সহজে Confusing Verb গুলোর সঠিক ব্যবহার শিখুন | Common Mistakes in the Use of Verbs | ১ম পর্ব

দেবাশীষ ঘোষঃ “ইংরেজি গ্রামার” এর অনেক বিষয় আমাদের কাছে অস্পষ্ট মনে হয়। তার মধ্যে একটি হলো Confusing  Verbs। অর্থগত দিক দিয়ে দেখতে একই রকম হলেও ব্যবহারিক দিক থেকে English Grammar এ এদের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। এধরণের Verb গুলো ব্যবহার করতে গিয়ে আমরা প্রায়ই ভূল করে থাকি। আজ আমি এরকমই কিছু Confusing Verb এর বাংলা অর্থ, ব্যাখ্যাসহ উদাহরনের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আমি ধারাবাহিকভাবে পর্ব আকারে বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। আজ প্রথম পর্ব দেয়া হলো।

01. Say ও Tell-এর মধ্যে পার্থক্য কী?

Present – Past –  Past.P.
Say   –    said   –   said
Tell   –    told    –   told

দুটো শব্দের অর্থই হচ্ছে “বলা”। অর্থের দিক থেকে এদের মধ্যে কেনো পার্থক্য নেই। কিন্তু ব্যবহারে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। Tell হচ্ছে Transitive Verb, অর্থাৎ এটার পরে Object লাগবে। অপরদিকে Say হচ্ছে Intransitive Verb যার পরে Object লাগবে না। যেমনঃ
The teacher tells us the story.
The teacher says that it is an interesting story.
এখানে us হচ্ছে Object যেখানে tell হলো Transitive Verb. আর, say-এর পর Object হয় নি কারন এটি Intransitive Verb.

Incorrect: Joya said him that she would meet us here.
Correct: Joya told him that she would meet us here.

Incorrect: Nipa told that she would call before she came.
Correct: Nipa said that she would call before she came.

02. Lay ও Lie-এর মধ্যে পার্থক্য কী?

Present – Past –  Past.P.
Lay    –     laid   –   laid
Lie    –      lay    –    lain

Lay অর্থ হচ্ছে “রাখা”, আর Lie অর্থ হচ্ছে ”বিশ্রাম করা” এখানে Lay হচ্ছে Transitive Verb, অর্থাৎ এটার পরে Object লাগবে। অপরদিকে Lie হচ্ছে Intransitive Verb যার পরে Object লাগবে না। যেমনঃ
He lays the letter on the table.
He lies on the sofa everyday.
এখানে the letter হচ্ছে Object যেখানে Lay হলো Transitive Verb. অপরদিকে lie হচ্ছে Intransitive Verb যার পরে Object-এর প্রয়োজন নেই।

Incorrect: He lies some fruits in the box.
Correct: He lays some fruits in the box.

Incorrect: Why don’t you lay down for awhile?
Correct: Why don’t you lie down for awhile?

03. Borrow ও Lend-এর মধ্যে পার্থক্য কী?

Present – Past –  Past.P:
Borrow – borrowed – borrowed
Lend – lent – lent

>>> Borrow অর্থ ”ধার করা”। মানে কারো কাছ থেকে কোন কিছু ধার নেওয়া।
>>> আর Lend অর্থ ”ধার দেওয়া”। মানে কাউকে কোন কিছু ধার দেওয়া।
Incorrect: I want to lend 500tk from you.
Correct: I want to borrow 500tk from you.

Incorrect: Will you please borrow me 500tk?
Correct: Will you please lend me 500tk?

04. Raise ও Rise-এর মধ্যে পার্থক্য কী?

Present – Past –  Past.P.
Raise –  raised –  raised
Rise   –   rose   –   risen

>>> Raise অর্থ হলো “কোন কিছু বৃদ্ধি করা”। এটি Transitive Verb যার সাথে Object আসবে। যেমনঃ
The students raise their hands.
Heavy rain raised the water level of the river.

>>> Rise অর্থ “উঠা”। এটি Intransitive Verb, যার পরে Object এর প্রয়োজন নেই। যেমনঃ
The sun rises early in summer.
The water rises when it rains heavily.

Incorrect: An honor guard rises the flag.
Correct: An honor guard raises the flag.

Incorrect: Prices have raised more than ten percent in a very short time.
Correct: Prices have risen more than ten percent in a very short time.

05. Set, Sit এবং Seat-এর মধ্যে পার্থক্য কী?

Present – Past –  Past.P.
Set      –     set     –    set
Sit       –     sat     –    sat

>>> Set অর্থ “রাখা”। এটি Transitive Verb, Object বসাতে হবে। যেমনঃ
The students set the lab equipment on the table.
>>> Sit অর্থ  “আসনে বসা”। এটি Intransitive Verb, Object বসাতে হবে না। যেমনঃ
The equipment sits on the table.

