কাজী নজরুল এর জীবনী থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরিক্ষার বিগত বছরের সকল প্রশ্নোত্তর একসাথে

প্রশ্ন ১: কাজী নজরুল ইসলামের কয়টি গ্রন্থ নিষিদ্ধ হয়?
উত্তর: ৫টি। যথা- যুগবানী, ভাঙ্গার গান, প্রলয় শিখা, বিশের বাঁশী, চন্দ্রবিন্দু।

প্রশ্ন ২: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তর: ব্যথার দান।

প্রশ্ন ৩: কাজী নজরুল ইসলামের প্রথ কাব্য গ্রন্থের নাম কী এবং কাকে উৎসর্গ করেন?
উত্তর: অগ্নিবীণা, বিপ্লবী রবিন্দ্রকুমার ঘোষকে।

প্রশ্ন ৪: কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’ গ্রন্থে কাকে উৎসর্গ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরকে।

প্রশ্ন ৪: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
উত্তর: মুক্তি।

প্রশ্ন ৫: কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: বাধনহারা।

প্রশ্ন ৬: কাজী নজরুল ইসলামের প্রথম নাট্যগ্রন্থ নাম কী?
উত্তর: ঝিলিমিলি।

প্রশ্ন ৭: নজরুল পরিচালিত চলচ্চিত্রের নাম কী?
উত্তর: ধূপছায়া।

প্রশ্ন ৮: কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরন করেছেন কেন? [৩৭তম বিসিএস]
উত্তর: প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে।

প্রশ্ন ৯: ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬]
উত্তর: সাম্যবাদী।

প্রশ্ন ১০: “পদ্ম –গোখরে” গল্পটির রচিয়তা কে? [পোষ্টমাষ্টার জেনারেল(পূর্বাঞ্চল, চট্টগ্রাম) এর কার্যালয়ের অধীন পোষ্টাল অপারেটর ২০১৬]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ১১: “ঈশ্বর” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? [স্বাস্থ মন্ত্রনালয়ের সহকারী প্রকৌশলী ২০১৬]
উত্তর: সাম্যবাদী।

প্রশ্ন ১২: ‘অগ্নিবীণা’ কাব্যের কবিতা সংখ্যা কয়টি? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীনে পিএসসি‘র সহকারী পরিচালক ২০১৬]
উত্তর: ১২টি।

প্রশ্ন ১৩: কোন সাহিত্যিক ‘ব্যাঙাচি’ ছদ্মনামে লিখতেন? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ১৪: কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরন করেন? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সাব রেজিষ্ট্রর ২০১৬]
উত্তর: আনন্দময়ীর আগমনে।

প্রশ্ন ১৫: কাজী নজরুল ইসলাম রচিত কোনটি?
উত্তর: পদ্ম গোখরা।

প্রশ্ন ১৬: কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি? [মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে উপজেলা মহিলা বিসয়ক কর্মকর্তা ২০১৬]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ১৭: কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? [৩৬তম বিসিএস]
উত্তর: বালুচর।

প্রশ্ন ১৮: কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? [৩৬তম বিসিএস/বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১১]
উত্তর: কুহেলিকা।

প্রশ্ন ১৯: ‘শিউলী-মালা’ গল্পের লেখক কে? [স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ২০: কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? [শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন গনপূর্ত মন্ত্রনালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫]
উত্তর: দোলনচাঁপা।

প্রশ্ন ২১: কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক পান? [সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা ২০১৫]
উত্তর: ১৯৭৬ সালে।

সতর্কবাণীঃ আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আমাদের সাইটের কোন লেখা অন্য কোন ব্লগ/ সাইটে প্রকাশ করবেন না।

প্রশ্ন ২২: কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি? [সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম গবেষনা কর্মকর্তা ২০১৫]
উত্তর: বিদ্রোহী।

প্রশ্ন ২৩: কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? [জতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক]
উত্তর: ১৯৭২ সালের ২৪মে।

প্রশ্ন ২৪: কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকা আসেন? [৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৩]
উত্তর: ১৯২৬ সালে।

প্রশ্ন ২৫: কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি? [জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযুদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্টী) ২০১৫]
উত্তর: নদী বক্ষে।

প্রশ্ন ২৬: ‘বাঁধন হারা’ উপন্যাসের রচিয়তা কে? [সেকেন্ডারী এডুকেশন সেক্টর প্রোগ্রাম উপজেলা/থানা একাডেমীক সুপারভাইজার ২০১৫]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ২৭: কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৩]
উত্তর: ১৮৯৯-১৯৭৬।

