বিসিএস ও চাকরি পরীক্ষার বাছাই করা বাংলা প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড- পর্ব -৭

বিসিএস ও চাকরি পরীক্ষার বাছাই করা বাংলা প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড- পর্ব -৭

আরো পড়ুন:

সঠিক উত্তরগুলোর পাশে (*) স্টার চিহ্ন দেওয়া আছে।

১. ‘গোঁফ-খেজুরে’ -এই বাগধারার অর্থ কি?
আরামপ্রিয়
উদাসীন
নিতান্ত অলস*
পরমুখাপেক্ষী

২. কোন দুটি অঘোষ ধ্বনি?
চ ছ*
ড ঢ
ব ভ
দ ধ

৩. কোব বাক্য ‘ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল*
ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও

৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম ——–
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
মধুসূদন ও কুমুদিনী
গোবিন্দলাল ও রোহিনী*
সুরেশ ও অচেলা

৫. ‘ যা পূর্বে ছিল এখন নেই’ -এক কথায় কি হবে?
অপূর্ব
অদৃষ্টপূর্ব
অভূতপূর্ব
ভূতপূর্ব*
৬. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
ধন অপেক্ষা মান বড়
তোমাকে দিয়ে কিছু হবে না
ঢং ঢং ঘন্টা বাজে
লেখাপড়া কর, নতুবা ফেল করবে*

৭. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
১৯৫১
১৯৬১*
১৯৭১
১৯৮১

৮. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
জিঞ্জির– কাজী নজরুল ইসলাম
সাত সাগরের মাঝি–ফররুখ আহমদ*
দিলরুবা–আবদুল কাদির
নূরনামা–আবদুল হাকিম

৯. ‘অনল প্রবাহ’ রচনা করেন —–
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী*
মোজাম্মেল হক
এয়াকুব আলী চৌধুরী
মুনিরুজ্জামান ইসলামাবাদী

১০. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
আমি ভাত খাচ্ছি
আমি ভাত খেয়ে স্কুলে যাব
আমি দুপুরে ভাত খাই*
তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

১১. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ —–
ধূসর পাণ্ডুলিপি*
নাম রেখেছি কোমল গান্ধার
একক সন্ধ্যায় বসন্ত
অন্ধকারে একা

১২. ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে —–
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনে থাকতেই ভালোবাসে
জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর*
প্রকৃতির রুপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম

১৩. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
ওরা কি করে?*
আপনি আসবেন
আমরা যাচ্ছি
তোরা খাসনে

১৪. মধ্যপদলোপী কর্মধারয়- এর দৃষ্টান্ত
ঘর থেকে ছাড়া —–ঘরছাড়া
অরুণের মতো রাঙা —–অরুণরাঙা
হাসিমাখা মুখ —–হাসিমুখ*
ক্ষণ ব্যাপিয়া স্থায়ী —–ক্ষণস্থায়ী

১৫. কোনটি ঐতিহাসিক নাটক?
শর্মিষ্ঠা
রাজসিংহ
পলাশীর যুদ্ধ
রক্তাক্ত প্রান্তর*

১৬. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ——
মহাকাব্যে
নাটকে
পত্রকাব্যে
সনেটে*

১৭. ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন ——
মীর মশাররফ হোসেন
মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
মোজাম্মেল হক*
রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

১৮. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
হাতি/হাতী*
নারি/নারী
জাতি/জাতী
দাদি/দাদী

১৯. মানিক বন্দোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য ——-
মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ*
চাষী-জীবনের করুণ চিত্র
চরবাসীদের দুঃখী-জীবন

২০. ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।’ এ অংশটুকুর মূল প্রতিপাদ্য ——
প্রতিদান
প্রত্যুপকার
অকৃতজ্ঞতা*
অসহিষ্ণুতা

২১. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় —-
বিভক্তি
ধাতু*
প্রত্যয়
কৃৎ

২২. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
মধুসূদন দত্ত
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়*

২৩. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন —–
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রোর শিকার হন*
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন

২৪. কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
নিখুঁত
আনমনা
অবহেলা
নিমরাজী*

২৫. কোন বানানটি শুদ্ধ?
পাষাণ*
পাষান
পাসান
পাশান

২৬. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি—–
শাহ মুহম্মদ সগীর*
সাবিরিদ খান
শেখ ফয়জুল্লাহ
মুহাম্মদ কবীর

