Pronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি? Parts of Speech এর সকল খুটিনাটি জেনে নিন

দেবাশীষ ঘোষ :- আমরা সকলেই জানি Parts Of Speech মোট ৮ প্রকার। এই ৮ প্রকারের মধ্যে Pronoun একটি। বাক্যকে সুন্দর ও সার্থক করার জন্য Pronoun গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া বিসিএস ও চাকরির পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় Pronoun থেকে অনেক প্রশ্ন আসে। আমরা সাধারণভাবে Pronoun কে যতটা জানি তা মোটেই যথেষ্ট না। তাই আজ আপনাদের মাঝে Pronoun সংক্রান্ত যত খুটিনাটি বিষয় আছে সবগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই।

Pronoun ( সর্বনাম ): Noun এর পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। বাক্যে Noun যে ভূমিকা পালন করে, Pronoun-ও  Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়ে ঠিক সে ভূমিকাই  পালন করে।
যেমন : I, we, he, she, you, it, they ইত্যাদি।
> John is my friend. He is a good student.
এখানে He হচ্ছে Pronoun.

Pronoun এর প্রকারভেদঃ ইংরেজীতে Pronoun গুলোকে নয় ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
1. Personal Pronoun – ব্যক্তিবাচক সর্বনাম
2. Possessive Pronoun – অধিকারসূচক সর্বনাম
3. Reflexive & Emphatic Pronoun – আত্মবাচক সর্বনাম
4. Demonstrative Pronoun – নির্দেশক সর্বনাম
5. Interrogative Pronoun – প্রশ্নবোধক সর্বনাম
6. Relative Pronoun – সম্বন্ধবাচক সর্বনাম
7. Distributive Pronoun – বন্টন নির্দেশক সর্বনাম
8. Indefinite Pronoun – অনিদিষ্টবাচক সর্বনাম
9. Reciprocal Pronoun – পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম।

নিম্নে প্রত্যেকটি Pronoun-এর বিস্তারিত আলোচনা করা হলোঃ

1. Personal Pronoun ( ব্যক্তিবাচক সর্বনাম ): যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর নামের পরিবর্তে বসে তাকে  Personal Pronoun বলে ।
যেমন : I, we, he, she, you, they, our, them, it  ইত্যাদি।
Personal Pronoun তিন প্রকার। যথাঃ First Person, Second Person, Third Person.

> First Person ( উত্তম পুরুষ ): যে Pronoun গুলো First Person হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হলো- I, me, we, us etc.
> Second Person ( মধ্যম পুরুষ ): যে Pronoun গুলো Second Person হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হলো- You, your.
> Third Person ( নাম পুরুষ ): যে Pronoun গুলো Third Person হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হলো- He, his, him, she, her, it, they, them etc.

Number, Person ও Case-এর পরিবর্তনের সাথে সাথে Personal Pronoun পরিবর্তিত হয়। যেমন- Singular Number-এর I পরিবর্তিত হয়ে Plural Number-এ we রুপ ধারণ করে। আবার, First Person এর I, we ইত্যাদি ব্যবহৃত হলেও Second Person-এ you, your ইত্যাদি এবং Third Person-এ he she, they ব্যবহৃত হয়।

Personal Pronoun কখনো Subject আবার কখনো Object হিসেবে ব্যবহৃত হয়। তা নিম্নরূপঃ
Subject   ————   Object
I    —————————   me
we   —————————  us
you  —————————   you
he    —————————   him
she  —————————   her
they —————————   them

2. Possessive Pronoun ( অধিকারসূচক সর্বনাম ): যে Pronoun কোন ব্যক্তি, বস্তুু বা প্রাণীর অধিকার বুঝায় তাকে Possessive Pronoun বলে। যেমন : My, mine, our, ours, your, yours, their, theirs, its, his, her, hers ইত্যাদি।
> Possessive Pronoun-এর দু’টি রূপ আছে। কিছু কিছু Pronoun আছে ( my, her, its, our, their ),  সেগুলো Noun এর আগে বসে Adjective-এর মতো কাজ করে।
যেমনঃ  This is my pen.
How nice their house is!
She is looking gorgeous in her dress.
আবার, কিছু কিছু Pronoun আছে ( mine, hers, ours, yours, theirs ) সেগুলো সরাসরি Pronoun হিসেবে ( adj. রূপে নয় ) এবং এদের পরে কোন Noun বসে না। এদের আগে of বসে। যেমনঃ
This nice pen is mine.
It is book of hers.
Is he a friend of yours?

