সমন্বিত ৮ ব্যাংকের MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৮ | Question Solution of 8 Bank MCQ Test 2018

অনেক জল্পনা কল্পনার পর আজ অনুষ্ঠিত হয়ে গেল সমন্বিত ৮ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান “সিনিয়র অফিসার” (জেনারেল)”  পদের MCQ পরীক্ষা। সাধারণত সব পরীক্ষার পরপরই আমরা প্রশ্ন সমাধান জানার জন্য ব্যাকুল হয়ে উঠি। আপনাদের সকল চিন্তা দুর করার জন্যই আমাদের ক্ষুদ্র প্রয়াস। সমন্বিত ৮ ব্যাংকের MCQ পরীক্ষার প্রশ্ন এবং সকল প্রশ্নের নির্ভূল সমাধান পাবেন এখানেই।

আরো পড়ুন :- সমন্বিত ৮ ব্যাংকের MCQ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯

১ জুন ২০১৮ তারিখে অনুষ্ঠিত সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান দেখুন

কম্বাইন্ড সিনিয়র অফিসার পরীক্ষার সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশের উত্তরঃ

১. অলিম্পিকে মহিলা প্রতিযোগীদের অংশগ্রহণ -1900
২. ভেনিস অফ বেঙ্গল- বরিশাল
৩. প্রাচ্যের অক্সফোর্ড – ১৯২১ সালে
৪. শব্দের সহনীয় মাত্রা – ৪৫ ডেসিবল
৫. সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষনা করে- ইউনেস্কো
৬. বাংলাদেশ আন্তার্জাতিক অলিম্পিয়াডে পূর্ণ সদস্যপদ পায়- ২০০৪ সালে
৭. পঞ্চম বারের মতো ব্যালন ডি’আর – রোনালদো
৮. সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত- চীন

৯. world wide web এ প্রবেশ করতে লাগে – ব্রাউজার
১০. বঙ্গবন্ধু, জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন – ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
১১. পার্সোনাল কম্পিউটার লোডিং করার কাজকে বলে- Booting
১২. PDA- Personal Digital Assistant
১৩. কমার্শিয়াল সফটওয়্যার এর অন্য নাম- প্যাকেজ সফটওয়্যার?
১৪. কারাগারের রোজনামচা – ১৭ মার্চ, ২০১৭
১৫. আইবিএম তৈরি করেছে- OS-2
১৬. ইসলামিক ফাউন্ডেশন- ২২ মার্চ ১৯৭৫
১৭. মিয়ানমারের সাথে সমুদ্র বিজয়- ১৪ মার্চ ২০১২
১৮. IQ- Intelligence Quotient
১৯. তাজমহল তৈরিতে সময় লেগেছে- ২১ বছর
২০. মুক্তিযুদ্ধে সেক্টর – ১১ টি

বাংলা সমাধান

১. মকমক অর্থ- ব্যাঙের ডাক/ কণ্ঠস্বর
২. কোকিল শব্দের সমার্থক শব্দ – পিক
৩. তাতা শব্দটির বিপরীত শব্দ -ঠাণ্ডা
৪. প্রমথ চৌধুরীর ছদ্মনাম – বীরবল
৫. শুদ্ধ বাক্য- তুমি চিরজীবী হও
৬. ‘পরিভাষা’ শব্দের অর্থ – সংক্ষেপার্থ
৭. মৌলিক শব্দ- মুখ
৮. কাজী নজরুলের রচনা- কুহেলিকা
৯. সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম – রবীন্দ্রনাথ ঠাকুর
১০. পৌ+ অক= পাবক
১১. বলার ইচ্ছা – বিবক্ষা
১১. মা-বাবার সেবা কর- অনুজ্ঞাসূচক বাক্য
১২. ‘ইতিকথা’ শব্দের অর্থ- কাহিনী
১৩. বহুকেন্দ্রিক এর ইংরেজি – Polycentric
১৪. Jingling of Anklet অর্থ- নূপুরে ঝনঝন
১৫. দুটো বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে- সেমিকোলন

ইংরেজি  সমাধান

1. Bolt from the blue- বিনা মেঘে বজ্রপাত
2. Avail oneself of something=to make use of something:
Employees should avail themselves of the opportunity to buy cheap shares in the company.
Thesaurus: synonyms a(জয় করা /লাভ করা)
3. Disdain(ঘৃণা করা)- belittle= খর্ব করা/অবজ্ঞা করা
4. Reconnaissance(পরিদর্শনকরণ/প্রাথমিক নিরীক্ষণ
5. Fossil(জিবাশ্ম): anthropology(নৃবিদ্যা) = idea(ধারনা):ideology(ভাবাদর্শ/চিন্তাধারা)
6. Chalk for cheese- মন্দের ভালো
7. Prologue-প্রস্তাবনা
8. Antipathy for(কোন কিছুর জন্য বিতৃষ্ণা)
9. Half in the battle- substantial asset(প্রকৃত/বলিষ্ঠ সম্পদ)
10. The changes in the city occurred– rapidly(adverb হিসেবে)
11. Hen I saw the boy , he was crying for several hours (past tense+past tense)
12.If anyone calls me, take — name. their
13.a bone to pick with sb=কারো সাথে কোন কিছু নিয়ে কথা বলা (বিশেষ করে বিরক্ত হয়ে) = to want to talk to someone about something annoying they have done:

I’ve got a bone to pick with you – you’ve been using my shaver again.

14.anomalous(ব্যতিক্রম) antonym- common(সাধারণ)
15. I hoped, he …. arrived safely ( had)[past+past perfect tense]
16. Naturalalism-স্বভাববাদ

গণিত সমাধান

Bank-math-Solution-2018

সমন্বিত ৮ ব্যাংকের MCQ পরীক্ষার প্রশ্ন

বিসিএস ও চাকরি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট সাথে সাথে জানতে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে JOIN করুন।

১৬৬৩ টি শূন্য পদে প্রতি ব্যাংকে নিয়োগ পাবেন:-

  • সোনালী ব্যাংক লিমিটেড = ৫২৭ জন
  • জনতা ব্যাংক লিমিটেড = ১৬১ জন
  • রুপালী ব্যাংক লিমিটেড = ২৮৩ জন
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড = ৩৯ জন
  • বাংলাদেশ কৃষি ব্যাংক = ৩৫১ জন
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লিমিটেড = ২৩১ জন
  • বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন = ০১ জন
  • ইনভেস্টমেন্ট কর্পোরেসন অব বাংলাদেশ (আইসিবি) = ৭০ জনকে নিয়োগ দেয়া হবে।

You are Here for:-

Janata Bank Limited MCQ Question Solution 2018
Rupali Bank Limited MCQ Question Solution 2018
Bangladesh Development Bank Limited MCQ Question Solution 2018
Bangladesh Krishi Bank MCQ Question Solution 2018
Rajshahi Krishi Unnayan BankMCQ Question Solution 2018
Bangladesh House Building Finance CorporationMCQ Question Solution 2018
Investment Corporation of Bangladesh MCQ Question Solution 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here