চর্যাপদ থেকে বিসিএস ও চাকরির পরীক্ষার বিগত বছরের সকল প্রশ্নোত্তর একসাথে

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হল চর্যাপদ। আর সেজন্যই বাংলা সাহিত্যে চর্যাপদের রয়েছে বিরাট ভূমিকা। আপনি অবশ্যই জেনে থাকবেন যে বিসিএস ও বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় চর্যাপদ থেকে একাধিক প্রশ্ন আসে। বিগত সালের পরীক্ষাগুলো পর্যালোচনা করলেই আপনি ধারণা পেয়ে যাবেন। কি? বিগত সালের প্রশ্ন খোজার টেনশনে আছেন?

না, আপনাকে আর টেনশন করতে হবেনা। আমি আজ আপনাদের জন্য সে সমাধান নিয়েই হাজির হয়েছি। বিগত বছর গুলোতে বিসিএস ও বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় চর্যাপদ থেকে যত প্রশ্ন এসেছে সব প্রশ্ন গুলো একত্রিত করে নিচে উপস্থাপন করেছি। আশা করি এই নোটটি আপনার বেশ খানিকটা সময় বাচাঁবে এবং আপনার প্রস্তুতিকে আরো সুদৃঢ় করবে।

প্রশ্ন ১: চর্যাপদের রচনাকাল কত?

উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহার মতে- ৬৫০ খ্রিষ্টাব্দে

***ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ অধিকাংশের মতে ৯৫০-১২০০ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন ২: চর্যাপদে কয়টি পদ বা গান ছিল?

উত্তর:   ড. মুহম্মদ শহীদুল্লাহার মতে- ৫০ টি।

সুকুমার সেনের মতে ৫১টি।

প্রশ্ন ৩: চর্যাপদের পদকর্তা কত জন?

উত্তর:   ড. মুহম্মদ শহীদুল্লাহার মতে- ২৩ টি।

সুকুমার সেনের মতে ২৪ টি।

প্রশ্ন ৪: চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?

উত্তর:   ড. মুহম্মদ শহীদুল্লাহার মতে- শবরপা।

অধিকাংশের মতে- লুইপা।

প্রশ্ন ৫: চর্যাপদের বাঙালি রচয়িতা কে?

উত্তর: শবরপা।

প্রশ্ন ৬: চর্যাপদ কোন ছন্দে রচিত?

উত্তর: চর্যাপদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত হয়েছিল তা এখন বলা সম্ভব নয়। তবে আধুনিক ছন্দের বিচারে এক মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়।

প্রশ্ন ৭: `চর্যাচর্যবিনিশ্চয়‘ এর অর্থ কী? [৩৭তম বিসিএস]

ক. কোনটি চর্যাগান, আর কোনটি নয়

খ. কোনটি চর্যাগান, আর কোনটি নয়

গ. কোনটি চর্যাগান, আর কোনটি নয়

ঘ. কোনটি চর্যাগান, আর কোনটি নয়                                        উত্তর: খ

প্রশ্ন ৮: সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? [৩৫তম বিসিএস]

ক. লুইপা                                  খ. শবরূপা

গ. ভূসকুপা                               ঘ. কাহ্নপা                                 উত্তর: ঘ

প্রশ্ন ৯: খনার খ্যাতির কারন- [জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৬]

ক. ধাঁধা                                     খ. ছড়া

গ. শ্লোক                                   ঘ. ভজন                                   উত্তর: ঘ

প্রশ্ন ১০: বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? [প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ-সহকারী পরিচালক২০১৬/সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৫/ আরো একাধিক পরীক্ষায় এসেছে]

ক. বৈষ্ণব পদাবলী                    খ. চর্যাপদ

গ. পুঁতি সাহিত্য                                    ঘ. বাউল সঙ্গঢু                          উত্তর: চর্যাপদ।

প্রশ্ন ১১: “টালত মারে ঘর নাহি পড়বেশী, হাড়ীতে ভাত নাহি নিতি আবেশী“ চর্যাপদের এ চরন দুটিতে কী বুঝানো হয়েছে?[ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬]

