Friday, March 29, 2024
Home Blog

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৪

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৪

পদের নামঃ- সহকারী শিক্ষক (৩য় ধাপ)

পরীক্ষার তারিখঃ- ২৯-০৩-২০২৪

বাংলা প্রশ্ন সমাধান

  1. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-

ক) ৭০০-১৪০০ খ্রিঃ

খ) ৬৫০-১২০০ খ্রিঃ✔

গ) ৪০০-৮০০ খ্রিঃ

ঘ) ৫০০-১০০০ খ্রিঃ

  1. ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে?

ক) মুনীর চৌধুরী

খ) মানিক বন্দ্যোপাধ্যায়

গ) শহীদুল্লা কায়সার

ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ✔

  1. ‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’- এ উদ্ধৃতিটি কার?

ক) সুভাষ মুখোপাধ্যায়✔

খ) দ্বিজেন্দ্রলাল রায়

গ) শামসুর রাহমান

ঘ) কামিনী রায়

  1. ‘বিবর’ শব্দের অর্থ কি?

ক) চূড়া

খ) বরহীনা

গ) বরহীন

ঘ) গহ্বর✔

  1. Forgery শব্দের বাংলা পরিভাষা কি?

ক) জালিয়াতি✔

খ) তছরুপ

গ) বাজেয়াপ্ত

ঘ) পূর্বাভাস

  1. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পর বসে-

ক) কোলন

খ) কমা✔

গ) দাঁড়ি

ঘ) সেমিকোলন

  1. বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?

ক) ফররুখ আহমদ

খ) আহসান হাবীব

গ) শামসুর রাহমান

ঘ) অমিয় চক্রবর্তী✔

  1. ‘চাঁদ দেখা যাচ্ছে’- এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?

ক) ভাববাচ্য

খ) কর্মকর্তৃবাচ্য✔

গ) কর্তৃবাচ্য

ঘ) কর্মবাচ্য

  1. ‘জরা’ এর বিপরীতার্থক শব্দ-

ক) জীবন

খ) মৃত্যু

গ) যৌবন✔

ঘ) পতিত

  1. ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে ৭মী

খ) অধিকরণে ৭মী

গ) করণে ৭মী✔

ঘ) কর্মে ৭মী

  1. ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?

ক) বক্তব্য✔

খ) উক্ত

গ) বাক্য

ঘ) ভবিতব্য

  1. বাংলা সাহিত্যের কথা’ কার রচিত?

ক) ডঃ সুকুমার সেন

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) ডঃ হুমায়ুন আহমেদ

ঘ) ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ✔

  1. বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে?

ক) ২০টি✔

খ) ২১টি

গ) ১৮টি

ঘ) ২২টি

  1. ‘চোরাবালি’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ক) বিষ্ণু দে✔

খ) প্যারীচাঁদ মিত্র

গ) মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

  1. ‘সোনালি কাবিন’ কাব্যের রচয়িতা কে?

ক) শক্তি চট্টোপাধ্যায়

খ) হাসান হাফিজুর রহমান

গ) আল মাহমুদ✔

ঘ) হুমায়ূন আজাদ

  1. মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ-

ক) মনো+হর

খ) মন+অহর

গ) মন+হর

ঘ) মনঃ+হর✔

  1. ‘মুজিববর্ষ’ কোন সমাস?

ক) দ্বন্দ্ব সমাস

খ) দ্বিগু সমাস

গ) কর্মধারয় সমাস✔

ঘ) অব্যয়ীভাব সমাস

  1. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?

ক) ১২টি

খ) ৮টি

গ) ৬টি

ঘ) ১০টি✔

  1. ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক) তুর্কী✔

খ) ফার্সী

গ) হিন্দি

ঘ) উর্দু

  1. ‘ষড়ঋতু’ কোন সমাস?

