জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় – ৫: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এর সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর PDF ডাউনলোড করুন

অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র- অধ্যায় – ৫: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এর বহুনির্বাচনী সাজেশন

JSC Bangla 1st Paper MCQ Question With Answer

১. ‘মার্শাল-ল’ বলতে কী বোঝানো হয়?
ক) সামরিক আইন
খ) গণতান্ত্রিক আইন
গ) একনায়কতন্ত্র
ঘ) বিদেশিদের শাসন
সঠিক উত্তর: (ক)

২. শেখ মুজিবকে কারাবরণ করতে হয়-
i. ভাষা আন্দোলনে অংশ নেয়ায়
ii. বিভিন্ন গণতান্তিক আন্দোলনে অংশ নেয়ায়
iii. বিভিন্ন সমাজ সংস্কারমূলক আন্দোলনে অংশ নেয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩. অধিবেশনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল-
ক) করাচিতে
খ) ঢাকায়
গ) লাহোরে
ঘ) পাঞ্জাবে
সঠিক উত্তর: (খ)

৪. পাকিস্তান গণ-অভ্যূত্থান হয় কত সালে?
ক) ১৯৫২
খ) ১৯৫৪
গ) ‘১৯৬৯
ঘ) ১৯৭১
সঠিক উত্তর: (গ)

৫. ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণাটি ছিল-
i. অনিবার্য
ii. ষড়যন্ত্রমূলক
iii. উদ্দেশ্যমূলক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৬. জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন কত সালে?
ক) ১৯৬৬
খ) ১৯৬৯
গ) ১৯৭১
ঘ) ১৯৭৫
সঠিক উত্তর: (খ)

৭. বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে কত মিনিটের ভাষণ দেন?
ক) ১৮ মিনিটের
খ) ১৯ মিনিটের
গ) ২০ মিনিটের
ঘ) ২২ মিনিটের
সঠিক উত্তর: (ক)

৮. ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না’-তবে শেখ মুজিবুর রহমান কী চান?
ক) রাষ্ট্রপতি
খ) নির্বাচন
গ) মানুষের অধিকার
ঘ) বাংলার স্বাধীনতা
সঠিক উত্তর: (গ)

৯. কোন পাকিস্তানি শাসক ক্ষমতায় এসে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন?
ক) জুলফিকার আলী বুট্টো
খ) ইয়াহিয়া খান
গ) রাও ফরমান আলী
ঘ) আইয়ুব খান
সঠিক উত্তর: (খ)

১০. ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের সময়কাল কতক্ষণ?
ক) ১৪ মিনিট
খ) ১৬ মিনিট
গ) ১৮ মিনিট
ঘ) ২০ মিনিট
সঠিক উত্তর: (গ)

১১. ৬ দফা আন্দোলনে কিসের দাবি ছিল?
ক) স্বাধীনতার দাবি
খ) গণতন্ত্রের দাবি
গ) স্বায়ত্তশাসনের দাবি
ঘ) রাষ্ট্রভাষার দাবি
সঠিক উত্তর: (গ)

১২. ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণাটি ছিল-
i. অনিবার্য
ii. ষড়যন্ত্রমূলক
iii. উদ্দেশ্যমূলক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৩. বাঙালিদের হাতে পাকিস্তানিদের ক্ষমতা হস্তান্তর না করার সিদ্ধান্ত ছিল-
i. অন্যায্য
ii. অগণতান্ত্রিক
iii. অপরিহার্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৪. বঙ্গবন্ধুর পিতার নাম কী?
ক) শেখ লুৎফর রহমান
খ) শেখ বাহাউদ্দীন রহমান
গ) শেখ আনিসুজ্জামান
ঘ) শেখ ফরিদউদ্দীন
সঠিক উত্তর: (ক)

১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম কী?
ক) সাহারা খাতুন
খ) সাবেরা খাতুন
গ) সাবরিনা খাতুন
ঘ) সাহেরা খাতুন
সঠিক উত্তর: (ঘ)

১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদেরকে ভাই বলে অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দিয়েছে-
i. স্বদেশি-বিদেশি
ii. বাঙালি-অবাঙালি
iii. হিন্দু-মুসলমান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭. বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি কোন সম্বোধনসূচক শব্দগুচ্ছ দিয়ে শুরু করেছেন?
ক) প্রিয় দেশবাসী
খ) সম্মানীত দেশবাসী
গ) ভাইয়েরা আমার
ঘ) বিপ্লবী বন্ধুগণ
সঠিক উত্তর: (গ)

