২০১৯ সালের এন.এ.টি.পি মাঠ সহকারী পদের নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড

এন.এ.টি.পি মাঠ সহকারী পরিচালক পরীক্ষার তারিখ: ১১.০১.২০১৯

National Agricultural Technology Program Phase Full Question Solution PDF Download

এখানের সবগুলো প্রশ্ন সমাধান, নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।

এন.এ.টি.পি মাঠ সহকারীর বাংলা প্রশ্ন সমাধান

১. ভাষার মৌলিক অংশ কোনটি?

৬টি

২ টি

৪টি*

৭টি

২. ছদ্মনামসমূহ মূল নাম কোনটি সঠিক?

রবীন্দ্রনাথ ঠাকুর বীরবল

মীর মশারফ হোসেন গাজী মিয়া *

বলাইচাঁদ মুখোপাধ্যায় পরশুরাম

কাজেম আল কোরেশী -কালকূট

৩. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা?

মুনীর চৌধুরী

মুহম্মদ আব্দুল হাই

মুহম্মদ শহীদুল্লাহ*

মানিক বন্দ্যোপাধ্যায়

৪. খ্রিস্টাব্দ; কোন ধরনের শব্দ?

বিদেশি শব্দ

মিশ্র শব্দ*

তৎসম শব্দ

অর্ধ তৎসম শব্দ

৫. জয়ের জন্য যে ঋৎসব , এক কথায় কি হবে?

বিয়োৎসব*

বিজয়জয়ন্ত্রী

জয়ন্ত্রী

জয়ান্ত্রী

৬. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে?

ক্রিয়া

সমাস

কারক

সন্ধি*

৭. হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া প্রবনটির অর্থ কী?

বাইরে ফিটফোট ভেতরে সদরঘাট

অন্তঃসারশূণ্য অবস্থা *

বরের ঘরের মাসি, কনের ঘরের পিসি

সামান্য ব্যাপারে বৃহৎ আয়োজন

৮. প্রথম বাংলা সমায়িকপত্র কোনটি?

সমাচার দর্পণ

বেঙ্গল গেজেট

দিগদর্শন*

বঙ্গদূত

৯. কুজঝটিকা -শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?

কুজ+ঝটিকা

কুণ+ঝটিকা

কু+ ঝটিকা

কুৎ+ঝটিকা*

১০. ছোট প্রাণ, ছোট ব্যথা, চোট দুঃখ কথা ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার

কাজী নজরুল ইসলাম

প্রথম চৌধুরী

রবীন্দ্রনাথ ঠাকুর*

গিরিশচন্দ্র ঘোষ

১১. বাংলা বর্ণমালার মোট বর্ণ কয়টি?

৫১টি

৪৯টি

৪৮টি

৫০টি*

১২. বিগ্রহ শব্দের বিপরীত শব্দ শব্দ কয়টি?

বিবাদ

সন্ধি

সংকোচন

বিস্তুত*

১৩. কারক নির্ণয় কর: ডাক্তার ডাক:

কর্তৃকারক

কর্মকারক*

কারণকারক

অধিকরণ

১৪. শুদ্ধ বানান কোনটি?

মোহনী

মুমূর্ষু

দূরদশী *

ফুলদানী

১৫. ছাত্রসমাজ শব্দটি কোন সমাসের উদাহরণ?

দ্বন্দ্ব

তৎপুরুষ*

কর্মধারয়

দ্বিগু

১৬. পাখিরা দলে দলে কলবর করছ।ে এখানে দলে দলে কী অর্থ বুঝাচ্ছে?

আধিক্য*

প্রায়

ধারাবাহিকা

পৌনঃপুনিকতা

১৭. ভ্রম শব্দের অর্থ হলো-

ভ্রমর

প্রমান*

দার

দম্ভ

১৮. মুনীর চৌধুরী রচিত কেউ কিচু পারে না একটি-

গল্প

উপন্যাস

গল্প*

প্রবন্ধ

১৯. সপ্তাহ কোন প্রকারের শব্দ?

অংকবাচক

গুণবাচক

ক্রমবাচক

গণণাবাচক *

২০. পদ্মরাগ উপন্যাস রচয়িতা কে>

রোকেয়া সাখাওয়াত রচয়িতা হোসেন*

সুফিয়া কামাল

শওকত ওসমান

শামসুর রাহমান

আরো পড়ুন: নিবন্ধন পরীক্ষার সকল প্রশ্ন সমাধান PDF Download

এন.এ.টি.পি মাঠ সহকারীর ইংরেজি প্রশ্ন সমাধান

  1. অনুবাদ কর- অলস ব্যক্তি কখনো সুখী হয় না-

An idle man is always happy

The idle man is never happy

An idle man is never happy

An idle man is never happy*

  1. Choose the adjective form of the following words:

Excitement

Exciting*

Excite

Excitingly

  1. Which sentence is correct?

He does not trust even his frinds*

He does not trust and his frinds.

