বিসিএস ও চাকরি পরীক্ষার বাছাই করা বাংলা প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড- পর্ব ৫

বিসিএস ও চাকরি পরীক্ষার বাছাই করা বাংলা প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড- পর্ব -৫

আরো পড়ুন:

সঠিক উত্তরগুলোর পাশে (*) স্টার চিহ্ন দেওয়া আছে।

১. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সুকুমার সেন
মুহম্মদ শহীদুল্লাহ*
মুহম্মদ এনামুল হক

২. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
শেষের কবিতা*
বলাকা
ডাকঘর
কালান্তর

৩. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
কবিতা
পত্রিকা*
উপন্যাস
ছোটগল্প

৪. জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
রাখালী*
সোজন বাদিয়ার ঘাট
নক্‌শী কাঁথার মাঠ
বালুচর

৫. ‘ রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
হাসান হাফিজুর রহমান
জহির রায়হান
শহীদুল্লাহ কায়সার
আনোয়ার পাশা*

৬. জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
অরণ্য
পর্বত
স্থাবর*
সমুদ্র
৭. ‘ উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ?
সন্ধিজনিত
প্রত্যয়জনিত*
উপসর্গজনিত
বিভক্তিজনিত

৮. তুমি না বলেছিলে আগামীকাল আসবে? —এখানে ‘না’ –এর ব্যবহার কি অর্থে?
না-বাচক
হ্যাঁ-বাচক*
প্রশ্নবোধক
বিস্ময়সূচক

৯. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা*
আলেয়া
ঝিলিমিলি
মধুমালা

১০. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
কাব্য*
নাটক
উপন্যাস
প্রবন্ধ
১১. কোনটি ঠিক?
সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
কাঁদো নদী কাঁদো (কাব্য)
বহিপীর(নাটক)
মহাশ্মশান (নাটক)
১২. ‘ কার মাথায় হাত বুলিয়েছ’ —-এখানে ‘মাথা’ শব্দের অর্থ ——
স্বভাব নষ্ট করা
স্পর্ধা বাড়া
ফাঁকি দেওয়া

কোনো উপায়ে

১৩. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
পথের দাবী*
নিষ্কৃতি
চরিত্রহীন
দত্তা

১৪. কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
আশা-আকাঙ্ক্ষার সমর্থনে
ভবিষ্যতের বাঙালি*
উন্নত জীবন
সভ্যতা

১৫. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ়*

১৬. ‘ ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,’ বলেছেন—-
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
বলাইচাঁদ মুখোপাধ্যায়
প্রমথ চৌধুরী*

১৭. ‘ অক্ষির সমীপে’ –এর সংক্ষেপণ হলো —–
সমক্ষ*
পরোক্ষ
প্রত্যক্ষ
নিরপেক্ষ

১৮. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য —-
অব্যয় ও শব্দাংশ
নতুন শব্দ গঠনে
উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে*
ভিন্ন অর্থ প্রকাশে

১৯. ‘ তুমি এতক্ষণ কী করেছ?’ —এই বাক্যে ‘কী’ কোন পদ?
বিশেষণ
অব্যয়
সর্বনাম*
ক্রিয়া

২০. ‘ আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।’ —-এই বাক্যে ‘ আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে সপ্তমী
অপাদান কারকে তৃতীয়া
অধিকরণ কারকে সপ্তমী*

২১. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
চণ্ডীমঙ্গল
মনসামঙ্গল*
ধর্মমঙ্গল
অন্নদামঙ্গল

২২. ‘ ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন —–
দৌলত উজির বাহরাম খান
মাগন ঠাকুর
আলাওল
শাহ্‌ মুহম্মদ সগীর*

২৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?
মার্চেন্ট অব ভেনিস
কমেডি অব এররস*
অ্যা মিডসামার নাইটস ড্রিম
টেমিং অব দ্য শ্রু

২৪. কখনো উপন্যাস লেখেননি —-
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
সুধীন্দ্রনাথ দত্ত*
বুদ্ধদেব বসু

২৫. ‘ দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা —–
শওকত ওসমান
জ্যোতিপ্রকাশ দত্ত
আখতারুজ্জামান ইলিয়াস*
হাসান আজিজুল হক