১৮. বঙ্গবন্ধুর ভাষণটি বর্তমানে যে মর্যাদায় প্রতিষ্ঠিত ও বিখ্যাত-
i. ভাবালুতা ও স্বপ্ন-কাল্পনিক ভাষণ
ii. ঐতিহাসিক ভাষণ
iii. ৭ই মার্চের ভাষণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১৯. রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক কেন্দ্র কোনটি?
ক) সচিবালয়
খ) প্রধানমন্ত্রীর কার্যালয়
গ) জন প্রশাসন বিভাগ
ঘ) উচ্চ আদালত
সঠিক উত্তর: (ক)

২০. রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক কেন্দ্র হলো-
i. সচিবালয়
ii. ওয়াপদা
iii. সেক্রেটারিয়েট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২১. ইয়াহিয়া খানের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পেছনে কারণ হলো আইয়ুব খানের-
ক) পদত্যাগ
খ) ক্ষমতাচ্যুতি
গ) অসুস্থতা
ঘ) মৃত্যু
সঠিক উত্তর: (খ)

২২. বঙ্গবন্ধুর সঙ্গে পরামর্শ না করে ইয়াহিয়া খান কয় ঘন্টার গোপন বৈঠক করেন?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
সঠিক উত্তর: (গ)

২৩. শেখ মুজিবুর রহমান কখন রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন?
ক) ছাত্র জীবনে
খ) কারাগারে থাকাকালীন
গ) দেশ বিভাগের সময়
ঘ) ভাষা আন্দোলনের সময়
সঠিক উত্তর: (ক)

২৪. বঙ্গবন্ধু সামরিক বাহিনীর লোকদের কোথায় ফিরে যেতে দাবি তুলেছিলেন?
ক) ব্যারাকে
খ) বিদেশে
গ) স্বদেশে
ঘ) যুদ্ধক্ষেত্রে
সঠিক উত্তর: (ক)

২৫. অ্যাসেম্বলি কল করেছে কত তারিখে?
ক) পনের
খ) বিশ
গ) পঁচিশ
ঘ) ত্রিশ
সঠিক উত্তর: (গ)

২৬. বাঙালির প্রতি ভুট্টো সাহেবের আচরণ কেমন ছিল?
ক) বন্ধুভাবাপন্ন
খ) তাৎপর্যহীন
গ) নেতিবাচক
ঘ) স্বাভাবিক
সঠিক উত্তর: (গ)

২৭. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি কার ভাষণের সঙ্গে তুলনা করা হয়?
ক) বিল ক্লিনটন
খ) আব্রাহাম লিংকন
গ) মার্গারেট থ্যাচজার
ঘ) গর্ভাচেভ
সঠিক উত্তর: (খ)

২৮. ভাষণে প্রত্যক গ্রামে ও মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে কী গড়ে তোলার নির্দেশ ছিল?
ক) সংগ্রাম পরিষদ
খ) যুদ্ধের দুর্গ
গ) অস্থায়ী লঙ্গারখানা
ঘ) আশ্রয় কেন্দ্র
সঠিক উত্তর: (খ)

২৯. ‘সেমি গভর্নমেন্ট’ অর্থ কী?
ক) বেসরকারি
খ) আধা-সরকারি
গ) সরকারি ও বেসরকারি
ঘ) আধা-সরকার
সঠিক উত্তর: (খ)

৩০. শেখ মুজিবুর রহমান শুত্র সম্পর্কে যা মনে রাখার জন্য বলেছেন-
i. শত্রু পেছনে ঢুকেছে
ii. নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে
iii. লুটতরাজ করবে?
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. ৬-দফা আন্দোলনে কীসের দাবি ছিল?
ক) রাষ্ট্রভাষা বাংলা করার দাবি
খ) স্বাধীনতার দাবি
গ) গণতন্ত্ররে দাবি
ঘ) স্বায়ত্ত্বশাসনের দাবি
সঠিক উত্তর: (ঘ)

৩২. ‘১৯৫২ সালে রক্ত দিয়েছি’- কিসের জন্যে?
ক) স্বাধীনতার জন্যে
খ) শিক্ষার জন্যে
গ) ভাষার জন্যে
ঘ) নির্বাচনের জন্যে
সঠিক উত্তর: (গ)

৩৩. বঙ্গবন্ধু অস্থায়ী বাংলাদেশ সরকারের কোন পদের অধিকারী হন?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) প্রধান সেনাপতি
ঘ) প্রতিরক্ষামন্ত্রী
সঠিক উত্তর: (খ)

৩৪. বঙ্গবন্ধু তাঁর ভাষণে কয় ঘন্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন?
ক) এক ঘন্টা
খ) দুই ঘন্টা
গ) তিন ঘন্টা
ঘ) চার ঘন্টা
সঠিক উত্তর: (খ)