He does not trust and his friends

He does not trust with his friends

 4. my uncle looks after me. Passive form is:

I am looking after by my uncle

I was looked after by me uncle

I am being looked after uncle

I am looked after by my uncle*

  1. Choose the appropriate meaning of the idiom Swan Song.

Middle Work

First Work

last Work*

Early Work

  1. Let’s have a cup of tea…..? Add a question tag to his sentence .

shan’t we?

have we?

shall we?*

haven’t we?

  1. The coorect spelling is:

Humorious

Humorous*

Humourous

Humourious

ShowAns

  1. Genocide is

a verb

an adjective

a prepostion

a noun*

 9. He _____ so hard that he is certain to succeed.

worked

work

works*

was working

 10. Synonym of SUBSTANTIATE is

Confirm*

Diverse

Reflet

stage

  1. What is the past participle form of the word SWING?

Swong

Swang

Sang

Swung*

  1. Antonym of CURTAIL’ is

Cramp

Prolong*

chop

Clip

  1. Find the correct sentence:

I am obliged to you for your kindness*

I am obligd toward you about your kindness.

I am obliged at your in your knidness

I am obliged of you about kindness.

  1. Which is the correct sentence /

He is a perfect judge.*

He is a most perfect judge.

He is the most perfect judge

He is very perfect judge

  1. We often gop fishing ____ the river bank.

towards

inside

along*

around

 16. The lecture will be held right_____ the tutorial.

at

before*

over

beyond

  1. The mission is ____ United Nations control .

about

under *

in

of

  1. Pesticide ” Plant

Injection; Disease

Vaccination: Body*

Medicine : Cure

teacher: Cure

  1. Cool: Cold

Length:Width

Gold:Bourne

Plant:Tree

Pretty: beautiful*

 

20. I will wait to call my manager ___ I hear from the client.

by

until*

since

on

আরো পড়ুন: নিবন্ধন পরীক্ষার সকল প্রশ্ন সমাধান PDF Download

এন.এ.টি.পি মাঠ সহকারীর গণিত প্রশ্ন সমাধান

১. পরপর তিনটি সংখ্যা গুনফল ২১০ হলে তাদের যোগফল কত?

১৫

১৮*

২০

২১

২. ৯৭২ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে বাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

১২*

 ৩. ৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রসে পরিমাণ ৪০% হবে?

৯ কিলোগ্রাম

২৪ কিলোগ্রাম

৫২ কিলোগ্রাম

৫৬ কিলোগ্রাম*

৪. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ২ কি.মি এবং স্রোতের অনুকূলে নৌকায় কার্যকরী হ=গতিবেগ কত?

৬ কি.মি

৪ কি.মি

২ কি.মি

৫ কি.মি*

৫. a+1a=3 হলে, a3+1a3= এর মান হবে-

15

27

18*

36

৬. (x-5)(a+x)=x2-25 হলে a এর মান হবে-

5*

25

15

-25

৭. x+1x=2 হলে, (x+1x)2 এর মান কত?

*

1

2

4

 ৮. একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে.মি এবং প্রস্থ ১৮ সে.মি । বইটির সংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মি.মি হলে, বইটির আয়তন নির্ণয় কর।

২৫০ ঘন সে.মি

৩৫০ ঘন সে.মি

৪৫০ সে.মি*

৫৫০ ঘন সে.মি

 ৯. একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা -আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে?

১২ বছর*

৩ বছর

৬ বছর

৮ বছর

 ১০. x4+x2-20 এর উৎপাদকে বিশ্লেষণ হল:

(x2-5)(x2-4)

(x2+5)(x2-4)*

(x2-5)(x2-4)

(x2-5)(x2-4)

আরো পড়ুন: নিবন্ধন পরীক্ষার সকল প্রশ্ন সমাধান PDF Download

এন.এ.টি.পি মাঠ সহকারীর সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে?

১৯৯৮

১৯৯৬

১৯৯৭

২০০০*       

 ২. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?

জুরুরি অবস্থা ঘোষণা

সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা

মহিলাদের জন্য সংসদের আসন সংরক্ষণ

৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান*

 ৩. বাংলাদেশের প্যথম সাইবার সিটি কোনটি?

চট্রগ্রাম

সিলেট*

রাজশাহী

খুলনা

 ৪. কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?

মিয়ানমান ও রাশিয়া

পাকিস্তান ও ইরান

জাপান ও ইরান*

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

 ৫. Microsoft World একটি ______ সফটওয়্যার।

ইউলিটি

ভাইরাস

এপ্লিকেশন*

সিস্টেম

 ৬. Touchpad একটি ______ ডিভাইস।

ইনপুট*

আউটপুট

ইনপুট ও আউটপুট

নেটওয়্যার

 ৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?

১৯১৮

১৯৩৯*

১৯৪৫

১৯২৯

 ৮. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ হবে-

দুবাই

আবুধাবি

রিয়াদ

দোহা*

৯. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?

১০

১১*

১৪

১০. পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি/

বারত

রাশিয়া

চীন*

যুক্তরাজ্য

PDF Download From Here

📝 সাইজঃ-  3 MB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

 

Download From Google Drive

Download

  Direct Download 

Download

 Download From Dropbox

Download

আরো পড়ুন: সকল বিসিএস পরীক্ষার বিস্তারিত প্রশ্ন ও সমাধান পড়ুন

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here