Subjunctive Verb কাকে বলে?Subjunctive Verb এর সহজ নিয়ম ও ব্যবহার

ইংরেজি ব্যাকরণ – Subjunctive মনে রাখার টেকনিক

Definition and Examples of Subjunctive Mood in Bangla

Subjunctive verb-এর একটি special form. এর structure টা খুব সহজ। present tense-এর ক্ষেত্রে infinitive থেকে to বাদ দিলে যেই verb টা থাকে সেটা হল subjunctive. Subjunctive- এর ক্ষেত্রে parson-এর কোন প্রভাব থাকে না। অর্থাৎ parson যাই থাকুক না কেন verb-এর কোন পরিবর্তন হবে না। এর কারণ হল subjunctive এর verb-টি এখানে main verb নয়।

সংক্ষেপে বলতে গেলে Subjunctive হল বিশেষ কিছু verb, Noun এবং expression কে বোঝায় যারা বাক্যে verb এর বিশেষ অবস্থা গ্রহণ করে অর্থাৎ verb এর সাথে Auxiliary / s , es / ing / past form হয় না।

এরা কোন Sentence এ ব্যবহৃত হলে সে  Sentence টির অর্থ দাড়ায়  that যুক্ত  clause এর   subject কাজটি ( that যুক্ত clause এর  verb টি) সম্পাদন করুক।

Example : The  teacher   advises  that  Mina   learn  the lesson.

এই Sentence টিতে   advises শব্দটি থাকায় তার ( Sentence টির) অর্থ দাড়ায়   Mina  lesson টি শিখুক।

নিচের এই word গুলোকে  subjunctive বলেঃ

1. The list of verbs: ask / demand / desire / insist / prefer / propose / recommend / request / require / suggest / urge etc

2. The list of Nouns: demand / insistence / preference / proposal / recommendation / request / requirement / suggestion etc

3. The list of expression: essential / imperative / important / necessary / urgent etc

এখন কথা হল কখন subjunctive ব্যবহার করতে হবে? Subjunctive ব্যবহারের নিয়মঃ

Rule 1.  That  clause যখন  active voice: That  clause এর verb-টি  active voice এ থাকলে শুধু base form বা present form বসবে। কোন auxiliary  verb ব্যবহার করা যাবে না। অর্থাৎ (  subjunctive word ——————–+ that + sub+ verb ( base form ) +  ext .)

Example: The  doctor  suggested  that his  patient  stop  smoking

We proposed  that Rony  take  a vacation

She ignored the suggestion that she get more exercise.

It is necessary that he find the books

It was urgent that she leave at once.

Rule 2.  That clause যখন passive voice: That clause এর verb টি   passive voice এ থাকলে শুধু  be+ verb(past participle form )  বসবে। কোন Auxiliary  verb ব্যবহার করা যাবে না। অর্থাৎ (Subjunctive world ——————–+ that + sub+ verb (base participle form) + ext. )

Example:  The   doctor suggested  that   smoking  be  given up

Rule 3.  That clause যখন negative: That clause এর   verb টি negative হলে not + verb (base form) বসবে। কোন auxiliary   verb ব্যবহার করা যাবে না। অর্থাৎSubjunctive world ——————–+ that + sub+ not+ verb (base form) + ext.)

Example: The   doctor suggested that he not smoke

I propose that the teachers not attend the students’ gathering.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here