জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় – ১৩: বঙ্গভূমির প্রতি এর সকল তথ্য ও MCQ প্রশ্নোত্তর PDF ডাউনলোড করুন

অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র- অধ্যায় – ১৩: বঙ্গভূমির প্রতি এর বহুনির্বাচনী সাজেশন

JSC Bangla 1st Paper MCQ Question With Answer

১. ‘শমন’ শব্দটির অর্থ কী?
ক) মৃত্যুর দেবতা
খ) মৃত্যুর আদেশ
গ) মৃত্যু ভয়
ঘ) মৃত্যু কামনা
সঠিক উত্তর: (ক)

২. ‘তবে যদি দয়া কর’-এখানে কার কাছে দয়া চাওয়া হয়েছে?
ক) মক্ষিকা
খ) অমৃত-হ্রদ
গ) বঙ্গভূমি
ঘ) বিদেশ
সঠিক উত্তর: (গ)

৩. নরকুলে ধন্য কে?
ক) ক্ষমতাবান ব্যক্তি
খ) দীর্ঘজীবী মানুষ
গ) যিনি কীর্তিমান
ঘ) মন্দিরের সেবক
সঠিক উত্তর: (গ)

৪. কোথায় না গেলে কবি হওয়া যাবে না বলে মাইকেল মধুসূদন দ্ত্ত মনে করেছিলেন?
ক) বিলেত
খ) লন্ডন
গ) ভার্সাই
ঘ) জার্মান
সঠিক উত্তর: (ক)

৫. ‘একেই কি বলে সভ্যতা’ মাইকেলের কী জাতীয় রচনা?
ক) নাটক
খ) কাব্যগ্রন্থ
গ) প্রহসন
ঘ) মহাকাব্য
সঠিক উত্তর: (গ)

৬. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি নিজেকে মনে করেছেন বঙ্গভূমির-
ক) জনক
খ) সন্তান
গ) অভিভাবক
ঘ) সেবক
সঠিক উত্তর: (খ)

৭. পরদেশে গেলে মানুষের মাঝে দেখা যায়-
i. স্বদেশ প্রীতি
ii. স্মৃতিকাতরতা
iii. মাতৃভূমির প্রতি তীব্র আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. ‘বর’ শব্দের অর্থ কী?
ক) বরষ্য
খ) আশীর্বাদ
গ) বৃষ্টি
ঘ) বাদল
সঠিক উত্তর: (খ)

৯. কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান-
i. বসন্তে
ii. শরতে
iii. হেমন্তে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১০. ‘প্রবাসে দৈবর বশে, জীব-তারা যদি খসে’-এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. পরবাসে খ্যাতি অর্জন করা
ii. প্রবাসে মৃত্যুবরণ করা
iii. বিদেশে আয়ু শেষ হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১১. “সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ।” এ অংশে ‘সাধিতে’ বলতে বোঝানো হয়েছে-
ক) সাধনা করতে
খ) ইচ্ছা করতে
গ) ধর্‌না দিতে
ঘ) সাহায্য করতে
সঠিক উত্তর: (ক)

১২. ‘পরমাদ’ বলতে বোঝানো হয়েছে-
i. আত্মপ্রসাদ
ii. প্রসাদ
iii. ভুল-ভ্রান্তি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. ‘বুড় শালিকের ঢ়াড়ে বোঁ’ মাইকেলের কী জাতীয় রচনা?
ক) নাটক
খ) কাব্যগ্রন্থ
গ) প্রহসন
ঘ) মহাকাব্য
সঠিক উত্তর: (গ)

১৪. দেহকে কবি কার সঙ্গে তুলনা করেছেন?
ক) আকাশ
খ) বাতাস
গ) পাহাড়
ঘ) সমুদ্র
সঠিক উত্তর: (ক)

১৫. ‘অমৃত’ শব্দের বিপরীতার্থক শব্দ নিচের কোনটি?
ক) মৃত
খ) গরল
গ) জহর
ঘ) বিষ
সঠিক উত্তর: (খ)