৩৫. পাকিস্তানে মোট জনসংখ্যায় বাঙালির অবস্থান কেমন ছিল?
ক) সংখ্যালঘু
খ) সংখ্যাগুরু
গ) সংখ্যায় অর্ধেক
ঘ) সংখ্যাতীত
সঠিক উত্তর: (খ)

৩৬. কে ভুট্টো সাহেবের কথা রাখলেন?
ক) আইয়ুব খান
খ) ইস্কান্দার মির্জা
গ) জেনারেল ইয়াহিয়া খান
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: (গ)

৩৭. জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতাদেশের ঘোষণায় পূর্ব পাকিস্তানের জনগণের মনোভাব কেমন হয়?
ক) প্রতিবাদী
খ) হতাশ
গ) আনন্দিত
ঘ) অপরিবর্তিত
সঠিক উত্তর: (ক)

৩৮. বঙ্গবন্ধু দেশের মানুষকে খাজনা, ট্যাক্স বন্ধ করে দিতে বলার কারণ-
i. পাকিস্তান সরকারকে অসহযোগিতা
ii. স্বাধীকার আদায়ের সংগ্রাম
iii. অর্থনৈতিক মুক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৯. ‘জজকোর্ট’ কোন পর্যায়ের আদালত?
ক) উপজেলা আদালত
খ) জেলা আদালত
গ) উচ্চ আদালত
ঘ) সর্বোচ্চ আদালত
সঠিক উত্তর: (খ)

৪০. ১৯৭০-এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কোন দল?
ক) আওয়ামী লীগ
খ) পাকিস্তান পিপলস পার্টি
গ) জামায়াতে ইসলামী
ঘ) নেজামে ইসলাম
সঠিক উত্তর: (ক)

৪১. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণটির বক্তা কে?
ক) শেখ মুজিবুর রহমান
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) আওয়ামী লীগের নেতৃবৃন্দ
সঠিক উত্তর: (ক)

৪২. বাঙালির গণঅভ্যূত্থানে কার পতন হয়েছিল?
ক) ইস্কান্দর মির্জার
খ) আইয়ুব খানের
গ) ইয়াহিয়া খানের
ঘ) জুলফিকার আলী ভুট্টোর
সঠিক উত্তর: (খ)

৪৩. বঙ্গবন্ধু কিসের বিনিময়ে এদেশের মানুষকে মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন?
ক) অর্থের বিনিমিয়ে
খ) রক্তের বিনিময়ে
গ) সত্যের বিনিময়ে
ঘ) ঐক্যের বিনিময়ে
সঠিক উত্তর: (খ)

৪৪. অ্যাসেম্বলি বন্ধ করে দেয়ায় জনগণ রাস্তায় নামল-
i. স্বত:স্ফূর্তভাবে
ii. বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে
iii. নিতান্ত অনিচ্ছায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪৫. ৭ই মার্চ বঙ্গবন্ধু আনুমানিক কত লোকের উপস্থিতিতে ভাষণ দেন?
ক) ১ লক্ষ
খ) ৫ লক্ষ
গ) ১০ লক্ষ
ঘ) ১৫ লক্ষ
সঠিক উত্তর: (গ)

৪৬. ঢাকার রেসকোর্স ময়দান বর্তমানে কোনটি?
ক) ভিক্টোরিয়া পার্ক
খ) রমনা পার্ক
গ) সোহরাওয়ার্দী উদ্যান
ঘ) পল্টন ময়দান
সঠিক উত্তর: (গ)

৪৭. আব্রাহাম লিংকন তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন-
ক) গেটিসবার্গে
খ) ফ্লোরিডায়
গ) ওয়াশিংটনে
ঘ) হনুলুলুতে
সঠিক উত্তর: (ক)

৪৮. আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র ব্যবহৃত হয়েছে-
i. দেশ রক্ষার জন্য
ii. সংগ্রামী জনতার ওপর
iii. নিরস্ত্র মানুসের ওপরে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৯. কত তারিখে কর্মচারীদের গিয়ে বেতন নিয়ে আসতে নির্দেশ দেন বঙ্গবন্ধু?
ক) ১ তারিখ
খ) ৭ তারিখ
গ) ১০ তারিখ
ঘ) ২৮ তারিখ
সঠিক উত্তর: (ঘ)

৫০. ‘জজকোর্ট’ বলতে কোনটিকে বোঝায়?
ক) জেলা আদালত
খ) সর্বোচ্চ আদালত
গ) উচ্চ আদালত
ঘ) নিম্ন আদালত
সঠিক উত্তর: (ক)

৮ম শ্রেনির বাংলা ১ম পত্রের অনেকগুলো MCQ সাজেশন পেতে নিচের পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

📝 সাইজঃ- 283 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 7

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here