শিক্ষক নিবন্ধন ২০১৮ এর অনলাইন আবেদন ও Choice Order সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর ও সমাধান একসাথে | All Problem and Solution of NTRCA Application 2018

আমরা জানি Ntrca গতকাল (19/12/18) থেকে E-Application এর আবেদন চালু করেছে। তো আপানারা অনলাইনে আবেদন করতে গিয়ে নানা রকম ঝামেলায় পড়েতেছেন যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে যে একাধিক পদের পছন্দক্রম কিভাবে সাজাবেন। আপনি যখন একাধিক পদে আবেদন করবেন তখন আপনি চাইলে আপনার পছন্দক্রম নিজের ইচ্ছামত সাজাতে পারবেন। পরবর্তীতে NTRCA কর্তৃপক্ষ আপনার পছন্দক্রম অনুযায়ী নিয়োগ প্রদান করবেন। তাই পছন্দক্রমটি আপনার আবেদনকৃত প্রতিষ্ঠানের শূণ্য পদগুলা জেনে সাজাবেন তাহলে পরবর্তীতে নিয়োগের ক্ষেত্রে সুবিধা পাবেন।

E-Application এর আবেদন নিয়ে অনেকে অনেক ধরনের  বিভ্রান্তিতে আছেন। আজকে আপনাদের শিক্ষক নিবন্ধন সংক্রান্ত আরো কিছু প্রশ্নের জবাব বা সমস্যার সমাধান দিবো।

যেমন,

01। আবেদন কয়টা করা যাবে?

উত্তর: আপনার যোগ্যত্যা অনুযায়ী যতগুলা ইচ্ছা আবেদন করতে পারবেন।

02। এক আবেদনে কি অনেকগুলো প্রতিষ্ঠানে আবেদন করা যাবে?

উত্তর: না এক আবেদনে শুধু একটি প্রতিষ্ঠানেরে নির্দিষ্ট একটি সাবজেক্টে আবেদন করতে পারবেন। প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ আলাদা আবেদন করতে হবে।

04। নিজের জেলা বা বিভাগ ব্যাতীত অন্য জেলা বা বিভাগে আবেদন করা যাবে?

উত্তর: হ্যা, অবশ্যই পারবেন, তবে নিজের জেলার আবেদনগুলো পছন্দক্রমের মধ্যে উপরের দিকে রাখাই ভালো।

মেধা তালিকা দেখতে এখানে ক্লিক করুন

05। একাধিক প্রতিষ্ঠানের জন্য কি আলাদা আবেদন করতে হবে?

উত্তর: হ্যা, অবশ্যই আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে। এবং আলাদাভাবে টাকা ও পরিশোধ করতে হবে।

6। আমার রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাব?

উত্তর: E-Application এর আবেদনের সময় একটি রেজিস্ট্রেশন নাম্বার লাগে সেই নাম্বারটি আপনারা যারা 1-13 তম নিবন্ধনে পাস করেছেন তাদের নিবন্ধন পাশের সার্টিফিকেট থেকে নিবেন। আর যারা নতুন মানে 14 তম নিবন্ধনে পাশ করেছেন তাদেরকে NTRCA কর্তৃপক্ষ আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে ম্যাসেজের মাধ্যমে পাঠিয়ে দিবে সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি সংগ্রহ করে আবেদন করতে পারবেন। আপাতত রেজিসেট্রশন নম্বর Recover করার পদ্ধতি তারা এখনো দেয়নি। আপনাকে মেসেজ এর জন্য ওয়েট করা ছাড়া কিছু করার নেই।

7। আমার উপজেলায় বা জেলায় যদি শূন্য পদ না থাকে তবে কি আমি নিয়োগ পাবো না?

উত্তর: যে প্রতিষ্ঠানে শূণ্য পদ নাই সেই প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন না। তাই আবেদনের সময় যে প্রতিষ্ঠানগুলা দেখাবে সেখান থেকে আপনার পছন্দ করতে হবে।আর আপনি বাংলাদেশের যে কোন জেলায় আবেদন করতে পারবেন। আপনাকে যে শুধু আপনার জেলা বা উপজেলায় আবেদন করতে হবে এমন কোন নিয়ম নাই। আপনি চাইলে আপনার যোগ্যতা অনুযায়ী যে কোন জেলার যে কোন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন ।

শূন্য পদ না জানলে এখানে ক্লিক করে দেখুন

8। আমার পূর্বে যখন আবেদন করছিলাম তখন যেই মোবাইল নাম্বার দিয়েছিলাম তা এখন হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এখন কি আমি নতুন নাম্বার দিলে সমস্যা হবে?

উত্তর: এখন আপনি নতুন কোন একটা নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন। এতে কোন সমস্যা নাই।

9। পূর্বে শিক্ষক নিবন্ধনের প্রাথমিক আবেদনের সময় আমার আইডি কার্ড হাতে পাইছিলামনা এখন কি নতুন করে আমার আইডি কার্ডের নাম্বার যোগ করতে পারবো?

