একাদশ শ্রেনিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিতে কোন কলেজে কত পয়েন্টে চান্স ও কতটি সিট খালি আছে জেনে নিন | xiclassadmission.gov.bd

সরকারি কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে ২০১৯-২০HSC Admission Circular 2019 -20 All Colleges

অনলাইনে আবেদন করার জন্য যে জিনিসটি জানা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হল কোন কলেজে কতটি সিট খালি আছে এবং আবেদন করার জন্য কমপক্ষে কত পয়েন্ট লাগবে। আপনি যদি এই দুইটি বিষয় জেনে অনলাইনে আবেদন করেন তাহলে সহজে আপনার পছন্দের কলেজে পড়ার সুযোগ পেতে পারেন।

এখন প্রশ্ন হল কেন আপনি একাদশ শ্রেনিতে ভর্তিতে কোন কলেজে কতটি সিট খালি আছে এবং কোন কলেজে কত পয়েন্টে চান্স পাবেন সেটা আগে জানবেন??

হ্যা, ধরুন আপনি এমন  একটি কলেজে আবেদন করলেন যেখানে আসন সংখ্যা কম বা ভর্তি হতে বেশি জিপিএ লাগে, এমতাবস্থায় আপনার পয়েন্ট যদি খানিকটা কম হয় তাহলে আপনি সেই কলেজে সুযোগ না ও পেতে পারেন। আপনি অবশ্যই জেনে থাকবেন যে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে। তাই সর্বোচ্ছ ১০ টি কলেজেই যেহেতু আবেদন করা যাবে সেহেতু আপনি আপনার পছন্দের কলেজগুলো সম্পর্কে আগে যাবতীয় তথ্য জানুন তারপর পছন্দক্রম বাছাই করুন। তাহলে অবশ্যই আপনার পছন্দের বা স্বপ্নের কলেজে ভর্তি হবার সুযোগ পাবেন।

আরেকটি কথা বলে রাখা ভাল যে, আমরা প্রায়ই কলেজে ভর্তির আবেদন বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে করে থাকি। এর ফলে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। কারন দোকানীরা ব্যাবসায়ীক উদ্দেশ্যে কাজ করে তাই তাদের তাড়াহুড়ো থাকে। তাই আপনি আগে থেকেই ঠিক করে নিন কোন কোন কলেজে আবেদন করবেন। তাহলে দোকানে গিয়ে আবেদন করতে অনেকটা সহজ হবে। আর যদি আপনি নিজে নিজেই আবেদন করেন তাহলে সতর্কতার সাথে করবেন। তবে এসব আবেদন করে যদি আপনি অব্যস্থ না হন তাহলে বলবো দোকানে গিয়েই করুন বা অভিজ্ঞ কারো সহায়তা নিন।

নিচের লিংক গুলোতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় বোর্ডের যাবতীয় তথ্য ডাউনলোড হয়ে যাবে।

ডাউনলোড করা ফাইলটিতে আপনি প্রতিটি কলেজের খালি সিটের সংখ্যা, কলেজের EIIN নাম্বার, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ইত্যাদি জানতে পারবেন।

[penci_button link=”http://xiclassadmission.gov.bd/svg/SVG_Sylhet.pdf” icon=”” icon_position=”left” align=”center” size=”large” text_color=”white” background=”red”]Sylhet Board  College List[/penci_button]

[penci_button link=”http://xiclassadmission.gov.bd/svg/SVG_Barisal.pdf” icon=”” icon_position=”left” align=”center” size=”large” text_color=”white” background=”red”]Barishal Board College List [/penci_button]

[penci_button link=”http://xiclassadmission.gov.bd/svg/SVG_Chittagong.pdf” icon=”” icon_position=”left” align=”center” size=”large” text_color=”white” background=”red”]Chittagong Board College List [/penci_button]

[penci_button link=”http://xiclassadmission.gov.bd/svg/SVG_Comilla.pdf” icon=”” icon_position=”left” align=”center” size=”large” text_color=”white” background=”red”]Comilla Board College List [/penci_button]

 [penci_button link=”http://xiclassadmission.gov.bd/svg/SVG_Dhaka.pdf” icon=”” icon_position=”left” align=”center” size=”large” text_color=”white” background=”red”]Dhaka Board College List [/penci_button]

[penci_button link=”http://xiclassadmission.gov.bd/svg/SVG_Dinajpur.pdf” icon=”” icon_position=”left” align=”center” size=”large” text_color=”white” background=”red”]Dinajpur Board College List [/penci_button]

[penci_button link=”http://xiclassadmission.gov.bd/svg/SVG_Jessore.pdf” icon=”” icon_position=”left” align=”center” size=”large” text_color=”white” background=”red”]Jessore Board College List [/penci_button]

[penci_button link=”http://xiclassadmission.gov.bd/svg/SVG_Rajshahi.pdf” icon=”” icon_position=”left” align=”center” size=”large” text_color=”white” background=”red”]Rajshahi Board College List [/penci_button]

[penci_button link=”http://xiclassadmission.gov.bd/svg/SVG_Madrasah.pdf” icon=”” icon_position=”left” align=”center” size=”large” text_color=”white” background=”red”]Madrasah Board College List [/penci_button]

[penci_button link=”http://xiclassadmission.gov.bd/svg/SVG_Mymensingh.pdf” icon=”” icon_position=”left” align=”center” size=”large” text_color=”white” background=”red”]Mymensingh Board College List [/penci_button]

You are Here For: কোন কলেজে কতটি সিট খালি আছে, কোন কলেজে কত পয়েন্টে চান্স 2019?, HSC Admission Notice 2019-20,  সকল কলেজের EIIN Number এর তালিকা ডাউনলোড, HSC Admission 2019 (Apply Now), XI class admission online application 2019-2020, HSC college admission Merit list, www xiclassadmission gov bd, HSC College admission result 2019 for all department

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here