ক. প্রতিবেশীর প্রতি ভালবাসা    খ. আত্মিয়ের প্রতি ভালবাসা

গ. দারিদ্র্যাক্লিষ্ট জীবনের চিত্র    ঘ. একাকীত্বের কথা                  উত্তর: গ

প্রশ্ন ১২: চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? [শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন গনপূর্ত মন্ত্রনালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫]

ক. ২৭ জন                               খ. ২৬ জন

গ. ২৪ জন                                ঘ. ২৫ জন                               উত্তর: গ

প্রশ্ন ১৩: বাংলা সাহিত্যের প্রচীন যুগের নিদর্শন কোনটি? [৩৫তম বিসিএস]

ক. নিরঞ্জনের রুষ্মা                   খ. দোহাকোষ

গ. গুপিচন্দ্রের সন্ন্যাস               ঘ. ময়নামতির গান                   উত্তরঃ খ

প্রশ্ন ১৪: কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান এসিস্টেন্ট অফিসার- ২০১৪]

ক. কাহ্ন পা                               খ. লুই পা

গ. ডাকার্ণব                               ঘ. মুনিদত্ত                                উত্তরঃ ঘ

প্রশ্ন ১৫: চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? [জন প্রশাসন মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬/সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ২০১৩]

ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ          খ. এশিয়াটিক সোসাইটি

গ. শ্রীরামপুর মিশন                  ঘ. ফোর্ট উইলিয়াম কলেজ       উত্তরঃ ক

[toggle title=”আমাদের ফেসবুক গ্রুপে Join করেছেন কি?” state=”open” ]বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সফল ব্যাক্তিদের বিভিন্ন পরামর্শ, গুরত্বপূর্ণ নোট ও শর্টকাট টিপস পেতে এখানে ক্লিক করে জয়েন করুন আমাদের Official ফেসবুক গ্রুপে। [/toggle]

প্রশ্ন ১৬: কোন রাজ বংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার ২০১০]

ক. পাল                                    খ. সেন                                     গ. মুঘল

ঘ. তুর্কী                         ঙ. কোনোটিই নয়                                 উত্তরঃ ক

প্রশ্ন ১৭: কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন? [বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী সহকারী ব্যবস্থাপক ২০১১]

ক. কাহ্ন পা                               খ. লই পা                                  গ. ডাকার্ণব

ঘ. মুনিদত্ত                                ঙ. কোনোটিই নয়                     উত্তরঃ ঘ

প্রশ্ন ১৮: ড. মুহম্মদ শহীদুলাহ মতে, চর্যাপদের ভাষা- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা]

ক. ব্রজবুলি                               খ. জগাখিচুড়ি

গ. সন্ধ্যা ভাষা                           ঘ. বঙ্গ-কামরূপী                       উত্তরঃ ঘ

প্রশ্ন ১৮: বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ পাওয়া যায়- [আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয়ের সাব-রেজিস্টার ২০১৬/পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ২০১২]

ক. কলিকাতায়                         খ. ঢাকায়

গ. ভুটানে                                 ঘ. নেপালে                                উত্তরঃ ঘ

প্রশ্ন ১৯: চর্যাপদের আবিষ্কার হয় কোন দেশ থেকে? [পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাইফার অফিসার ২০১২]

ক. চীন                                     খ. নেপাল

গ. মিয়ানমার                            ঘ. ভারত                                   উত্তরঃ খ

প্রশ্ন ২০: চর্যাপদ এক প্রকার- [বিআরডিবি‘র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২]

ক. ছড়া                                     খ. গল্প

গ. গান                                     ঘ. রম্যরচনা                                          উত্তরঃ গ

প্রশ্ন ২১: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? [আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয়ের সাব-রেজিস্টার ২০১২]

ক. শ্রীকৃষ্ণকীর্তন                      খ. চর্যাপদ

গ. মনসামঙ্গল                          ঘ. বৈষ্ণব পদাবলী                     উত্তরঃ খ