প্রশ্ন ২৮: কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? [দুর্নীতি দমন কমিশনে উপসহকারী পরিদর্শক ২০১০]
উত্তর: ১১ জ্যৈষ্ট।

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন” এ।

প্রশ্ন ২৯: কাজী নজরুল ইসলামেকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষনা করা হয় কোন সালে? [৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১০]
উত্তর: ১৯৭৪।

প্রশ্ন ৩০: পূজারীনি কবিতাটির লেখক কে? [পল্লী উন্নয়ন বোর্ডের মাঠকর্মী ২০১৪]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৩১: কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস? [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে অডিটর ২০১৪]
উত্তর: মৃত্যুক্ষুধা।

প্রশ্ন ৩২: কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? [নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য, অর্তনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৩]
উত্তর: পুবের হাওয়া।

প্রশ্ন ৩৩: বাংলাদেশের রনসংগীতের রচিয়তা কে? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবারকল্যান পিরদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী ২০১৩]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৩৪: ‘রুদ্রমঙ্গল’ কার লেখা? [শ্রম পরিদপ্তরের মেডিক্যাল অফিসার ২০০৭]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৩৫: ‘চত্রবাক’ গ্রন্থটির রচিয়তা কে? [সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ২০১০]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৩৬: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে? [বাংলাদেশে টেলিভিশনের প্রযোজকঃ ০৬]
উত্তর: ১৩০৬।

প্রশ্ন ৩৭: কাজী নজরুল ইসলামের জন্মসন কত? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৩]
উত্তর: ১৮৯৯ সালে।

প্রশ্ন ৩৮: কাজী নজরুল ইসলামের জন্মস্থান? [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৯]
উত্তর: বর্ধমান।

প্রশ্ন ৩৯: বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? [রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ ২০১১-শিউলি]
উত্তর: দরিরামপুর।

আরো পড়ুনঃ- পিএসসি নির্ধারিত ১১ জন কবি সাহিত্যিক থেকে বিগত সালের সকল প্রশ্নোত্তর একসাথে PDF ডাউনলোড করুন

প্রশ্ন ৪০: কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? [স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীন রসায়নবিদঃ ০১]
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।

প্রশ্ন ৪১: কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত তেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসারঃ ৯৩]
উত্তর: ১৯৭২ সালে।

প্রশ্ন ৪২: ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে- [অর্থ মন্ত্রনালয়ের অধীনে সঞ্চয় পরিদদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
উত্তর: ১৯৪৭ সালে।

প্রশ্ন ৪৩: কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মান করা হয়? [থানা নির্বাচন অফিসারঃ ০৪]
উত্তর: কানাডা।

প্রশ্ন ৪৪: কাজী নজরুল ইসলামের প্রথম প্রাকাশিত লেখা কোনটি? [২২তম বিসিএস/আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সাব-রেজিস্ট্রার ২০১২]
উত্তর: বাউন্ডেলের আত্মকাহিনী।

প্রশ্ন ৪৫: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? [২০তম বিসিএস/পরিবার পরিকল্পনাঅধিদপ্তরের পরিবার কল্যান পরিদর্শক (FWV) প্রশিক্ষণার্থী ২০১৫]
উত্তর: ব্যথার দান।

প্রশ্ন ৪৬: ‘ব্যথার দান’ বইয়ের লেখক কে? [খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শকঃ ০০]
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৪৭: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের চীফ ইন্স্রটাক্টরঃ ০৩]
উত্তর: ব্যথার দান।

প্রশ্ন ৪৮: নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি সেটির নাম লিখুন- [কারিগরি শিক্ষা অধিদপ্তরের চঅফ ইন্সট্রাক্টরঃ ০৩]
উত্তর: শিউলিমালা।
প্রশ্ন ৪৯: নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা? [পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তাঃ ০৩]
উত্তর: পদ্ম গোখরা।

প্রশ্ন ৫০: কোনটি নজরুলের রচনা? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদঃ ০৭]
উত্তর: চোখের ছাতক।

** নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি? উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ, দোলনচাঁপা

**উপরের কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
কোনো এক সন্ধ্যায়, নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয়,অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপাফনিমনসারা, চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করেরা, শেষ সওগাত ,ঝিঙ্গেফুল ও বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।

বিঃদ্রঃ কাজী নজরুল ইসলাম থেকে আরো অনেক প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় এসেছে, ঘুুরিয়ে ফিরিয়ে সেগুলো ও উপরের প্রশ্নগলোর মত বলে আর উল্লেখ করিনি।

আরো পড়ুনঃ-রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরিক্ষার বিগত বছরের সকল প্রশ্নোত্তর একসাথে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here