১৬. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় রূপকাশ্রিত পদ হলো-
i. জীবন-নদ
ii. অমৃত-হ্রদ
iii. দেহ-আকাশ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭. মাইকেল মধুসূদন দত্ত কেমন লেখক?
ক) প্রথাবিরোধী
খ) গতানুগতিক
গ) বিপ্লবী
ঘ) মার্কস বাদী
সঠিক উত্তর: (ক)

১৮. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় খুঁজে পাওয়া যায় কবি মধুসূদনের-
i. বিদ্রোহী স্বরূপ
ii. বিনয়ী রূপ
iii. শ্রদ্ধাশীল স্বরূপ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
ক) পদ্মাবতী
খ) কৃষ্ণকুমারী
গ) বীরাঙ্গনা
ঘ) মেঘনাদবধ কাব্য
সঠিক উত্তর: (ঘ)

২০. ‘রেখো মা দাসেরে মনে’-এখানে ‘দাস’ বলতে কবি বুঝিয়েছেন-
ক) নিজেকে
খ) চাকরকে
গ) জন্মভূমিকে
ঘ) সেবককে
সঠিক উত্তর: (ক)

২১. ‘রেখো, মা, দাসেরে মনে’- এ ইক্তিতে প্রকাশ পেয়েছে-
i. স্বদেশের প্রতি কবির শ্রদধা
ii. স্বদেশের প্রতি কবির অহমিকা
iii. স্বদেশের প্রতি কবির বিনয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২২. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির মধ্যে নিচের কোন গুণটি প্রকাশ পেয়েছে?
ক) স্নেহশীলতা
খ) বিনয়
গ) শ্রদ্ধাশীলতা
ঘ) সততা
সঠিক উত্তর: (খ)

২৩. যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন?
ক) আহসান হাবীব
খ) শামসুর রাহমান
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) জসীমউদ্‌দীন
সঠিক উত্তর: (গ)

২৪. কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান-
i. বসন্তে
ii. শরতে
iii. হেমন্তে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. কখন থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হবার তীব্র বাসনা ছিল?
ক) শৈশব
খ) কৈশোর
গ) যৌবন
ঘ) বার্ধক্য
সঠিক উত্তর: (ক)

২৬. কোন বানানটি সঠিক?
ক) মনকোকনদ
খ) মন:কোকনদ
গ) মনকোনদ
ঘ) মন:ককনদ
সঠিক উত্তর: (খ)

২৭. ‘জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে?’-এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. মানুষ মরণশীল
ii. জীবন ক্ষণস্থায়ী
iii. প্রবাসীরা যশস্বী হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৮. ‘বর’ শব্দের অর্থ কী?
ক) বিশাল
খ) আশীর্বাদ
গ) বৃষ্টি
ঘ) বাদল
সঠিক উত্তর: (খ)

২৯. ‘নরকুল’ -এর আশ্রয় কোনটি বলে তুমি মনে কর?
ক) জীবলোক
খ) পৃথিবী
গ) বেহেশত
ঘ) নরক
সঠিক উত্তর: (খ)

৩০. ‘বীরাঙ্গনা’ মাইকেল মধুসূদন দত্তের কী জাতীয় রচনা?
ক) পত্রকাব্য
খ) মহাকাব্য
গ) প্রহসন
ঘ) নাটক
সঠিক উত্তর: (ক)

৩১. পরদেশে গেলে মানুষের মাঝে দেকা যায়-
i. স্বদেশপ্রীতি
ii. স্মৃুতিকাতরতা
iii. মাতৃভূমির প্রতি তীব্র আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. লোকে যারে নাহি ভুলে তাকে সবাই মনের কোথায় সেবা করে?
ক) প্রবাসে
খ) মন্দিরে
গ) চরণে
ঘ) বসন্তে
সঠিক উত্তর: (খ)

৩৩. অমৃত হ্রদে পড়লে কী গলে না?
ক) মূষিক
খ) ইঁদুর
গ) মক্ষিকা
ঘ) মাকড়সা
সঠিক উত্তর: (গ)

৩৪. ‘কোকনদ’ শব্দের অর্থ কী?
ক) লাল পদ্ম
খ) নীলপদ্ম
গ) শ্বেতপদ্ম
ঘ) জলপদ্ম
সঠিক উত্তর: (ক)