>>> Seat অর্থ “আসন” এটি একটি Transitive Verb এবং তার পরে Object প্রয়োজন। Seat প্রায়ই Reflexive Pronoun কে Object হিসেবে নেয়। যেমনঃ He seated himself.

Incorrect: He sat the passengers one by one.

Correct: He seated the passengers one by one.

Incorrect: Let’s sit your suitcase out of the way.
Correct: Let’s set your suitcase out of the way.

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন” এ।

06. Discover ও Invent-এর মধ্যে পার্থক্য কী?

দুটো শব্দের অর্থই হচ্ছে “আবিষ্কার করা”। কিন্তু ব্যবহারের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট পার্থক্য।
>>>  Discover মানে, কোন কিছু আবিষ্কার করা, যা পূর্বে অস্তিত্ব ছিল কিন্তু সেটা অজানা ছিল। যেমনঃ অক্সিজেন, সৌরজগত ইত্যাদি।
>>> Invent মানে, নতুন করে কোন কিছু আবিষ্কার করা, যা পূর্বে অস্তিত্ব ছিল না। তার মানে দাড়ায়, অস্তিত্বহীন কোন কিছু আবিষ্কার করার ক্ষেত্রে Invent বসে। যেমনঃ টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি।
Incorrect: America was invented by Colombus.
Correct: America was discovered by Colombus.

Incorrect: Edison discovered the gramophone.
Correct: Edison invented the gramophone.

07. Take place ও Take part-এর মধ্যে পার্থক্য কী?

>>> Take place অর্থ “ঘটা, অনুষ্ঠিত হওয়া”।
>>> Take part অর্থ  “অংশগ্রহন করা”।
Incorrect: The meeting will take part soon.
Correct: The meeting will take place soon.

Incorrect: I will take place in rhe meeting.
Correct: I will take part in rhe meeting.

08. Convince ও Persuade-এর মধ্যে পার্থক্য কী?

>>> এদের অর্থের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। অর্থটি হলো “উপলব্ধি করানো বা বিশ্বাস জন্মানো”। পার্থক্যটা উদাহরণের মাধ্যমে জেনে নেই। যেমনঃ
He failed to convince her that he was being honest.
The evidence does not persuade me that this event occurred.

Incorrect: I am persuaded of his innocence.
Correct: I am convinced (সন্তুষ্ট) of his hospitality.

09. RefuseDeny-এর মধ্যে পার্থক্য কী?

>>> কোন প্রস্তাবকে প্রত্যাখান করার অর্থে refuse শব্দটি ব্যবহৃত হয়। আর, কারো কোনো বিবৃতি বা উক্তি অস্বীকার করতে deny শব্দটি ব্যবহৃত হয়।
Incorrect: Joy denied to take the money.
Correct: Joy refused to take the money.

Incorrect: Hridoy refused that he had  done it.
Correct: Hridoy denied that he had  done it.

10. Make ofMake from-এর মধ্যে পার্থক্য কী?

>>> যে বস্তু দেখে তার উপাদান বলে দেয়া যায়, সেক্ষেত্রে make of বসবে।
>>> যে বস্তু দেখে তার উপাদান সম্পর্কে ধারণা করা যায় না সেক্ষেত্রে make from বসবে।
Incorrect: The statue is made from marble.
Correct: The statue is made of marble.

Incorrect: The paper is made of bamboo.
Correct: The paper is made from bamboo.

11. Do ও Make-এর মধ্যে পার্থক্য কী?

>>> সাধারণভাবে কোন কিছু করা অর্থে do, আর গঠন করা অর্থে make ব্যবহৃত হয়।

Incorrect: You must make your work carefully.
Correct: You must do your work carefully.

Incorrect: The carpenter did a large table.
Correct: The carpenter made a large table.

12. Department ও Deportment-এর মধ্যে পার্থক্য কী?

>>> Department অর্থ “বিভাগ”, যেখানে Deportment অর্থ “চালচলন বা ব্যবহার”। যেমনঃ
Sujon is a student of English Department.
Jhon’s deportment is not good at all.

13. Hanged ও Hung-এর মধ্যে পার্থক্য কী?

Present   –  Past   –   Past.P.
Hang  –  hanged – hanged
Hang  –     hung   –  hung

>>> প্রথম Hang অর্থ হচ্ছে “ফাসিতে ঝুলানো”, কাউকে হত্যা করা বুঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। আর, দ্বিতীয় Hang শব্দটি দ্বারা “কোন কিছু ঝুলিয়ে রাখা” বুঝিয়ে থাকে।

differnce between hung & hang

Incorrect: He was hung for his unpardonable crime.
Correct: He was hanged for his unpardonable crime.

Incorrect: We hanged the picture on the wall.
Correct: We hung the picture on the wall.