২৬. রোহিণী- বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন*

২৭. ‘ আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ এ প্রার্থনাটি করেছে —–
ভাঁডুদত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী*
নলকুবের
২৮. ‘হ্ম’ —এর বিশ্লিষ্ট রূপ —–
ক + ঘ
ক + ষ + ণ
ক + ষ + ম
হ্‌ + ম*
২৯. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে —–
কল্যাণীয়াষু*
সুচরিতেষু
শ্রদ্ধাস্পদাসু
প্রীতিভাজনেষু

৩০. ‘ পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
হিন্দি
উর্দু
পর্তুগীজ*
গ্রিক

৩১. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন—-
দীর্ঘিকা, নদী, প্রণালী
শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ*
গাঙ, তটিনী, অর্ণব
স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

৩২. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন—-
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা*
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত

৩৩. ‘প্রাতরাশ’ –এর সন্ধি —-
প্রাত + রাশ
প্রাতঃ + রাশ
প্রাতঃ + আশ*
প্রাত + আশ

৩৪. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় —–
ক্রিয়াবাচক বিশেষ্য
ক্রিয়াবিশেষণ*
ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
ক্রিয়াবিভক্তি
৩৫. ‘ রামগরুড়ের ছানা ‘ কথাটির অর্থ —–
কাল্পনিক জন্তু
গোমড়ামুখো লোক*
মুরগি
পুরাণোক্ত পাখি

৩৬. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
ডিসেম্বর ১৬, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২*
পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত

৩৭. ‘ বামেতর’ শব্দটির অর্থ ——
বামচোখ
ডান*
ইতর
বাম দিক

৩৮. প্রথম বাংলা ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন —–
অশোক মুখোপাধ্যায়*
জগন্নাত চক্রবর্তী
মুহাম্মদ হাবিবুর রহমান
মুহম্মদ শহীদুল্লাহ

৩৯. ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ —–
তীরে পৌঁছার ঝক্কি
সঞ্চয়ের প্রবৃত্তি*
মুমূর্ষু অবস্থা
আসন্ন বিপদ

৪০. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় —-
দ্বন্দ্ব সমাস
অব্যায়ীভাব সমাস
কর্মধারয় সমাস
নিত্য সমাস*

৪১. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা ?
দীনেশচন্দ্র সেনগুপ্ত*
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ
সুকুমার সেন

৪২. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সুনীতিকুমার চট্টোপাধ্যায়*
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামুল হক

৪৩. ‘পদাবলী’র প্রথম কবি কে?
শ্রীচৈতন্য
বিদ্যাপতি
চণ্ডীদাস*
জ্ঞানদাস

৪৪. দোভাষী পুঁথি বলতে কি বোঝায়?
দুই ভাষার রচিত পুঁথি
কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি*
তৈরি করা কৃতিম ভাষার রচিত পুঁথি
আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি

৪৫. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন ?
রবীন্দ্রনাথ ঠাকুর*
সত্যেন্দ্রনাথ দত্ত
কাজী নজরুল ইসলাম
জসীমউম্‌দীন

৪৬. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
চোখের বালি
বলাকা
ঘরে-বাইরে
রক্তকরবী*

৪৭. কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
বিদ্রোহী
আনন্দময়ীর আগমনে*
কাণ্ডারী হুশিয়ার
অগ্রপথিক

৪৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
বাউণ্ডেলের আত্মকাহিনী*
মুক্তি
হেবা
বিদ্রোহী

৪৯. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
মোহাম্মদ নাসিরউদ্দিন*
আবুল কালাম শামসুদ্দীন
কাজী আব্দুল ওদুদ
সিকান্‌দার আবু জাফর

৫০. ‘ সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে?
ফররুখ আহমদ*
আহসান হাবিব
শামসুর রাহমান
হাসান হাফিজুর রহমান

৫১. ‘ পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়*
মানিক বন্দ্যোপাধ্যায়
সত্যেন সেন
সুকান্ত ভট্টাচার্য
৫২. অপলাপ শব্দের অর্থ কি?
অস্বীকার*
মিথ্যা
প্রলাপ
অসদালাপ

