ফ্রি দুই পেইজের প্রফেশনাল ইংরেজি সিভি ফরম্যাট ডাউনলোড|Professional 2 page CV/resume template Free Download

Microsoft Word ফরম্যাটের প্রফেশনাল ইংরেজি সিভি  ডাউনলোড

সিভি লেখার নিয়ম ও ফরমেট

চাকরি প্রাথীদের নিজেকে সঠিকভাবে উপস্থাপনের সর্বপ্রথম ধাপ হল একটি চমকপ্রদ CV বা জীবন বৃত্তান্ত। একটি চমকপ্রদ CV দেখেই কোম্পানি গুলো আপনার সম্পর্কে প্রাথমিক ধারনা লাভ করে। কথায় আছে না “first impression is the best impression”। তাই আপনার CV টি হয়া দরকার সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী।
আমি আজ আপনাদের প্রফেশনাল ফরম্যাটের  ডিজাইন এর লিংক দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই নিচের ছবির মত ২ পেইজের  সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী একটি CV তৈরি করতে পারবেন।

Word File গুলোকে নিজের মত এডিট করে ব্যবহার করুন

 

যে ধরণের সিভি নিশ্চিত করবে চাকরি 

আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর

রাখবেন—
 
 

১. একজন চাকুরীদাতা গড়ে একটি জীবনবৃত্তান্ত (CV)-এর উপর ৩০ সেকেন্ডের বেশী সময় দেয় না ৷ সুতরাং এটি হতে হবে সংক্ষিপ্ত ৷ তথ্যগুলোর উপস্থাপন হতে হবে সুস্পষ্ট ৷ অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য পরিহার করতে হবে ৷

২. একজন অনভিজ্ঞ/সদ্য পাস করা চাকুরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত এক থেকে দুই পাতার বেশী হওয়া কোনভাবেই উচিত্ নয় ৷

৩. আপনার জীবনবৃত্তান্ত হচ্ছে আপনার নিজেকে বিপণন করার মাধ্যম ৷ সুতরাং এটি হতে হবে আকর্ষণীয় ৷ তবে চটকদার কোন কিছু যেমন রঙিন কাগজ বা রঙিন কালি ব্যবহার করবেন না ৷ কোন কিছু Highlight করতে হলে সেটিকে Bold, italic বা underline করতে পারেন ৷

৪. মনে রাখবেন, আপনার জীবনবৃত্তান্তের মধ্যে যদি কোন বানান ভুল বা ভাষাগত/ Grammatical ভুল থাকে তবে সম্ভাব্য চাকুরীদাতার আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হবে ৷ এটি প্রকাশ পাবে যে আপনি কোন কাজই নির্ভুল ভাবে করতে সক্ষম নন ৷ সুতরাং একটি CV তৈরীর পর সেটি নিজে ভাল করে পড়ুন এবং শুদ্ধ ইংরেজী জানেন এমন ব্যক্তিকে দেখিয়ে নিন ৷

Direct Download 

Download

Download From Yandex

Download

Free Cv template Download, resume template Free Download, 2 page cv word file download, ওয়ার্ড ফরম্যাটের ইংরেজি সিভি ডাউনলোড, Professional CV Templates for 2019, Curriculum Vitae (CV) Template, CV ডাউনলোড – BD Jobs Site, শর্টকাট CV ফরম্যাট, এক মিনিটে CV লোখার নিয়ম, কীভাবে সিভি তৈরি করব?, চাকুরী এবং বিয়ের জন্যে CV format download করুন, ইংরেজিতে সিভি নমুনা, সিভি লেখার নিয়ম ও ফরমেট, রেজিউমি লেখার খুঁটিনাটি, আধুনিক সিভি লেখার নিয়ম, জীবনবৃত্তান্ত (CV), Download আধুনিক সিভি লেখার সঠিক নিয়ম,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here