14. Tear ও Tear up-এর মধ্যে পার্থক্য কী?

Present  –   Past     –    Past.P.
Tear      –     tore     –   torn
Tear up – tore up –  torn up

>>> Tear শব্দের অর্থ “এক্সিডেন্টালি ছিড়ে যাওয়া”। ধরুন, রিকশায় উঠতে গিয়ে রিকশার হুক লেগে আপনার শার্ট ছিড়ে গেছে, তখন tear ব্যবহৃত হবে।
>>> Tear up অর্থ “স্বেচ্ছায় ছিড়ে ফেলা”। যখন আপনি রেগে অথবা নিজের ইচ্ছায় কোন কিছু ছিড়ে ফেলবেন তখন tear up ব্যবহার করতে হবে।
Incorrect: Shahin tore up his coat on a nail.
Correct: Shahin tore his coat on a nail.

Incorrect: Sujon was angry and tore the letter.
Correct: Sujon was angry and tore up the letter.

15. Stay ও Remain-এর মধ্যে পার্থক্য কী?

>>> Stay এর অর্থ হলো “অতিথি বা পরিদর্শক হিসেবে কিছুদিন থাকা”। আর, Remain অর্থ হচ্ছে “অবশিষ্ট থাকা”।

Incorrect: We remained in a very good hotel.
Correct: We stayed in a very good hotel.

Incorrect: Not many figs (ডুমুর) have stayed on the tree.
Correct: Not many figs (ডুমুর) have remained on the tree.

16. Grow ও Grow up-এর মধ্যে পার্থক্য কী?

>>> Grow অর্থ “জন্মানো, বেড়ে উঠা বা বৃদ্ধি পাওয়া”। কোন বস্তুর বৃদ্ধি পাওয়া বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়।
>>> Grow up অর্থ “বেড়ে উঠা বা সাবালক হইয়া উঠা”। মানুষের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়।

Incorrect: These trees grow up very quickly.
Correct: These trees grow very quickly.

Incorrect: When I grow I’ll be a teacher.
Correct: When I grow up I’ll be a teacher.

[toggle title=”আমাদের ফেসবুক গ্রুপে Join করেছেন কি?” state=”open” ]বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সফল ব্যাক্তিদের বিভিন্ন পরামর্শ, গুরত্বপূর্ণ নোট ও শর্টকাট টিপস পেতে এখানে ক্লিক করে জয়েন করুন আমাদের Official ফেসবুক গ্রুপে। [/toggle]

17. Like ও Love-এর মধ্যে পার্থক্য কী?

>>> দুটো Verb-ই ব্যক্তি ও বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়।  কিন্তু Love শব্দটি Like এর চেয়ে শক্তিশালী আবেগ প্রকাশ করে। যেমনঃ
I like playing cricket.
My parents love me a lot.

Incorrect: I like you! Will you marry me?
Correct: I love you! Will you marry me?

18. Drown ও Sink-এর মধ্যে পার্থক্য কী?

>>> ব্যক্তির ক্ষেত্রে Drown ব্যবহৃত হয়, আর বস্তুর ক্ষেত্রে Sink ব্যবহার করা হয়ে থাকে।
Incorrect: The Crew sunk in the sea.
Correct: The Crew drowned in the sea.

Incorrect: The ship drowned in the ocean.
Correct: The ship sunk in the ocean.

19. Hear ও Listen-এর মধ্যে পার্থক্য কী?

>>> সাধারনভাবে কোন কিছু শুনতে hear ব্যবহৃত হয়, আবার মনোযোগের সহিত শুনতে Listen ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ
Do you hear me???
We should listen to our teachers.

Incorrect: I was hearing her CD’s.
Correct: I was listening to her CD’s.

20. Read, Learn Study-এর মধ্যে পার্থক্য কী?

>>> সাধারনভাবে পড়া বলতে Read ব্যবহার করা যায়। যেমনঃ
She reads story everyday.
She reads newspaper daily.

>>> “শিখা” অর্থে Learn ব্যবহৃত হয়। যেমনঃ
I learnt this topic from Professor guide.
Learn this poem by heart.

>>> কোন কিছু শিখা ও কোন প্রতিষ্ঠানে পড়া দুটো অর্থেই Study ব্যবহার করা যায়। যেমনঃ
Debu likes to study English.
She is studying algebra in her room.
Joni is studying at Brindaban Government College.

আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনার কাছে কেমন লেগেছে, নিশ্চয় জানাতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা পেলে খুব শীঘ্রই পরবর্তী পর্বটা পোস্ট করবো। ধন্যবাদ।

একটু নিচেই দেখুন ফেসবুকের মাধ্যমে কমেন্ট করার অপশন আছে, আপনার মতামত জানাবেন আশা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here