ক) বহুব্রীহি

খ) দ্বিগু✔

গ) দ্বন্দ্ব

ঘ) কর্মধারয়

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. Identify the correct spelling:

ক) Equilibrium✔

খ) Equalbrium

গ) Equilebrium

ঘ) Equalibrium

  1. ‘Proletariat’ শব্দটির সঠিক বাংলা কি?

ক) রাজগোষ্ঠী

খ) বিপদাপন্ন

গ) সর্বহারা✔

ঘ) সাহিত্যিক

  1. Rudimentary শব্দটির অর্থ কি?

ক) বিরক্তিবোধ

খ) হাস্যকর

গ) প্রাথমিক✔

ঘ) স্বল্পভাষী

  1. ‘Open the door’ (Make it passive)

ক) Let the door be opened✔

খ) Let the door opened

গ) Let the door open

ঘ) The door is opened

  1. Call name indicates ______

ক) Calling

খ) Speaking

গ) Rebuking✔

ঘ) Calling Bell

  1. The Poet of Beauty is-

ক) Milton

খ) Eliot

গ) Wordsworth

ঘ) Keats✔

  1. ‘I will do it tomorrow’- এ বাক্যে Tomorrow কোন Parts of Speech?

ক) Adverb✔

খ) Adjective

গ) Noun

ঘ) Verb

  1. Either he or his friends _____ done it.

ক) is

খ) are

গ) has

ঘ) have✔

  1. He was dressed ______ a black suit.

ক) with

খ) in✔

গ) by

ঘ) for

  1. Bangladesh was ______ in 1971.

ক) Liberated✔

খ) Liberate

গ) Liberating

ঘ) Liberation

  1. Time after twilight and before night _____

ক) Dawn

খ) Dusk✔

গ) Moonlite

ঘ) Midnight

  1. Which sentence is correct?

ক) He needs not go✔

খ) He need not go

গ) He do not need to go

ঘ) He does not need go

  1. An adverb does not modify?

ক) Verb

খ) Adverb

গ) Noun✔

ঘ) Adjective

  1. The synonym of ‘Outset’ is-

ক) Beginning✔

খ) Fall

গ) Lost

ঘ) Outside

  1. Indefinite Pronoun এর উদাহরণ কোনটি?

ক) Several✔

খ) Who

গ) Mine

ঘ) We

  1. Sapling শব্দের অর্থ কি?

ক) আদর করা

খ) চারাগাছ✔

গ) ঔষধ

ঘ) নমুনা

  1. Have you ever been ____ Dhaka?

ক) to✔

খ) in

গ) on

ঘ) at

  1. কোনটি Abstract Noun?

ক) Humane

খ) In human

গ) Humanity✔

ঘ) Human

  1. What kind of noun is ‘Infant’?

ক) Collective

খ) Material

গ) Proper

ঘ) Common✔

  1. Which Sentence is correct?

ক) One of my friend been sick

খ) One of my friends is sick✔

গ) One of my friend is sick

ঘ) One of my friends are sick

গণিত প্রশ্ন সমাধান

১. একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৬ সে. মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?

ক) ৪৮

খ) ৬০

গ) ১২

ঘ) ২৪✔

২. ০÷০ = কত?

ক) ১

খ) অনির্ণেয়✔

গ) ০.০

ঘ) ০

  1. যদি a+b=2, ab=1 হয় তবে a এবং b এর মান কত?

ক) 1,1✔

খ) -1,3

গ) -3,-4

ঘ) 0,2

৩. করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত?

ক) ৩০০০✔

খ) ২৯৭০

গ) ৩০৭০

ঘ) ৩১৭০

৪. ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?

ক) ৪৫০ টাকা✔

খ) ৬৫০ টাকা

গ) ৫০০ টাকা

ঘ) ৬০০ টাকা

৫. একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

ক) ৬৫৫

খ) ৬৭৫

গ) ৬৮০✔

ঘ) ৬৩০

৬. একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

ক) ১০%

খ) ২৪%

গ) ২০%

ঘ) ৪৪%✔

৭. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?