২৭. ‘মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’ রচিয়তা ——-
রামনিধি গুপ্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
অতুল প্রসাদ সেন*
সত্যেন্দ্রনাথ দত্ত

২৮. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ —–
মহাকাব্য
পত্রকাব্য*
গীতিকাব্য
আখ্যানকাব্য

২৯. রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
কৃষ্ণকান্তের উইল*
চোখের বালি
গৃহদাহ
পথের পাঁচালী

২০. নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
ঘোড়াকে “চাবুক” মার*
“ডাক্তার” ডাক
গাড়ি ‘স্টেশন” ছেড়েছে
“মাষুলধারে” বৃষ্টি পড়ছে

২১. রূপসী বাংলার কবি —–
জসীমউদ্‌দীন
জীবনানন্দ দাশ*
কালিদাস রায়
সত্যেন্দ্রনাথ দত্ত

২২. বটতলার পুঁথি বলতে বুঝায় —–
মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
বটতলা নামক স্থানে রচিত কাব্য
দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

২৩. এক কথায় প্রকাশ করুন —-‘যা বলা হয়নি’
অউক্ত
অব্যক্ত
অনুক্ত*
অব্যাক্ত

২৪. কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত —–
রাম বসু এবং ভোলা ময়রা
এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়*
সাবিরিদ খান এবং দশরথী রায়
আলাওল এবং ভারতচন্দ্র

২৫. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ঠগী
পানাস
পাঠক*
সেলামী

২৬. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
বক ধার্মিক; বিড়াল তপস্বী*
রুই-কাতলা; কেউ কেটা
বক ধার্মিক; ভিজে বেড়াল

২৭. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা——
নাটক
ছোট গল্প
প্রবন্ধ
গীতি কবিতা*

২৮. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য —–
ইউসুফ জুলেখা*
রসুল বিজয়
নূরনামা
শবে মেরাজ
২৯. বাংলাভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে —–
চাকু, চাকর
খদ্দর, হরতাল
চা, চিনি*
রিকশা, রেস্তোঁরা

৩০. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত —-
ভাষাতত্ত্ববিদ*
সাহিত্যের ইতিহাস রচয়িতা
ইসলাম প্রচারক
সমাজ সংস্কারক

৩১. ‘বৈরাগ্য সাধনে— সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করুন।
আনন্দ
মুক্তি*
বিশ্বাস
আশ্বাস

৩২. সমাস ভাষাকে ——
সংক্ষেপ করে*
বিস্তৃত করে
ভাষারূপ ক্ষুণ্ন করে
অর্থবোধক করে

৩৩. ‘সূর্য ‘- এর প্রতিশব্দ ——
সুধাংশু
শশাঙ্ক
বিধু
আদিত্য*

৩৪. ‘অর্ধচন্দ্র’ -এর অর্থ ——
গলা ধাক্কা দেয়া*
অমাবস্যা
দ্বিতীয়ত
কাস্তে
৩৫. কোনটি শুদ্ধ ?
সৌজন্নতা
সৌজন্যতা
সৌজনতা
সৌজন্য*
৩৬. বেগম রোকেয়ার রচনা কোনটি?
ভাষা ও সাহিত্য
আয়না
লালসালু
অবরোধবাসিনী*

৩৭. বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?
বিহারীলাল চক্রবর্তী*
প্যারীচাঁদ মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৩৮. কোনটি শুদ্ধ বাক্য?
একটা গোপনীয় কথা বলি*
একটি গোপন কথা বলি
একটি গোপণ কথা বলি
একটি গুপ্ত কথা বলি

৩৯. ‘শিষ্টাচার’- এর সমার্থক শব্দ কোনটি?
নিষ্ঠা
সদাচার*
সততা
সংযম

৪০. ‘সংশয়’- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
নির্ভয়
বিস্ময়
প্রত্যয়*
দ্বিধা

৪১. ‘ক্ষমার্হ যোগ্য’ -এর বাক্য সংকোচন ——
ক্ষমার্হ*
ক্ষমাপ্রার্থী
ক্ষমা
ক্ষমাপ্রদ

৪২. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা —–
মুহম্মদ আব্দুল হাই
মোঃ বরকতুল্লাহ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মওলানা আকরম খাঁ*

৪৩. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থের রচয়িতা —–
মুহম্মদ আব্দুল হাই
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবুল মনসুর আহ্‌মদ*
আতাউর রহমান

