মুক্তিযুদ্ধভিত্তিক সকল উপন্যাস, নাটক,ছোট গল্প কবিতা, গান, প্রবন্ধ, স্মৃ‌তিকথা মনে রাখুন সহজে

All important writings about liberation war of Bangladesh

বিসিএস সহ সকল চাকরির পরীক্ষায়ই মুক্তিযুদ্ধভিত্তিক রচনাবলী থেকে কয়েকটি প্রশ্ন আসেই। তাই এই টপিকটি মোটেই হেলা করার বিষয় নয়। নিচে মুক্তিযুদ্ধভিত্তিক সকল বইয়ের তালিকা লেখকের নাম সহ দেওয়া হল। নোট করে পড়ে নিন এখনই।

মুক্তিযুদ্ধভিত্তিক সকল উপন্যাসের তালিকা:

১. রাইফেল রোটি আওরাত– আনোয়ার পাশা
২. নেকড়ে অরণ্য– শওকত ওসমান
৩. হাঙর নদী গ্রেনেড– সেলিনা হোসেন
৪. খাঁচায়– রশীদ হায়াদার
৫. জোছনা ও জননীর গল্প– হুমায়ূন আহমেদ
৬. জনক ও জননীর গল্প- মোস্তফা কামাল
৭. সাড়ে তিন হাত ভূমি– ইমদাদুল হক মিলন
৮. ফেরারী সূর্য- রাবেয়া খাতুন
৯. যাত্রা– শওকত আলীর
১০. জীবন ও রাজনৈতিক বাস্তবতা– লেখক শহীদুল জহির

মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের তালিকা

১. পায়ের আওয়াজ পাওয়া যায়- সৈয়দ শামসুল হক
২. বর্ণচোর- মমতাজউদ্দীন আহমেদ
৩. কি চাহ শঙ্খ চিল- মমতাজউদ্দীন আহমেদ
৪. যে অর‌ন্যে আলো নেই–নী‌লিমা ইব্রা‌হিম।
৫. নরকে লাল গোলাপ- আলাউদ্দিন আল আজাদ
৬. স্বাধীনতা আমার স্বাধীনতা-মমতাজ উদদীন আহম্মেদ
৭. বকুল পুরের স্বাধীনতা- মমতাজ উদ্দিন আহম্মেদ
৮. আয়নায় বন্ধুর মুখ–আবদুল্লাহ আল মামুন।
৯. কিংশুক যে মরুতে– মওহাম্মদ এহসানুল্লাহ
১০ ফেরী আসছে–রনেশ দাসগুপ্ত

মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক সকল ক‌বিতার তালিকা

১. মু‌ক্তি‌যোদ্ধা–জসীমউদদীন।
২. দগ্ধগ্রাম–জসীমউদদীন।
৩. বন্দী শি‌বির থে‌কে–শামসুর রহমান।
৪. স্বাধীনতা তুমি– শামসুর রহমান।
৫. বাংলা ছাড়ো– সিকান্দার আবু জাফর
৬. স্বাধীনতা–নির্মলেন্দু গুণ
৭. আজকের বাংলাদেশ– সুফিয়া কামাল
৮. প্রথম শহীদ বাংলা‌দে‌শের মে‌য়ে–সু‌ফিয়া কামাল।
৯. মুক্তিযোদ্ধারা দেখতে কেমন–আহসান হাবীব
১০. একজন মুক্তিযোদ্ধার আত্মসমর্পণ–রফিক আজাদ

আরো পড়ুন:

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস সম্পর্কিত বাছাই করা ২০০ টি প্রশ্ন ও উত্তর 

মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক সকল গানের তালিকা

১. ‌মোরা এক‌টি ফুল‌কে বাচাব–গো‌বিন্দ হালদার।
২. জন্ম আমার ধন্য হল–নাঈম গহর।
৩. জনতার সংগ্রাম চল‌বেই–সিকানদার আবু জাফর।
৪. শুন এক‌টি মু‌জিবু‌রের–গৌ‌রিপ্রসন্ন মজুমদার।
৫. নোঙ্গর তোল তোল–নাঈম গহর।

মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক সকল ‌ছোটগল্পের তালিকা

১. একাত্ত‌রের যীশু– শাহ‌রিয়ার ক‌বির।
২. জন্ম য‌দি তব বঙ্গে–শওকত ওসমান।
৩. নামহীন গোত্রহীন–হাসান আজিজুল হক।
৪. ‌মি‌লির হা‌তে স্টেনগান–আখতারুজ্জ‌ামান ইলিয়াস।
৫. বীরাঙ্গনার প্রেম–বিপ্রদাস বড়ুয়া।

মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক সকল প্রবন্ধের তালিকা

১. A search for identity–মে.‌মো.আবদুল জ‌লিল
২. The liberation of Bangladesh–মে.‌জে. সুখওয়ান্ত সিং।
৩. একাত্ত‌রে ঢাকা–‌সে‌লিনা হো‌সেন।
৪. আ‌মি বীরাঙ্গনা বল‌ছি–ড.নী‌লিমা ইব্রা‌হিম।

মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক সকল স্মৃ‌তিকথা বইয়ের তালিকা

১. আ‌মি বিজয় দে‌খে‌ছি–এম আর আখতার মুকুল।
২. একাত্ত‌রের দিনগু‌লি–জাহানারা ইমাম।
৩. একাত্ত‌রের ডা‌য়েরী–সু‌ফিয়া কামাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here