ক) ১২✔

খ) ১৪

গ) ১৬

ঘ) ১০

৮. একটি গাড়ির চাকা যদি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

ক) ৩৬০০∘

খ) ৫৪০∘

গ) ১৮০∘

ঘ) ২৭০∘

৯. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির  ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

ক) ৬৩

খ) ৩৬

গ) ৩৫

ঘ) ৫৩

১০. কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে?

ক) ২০০✔

খ) ৩০০০

গ) ২৫০

ঘ) ১০০

১১. দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?

ক) ৩৩

খ) ২৮✔

গ) ২২

ঘ) ৪২

১২. ১৬ কোটির ১% কত?

ক) ২০ হাজার

খ) ১ কোটি ৬০ লক্ষ

গ) ১৬ লক্ষ✔

ঘ) ১৬ হাজার

১৩. একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি. মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?

ক) ২০ মিটার

খ) ৫ মিটার✔

গ) ১০ মিটার

ঘ) ১৫ মিটার

১৪. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?

ক) ৪ বছর✔

খ) ৮ বছর

গ) ৫ বছর

ঘ) ৩ বছর

১৫. ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

ক) ৩

খ) ৫✔

গ) ৬

ঘ) ২

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

  1. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না?

ক) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা

খ) বিচার ব্যবস্থা✔

গ) শাসনতান্ত্রিক কাঠামো

ঘ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা

  1. Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা?

ক) শ্রীলঙ্কা

খ) পাকিস্তান

গ) ভারত

ঘ) বাংলাদেশ✔

  1. তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে?

ক) সৌদি আরব

খ) তুরস্ক

গ) আফগানিস্তান✔

ঘ) শ্রীলঙ্কা

  1. ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই?

ক) মিজোরাম, ত্রিপুরা

খ) আসাম, মেঘালয়

গ) অরুণাচল, মণিপুর✔

ঘ) মেঘালয়, মিজোরাম

  1. বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ?

ক) ৪ এপ্রিল

খ) ১ এপ্রিল

গ) ২ এপ্রিল✔

ঘ) ৩ এপ্রিল

  1. বাংলোদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে?

ক) ৪২

খ) ৩৯

গ) ৪০✔

ঘ) ৪১

  1. ‘কুসুম্বা’ মসজিদ কোথায় অবস্থিত?

ক) ঢাকার লালবাগে

খ) নওগা জেলায়✔

গ) পুরনো ঢাকায়

ঘ) বাগেরহাট জেলায়

  1. মালদ্বীপের প্রধান ভাষা কোনটি?

ক) দিভেহী✔

খ) মালয়

গ) আরবী

ঘ) হিন্দি

  1. জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি?

ক) International Panel on Climate Change

খ) Intergovernmental Panel on Climate Change✔

গ) Intragovernmental Panel on Climate Change

ঘ) International Public Committee for Climate Change

  1. কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?

ক) লর্ড মাউন্ট ব্যাটেন✔

খ) ওয়ারেন হেস্টিংস

গ) লর্ড বেন্টিংক

ঘ) লর্ড কর্ণওয়ালিস

  1. শালবন বিহার কোন রাজবংশের কীর্তি?

ক) দেব✔

খ) রাঢ়

গ) পাল

ঘ) চন্দ্র

  1. আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের রাজধানী কোনটি?

ক) পোর্ট ব্লেয়ার✔

খ) সিকিম

গ) পুদুচেরি

ঘ) দাদরা

  1. রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?

ক) রমিউলাস অগাস্টাস

খ) জুপিটার

গ) রাজা রোমিউলাস

ঘ) অগাস্টাস সিজার✔

  1. ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে?

ক) শেখ নিয়ামত আলী

খ) খান আতাউর রহমান

গ) জহির রায়হান

ঘ) আব্দুল জব্বার খান✔

  1. ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়?

