ম্যাপের সাহায্যে বিখ্যাত প্রণালীগুলোর নাম সহজে মনে রাখার কৌশল |Straits Map Download For BCS & Job Examination

বিখ্যাত প্রণালী সমূহ নাম, অবস্থান, পৃথক ও সংযুক্ত করেছে এমন দেশসমূহ মনে রাখার কৌশল/টেকনিক

প্রণালী কি বা প্রণালী কাকে বলে: প্রণালী হল দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা।

সাধারণত চ্যানেল, নালা, সমুদ্রপথ এইগুলো প্রণালীর সমার্থক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু অনেক ক্ষেত্রেই এইগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থনৈতিকভাবে অনেক প্রণালীই গুরুত্বপূর্ণ। প্রণালী গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এই পর্যন্ত প্রণালী দখলের জন্য অনেক যুদ্ধসংঘটিত হয়েছে।

অনেক কৃত্রিম চ্যানেল স্থলভাগের উপর নির্মিত হয়েছে দুটি জলাধারকে সংযোগ করার জন্য যা খাল নামে পরিচিত, যেমন সুয়েজ খাল। যদিও নদী এবং খাল দুটি হ্রদ অথবা একটি হ্রদ এবং একটি সাগরকে সংযোগ করে, যা প্রণালীর সংজ্ঞার সাথে অনেকাংশেই মিলে যায়। কিন্তু প্রণালীর সাথে নদী এবং খালের যথেষ্ঠ পার্থক্য রয়েছে। প্রণালী সাধারণত অনেক বড় এবং বেশি সামুদ্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিছু ব্যতিক্রমও আছে, যেখানে প্রণালীকে খাল নামে ডাকা হচ্ছে যেমন, পিয়ার্স খাল।

ছন্দে ছন্দে মনে রাখুন বিখ্যাত প্রণালীগুলোর অবস্থান

.পক প্রণালী –
(ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং প্রণালী –
(আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
.জিব্রাল্টার প্রণালী –(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়)
মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪.ফ্লোরিডা প্রণালী –
(ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
.মালাক্কা প্রণালী –
( সুমিত্রা মালির মেয়ে) সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬.হরমুজ প্রণালী –
(আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭.বাব-এল-মান্দেব-
( লোহা এখন আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮.ডোভার প্রণালী –
(UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯.বসফরাস প্রণালী –
(ইউরেশিয়া) ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০.পানামাখাল-
(উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।

Map বা চিত্রের মাধ্যমে সকল প্রণালীর নাম, অবস্থান, পৃথক ও সংযুক্ত করেছে এমন দেশসমূহ মনে রাখার টেকনিক, প্রণালী ম্যাপ ডাউনলোড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here