৫৩. পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
লাচাড়ী ছন্দে রচতি পদ্য বা কবিতাবলী
পদ্যাকারে রচতি দেবস্তুতিমূলক রচনা*
বাউল বা মরমী গীতি
বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিশয়ের বিশেষ সৃষ্টি

৫৪. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান*

৫৫. কোনটি ঠিক?
গোরা (নাট্যগ্রন্থ)
বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
পথের দাবী (উপন্যাস)*
একাত্তরের দিনগুলি (উপন্যাস)

৫৬. কোনটি হযরত মুহম্মদ (স) -এর জীবনী গ্রন্থ?
মরুমায়া
মরু ভাস্কর*
মরুতীর্থ
মরু কুসুম

৫৭. পদাবলী লিখেছেন—-
রবীন্দ্রনাথ ঠাকুর*
মাইকেল মধুসূদন
ঈশ্বরচন্দ্র গুপ্ত
কায়কোবাদ

৫৮. ‘ বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ –এর সম্পাদক কে?
মুহম্মদ আব্দুল হাই
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামুল হক
আহমদ শরীফ*

৫৯. ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’ –এই বাক্যের ‘কী’ –এর অর্থ——-
ভয়
রাগ
বিরক্তি*
বিপদ

৬০. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ——
সাহায্যকারী
তোষামুদে*
বাদক
স্বাস্থ্যহীন লোক

৬১. ‘ বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
মুহাম্মদ শহীদুল্লাহ্‌*
মুহাম্মদ আবদুল হাই
মুনীর চৌধুরী
মোফাজ্জল হায়দার চৌধুরী

৬২. ‘ প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
দেবেন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর*
রামমোহন রায়
কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

৬৩. ‘ চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
নবীনচন্দ্র সেন
মাইকেল মধুসূদন দত্ত*
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৬৪. কোনটি কাজী নজরুল ইসলাম রচতি গ্রন্থ?
বিষের বাঁশী*
বন্দীর বন্দনা
সন্দ্বীপের চর
রূপসী বাংলা

৬৫. ‘ কবর’ নাটক কার রচনা ?
শহীদুল্লাহ কায়সার
জহির রায়হান
মুনীর চৌধুরী*
সত্যেন সেন

৬৬. ‘ চাঁদের হাট’ —- অর্থ কি?
বন্ধুদের সমাগম
আত্মীয় সমাগম*
প্রিয়জন সমাগম
গণ্যমান্যদের সমাগম

৬৭. কোন বানানটি শুদ্ধ?
সূচিষ্মিতা
সূচিস্মিতা
সুচীস্মিতা
শুচিস্মিতা*

৬৮. ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
ক্লান্তিহীন
অক্লান্ত
অক্লান্ত কর্মী*
অবিশ্রাম

৬৯. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
দেশী
বিদেশী
তৎসম*
তদ্ভব

৭০. ক্রিয়াপদ—-
সবসময়ে বাক্যে থাকবে
কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে*
শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
আসলে বিশেষণ থেকে অভিন্ন

৭১. কোনটি অনুজ্ঞা?
তুমি গিয়েছিলে
তুমি যাও*
তুমি যাচ্ছিলে
তুমি যাচ্ছ

৭২. ‘ যত বড় মুখ নয় তত বড় কথা’ —- এখানে ‘মুখ’ বলতে কী বোঝাচ্ছে?
অনুভূতি
গালি
প্রত্যঙ্গ
শক্তি*

৭৩. কোন বানানটি শুদ্ধ?
মুমুর্ষু
মুমূর্ষু*
মূমুর্ষু
মূমূর্ষূ

৭৪. ‘ বিরাগী’ শব্দের অর্থ কী?
উদাসীন*
প্রতিকূল
রাগহীন
বিশেষভাবে রুষ্ট

৭৫. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ব্রজধামে কথিত ভাষা
একরকম কৃত্রিম কবিভাষা*
বাংলা ও হিন্দির যোগফল
মৈথিলি ভাষার একটি উপভাষা

৭৬. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’—- কে বলেছেন?
চণ্ডীদাস*
বিদ্যাপতি
রামকৃষ্ণ পরমহংস
বিবেকানন্দ

