৪০তম থেকে ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এর তথ্য প্রযুক্তি অংশের সকল প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড করুন |All BCS ICT Question PDF

  ৪০তম থেকে ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এর

 সকল তথ্য প্রযুক্তি অংশের প্রশ্ন সমাধান

40th to 10th All BCS ICT Question PDF Download

সঠিত উত্তরগুলো * তারকা চিহ্নিত করে দেওয়া হয়েছে

এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পোস্টের নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন

এখান থেকে ৪/৫ টি সকল চাকরির পরীক্ষায়ই আসে

১. ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?

POP3*

POP9

HTML

SMTP

২. কোনটি সঠিক নয়?

A+0=A

1=A

A+A’=1

A.A’=1*

৩. এক word কত বিট বিশিষ্ট হয়?

8*

16

4

2

৪. কোন ধরনের bus ব্যবহৃত হয় না?

address bus

input-reader bus

data bus*

control bus

৫. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?

malware

firmware*

virus

lip-lop

৬. একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুর 0 থাকে। এই গেটটি–

AND

OR

XOR

NAND*

৭. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?

Windows XP

Windows 98

MS DOS*

Windows 7

৮. ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয় —-

ভাইরাস ধ্বংসের জন্য

খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে

ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে*

ডিস্ক ফরমেট করতে

৯. কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?

ekhanei.com

olx.com

google.com*

amazon.com

১০. কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেমের স্তর কয়টি?

৭*

নিচের পিডিএফ গুলোও ডাউনলোড করে রাখতে পারেন: 

১১. কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?

TCP/IP*

Novel Netware

Net BEUI

Linux

১২. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

$

#

&

@*

১৩. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

ফেসবুক

টুইটার

লিংকড ইন

উইকিপিডিয়া*

১৪. 10101111 এর 1’s complement কোনটি?

1111 1111

0000 0000

0101 0000*

1100 0011

১৫. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

তামার তার

কো-এক্সিয়াল ক্যাবল

অপটিক্যাল ফাইবার *

ওয়্যারলেস মিডিয়া

১৬. নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? JD-KF- ? PM-TR

NJ

MI

NI *

OJ

১৭. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় —-

ইন্টারকম

ইন্টারনেট*

ই-মেইল

ইন্টারসীড

১৮. কম্পিউটার সিপিইউ (CPU) –এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে ?

এ. এল. ইউ (ALU)*

কন্ট্রোল ইউনিট (control unit)

রেজিস্টার সেট (Register set)

কোনোটিই নয়

১৯. ” একটি ২(দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়” –এর উক্তিটি কোন সেটের জন্য সত্য?

AND

NOR

Ex-OR*

OR

২০. কোনটি অপারেটিং সিস্টেম নয়?

C*

DOS

CP/M

XENIX

২১. ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?

নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার

একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার

ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া*

উপরের কোনোটিই নয়

২২. IP – V6 এড্রেস কত বিটের?

১২৮*

৩২

১২

২৩. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

OMR*

COM

Plotter

Monitor

২৪.ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

২৫৬ টি

৪০৯৬ টি

৬৫৫৩৬ টি*

৪২৯৪৯৬৭২৯৬ টি

২৫. এনড্রয়েড অপারেটিং সিস্টিমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

এটির নির্মাতা গুগল

এটি লিনাক্স কার্নেল নির্ভর

এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি

উপরের সবগুলো সঠিক*

২৬. আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?

অ্যাপেল*

গুগল

মাইক্রোসফট

আইবিএম

২৭. EDSAC কম্পিউটার -এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমোরি ব্যবহার হতো?

RAM

ROM

Mercury Delay Lines*

Registors

২৮. ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?

১৯৯০ সালে

১৯৮৮ সালে

১৯৯৪ সালে*

১৯৯৮ সালে

২৯. ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি?

Simple Message Transmission Protocol

Strategic Mail Transfer Protocol

Strategic Mail Transmission Protocol

Simple Mail Transfer Protocol*

৩০. TCP দিয়ে কোনটি বোঝানো হয়?

প্রোগ্রাম

প্রোটোকল*

প্রোগ্রামিং

ফ্লোচার্ট

৩১. Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?

Queue

Stack*

Union

Array

৩২. ওয়াই-ফাই (Wi- Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?

তামার তার

অপটিক্যাল ফাইবার

তারহীন সংযোগ*

উপরের সবকটি

৩৩. নিচের কোন মেমোরীটি Non-volatile?

SRAM

DRAM

ROM*

উপরের সবগুলোই

৩৪. নিচের কোনটি 3G Language নয়?

C

Java

Assembly Language*

C++

৩৫. নিচের কোন উক্তিটি সঠিক?

১ কিলোবাইট =১০২৪ বাইট*

১ মেগাবাইট = ১০২৪ বাইট

১ কিলোবাইট =১০০০ বাইট

১ মেগাবাইট = ১০০০ বাইট

ShowAns ৩৬. Wi-fi কোন স্ট্যান্ডর্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?

IEEE 802.11*

IEEE 804.11

IEEE 803.11

IEEE 806.11

৩৭. নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?

WAN

Satellite Communication

MAN

TV রিমোর্ট কন্ট্রোলে*

৩৮. (1011)2 + (0101)2=?

(1100)2

(11000)2

(01100)2

কোনোটিই নয়*

৩৯. WI MAX- এর পূর্ণরূপ কি?

Worldwide Interoperability for Microwave Access*

Worldwide Internet for Microwave Access

Worldwide Interconection for Microwave Access

কোনোটিই নয়

৪০. Boolean Algebra –এর নিচের কোনটি সঠিক?

A + A = 1*

A . A = 1

A + A = 2A

উপরের কোনোটিই নয়

৪১. 8086 কত বিটের মাইক্রো প্রসেসর?