প্রশ্ন ২২: বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি? [পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাইফার অফিসার ২০১২]

ক. শ্রীকৃষ্ণবিজয়                       খ. শ্রীকৃষ্ণ কীর্তন

গ. শূণ্যপুরাণ                            ঘ. চর্যাপদ                                 উত্তরঃ ঘ

প্রশ্ন ২৩: বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন- [তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গনযোগাযোগ প্রশিক্ষন): ০১]

ক. চর্যাপদ                                খ. বৈষ্ণব পদাবলী

গ. ঐতরেয় আরণ্যক                     ঘ. দোহা কোষ                          উত্তরঃ ক

প্রশ্ন ২৪: বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? [১৭তম বিসিএস/সহকারী থানা শিক্ষা অফিসারঃ ০৫]

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ            খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. হরপ্রসাদ শাস্ত্রী                     ঘ. ড. সুকুমার সেন                   উত্তরঃ গ

প্রশ্ন ২৫: চর্যাগীতি আবিষ্কার করেন- [ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ক ইউনিটঃ ০৩-০৪]

ক. দীনেশচন্দ্র সেন                   খ. মহাকবি বাল্মিকী

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ            ঘ. হরপ্রসাদ শাস্ত্রী                      উত্তরঃ ঘ

প্রশ্ন ২৬: চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? [২৮তম বিসিএস/স্বাস্থ মন্ত্রনালয়ের উপসহকারী প্রকোশলী (সিভিল)২০১৬]

(ক) আরকান রাজগ্রন্থাগার থেকে (খ) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে

(গ) নেপালের রাজগ্রন্থশালা থেকে (ঘ) সুদূর চীন দেশ থেকে      উত্তরঃ গ

প্রশ্ন ২৭: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? [৩০তম বিসিএস/জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্টি) ২০১৫]

ক. ২০০৭ সালে                        খ. ১৯০৭ সালে

গ. ১৯১৬ সালে                         ঘ. ১৯০৯ সালে                                                 উত্তরঃ খ

প্রশ্ন ২৮: বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? [সপ্তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১২]

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ            খ. শ্রী হরিপ্রসাদ শাস্ত্রী

গ. ড. দীনেশচন্দ্র সেন               ঘ. শ্রী হরলাল রায়                     উত্তরঃ খ

প্রশ্ন ২৯: চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমান করেন? [উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা ২০১১]

ক. হরপ্রসাদ শাস্ত্রী                     খ. সুকুমার সেন

গ. মুহম্মদ শহীদুল্লাহ                 ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়            উত্তরঃ ঘ

প্রশ্ন ৩০: হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল- [সমাজসেবা অধিদপ্তরের সমাজ সংগঠকঃ ০৫]

ক. চর্যাপদাবলী                                     খ. হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

গ. চর্যাচর্যবিনিশ্চয়                    ঘ. চর্যাগীতিকা                          উত্তরঃ খ

প্রশ্ন ৩১: চর্যাপদ কোন ধর্মালম্বীদের সাহিত্য? [বাংলাদেশ রেলওয়ে উপ-সহকারী (সিভিল) ২০১৬/পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৩]

ক. সনাতন হিন্দু                        খ. সহজিয়া বৌদ্ধ

গ. জৈন                                    ঘ. হরিজন                                উত্তরঃ খ

প্রশ্ন ৩২: কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে? [বাংলাদেশ টেলিভিশনের প্রযোজকঃ ০৬]

ক. চর্যাপদ                                খ. গীতগোবিন্দ

গ. পর্দাবলী                               ঘ. চৈতন্যজীবনী                       উত্তরঃ ক

প্রশ্ন ৩৩: চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? [রেলওয়ে সহ-কমাডেন্টঃ ০০]

ক. ৮০০ বছর               খ. ১০০০ বছর

গ. ১১০০ বছর               ঘ. ১২০০ বছর                                      উত্তরঃ খ

