৩৮তম বিসিএসে প্রতি পদের বিপরীতে লড়বে ১৬১ জন | জানুন কোন কেন্দ্রে কতজন আবেদন করেছেন
৩৮তম বিসিএসে প্রতি পদের বিপরীতে লড়বে ১৬১ জন। আবেদনের টাকা জমাদানের সময় সীমা শেষ হয়েছে ১০ আগস্ট সন্ধ্যা ৬টায়। ২ হাজার ২৪টি শূন্য পদের বিপরীতে এবার আবেদন করেছেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী। তবে www.bpsc.gov.bd এর সর্বশেষ (১০/০৮/২০১৭) তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের ফি জমা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী। অবশিষ্ঠ ৬১,৭৭৩ জন প্রার্থীকে ১৩/০৮/১৭ তারিখের ভেতর ফি জমাদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেখান থেকে কতজন ফি জমা দিয়েছেন সে তথ্য কতৃপক্ষ এখনো প্রকাশ করেনি।অবশিষ্ঠ ৬১,৭৭৩ জন প্রার্থী থেকে ফি জমা দিয়ে থাকলে প্রতিযোগী সংখ্যা আরো বাড়বে।
আবেদনকৃত প্রার্থীদের এ সংখ্যা অতীতের সকল বিসিএস পরীক্ষার আবেদনের চেয়ে কয়েক গুণ বেশি। এর আগে ৩৭ তম বিসিএসে সর্বোচ্চ প্রার্থী ছিলো ২ লাখ ৪৪ হাজার। কিন্তু এবার সে সংখ্যা ছাড়িয়ে গেলো।
উল্লেখ্য, গত ২০ জুন দুই হাজার ২৪টি শূন্যপদে নিয়োগের সুপারিশ করতে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে (পিএসসি)। এবারই প্রথম লিখিত পরীক্ষায় দুজন পরীক্ষকের মাধ্যমে খাতা মূল্যায়ন করা হবে। ২০ শতাংশের বেশি পার্থক্য দেখা দিলে তা আবারও মূল্যায়ন করা হবে।
৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩০০টি, পুলিশ ক্যাডারে ১০০টি এবং পররাষ্ট্র ক্যাডারে ১৭টি, সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে।
চলতি বিসিএস পরীক্ষা থেকে অনলাইন আবেদনে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া লিখিতের সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলিতে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। আর প্রশ্ন করা হবে বাংলা ও ইংরেজিতে।
জেনে নিন ৩৮ তম বিসিএস প্রিলি পরীক্ষার জন্য কোন কেন্দ্রে কতজন আবেদন করেছেন
বিসিএস এর জন্য নিচের পোস্টগুলোও পড়ে নিনঃ-
📌 নতুন নিয়মে ৩৯ তম স্পেশাল বিসিএস | শুধুমাত্র এমসিকিউ-মৌখিক
📌 Zakirs BCS Special এর ১-২০ মডেল টেস্ট উত্তরসহ PDF ডাউনলোড করুন | বিসিএস প্রস্তুতি
📌 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কী, কেন, কিভাবে | BCS সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর একসাথে
📌 ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বিস্তারিত + MCQ
📌 ইংরেজি সাহিত্যের বাছাই করা ৫২৫ টি গুরুত্বপূর্ন MCQ এর PDF ডাউনলোড করুন | English Literature Note
📌 নবম/দশম শ্রেণির,বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে ৪০০+টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
📌 সুশান্ত পালের 1-10 ইংরেজি Hand Note Pdf Download করুন
📌 শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে A to Z জেনে নিন।
📌 বিরাম চিহ্নের বিরতিকাল মনে রাখুন কৌশলে | যতি বা ছেদ চিহ্ন নিয়ে যত তথ্য | বাংলা ২য় পত্র টিপস
📌 সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আগত প্রশ্নগুলোর Pdf Download