8

16*

32

উপরের কোনোটিই নয়

৪২. Mobile Phone -এর কোনটি input device নয়?

Keypad

Touch Screen

Camera

Power Supply*

৪৩. নিচের কোনটি ডাটাবেজ language?

Oracle*

C

MS-Word

কোনোটিই নয়

৪৪. Linkedin –এর ক্ষেত্রে কোনটি সঠিক?

এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস

এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত

২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়

উপরের সবগুলোই*

৪৫. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?

বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে

দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে*

এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে

কোনোটিই নয়

৪৬. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি?

RAM*

Hard Disk

Pen drive

কোনোটিই নয়

৪৭. Plotter কোন ধরনের ডিভাইস?

ইনপুট

আউটপুট*

মেমোরি

উপরের কোনোটিই নয়

৪৮. কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?

Input*

Out put

উভয়েই

কোনোটিই নয়

৪৯. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?

এলুমিনিয়াম

প্লাসটিক

সিলিকন*

কোনোটিই নয়

নিচের পিডিএফ গুলোও ডাউনলোড করে রাখতে পারেন: 

৫০. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?

নির্ধারিত ফাইল কপি করা*

আগের প্রোগ্রামে ফিরে যাওয়া

সবশেষ পরিবর্তন Undo করা

কোনোটিই নয়

৫১. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো —-

অর্থ সাশ্রয়

সময় সাশ্রয়

স্থানের সাশ্রয়

উপরের সবকটি*

৫২. নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?

ekanei.com

Olx.com

google.com*

amazon.com

৫৩. নিচের কোনটি ছাড়া Internet- এ প্রবেশ করা সহজ নয়?

Task bar

Notification area

Menu bar

Web browser*

৫৪. কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?

Read-out

Read from

Read*

উপরের সবগুলোই

৫৫. MICR-এর পূর্ণরূপ কি?

Magnetic Ink Character Reader*

Magnetic Ink Code

Magnetic Ink Case Reader

কোনোটিই নয়

৫৬. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?

Data Definition Language

Data Manipulation Language

Query Language

উপরের সবগুলোই*

৫৭. সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?

২০০৪

২০০৬*

২০০৩

২০০৮

৫৮. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?

IOS

Windows phone

Android*

Symbian

৫৯. মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

ভয়েস টেলিফোনি

ভিডিও কল

মোবাইল টিভি

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা*

৬০. Oracle Corporation–এর প্রতিষ্ঠাতা কে?

Bill Gatea

Tim Cook

Andrew S Grove

Lawrence J. Ellison*

৬১. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

RAM*

Clipboard

Terminal

Hard Disk

৬২. পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?

Super Computer

Network*

Server

Enterprise

৬৩. ইন্টারনেট চালুর বছর ——

১৯৫৯

১৯৬৫

১৯৬৯*

১৯৮১

৬৪. মডেম-এর মধ্যে যা থাকে তা হলো —–

একটি মডুলেটর

একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর*

একটি কোডেক

একটি এনকোডার

৬৫. কম্পিউটার ভাইরাস কি?

একটি ক্ষতিকারক জীবাণু

একটি ক্ষতিকারক সার্কিট

একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স

একটি ক্ষতিকারক প্রোগ্রাম*

৬৬. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

ওয়াইম্যাক্স*

সি-মস

ব্লু-টুথ

ব্রডব্যান্ড

৬৭. কম্পিউটার-টু- কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় —-

ই-মেইল

ইন্টারকম

ইন্টারনেট*

টেলিকমিউনিকেশন

৬৮. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ?

RAM

ROM*

হার্ডওয়্যার

সফ্‌টওয়্যার

৬৯. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?

কমপ্যাক, ১৯৮৫

এপসন, ১৯৮১*

আইবিএম, ১৯৮৩

অ্যাপল, ১৯৭৭

৭০. কম্পিউটার ভাইরাস হলো—–

এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম*

কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট

কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধূলা

কম্পিউটারের কোনো যন্ত্রাংশ সার্কিটে ঢিলা কানেকশন

৭১. কম্পিউটার কে আবিষ্কার করেন?

ইউলিয়াম অটরেড

ব্লেইসি প্যাসকেল

হাওয়ার্ড এইকিন*

আবাকাস

৪০ তম বি.সি.এস ২০১৯  তথ্য প্রযুক্তি” অংশের সমাধানঃ

১। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? (OCR)
২। নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ ও সম্পাদন করে? (Complier)
৩। নীচের কোনটি একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? (Touch Screen)

৪। নিচের কোনটি Octal number নয়? (101)
৫। একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়? (Tables)
৬। Bluetooth কিসের উদাহরণ? (virtual Private Network)
৭। মোবাইল ফোনে কোন Mode এ যোগাযোগ হয়? (Full-duplex)
৮। Time-shared OS এর জন্য কোন Schedeuling Policy সবচেয়ে ভাল? (Round-robin)
৯। প্রথম web browser কোনটি? (World Wide Web)
১০। Social Networking Site এ যোগাযোগ এ কোন media ব্যবহৃত হয়? [সবগুলো (image/video, Audio,text)]
১১। Firewell কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়? (Virus attacks)
১২। TV remote এর Carrier frequency’র range কত? (Infra-red range এর)
১৩। CPU কোন address generate করে? (Both Physical & Logical addresses)
১৪। H-323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? (VoIP)

Size-  6 MB

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 10

Download From Google Drive

Download

Download From Yandex

Download

আরো পড়ুন: সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান একসাথে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here