বাংলা সাহিত্য ও ব্যাকরণ

সহজে মনে রাখুন সমজাতীয় বাগধারা | বাগধারা মনে রাখার সহজ উপায়/টেকনিক | Easy Way to Learn Bengali Idioms

সহজে মনে রাখুন সমজাতীয় বাগধারা | বাগধারা মনে রাখার সহজ উপায়/টেকনিক

চাকরির পরীক্ষাসহ সকল প্রতিযোগীতামূলক পরীক্ষায়ই বাগধারা ২/১ টা আসে। বইয়ে অনেকগুলো বাগধারা থাকায় সেগুলো মনে রাখা অনেকটা কষ্টকর। নিচের পদ্ধতির সাহায্যে মনে রাখার চেষ্টা করুন।

Like Our Page Join Our Group

০১। অসম্ভব জিনিস= আকাশ কুসুম, কাঁঠালের আমস্বত্ব, কুমিরের সান্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি।

০২। অপদার্থ= অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঁঠের ঢেঁকি, ঢেঁকির কুমির,কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের গোবর।

০৩। নির্বোধ= অসাকান্ত/অঘাচণ্ডী, অঘারাম/অহারাম, ঢেঁকি অবতার, বুদ্ধির ঢেঁকি।

০৪। শেষ বিদায় বা মৃত্যু= অগ্যস্ত যাত্রা, পটল তোলা, অনন্ত শয্যা, ভবলীলা সাঙ্গ হওয়া, পঞ্চত্ব প্রাপ্তি, অক্কা পাওয়া।

০৫। অকর্মণ্য= অপোগণ্ড, কুমড়ো কাটা বটঠাকুর, গোবর গণেশ, ঠুটো জগন্নাথ।

০৬। হতভাগ্য= অষ্টকপাল, কাঁজি ভক্ষণ নামে গোয়ালা, হাড় হাভাতে, কপাল পোড়া।

০৭। ভীষণ শত্রুতা= অহি নকুল, দা কুমড়া, আদায় কাঁচকলায়, সাপে নেউলে।

০৮। দুর্লভ বস্তু= আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের চোখ।

০৯। সুন্দর মিল= আম দুধে মেশা, সোনায় সোহাগা, মাণিকজোড়, মণিকাঞ্চনযোগ।

১০। মন্দভাগ্য= ইঁদুর কপালে, আটকপালে, খ-কপাল।

১১। অলস= গোঁফ খেজুরে, ঢিমে তেতালা, চিনির পুতুল, ননীর পুতুল।

১২। দুর্বল= আটাশে ছেলে, উনপাঁজুরে।

১৩। বেহায়া= কানকাটা, চশমখোড়, দুকান কাটা।

১৪। অত্যন্ত কৃপণ= কঞ্জুসের ডাণ্ডাখোর, কিপটের জাসু, হাত ভাড়ি, হাতে জল না লাগা।

১৫। তোষামুদে= খয়ের খাঁ, ধামাধরা, ঢাকের কাঁঠি।

১৬। অলীক কল্পনা= দিবাস্বপ্ন, শূন্যে সৌধ নির্মাণ করা।

১৭। অবজ্ঞা করা= নাক উচানো, নাক সিঁটকানো।

১৮। উভয় সঙ্কট= জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুচো গেলা।

১৯। সুসময়ের বন্ধু= দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী।

২০। ভণ্ড= বক ধার্মিক, ভিজে বিড়াল, বর্ণচোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ।

২১। অপব্যয়= ভুতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘি ঢালা, হরিলুট।

২২। লাজুক= মুখচোরা, মেনিমুখো।

Like Our Page Join Our Group

২৩। একমাত্র অবলম্বন= সবে ধন নীলমণি, অন্ধের
যষ্ঠি।

২৪। সৌভাগ্য= একাদশে বৃহস্পতি, কপাল ফেরা।

Related posts

কবি-সাহিত্যিক ও রাজনৈতিক ব্যাক্তিদের খ্যাতনামা উপাধিগুলো কে কাকে দিয়েছিল জেনে নিন

Admin

বাংলা সাহিত্যের পঞ্চ পান্ডব সম্পর্কে A to Z তথ্য +MCQ এর PDF Download

Admin

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু কাব্য,পত্রকাব্য,কবিতা, নাটক এবং উপন্যাস রচনার পেছনের রহস্য | বিসিএস পরীক্ষা প্রস্তুতি

Admin

পল্লীকবি জসীম উদ্দিনের জীবনী থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরিক্ষার বিগত বছরের সকল প্রশ্নোত্তর একসাথে

Admin

কাজী নজরুল এর জীবনী থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরিক্ষার বিগত বছরের সকল প্রশ্নোত্তর একসাথে

Admin

চর্যাপদ থেকে বিসিএস ও চাকরির পরীক্ষার বিগত বছরের সকল প্রশ্নোত্তর একসাথে

Admin

পোস্টটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করুন।