ক) সেক্সপিয়ার ও ভলতেয়ার

খ) রুশো ও ভলতেয়ার✔

গ) প্লেটো ও এরিস্টটল

ঘ) সেক্সপিয়ার ও ইলিয়ট

সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান

  1. ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?

ক) ৩৬.৮৭

খ) ৩৭.৮৭

গ) ৩৬.৭৮

ঘ) ৩৭.৭৮ ✔

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ- 

Download From Dropbox

Download

পরিবার পরিকল্পনা অধিদপ্তর মিডওয়াইফ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৪

পরিবার পরিকল্পনা অধিদপ্তর মিডওয়াইফ পদের নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৪

পদের নামঃ- নার্স, মিডওয়াইফ
পরীক্ষার তারিখঃ- ১২-১২-২০১৪

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size2.2 MB
Number of Pages2
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 2.2 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 2

PDF সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ- 

Download From Dropbox

Download

পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১১

পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার

অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১১

পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ- ২২-১০-২০১১

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size2.2 MB
Number of Pages2
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 2.2 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 2

PDF সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ- 

Download From Dropbox

Download

স্বাস্থ্য অধিদপ্তর প্রোগ্রাম অর্গানাইজার / রেডিওলজিস্ট পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২১

স্বাস্থ্য অধিদপ্তর প্রোগ্রাম অর্গানাইজার / রেডিওলজিস্ট

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২১

পদের নামঃ- প্রোগ্রাম অর্গানাইজার / রেডিওলজিস্ট
পরীক্ষার তারিখঃ- ২২-১০-২০২১

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size1.4 MB
Number of Pages2
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 1.4 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 2

PDF সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ- 

Download From Yandex

Download

কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার প্রশ্ন সমাধান ২০১৮

কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার প্রশ্ন সমাধান ২০১৮

পদের নামঃ- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার
পরীক্ষার তারিখঃ- ২০-০৭-২০১৮

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size4.6 MB
Number of Pages5
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 4.6 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 5

PDF সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ- 

Download From Yandex

Download

পরিবার পরিকল্পনা সহকারী/পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী প্রশ্ন সমাধান-২০১১

পরিবার পরিকল্পনা সহকারী/পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার

কল্যাণ সহকারী পদের প্রশ্ন সমাধান-২০১১

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size2 MB
Number of Pages2
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 2 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 2

PDF সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ- 

Download From Yandex

Download

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ পদের প্রশ্ন সমাধান-২০১৭

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের

মিডওয়াইফ পদের প্রশ্ন সমাধান-২০১৭

পদের নামঃ- মিডওয়াইফ
পরীক্ষার তারিখঃ- ২৫-০২-২০১৭

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size5.4 MB
Number of Pages5
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 5.4 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 5

PDF সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ- 

Download From Yandex

Download

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা

পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৫

পদের নামঃ- ব্যক্তিগত কর্মকর্তা
পরীক্ষার তারিখঃ- ১৮-১২-২০১৫

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size3.60 MB
Number of Pages4
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 3.60 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 4

PDF সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ- 

Download From Yandex

Download

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশ্ন সমাধান-২০১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি

অধিদপ্তরের প্রশ্ন সমাধান-২০১৭

পদের নামঃ- মিডওয়াইফ
পরীক্ষার তারিখঃ- ২০-১১-২০১৭

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size4.6 MB
Number of Pages5
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 4.6 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 5

PDF সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ- 

Download From Yandex

Download

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার

অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২১

পদের নামঃ- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ- ১৫-০১-২০২১

PDF Detail  

Titleপ্রশ্ন সমাধান
Book
Size4.6 MB
Number of Pages4
Categoriesসকল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
Downloading status FREE 

সাইজঃ- 4.6 MB

পৃষ্ঠা সংখ্যাঃ- 4

PDF সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ- 

Download From Yandex

Download
error: Content is protected !!