৪৪. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক——
ভরতচন্দ্র রায়
দৌলত কাজী
সৈয়দ হামজা*
আব্দুল হাকিম

৪৫. ‘চাচা কাহিনীর’ লেখক——
সৈয়দ শামসুল হক
সৈয়দ মুজতবা আলী*
শওকত ওসমান
ফররুখ আহমেদ

৪৬. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে ——-
শব্দ
কারক
পদ*
ক্রিয়াপদ

৪৭. ‘রাজলক্ষ্মী’ চরিত্রর স্রষ্টা ঔপন্যাসিক —–
বঙ্কিমচন্দ্র*
শরৎচন্দ্র
তারাশংকর
নজরুল ইসলাম

৪৮. “আনারস” এবং “চাবি” শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে—
পর্তুগিজ ভাষা থেকে*
আরবি ভাষা থেকে
দেশী ভাষা থেকে
ওলন্দাজ ভাষা থেকে

৪৯. শুদ্ধ বানান কোনটি?
মূমুর্ষু
মুমূর্ষু*
মূমুর্ষ
মুমূর্ষ

৫০. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
শবপোড়া
মড়াদাহ
শবদাহ*
শবমড়া

৫১. ‘কবর’ নাটকটির লেখক—-
জসীমউদ্‌দীন
নজরুল ইসলাম
মুনীর চৌধুরী*
দ্বিজেন্দ্রলাল রায়

৫২. ‘উভয়কূল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
কারো পৌষ মাস, কারো সর্বনাশ
চাল না চুলো, ঢেঁকী না কুলো
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে*
বোঝার উপর, শাকের আঁটি

৫৩. শুদ্ধ বাক্য কোনটি?
দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল*
দুর্বলবশত অনাথা বসে পড়ল

৫৪. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়—-
বিভক্তি
ধাতু*
প্রত্যয়
কৃৎ

৫৫. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ —-
রত্না + কর
রত্ন + কর
রত্না + আকার
রত্ন + আকর*

৫৬. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
পাকা পাকা আম*
ছি ছি কি করছ
নরম নরম হাত
উড়ু উড়ু মন

৫৭. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
যত গর্জে তত বৃষ্টি হয় না
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট*
নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়

৫৮. বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক—–
রবীন্দ্রনাথ ঠাকুর*
বিষ্ণু দে
সুধীন্দ্রনাথ দত্ত
বুদ্ধদেব বসু

৫৯. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা—-
অগ্রপথিক
বিদ্রোহী
প্রলয়োল্লাস*
ধূমকেতু

৬০. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত—–
কবিতার নাম
গল্প সংকলনের নাম
উপন্যাসের নাম*
কাব্য সংকলনের নাম

৬১. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
তিনিই সমাজের মাথা
মাথা খাটিয়ে কাজ করবে*
লজ্জায় আমার মাথা কাটা গেল
মাথা নেই তার মাথা ব্যথা

৬২. কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
নিখুঁত
আনমনা
অবহেলা
নিমরাজী*

৬৩. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’র রচয়িতা কে ?
শামসুর রাহমান
আলতাফ মাহমুদ
হাসান হাফিজুর রহমান
আব্দুল গাফ্‌ফার চৌধুরী*

৬৪. কোনটি তদ্ভব শব্দ ?
চাঁদ*
সূর্য
নক্ষত্র
গগন

৬৫. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
কেশব চন্দ্র সেন
গিরিশচন্দ্র সেন*
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
মওলানা আকরাম খাঁ

৬৬. কোনটি বিশেষণ বাচক শব্দ?
জীবন
জীবনী*
জীবিকা
জীবাণু

৬৭. বর্ণ হচ্ছে —–
শব্দের ক্ষুদ্রতম অংশ
একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
ধ্বনি নির্দেশক প্রতীক*
ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

৬৮. কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?
১৯০৩-১৯৭৬*
১৮৮৯-১৯৬৬
১৮৯৯-১৯৭৯
১৯১০-১৯৮৭

৬৯. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে —–
ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়*
বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
প্রকৃতি বিপুল ঐশ্বর্য্যের অধিকারী
ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

৭০. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত—–
সমাজ
পানি
মিছিল
নদী*

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

📝 সাইজঃ- 111 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 11

Download From Google Drive

Download

 Download From Yandex

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here