খুব সহজে Adverb চেনার উপায় | Adverb বা ক্রিয়া-বিশেষণ কাকে বলে? Adverb কত প্রকার ও কি কি?

Adverb চেনা নিয়ে সমস্যায় পড়েনি এমন কেউ নেই। আজকের লেখাটিতে আমরা Adverb সম্পর্কে  বিস্তারিত  জানবো। পুরো লেখাটি মনযোগ দিয়ে পড়ুন। লেখাটির শেষের দিকে কিভাবে Adverb খুব সহজে চেনা যায় সে সম্পর্কে শর্টকাট টিপস দেওয়া হয়েছে।

Adverb বা ক্রিয়া-বিশেষণ কাকে বলে? Adverb কত প্রকার ও কি কি?

Adverb একটি part of speech যা একটি verb, adjective অথবা অন্য একটি adverb কে বর্ণনা করে। এটি কখন? /কোথায়? / কিভাবে? / কি উপায়ে? / এবং কি পরিমাণে? এই প্রশ্নগুলোর উত্তর দেয়।

An adverb is a word that describes a verb, adjective or another adverb. Adverbs mainly modify manner, place, time, frequency, etc. It answers questions like when?/where?/how?/ in what way?/ and to what extent?

Example:

  • The girl speaks fluently in English.

এখানে “fluently” বর্ণনা করছে “the girl” কিভাবে English এ কথা বলছে । তাই এটি একটি  adverb.

  • The tea is very hot.

এখানে “very “ বর্ণনা করছে চা কতটা গরম । তাই এটি একটি  adverb.

  • The boy is running so fast.

এখানে “so” বর্ণনা করছে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে এবং “fast” বর্ণনা করছে ছেলেটি কিভাবে দৌড়াচ্ছে । উভয়েই adverb, “so” modify করছে আরেকটি adverb “fast” কে এবং “fast” modify করছে একটি verb “run” কে ।

Classification/ Types of Adverbs:

Adverbs can be classified in different ways. These are discussed below.

Adverb কে বিভিন্নভাবে বিভক্ত করা যায় । এগুলো নিচে বর্ণনা করা হলো ।

  • Adverb of time
  • Adverb of place
  • Adverb of manner
  • Adverb of frequency
  • Affirmative or Negative Adverb

Adverb of time:

যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে । এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয় ।

An adverb which tells us when something is done is called Adverb of time. It can be used at the beginning or the end of a sentence.

Adverbs of time: Yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc are common.

Examples:

  • I will go to the varsity today.
  • Always speak the truth.
  • I should go there immediately.

Adverb of place:

যে adverb কোনকিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে । এটা verb এর পরে, direct object হিসাবে অথবা sentence এর শুরুতে ব্যবহৃত হয় ।

An adverb which tells us where something is done or happened is called Adverb of place.  It can be used after the verb as a direct object or at the beginning of a sentence.

Adverbs of place: Here, above, below, under, upstairs, there, over there, etc.

Examples:

  • I will go upstairs to see her.
  • I like to have my lunch here.
  • They are sitting under the tree.

Adverb of manner:

যে adverb কোনোকিছু কিভাবে হয়/হচ্ছে/হবে তা ব্যখ্যা/উল্লেখ করে তাকে Adverb of manner বলে ।

An adverb which tells us how something is done is called Adverb of manner.

Most of these adverbs have “ly” at its end such as, quickly, slowly, happily, badly, etc. Fast, hard, well, etc. are also adverbs of manner.

Examples:

  • Inflation badly affected our economy.
  • The man has to work hard to get a promotion.
  • I tried to sing well in the program.

Adverb of degree:

যে adverb কোনোকিছু কি পরিমাণে/কতটুকু ঘটেছে তা বোঝায় তাকে Adverb of degree বলে ।

An adverb which tells us the level or the extent that something is done is called Adverb of degree.

Adverbs of degree: So, very, quite, really, too, almost, much, nearly, etc.

Examples:

  • The work is almost done.
  • The book is really interesting.
  • I am very happy to hear this good news.