৭৭. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুরঙ্গ*
চতুষ্কোণ
চতুর্দশী
চতুষ্পাঠী

৭৮. কোনটি কাব্যগ্রন্থ?
কবিতা
কাব্য পরিক্রমা
কয়েকটি কবিতা*
বাঙলার কাব্য

৭৯. কোনটি নাটক?
কর্তার ইচ্ছায় কর্ম
গড্ডলিকা
পল্লীসমাজ
সাজাহান*

৮০. ‘ আবোল- তাবোল’ কার লেখা?
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
সুকুমার রায়*
সত্যজিৎ রায়
৮১. ‘পদ’ বলতে কি বোঝায়?
কবিতার চরণ
যে কোনো শব্দ
প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু*

৮২. কোন বানানটি শুদ্ধ?
শুশ্রুষা
সুশ্রুষা
শুশ্রূষা*
সুশ্রুসা

৮৩. ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?
অহংকারী
স্পষ্টভাষী*
মিথ্যাবাদী
পক্ষপাতদুষ্ট

৮৪. ‘বিষাদ-সিন্ধু’ কার রচনা?
কায়কোবাদ
মীর মশাররফ হোসেন*
মোজাম্মেল হক
ইসমাইল হোসেন সিরাজী

৮৫. কোনটি কাব্যগ্রন্থ?
শেষ প্রশ্ন
শেষ লেখা*
শেষের কবিতা
শেষের পরিচয়

৮৬. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
রাজবন্দীর জবানবন্দী
ব্যথার দান
অগ্নিবীণা*
নবযুগ

৮৭. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
চিলেকোঠার সেপাই
আগুনের পরশমণি*
একাত্তরের দিনগুলি
পায়ের আওয়াজ পাওয়া যায়

৮৮. কোনটি শামসুর রাহমানের রচনা?
নিরন্তর ঘণ্টাধ্বনি
নির্জন স্বাক্ষর
নিরালোকে দিব্যরথ*
নির্বাণ

৮৯. ‘ বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ —- এখানে ‘ টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
অবস্থাবাচক শব্দ
বাক্যালঙ্কার শব্দ
ধবন্যাত্নক শব্দ
দ্বিরুক্ত শব্দ*
৯০. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
সিংহাসন
ভাই-বোন*
কানাকানি
গাছপাকা

৯১. ‘ যা সহজে অতিক্রম করা যায় না’ — এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
অনতিক্রম্য
অলঙ্ঘ্য
দুরতিক্রম্য*
দুর্গম

৯২. ‘ ব্যাঙের সর্দি’ — অর্থ কি?
রোগ বিশেষ
সম্ভাব্য ঘটনা
অসম্ভব ঘটনা*
প্রতারণা

৯৩. ‘সংশপ্তক’ কার রচনা?
মুনীর চৌধুরী
শহীদুল্লাহ কায়সার*
জহির রায়হান
শওকত ওসমান

৯৪. ‘ একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
শওকত ওসমান
জহির রায়হান
আব্দুল গণি হাজারী
হাসান হাফিজুর রহমান*

৯৫. ‘ নদী ও নারী’ কার রচনা?
কাজী আব্দুল ওদুদ
আবুল ফজল
শামসুদ্দিন আবুল কালাম
হুমায়ুন কবির*

৯৬. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
অগ্নিকোণ
মরুশিখা
মরুসূর্য
রাঙাজবা*

৯৭. ‘ আত্মঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
অশোক মিত্র
দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
নীরদচন্দ্র চৌধুরী*
অতুল সুর

৯৮. ‘ সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
মোতাহের হোসেন চৌধুরী
বিনয় ঘোষ
আখতারুজ্জামান ইলিয়াস*
রাধারমণ মিত্র

৯৯. কাক ভূষণ্ডির অর্থ কি?
ষড়যন্ত্রকারী
বাকসর্বস্ব
দীর্ঘ প্রতীক্ষমাণ
দীর্ঘায়ু ব্যক্তি*
১০০. নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ়*

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

📝 সাইজঃ- 126 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 15

Download From Google Drive

Download

 Download From Yandex

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here