NTRCA সারাদেশের সকল জেলার শিক্ষকদের জেলা ভিত্তিক শূণ্য প‌দের তা‌লিকা প্রকাশ | ngi.teletalk.com.bd | NTRCA Requisition-List Download

বেসরকারি শিক্ষক নিবন্ধনে ৩৯,৫৩৫ শূন্য পদে জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা

Vacant Posts in Institutes | NTRCA Requisition-List Download

শিক্ষক নিবন্ধনের শূণ্য পদ কিভাবে জানবেন?

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ সারা দেশের জেলাভিত্তিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা প্রকাশ করেছে, সে অনুযায়ী আপনারা যার যার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শূণ্য পদগুলা জানতে পারবেন। শিক্ষক নিবন্ধনে আবেদনের পূর্বে আপনি যদি জেনে নেন যে আপনর জেলার কোন এলাকার কোন প্রতিষ্ঠানে কতগুলা পোস্ট খালি আছে তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো। আপনারা অনেকেই চিন্তায় আছেন যে কিভাবে আপনারা শূন্য পদের তালিকা দেখবেন তাই আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজেই মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনার এলাকার প্রতিষ্ঠানের খালি পদগুলো দেখবেন। 

১৫ তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রস্তুতি নিবেন যেভাবে | Special Tips For 15th NTRCA Teachers Registration Exam

১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের (NTRCA) সিলেবাস ও মানবন্টন | স্কুল পর্যায় ও কলেজ পর্যায় | 15th NTRCA Teachers Registration Exam Syllabus

 

শূন্য পদ দেখার নিয়ম:

  • কম্পিউটারে বা ল্যাপটপে ভালোভাবে দেখতে পাবেন।
  • উপজেলা ভিত্তিক তালিকা করে নি।
  • শুধু জেলা, বিভাগ ও জাতীয় করেছে।
  • এই সাইটে যানhttp://ngi.teletalk.com.bd/
  • 1st Choose One ক্লিক/টাচ করুন
  • Institute of Districts
  • তারপর:
  • Choose Division
  • Choose District সিলেক্ট করে আপনার জেলার সকল রিকুইজিসনকৃত শূন্য পদের তালিকা দেখতে পাবেন।

 

এখনো না বোঝলে নিচের ভিডিওটি দেখে নিন, এখানে ২ টি পদ্ধতি দেখানো হয়েছে।

১৫ তম শিক্ষক নিবন্ধনের শূণ্য পদের তালিকা জানার নিয়ম। How to know NTRCA vacant position list

 

[penci_related_posts taxonomies=”undefined” title=”আরো পড়ুন” background=”” border=”red” thumbright=”no” number=”6″ style=”grid” align=”none” displayby=”cat” orderby=”random”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here