শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তির ফলাফল যেভাবে দেখবেন। NTRCA Final Result 2019 | ngi.teletalk.com.bd

শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তির ফলাফল যেভাবে দেখবেন।

অনেক জল্পনা কল্পনার পর আজ এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। নিচে লিংক দেওয়া আছে রোল নম্বর দিয়ে এখনই দেখে নিন।

শিক্ষক নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক বাংলাদেশের সকল নিবন্ধনধারীদের থেকে আগ্রহী সকল নিবন্ধন প্রাপ্ত ব্যক্তিবর্গ (যাদের বয়স ১২/০৬/২০১৮ তারিখে ৩৫ বছর বা তার কম এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারীকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ তে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা রয়েছে) তারা উক্ত চাহিদা তালিকায় বর্ণিত তার সংশ্লিষ্ট পদসমূহের জন্য গত ১৯/১২/২০১৮ তারিখ হতে ০২/০১/২০১৯ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন (e-Application) এর আবেদন করেছেন। নিয়োগযোগ্য সর্বমোট ৩৯৫৩৫ টি শিক্ষক পদ পূরণের জন্য অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছিল। এ বিজ্ঞপ্তিতে অনুসারে শিক্ষক পদে জমা পরে ৩১ লাখ আবেদন। প্রাপ্ত আবেদনগুলো জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বাছাইপূর্বক বিধি মোতাবেক প্রতিটি পদের বিপরীতে একজন করে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। নির্বাচিতদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে মোবাইল ফোনে ও লিখিতভাবে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে নির্দেশ দেয়া হবে। এ ছাড়াও নির্বাচিতরা NTRCA এর ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পারবেন। এসএমএস  করে নির্বাচিত প্রার্থীকে এ তথ্য জানিয়ে দেয়া হবে। যারা নিয়োগ পাবেন তারা NTRCA এর ওযেবসাইট থেকে রিকোমেন্ডশেন লেটার নিয়ে চাকরীতে যোগদান করবেন

[penci_button link=”http://ngi.teletalk.com.bd/ntrca/app/” icon=”” icon_position=”left” align=”center” full=”1″ size=”large” background=”red”]Check Result Link 1[/penci_button]

[penci_button link=”http://103.230.104.205/ntrca/app/” icon=”” icon_position=”left” align=”center” full=”1″ size=”large” background=”red”]Check Result Link 2[/penci_button]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here