ইংরেজি সাহিত্যের গুরত্বপূর্ণ Literary Term গুলো বাংলা অনুবাদসহ pdf ডাউনলোড করুন

অনুপমা রায়:- Literary Terms ইংরেজি সাহিত্যের একটি গুরত্বপূর্ণ বিষয়। যারা ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাদেরকে যে করেই হোক Literary Terms গুলো শিখতে হয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছাড়াও যারা বিসিএস বা বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহন করবেন তাদের জন্য Literary Term গুলো জেনে রাখা খুবই জরুরী।কিন্তু এটা সাহিত্যের বিষয় বলে আমরা সহজে আত্বস্থ করতে পারিনা বা মনে থাকেনা। আমি যখন প্রথম এগুলো শিখতে বসেছিলাম তখন আমার কাছেও খুব কঠিন লাগতো। তারপর নিজেই এগুলোকে বাংলায় অনুবাদ করে খাতায় একটা নোট তৈরী করে ফেললাম। আজকে আপনাদের সাথে সেই নোটটাই শেয়ার করবো। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন । পুরো নোট টি অনেক বড় বলে এটা PDF  করে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কয়েকেটা দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে পেতে PDF টি ডাউনলোড করে নিন।

Literary Terms:-

  1. Prologue: – A Speech at the beginning of a play, book, film, movie that introduce it.

🎯 Prologue হচ্ছে নাটক, সিনেমা, বই এর সুচনাকারী অংশ।

  1. Epilogue: – A short speech at the end of a play, book, film/movie that conclude it.

🎯 Epilogue হচ্ছে নাটক, সিনেমা, বই এর সমাপনী বক্তব্য।

  1. Monologue: – A long speech in a play or film which has a single Speaker expresses his personal feelings to silent listener.

🎯 Monologue হচ্ছে নাটক, সিনেমার, নীরব দর্শকের উদ্দেশ্যে অভিনেতার একক দীর্ঘ সংলাপ।

  1. Dialogue: – Conversation between characters in a book, play or film.

🎯 Dialogue হচ্ছে নাটক, সিনেমা, বইয়ের চরিত্র গুলোর মধ্যে কথোপকথন।

  1. Dramatic monologue: – A form of poetry in which a single speaker speaks to a silent listener..

🎯 যে কবিতায় একজন বক্তা নিরব শ্রোতার কাছে তার অনুভুতি প্রকাশ করে।

  1. Play: – A piece of writing performed by actors in theatre , TV and radio.

🎯একধরনের লেখা যা থিয়েটার টেলিভিশন ও রেডিওতে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়।

[penci_related_posts taxonomies=”undefined” title=”এই লেখাগুলোও পড়ে নিন” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” displayby=”cat” orderby=”random”]

  1. Tragedy: – A serious play with sad ending.

🎯 একধরনের গুরুত্বপূর্ণ নাটক যার সমাপ্তি শোকময়।

  1. Comedy: – A light play or film intended to be funny and happy ending.

🎯 যে ধরনের নাটক বা সিনেমার শুরু ও সমাপ্তি হয় আনন্দের সাথে।

  1. Catastrophe: – Tragic conclusion or final event of a tragedy.

🎯 শোকপূর্ন নাটকের চুড়ান্ত অংশ।

  1. Catharsis: – Purification of emotion.

🎯 Tragedy দেখে গভীর অনুভূতির কথা অন্যকে জানানোর ফলে নিজের আবেগমুক্তি।

  1. Climax: – It is a highest or turning point of a story.

🎯 মুখ্যচরিত্রের জীবনে ভাগ্যনির্ধারনী চরম মুহুর্ত।

  1. Metaphor: – Comparison between two dissimilar things are called metaphor.

🎯 ২টি ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে তুলনা বোঝানো কে metaphor বলে। N.B=metaphor a As,like,as…..as,resemble,as if শব্দগুলো বসবে না

  1. Prosody: – Prosody is the study of versification.

🎯 এ অংশে কবিতার ছন্দের বিশ্লেষন করা হয়।

  1. Soliloquy: – A speech expresses by anyone about his personal thought to the audience loudly.

🎯 বক্তা নিজের মনের ভাব মঞ্চে একা থাকা অবস্থায় শ্রোতার কাছে জোরে বলে প্রকাশ করে।

  1. Aside: – It is a short speech to the audience which remains secret to other characters.

🎯 নাটক মঞ্চে উপস্থিত কাউকে না শুনিয়ে মুলত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা হয়।

  1. Act: – One of the major unit of a play.

🎯 নাটকের অংশকে বুঝাতে ব্যবহৃত হয়।

  1. Canto: – One of the section of a long poem.

🎯 বড় কবিতার অংশকে বুঝাতে ব্যবহৃত হয়।

  1. Chapter: – One of the major part of a book.

🎯 বইয়ের কোনো অংশকে বুঝাতে ব্যবহৃত হয়।

  1. Stanza: – One of the part of a Short poem.

🎯 ছোট কবিতার কোনো অংশকে বুঝাতে ব্যবহৃত হয়।

🗊 সাইজঃ-  ১.১০  এমবি

📝 পৃষ্ঠা সংখ্যাঃ

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ 🕮 দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন। মোবাইলে ছোট দেখালে নিচে ডান পাশে দেখুন IN নামে একটি আইকন আছে সেটাতে ক্লিক করে ডানে বামে Swipe করুন

download

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই PDF টি তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

সতর্কবাণীঃ আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আমাদের সাইটের কোন লেখা অন্য কোন ব্লগ/ সাইটে প্রকাশ করবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here