প্রশ্ন ৩৪: প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? [থানা শিক্ষা অফিসারঃ ৯৯]

ক. ১৯                           খ. ২৩

গ. ২৫                          ঘ. ২৭                                                   উত্তরঃ খ

প্রশ্ন ৩৫: চর্যাপদের কোন পদটি খন্ডিত পাওয়া যায়? [শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যান কর্মখর্তাঃ ০৯]

ক. ১০ নং পদ               খ. ১৬ নং পদ

গ. ১৮ নং পদ               ঘ. ২৩ নং পদ                                       উত্তরঃ ঘ

[tabs type=”horizontal”][tabs_head][tab_title]ফেসবুকে আমাদের সাথে যুক্ত হোন[/tab_title][/tabs_head][tab]এরকম আরো গুরত্বপূর্ন সব পোস্ট সাথে সাথে পেতে আমাদের ফেসবুক পেইজে LIke দিয়ে রাখুন। [/tab][/tabs]

প্রশ্ন ৩৬: চর্যাপদ কোন ছন্দে লেখা? [৩৩তম বিসিএস]

ক. অক্ষরবৃত্ত                            খ. মাত্রাবৃত্ত

গ. স্বরবৃত্ত                                  ঘ. অমিত্রাক্ষর ছন্দ                   উত্তরঃ খ

প্রশ্ন ৩৭: বাংলা সাহিত্যের আদি কবি কে? [২৯তম বিসিএস/সহকারী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি): ০৭]

ক. কাহ্নপা                                খ. চেগুনপা

গ. লুইপা                                   ঘ. ভূসকুপা                               উত্তর: গ

প্রশ্ন ৩৮: চর্যাপদের কবিদের মধ্যে সর্বাধিক পদরচয়িতা গৌরবের অধিকারী- [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৪]

ক. লুই পা                                 খ. ভুসুক পা

গ. সরহ পা                               ঘ. কাহ্ন পা                                উত্তর: ঘ

প্রশ্ন ৩৯: শবর পা কে ছিলেন? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (গনযোগাযোগ ও সাংবাদিকতা) ০৫-০৬]

ক. আদি সিদ্ধাচার্য                    খ. চর্যাকর

গ. শবরীর পতি                                     ঘ. হস্তীবিশারদ                          উত্তর: খ

প্রশ্ন ৪০: নিচের কোনটি সহোদর ভাষাগোষ্টী? [সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যান সংগঠক ০৫]

ক. বাংলা ও উর্দু                        খ. বাংলা ও অসমিয়া

গ. বাংলা ও হিন্দি                      ঘ. বাংলা সংস্কৃত                        উত্তর: খ

প্রশ্ন ৪১: `Origin and Development of Bengali language’ গ্রন্থটির লেখক কে? [উপজেলা নির্বাচন অফিসার: ০৮]

উত্তর: ক. ড. দীনেশ চন্দ্র সেন    খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. মুহম্মদ শহীদুল্লাহ                 ঘ. ড. সুকুমার সেন                   উত্তর: খ

প্রশ্ন ৪২: `খনার বচন‘ কি সংক্রান্ত? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬/গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের থানা প্রকৌশলী, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৯৯]

ক. কৃষি                                    খ. ব্যবসা

গ. শিল্প                                                 ঘ. রাজনীতি                              উত্তর: ক

প্রশ্ন ৪৩: বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজী সাহিত্যের ইতিহাস- এ দু`টির মধ্যে কোনটি বেশি পুরাতন? [পিএসসি`র সহকারী পরিচালক: ৯৮]

ক. বাংলা সাহিত্যের ইতিহাস     খ. ইংরেজী সাহিত্যের ইতিহাস

গ. দু`টিই সমসাময়িক               ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত     উত্তর: খ

সতর্কবাণীঃ আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আমাদের সাইটের কোন লেখা অন্য কোন ব্লগ/ সাইটে প্রকাশ করবেন না।

পুরো লেখাটি টাইপ করেছেন আমাদের আইটি-মনা টিমের অন্যতম সদস্য: প্রণয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here