Adverb of frequency:

যে adverb কোনকিছু কতবার বা কত সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে ।

An adverb which tells us how often something is done is called Adverb of frequency.

Adverbs of frequency: Weekly, twice, sometimes, never, always, generally, usually, nearly, again, ever, hardly ever, etc.

Examples:

  • I have never been to that place.
  • Always wear a smile on your face.
  • Sometimes I feel nostalgic while listening to an old song.

Affirmative or Negative Adverb:

এটা কোনকিছু সত্য কি মিথ্যা  তা বলে অথবা কোনোকিছুর উপর গুরুত্ব আরোপ করে

It tells whether a thing is true or false or it emphasizes a matter. Truly, Especially, never, etc. are examples of affirmative or negative adverbs.

Examples:

  • Truly, I want her to be here.
  • She especially mentioned her name.
  • Never tell a lie.

যেভাবে খুব সহজে Adverb চিনবেন

Adverb এর Identification টা অনেকের কাছে কঠিন মনে হয়। চলুন দেখি টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি কি না। মনে রাখবেন, কখন, কোথায়, কেন, শর্ত, কারণ, ফলাফল ইত্যাদি বুঝালে Adverb হয়। Adverb সময়, স্থান, ধরণ, সংখ্যা, পরিমাণ, কারণ, উদ্দ্যেশ্য, শর্ত এবং বৈপরীত্ব প্রকাশ করতে পারে। Adverb এর প্রকারভেদ গুলো নিচের টেকনিক দিয়ে মনে রাখতে পারি।

DR সাহেব CCTV তে MP সাহেব কে দেখে টিভি OF করে চেয়ার থেকে উঠে দাড়ালো।

D=Degree :- Very, Much, Partly, Wholly,Extremely, Too,Quiet, Twice, Almost etc.
R=Reason:- as, so, because,since,Therefore, Accordingly,Consequently, That is why etc.
C= Condition:- If, Unless etc.
C=Contrast:- Though, Although etc.
T=Time:- Now, Then, Soon, early etc.
M=Manner:- Slowly, Quickly, Surely, Probably etc.
P=Place:-Here, There, Far, near etc.
O=Order:- First, second, Third, Firstly, Secondly, Thirdly etc.
F=Frequency:- Once, Twice, often, Seldom, Again, Rarely, Hardly etc.

Adverb চেনার আরো কিছু উপায়:-
১. বাক্যের শেষে যখন Preposition আসে তখন Adverb হিসাবে ব্যবহৃত হয়। যেমন:- He went up. এখানে Up হচ্ছে Adverb.
২. সাধারণত -ly যুক্ত সকল শব্দই Adverb ( কিছু ব্যাতিক্রম আছে)
৩. বাক্যে Preposition, Possessive, Article, Adjective, Determiner ইত্যাদির পর যদি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে Adverb, দ্বিতীয়টি Adjective, তৃতীয়টি Noun. যেমন
I have a red color pen.

এখানে Article a এর পর তিনটা শব্দ আছে। তাই প্রথম শব্দ Red হচ্ছে Adverb.

৪. Linking Verb এর পর যদি কোন Noun,Pronoun বা Preposition থাকে, তাহলে এরপরের শব্দটি হবে Adverb. যেমন He looks Careful, এখানে Careful, Adjective. কিন্তু যদি হয় He looks after, তখন Careful না হয়ে Carefully হবে। কারণ এখানে look verb টির পর preposition হিসেবে After চলে আসছে। তাই Adverb হিসেবে Carefully আসছে।

৫. কোন একটা Sentence এ যদি একাধিক Adverb থাকে তাহলে সেগুলো একটা নির্দিষ্ট order মেনে চলে। আর তা হলো Manner+Place+Time সংক্ষেপে MPT সিরিয়ালে চলে। যেমন Jannat Works sincerely in his office everyday.
এখানে Sincerely হচ্ছে Manner, in his office হচ্ছে Place এবং Everyday হচ্ছে Time.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here