উত্তর: হ্যা, এখন আপনি নতুন করে আপনার আইডি কার্ডের নাম্বার যোগ করে আবেদন করতে পারবেন। এতে কোন সমস্যা নাই।

10। পছন্দক্রম কি টাকা পেইড করার পর নাকি শুধুমাত্র এ্যাপ্লিকেশন ফরম সাবমিট করার পর পছন্দের ক্রম

 সাজাতে হয়?

উত্তর: পছন্দক্রম টাকা পেইড করার আগেই করতে পারবেন।মানে আপনি শুধু অনলাইনে আবেদন সাবমিট করেই আপনার পছন্দক্রম সাজাতে পারবেন।

11। শিক্ষক নিবন্ধন ২০১৮ এর অনলাইন ( E- Application) আবেদনে কত টাকা লাগে?

উত্তর: প্রতিটি আবেদনের জন্য ১৮০ টাকা পরিশোধ করতে হবে।

12 | Application id মানে কি ?

উত্তর: e-aplication করার পর যে id no দিচ্ছে সেটা

13 |  শিক্ষক নিবন্ধন ২০১৮ এর চয়েজ লিস্ট দেখবো কি করে?

উত্তর: e-aplication করার পর Applicants Login অপশনে ক্লিক করে  Application id ও আপনার মোবাইল নাম্বার দিয়ে লগিন করতে হবে।

14 । জেলা বা উপজেলার শূণ্য পদ দেখবো কীভাবে?

উত্তর: এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন

15। শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধা তালিকা দেখবো কি করে?

উত্তর: এখানে ক্লিক করে দেখে নিন

16। টাকা কেটে নেয় but ফিরতি message আসে না, কি করবো?

উত্তর: সার্ভার বিজি আছে হয়তো। বারবার মেসেজ না পাঠিয়ে কিছুক্ষন পর আবার চেষ্টা করুন।

17। NTRCA তে APPLICATION করার পর যে page টা আসে যদি সেটা  print না করি তবে কি পরে কোন সমস্যা  হবে?
উত্তর: প্রিন্ট না করে ও যদি আপনার আবেদনের তথ্যগুলা সংগ্রহ করে রাখতে পারেন তাহলে কোন সমস্যা নাই যদি মোবাইলে আবেদন করেন তাহলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন।
18।  E-Application করতে গিয়ে information not found দেখাচ্ছে এর সমাধান কি?
উত্তর: যদি এই লেখাটা দেখাই তার মানে আপনার রোল এবং রেজিস্ট্রেশন এর যে কোন একটাতে ভুল হচ্ছে যার জন্য এমন দেখায়, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিলে পরবর্তী অপশন আসবেনা সেক্ষেত্রে  আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ভালোভাবে দেখে দিবেন
19। E-Application এর পর  আমার আবেদন পছন্দক্রম সাজাতে যে ইউজার আইডি চাইতেছে এটা কোথায় পাবো?
উত্তর: এটা আপনার আবেদন সম্পূর্ন হয়ে গেলে আবেদনের কপিতে থাকবে, অথবা যারা মোবাইল দিয়ে আবেদন  করবেন তারা আবেদন সাবমিট করার পর যে পেইজটা দেখতে পাবেন তার মধ্যে থাকবে।
20। আমি যদি অনেকগুলো আবেদন করি তাহলে তো অনেকগুলা ইউজার আইডি হবে তাহলে আমি  কোনটা দিয়ে লগ ইন করবো?
উত্তর: এ ক্ষেত্রে আপনি ১ম যে আবেদনটা করে ইউজার আইডিটা পাবেন এটা দিয়ে করবেন, অথবা অন্য যে কোন একটা দিয়েও করতে পারবেন।
21। E-Application আবেদন করতে গেলে ইনডেক্স নাম্বার চাচ্ছে এটাতে কি দিব?
উত্তর: যারা বর্তমানে কোন প্রতিষ্টানে নিয়োগপ্রাপ্ত আছে তাদেরকে ইনডেক্সদারী বলা হয়, যারা বর্তমানে নিয়োগপ্রাপ্ত আছে তারাও চাইলে এই আবেদন করে নতুন কোন  পছন্দের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।

যেভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অনলাইনে আবেদন (E-Application) করবেন-২০১৮ | How to Apply For NTRCA E-Application

 

শিক্ষক নিবন্ধনের একাধিক পদে আবেদনের পছন্দক্রম যেভাবে দিবেন | NTRCA Application Choice Reorder System

 

[penci_related_posts taxonomies=”undefined” title=”আরো পড়ুন” background=”” border=”red” thumbright=”no” number=”6″ style=”grid” align=”none” displayby=”cat” orderby=”random”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here