৩৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি হলো-
ক) শর্মিষ্ঠা
খ) পদ্মাবতী
গ) কৃষ্ণকুমারী
ঘ) বীরাঙ্গনা
সঠিক উত্তর: (গ)

৩৬. ‘যাচিব যে তব কাছে।’ এখানে যাচিব বলতে কী বোঝানো হয়েছে?
ক) যাচাই করব
খ) উপস্থাপন করব
গ) প্রার্থনা করব
ঘ) জোর করব
সঠিক উত্তর: (গ)

৩৭. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক?
ক) সাজাহান
খ) রক্তকরবী
গ) শর্মিষ্ঠা
ঘ) জমিদার দর্পণ
সঠিক উত্তর: (গ)

৩৮. “জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে?” এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. মানুষ মরণশীল
ii. জীবন ক্ষণস্থায়ী
iii. প্রবাসীরা হয় যশস্বী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
ক) পদ্মাবতী
খ) কৃষ্ণকুমারী
গ) বীরাঙ্গনা
ঘ) মেঘনাদবধ কাব্য
সঠিক উত্তর: (ঘ)

৪০. আধুনিক বাংলা কবিতার জনক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: (গ)

৪১. ‘মানস’ শব্দের অর্থ কী?
ক) সরোবর
খ) মন
গ) মস্তিষ্ক
ঘ) মধু
সঠিক উত্তর: (খ)

৪২. ‘পরমাদ’ শব্দটির অর্থ কী?
ক) পরমানন্দ
খ) ভুল-ভ্রান্তি
গ) পরমায়ু
ঘ) লালপদ্ম
সঠিক উত্তর: (খ)

৪৩. নরকুলে ধন্য কে?
ক) ক্ষমতাবান ব্যক্তি
খ) দীর্ঘজীবী মানুষ
গ) যিনি কীর্তিমান
ঘ) মন্দিরের সেবক
সঠিক উত্তর: (গ)

৪৪. ‘রেখো মা দাসেরে মনে’- এখানে ‘দাস’ বলতে কবি বুঝিয়েছেন-
ক) নিজেকে
খ) চাকরকে
গ) জন্মভূমিকে
ঘ) সেবককে
সঠিক উত্তর: (ক)

৪৫. ‘চিরস্থির কবে’ ক্ষুদ্র চরণটির শেষ শব্দ হলো-
ক) পীর
খ) বীর
গ) নীর
ঘ) তীর
সঠিক উত্তর: (গ)

৪৬. শৈশব থেকে মধুসূদনের মনে কী হওয়ার তীব্র বাসনা ছিল?
ক) ব্যবসায়ী
খ) শিক্ষক
গ) কবি
ঘ) লেখক
সঠিক উত্তর: (গ)

৪৭. কবি জন্মভূমির নিকট তাঁর যা নেই বলে অকপটে প্রকাশ করেছেন-
ক) জ্ঞান
খ) গুণ
গ) মেধা
ঘ) প্রতিভা
সঠিক উত্তর: (খ)

৪৮. দেশ জননী কবিকে মনে রাখলে তিনি কিসে ভয় পান না?
ক) প্রবাসে
খ) শমনে
গ) শরদে
ঘ) মানসে
সঠিক উত্তর: (খ)

৪৯. জীবন রক্রষা করে এমন বস্তুকে বলা হয় নিচের কোনটি?
ক) অমৃত
খ) গরল
গ) জহর
ঘ) বিষ
সঠিক উত্তর: (ক)

৫০. কবি মাতৃভূমির স্মৃতিপটে কেমন করে ফুটে থাকতে চান?
ক) পদ্মফুলের মতো
খ) গোলাপের মতো
গ) দেশপ্রেমিকের মতো
ঘ) যোদ্ধার মতো
সঠিক উত্তর: (ক)

৮ম শ্রেনির বাংলা ১ম পত্রের অনেকগুলো MCQ সাজেশন পেতে নিচের পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিন

PDF File Download From Here

📝 সাইজঃ- 266 KB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 6

Download From Google Drive

Download

  Direct Download 

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here