Possessive AdjectivePossessive Pronounএর মধ্যে পার্থক্য তুলে ধরা হলোঃ
Poss. adj. —  Poss. pro.
my ——————–  mine
our  ——————-  ours
your  —————–  yours
his  ——————–  his
her  ——————–  hers
its  ———————   its
their  ——————   theirs

চিত্রের সাহায্যে একত্রে সবগুলো দেখে নিন।

এক নজরে সকল pronoun

3. Reflexive & Emphatic Pronoun ( সম্বন্ধবাচক সর্বনাম ):
> যে Pronoun দ্বারা Subject ও Object একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে  তাকে Reflexive Pronoun বলে। যেমনঃ
She killed herself. – সে আত্মহত্যা করেছিল।
You fan yourself. – তুমি নিজেকে বাতাস করছ।
He hurt himself. – সে নিজেকে আঘাত করল।

> Subject আর কারো সাহায্য ছাড়া নিজে নিজেই কাজটি করেছে, এটা জোর দেওয়ার জন্য Emphatic Pronoun ব্যবহৃত হয়। যেমনঃ
I myself did it. – আমি নিজে এটি করেছিলাম।
He will do it himself. – সে নিজে এটি করবে।
She herself has cooked her meal. – সে নিজেই নিজের খাবার রান্না করেছিল।

Singular  ————–  Plural
myself  ——————  ourselves
yourself —————   yourselves
him/herself ———  themselves
itself  ——————-  themselves

4. Demonstrative Pronoun ( নির্দেশক সর্বনাম ): যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুকে নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে ।
যেমন : This, that, these, those, such, so, the same ইত্যাদি ।

Singular ————–  Plural
this  ————————–  these
that  ————————–  those

Demonstrative Pronoun কখনো কখনো Adjective হিসেবে ব্যবহৃত হয়। [This/that/these/those+Noun] এভাবে ব্যবহৃত হলে এদেরকে Demonstrative Adjective বলে। তবে শর্ত হলো এসব Pronoun এর পর Noun থাকতে হবে। যেমনঃ
This book is good. (adj.)

Those pens are nice. (adj.)
This is a good man. (pro.)

Demonstrative Pronoun এর উদাহরন গুলো দেখে নেইঃ
> This is my book and that is yours. – এই বইটি আমার ঐটি তোমার।
> He was a doctor and we believed him to be as such. – তিনি একজন ডাক্তার এবং আমরা তাকে তাই ভেবেছিলাম।
> Will it rain today?? I don’t think so. – আজ কি বৃষ্টি হবে?? আমার তেমন মনে হয় না।
> They did the same as we. – তারা ঠিক একই রকম করেছিল যা আমরা করেছিলাম।

5. Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম ): যে Pronoun দ্বারা কোন প্রশ্ন করা বুঝায় তাকে Interrogative Pronoun বলে।
যেমনঃ Who, Whom, Whose, What, Which ইত্যাদি।

উদাহরন গুলো দেখে নেইঃ
> Who was the person?
> Whom do you love?
> Whose pen is this?
> What do you like to eat?
> Which of these pens is yours?

6. Relative Pronoun ( সম্বন্ধবাচক সর্বনাম ): যে Pronoun পূর্বে উল্লেখিত কোন  Noun বা Pronoun কে নির্দেশ পূর্বক দু’টি বাক্যকে যুক্ত করে তাকে Relative Pronoun বলে। যেমনঃ Who, whom, whose, which, what, that.

উদাহরন গুলো দেখে নেইঃ
> This is the man who came here yesterday is my uncle.
> This is the man whom I saw yesterday.
> This is the man whose pocket was picked.
> This is the baby which cried for its mother.
> I bought what he made.
> This is the table that I bought yesterday.
> This is the patient that was taken to the hospital.

7. Distributive Pronoun (বন্টন নির্দেশক সর্বনাম ): Distribute মানে ভাগ করে দেয়া, বন্টন করে দেয়া।   যে Pronoun অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বুঝায় তাকে Distributive Pronoun বলে। যেমন : Each, Every, Either, Neither ইত্যাদি।

উদাহরন গুলো দেখে নেইঃ
> Each of them went there.
> Everyone wants to be happy.
> Either of the two boys is talent.
> There are two pens, neither is good.

8. Indefinite Pronoun ( অনিদিষ্টবাচক সর্বনাম ): Indefinite মানে অনির্দিষ্ট। যে Pronoun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে অনিদিষ্টভাবে বুঝায় তাকে Indefinite Pronoun বলে।
যেমন : Any, many, some, all, most, one, ones, no, none, several  ইত্যাদি।

উদাহরন গুলো দেখে নেইঃ
> Do you have any book?
> Many saw the accident.
> I need some money.
> Most of the people are illiterate in our country.
> One should do one’s duty.

9. Reciprocal Pronoun ( পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম ): Reciprocal শব্দটির অর্থ হলো ‘পরস্পর প্রতিক্রিয়াশীল’। যে Pronoun দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায় তাকে Reciprocal Pronoun বলে ।
যেমনঃ Each other, one another.

উদাহরন গুলো দেখে নেইঃ
> The two sisters help each other.
> The ten students love one another.
দু’জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে each other ও অনেকের মধ্যে পারস্পারিক সম্পর্ক  বুঝাতে one another ব্যবহৃত হয়।

Happy learning….

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here