Each এবং Every এর মধ্যে পার্থক্য কি? | Difference between Each & Every

Each and Every এর অর্থ এক রকম হলেও এদের ব্যবহারের ভিন্নতা রয়েছে। অাজকে আ্মরা আলোচনা করবো Each এবং Every এর ব্যবহারগত পার্থক্য নিয়ে।

? (i) প্রতিটি ব্যাক্তি/বস্তুকে আলাদা আলাদা (one by one) করে বোঝাতে Each ব্যবহৃত হয়।
→ একটি গ্রুপ বা দল আকারে প্রকাশ করলে Every ব্যবহৃত হবে।
Example
i)Study each sentence carefully (study one by one)
ii)Every sentence must have a verb. (all sentence in general)

? (ii) দুটি বস্তুর মাঝে বোঝাতে each ব্যবহৃত হয়। এক্ষেত্রে Every use করা যাবে না।
Example: In a cricket match each team has 11 players.

? (iii) কোন কাজ নিয়মিত হয় অর্থাৎ(প্রতি দিন, প্রতি বছর, প্রতি ১০ মিনিটে ইত্যাদি) বোঝাতে অথবা কখন বা কত বিরতিতে হয় বোঝাতে Each ব্যবহার না করে Every ব্যবহার করতে হবে
Example : There is a bus every 10 minutes.

? (iv) আমরা sentence এ each একাএকা ব্যবহার করতে পারি। কিন্তু Every এভাবে ব্যবহার করা যাবে না।
Example: None of the rooms were the same. Each was different.

? (v) Each এর পূর্বে Antecedent না থাকলে Verb সবসময় Singular হয়।

Example: Each of the students has appeared in the examination.

? (vi) Each এর Antecedent Plural হলে Verb ও Plural বসবে।

Example: The Students each have done their duties.

[Relative Pronoun যে Noun বা Pronoun কে নির্দেশ করে তাকে Antecedent বলে।]

group Banner

নিচের উদাহরণগুলোতে একটু চোখ ‍বুলিয়ে নিনঃ

  • Study each sentence carefully. (individual)
  • Each player played well. (Individual’s performance)
  • Each of the children received gifts.
  • He met each of the team members personally.
  • There are two boys. Each is smiling
  • In a football match, each team has 11 players.
  • He carried a bag in each hand. (always use each for two things)
  • have read every book in the library. (as there are a lot of books in the library)
  • Every house in the town is painted white. (there are many houses in the town)
  • She plays tennis every Sunday. (how often something happens)
  • I wash my car every month. (frequency)
  • The manager wants to speak to every employee in the office.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here