 ৫. পুবের পুকুর পাড়ে কী গাছ অবস্থিত?
 ক) জারুল
 খ) জামরুল
 গ) ডুমুর
 ঘ) নিশিন্দা
 সঠিক উত্তর: (গ)

 ৬. দেশ মানে শুধু কী নয়?
 ক) ভূখন্ড
 খ) জনগোষ্ঠী
 গ) চারপাশের প্রকৃতি
 ঘ) মানচিত্র
 সঠিক উত্তর: (গ)

 ৭. কবি আহসান হাবীব কোন কলেজে পড়াশুনা করেন?
 ক) বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
 খ) কারমাইকেল কলেজ, রংপুর
 গ) ব্রজমোহন কলেজ, বরিশাল
 ঘ) ব্রজলাল কলেজ, খুলনা
 সঠিক উত্তর: (গ)

 ৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের ছায়ার কথা বলা হয়েছে?
 ক) জ্যোৎস্নার
 খ) আসমানের
 গ) জামরুলের
 ঘ) নিশিন্দার
 সঠিক উত্তর: (ঘ)

 ৯.কবি আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
 ক) ১৯১৫
 খ) ১৯১৭
 গ) ১৯২৫
 ঘ) ১৯২০
 সঠিক উত্তর: (খ)

 ১০. বৈঠায় হাত রাখলে কার পরশ বোঝা যায়?
 ক) কবির
 খ) বৃদ্ধার
 গ) বৃদ্ধের
 ঘ) জমিলার মা’র
 সঠিক উত্তর: (ক)

১১. ‘রানী খালের সাঁকো’ একটি –
i. সুফিয়া কামালের লেখা গল্পগ্রন্থ
ii. আহসান হাবীব রচিত কিশোর পাঠ্য উপন্যাস
iii. আল মাহমুদের লেখা কাব্যগ্রন্থ
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) i ও iii
 ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১২. কবি এ গাঁয়ে কী নন?
 ক) একা
 খ) উদ্বাস্তু
 গ) নবাগত
 ঘ) অভ্যাগত
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে?
 ক) আহসান হাবীব
 খ) আল মাহমুদ
 গ) শামসুর রাহমান
 ঘ) হুমায়ুন আজাদ
 সঠিক উত্তর: (ক)

 ১৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার প্রথম পঙক্তি কোটি?
 ক) আমি কোনো অভ্যাগত নই
 খ) আমি কোনো আগন্তুক নই
 গ) আসমানের তারা সাক্ষী
 ঘ) খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নেই
 সঠিক উত্তর: (গ)

 ১৫.জোনাকিরা আলো জ্বালাচ্ছে –
i. বাঁশ বাগানে
ii. লেবুর তলে
iii. ঘরের পিছনে
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬. ‘আগন্তুক’ শব্দটি ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
 ক) অতিথি
 খ) অপরিচিত
 গ) নিমন্ত্রিত অতিথি
 ঘ) বহিরাগত
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭. ‘লাঙল’ শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
 ক) শুদ্ধ রীতি
 খ) অশুদ্ধ রীতি
 গ) সাধু রীতি
 ঘ) চরিত রীতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. কবি এ গাঁয়ে কোন নিয়মে ছিলেন?
 ক) স্বাভাবিক
 খ) নাড়ির টানে
 গ) স্বাপ্নিক
 ঘ) অনিচ্ছায়
 সঠিক উত্তর: (গ)

 ১৯. কবি আহসান হাবীব ‘দৈনিক বাংলা’ পত্রিকার কোন দায়িত্ব পালন করেন?
 ক) সহকারী সম্পাদক
 খ) সাহিত্য সম্পাদক
 গ) সংবাদ সম্পাদক
 ঘ) নির্বাহী সম্পাদক
 সঠিক উত্তর: (খ)

 ২০. কদম আলী ও জমিলার মা হলো –
i. দারিদ্র‌্যতার প্রতীক
ii. গাঁয়ের অকাল বার্ধক্যের নিদর্শন
iii. গ্রাম্য লোকের অনাহারের নিদর্শন
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) ii ও iii
 গ) i ও iii
 ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. মাটিতে কার গন্ধ রয়েছে?
 ক) কবির
 খ) কদম আলীর
 গ) জমিলার মা’র
 ঘ) আগন্তুকের
 সঠিক উত্তর: (ক)
 ২২. কদম আলীর চোখে কী ফুটে উঠেছে?
 ক) ভয়
 খ) ক্লান্তি
 গ) সাহস
 ঘ) আশা
 সঠিক উত্তর: (খ)
 ২৩. ‘আসমান’ শব্দের অর্থ কী?
 ক) আকাশ
 খ) বাতাস
 গ) সমান
 ঘ) বারি
 সঠিক উত্তর: (ক)
 ২৪. চিরল পাতায় কী দেখা যায়?
 ক) ফড়িং
 খ) কুয়াশা
 গ) টলমল শিশির
 ঘ) কৃষকের স্বপ্ন
 সঠিক উত্তর: (গ)

 ২৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মাকে কোন শ্রেণির প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে?
 ক) ধনী
 খ) সন্তানহীনা
 গ) অভাবী
 ঘ) দেশপ্রেমিক
 সঠিক উত্তর: (গ)

 ২৬. আহসান হাবীব কার চিরচেনা স্বজন?
 ক) পাখির
 খ) কদম আলীর
 গ) জোনাকির
 ঘ) জমিলার মা’র
 সঠিক উত্তর: (খ)

 ২৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ধানের পাতা কেমন?
 ক) শ্যামল
 খ) অমসৃণ
 গ) সূচালো
 ঘ) চিরল
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮. ডুমুরের ডাল কেমন?
 ক) ঝাকড়া
 খ) মোটা
 গ) চিকন
 ঘ) জাঁকালো
 সঠিক উত্তর: (ক)
 ২৯. ‘জমিন’ শব্দটি কোন শব্দের অভিধায় দেখা যায়?
 ক) সংস্কৃত
 খ) দেশি
 গ) বিদেশি
 ঘ) আঞ্চলিক
 সঠিক উত্তর: (গ)

 ৩০. কবি বেড়ে উঠেছেন –
i. গ্রামীণ জীবনে
ii. শহুরে জীবনে
iii. প্রবাস জীবনে
নিচের কোনটি সঠিক?
 ক) i
 খ) ii
 গ) iii
 ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

এছাড়া ও এই অধ্যায়ের আরো অনেকগুলো MCQ সাজেশন পেতে নিচের পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

? সাইজঃ- 217 KB

? পৃষ্ঠা সংখ্যাঃ 6

Download From Google Drive

Download

  Direct Download 

Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here